অপেক্ষা – নামঃঅনামিকা আফরোজ

0
535

#গল্পপোকা_কবিতা_লিখন_প্রতিযোগিতা।

কবিতাঃ অপেক্ষা
নামঃঅনামিকা আফরোজ

শীতের এই কনকনে ঠাণ্ডায়
আজও কাটে নির্ঘুম রাত।
কী জানি,আসবে তুমি হয়তো হঠাৎ!

গ্রীষ্মের রুক্ষ দুপুরে ক্লান্ত শরীরে
আজো চেয়ে থাকি
ব্যস্ত শহরের ব্যস্ত রাস্তায়।
শত পথিকের আনাগোনা মাঝে
হয়তো হঠাৎ দেখবো তোমায়!

বৃষ্টি শেষে শান্ত প্রকৃতি
অশান্তি শুধু আমার এ মনে,
দুই নয়নে জল ছলছল
আজও সব স্মৃতি আছে যতনে।
আজও খুঁজে ফিরি, কতো পথ ঘুরি
খুঁজে পাবো তোমায় শুধু এ আশায়।
কত দিন গেল, শত বেলা ফুরালো
অপেক্ষার এ অবসান হলো নাতো হায়!
তবে কী তুমি
ভুলে বসেছ সব, ভুলেছো আমায়?
মনরে শুধায়।

সেই যে গেছ, দুই যুগ গত
অপেক্ষায় আছি আজও অবিরত।
সেই যে গেছ, ফিরলে না আর
অপেক্ষার অবসান হবে না কি আর?

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে