#গল্পপোকা_কবিতা_লিখন_প্রতিযোগিতা
কবিতাঃঅর্ধাঙ্গিনী
লেখাঃShuvro Akash
নেহাত তোমাকে ভালোবেসেছি নাহলে
কবেই মরে যেতে,
স্ত্রীর মর্যাদা দিয়েছি তোমাকে
অর্ধাঙ্গিনী যবে থেকে।
মনে আছে কি রাস্তার ধারে পড়েছিলে তুমি একা,
পড়ে পড়ে তুমি কাতরাচ্ছিলে আমার পেয়ে দেখা।
পরিচয় তব জানতে চেয়েছি,
কে হে তুমি, থাকো কোথা?
উত্তরে তুমি বলছিলে, আমি অভাগি অনাথা।
গৃহকাতর, মুমূর্ষ একেলা মায়ের কথাটি ভেবে
আমি বলেছিলাম, কি করবে তবে এখানে থেকে, যাবে কি আমার সাথে?
চরণতলে পড়ে তুমি বলেছিলে নির্দিদ্ধায়
আমি যেতে চাই, চলুন তবে ভোগ করবেন আমায়।
বলেছিলাম আমি মুচকি হেসে
তোমার দিকে চেয়ে,
অবহেলায় বড় হয়েছ হারিয়েছ নিজ ভাষা
অভাগা বলে কি তোমায় কখনো যাবেনা ভালোবাসা।
চোখ ছলছল, করুণ দৃষ্টি, মায়াময় চাহনি
হাতটি ধরে বলছিলাম, তবে চলো যাই এখনি।
বাড়িতে পৌছে মাকে তুমি প্রণাম করলে যখন,
মা খুশি হয়ে বলেছিল তোমায়, বেঁচে থাকো বাছাধন।
রুপবতী নয় গুনবতী বটে লক্ষ্মীমন্ত মেয়ে
আপত্তি না থাকলে আমার ছেলেকে করবে বিয়ে?
মাও মরলো, কথাও ফুরলো কোনো এক সকালে
বিয়েটাও হলো বটে অগ্নীসাক্ষী রেখে।
এমনি করে গল্প ফুরলো মুড়লো নটেগাছ
বহুবছর পর সেসব কথা মনে পড়লো আজ।