আবার যুদ্ধ হবে লেখকঃ তোফায়েল আহমেদ

0
468

#গল্পপোকা_কবিতা_লিখন_প্রতিযোগিতা
কবিতাঃ আবার যুদ্ধ হবে
লেখকঃ তোফায়েল আহমেদ

সৈনিকেরা অস্ত্র হাতে
তৈরী থেকো আঁধার রাতে
আসতে পারে শত্রুপালা
নির্ভয়ে তুই আগুন জ্বালা ।
তোর আলোতে বাতিল সবে
মাঠ পালিয়ে শূন্য রবে
ভয় কাটিয়ে সাহস নিয়ে
কর অবরোধ যুদ্ধে গিয়ে।
অত্যাচারীর ঘাড় বেকিয়ে
বীরবাহু তুই চল এগিয়ে
মাজলুমাতের ভাঙ্গ রে তালা
আন ছিনায়ে জয়ের মালা ।
তাগুদের সেই অস্ত্রাঘাতে
ভয় পাবি না বজ্রপাতে
বীর সেনানি উমর বেশে
নিশান উড়াও যুদ্ধ শেষে ।
খালিদ হয়ে অস্ত্র চালা
ইসলামি পথ করতে খোলা।
মুসলমানি বাদ দিতে সব
মুশরিকেরা বাজাচ্ছে দফ
ঈমান বাঁচাতে রঙ্গিন ভবে
সত্যিই আবার যুদ্ধ হবে ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে