আমি সেই নারী – লেখকঃ নেপচুনের_প্রাণী

0
503

#গল্প_পোকা_কবিতা_লিখন_প্রতিযোগিতা
কবিতাঃ আমি সেই নারী
লেখকঃ নেপচুনের_প্রাণী

আমি সেই নারী,
যাকে নিয়ে যৌনাচার আর যৌনাচার
যাকে ছাড়া হয় না পুরুষের ঘর সংসার ।
আমি সেই নারী,
যার শ্রমের মূল্য কোথাও নেই
রাতের অন্ধকারে নিঃসংকোচে
স্বামীকে শরীর বিলিয়ে দেই।
আমি সেই নারী,
চারিদিকে শুধু লজ্জা, লজ্জা আর লজ্জা
যে যেদিকে পারে ভাঙছে অস্থি মজ্জা ।
আমি সেই নারী,
যৌতুকের বলী হয়ে স্বামীর ঘর ছাড়ি ঘর
পোড়া আসবাবপত্রের মতো দগ্ধ হয়ে মরি।
আমি সেই নারী,
পথে ঘাটে হর হামেশা হারাই সম্ভ্রম
সুবিচার পেতে বের হয়ে যায় মোদের দম।
আমি সেই নারী,
আমার নেই কোনো লিঙ্গের অহংকার
সবাই আমার উপর করে বলাৎকার।
আমি সেই নারী,
কারো স্ত্রী, মা কিংবা আদরের বোন
আমার শ্লীলতা কেড়ে নেয়া হয়,
রাস্তার বেওয়ারিশ কুকুরির মতোন।
আমি সেই নারী,
পুরুষ পাষন্ডের লোলুপ দৃষ্টিতে,
আত্মসম্মান রক্ষায় নিদারুণ আতঙ্কে
বুক ভরা যন্ত্রণা নিয়ে চলাফেরা করি।
আমি সেই নারী,
জেগেছি এবার ,
আমার কন্ঠে এখন তীব্র প্রতিবাদের হাতিয়ার!
সমাজের প্রতিটি ক্ষেত্রে আমি যোগ্য,
আমি দুর্বার !!

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে