#গল্প_অপূর্ণতা
#Ritu_Bonna
#পর্ব_২১_২৩
নিলয়ের কথা শুনে অদ্রিতার দেড় বছর আগের কথা মনে পরে গেল।না চাওয়া সত্ত্বেও তার চোখ দিয়ে পানি পড়ছে। নিলয় অবাক হয়ে তাকিয়ে আছে অদ্রিতার দিকে।সে কিছুতেই বুঝতে পারছে না অদ্রিতার কথা মানে আর অদ্রিতাও কিছু বলছে না দেখে, সে আবারও বললো…
আমি তোমাকে কিছু জিজ্ঞেস করছি প্লিজ আন্সার মি?তুমি যখন আমার চরিত্র নিয়ে এত গুলো কথা বলতে পারলে আমারও তো জানার অধিকার আছে আমি কি এমন করেছি যার জন্য আমাকে এইসব কথা বলছো? আমার কথার উত্তর দাও?
অতীত……..
আজ দুইদিন হয়ে গেল নিলয়ের কোন খুঁজ নেই। তার ফোনও সুইচঅফ এমন তো কখনো করে না।ওনী কোনো বিপদে পরেনি তো।এইসব ভেবে অদ্রিতার মন অস্থির হয়ে উঠলো।
হঠাৎই পিছন থেকে অদ্রিতার চোখ দু-হাত দিয়ে হাল্কা করে চেপে জিজ্ঞেস করলো,”চিনতে পারছিস?”
অদ্রিতা একটু রেগে বললো,,,, হাত সরা বলছি।তোর কি মনে হয় পেছন থেকে ধরলেই আমি বুঝতে পারবো না কে তুই।দেখ আজকে এমনেই আমার মন ভালো নেই তার উপরে তোর এইসব দুষ্টমি আমার একদম ভালো লাগছে না?
অথৈ একটু সিরিয়াস ভাবে জিজ্ঞেস করে,” কি হয়েছে তোর? মন ভালো নেই কেন?”
কিছু হয়নি এমনি….
তুই না বললেও আমি বুঝতে পারছি কি হয়েছে। নিশ্চয়ই নিলয় ভাইয়ের কথা ভাবছিস।তোকে অনেক আগেই ওনার সম্পর্কে কিছু কথা বলতে চেয়েছি কিন্তু ভয়ে বলতে পারিনি।নিলয় চৌধুরী হলেন কলেজের ওনারের ছেলে তাছাড়া ওনার বাবা শহরের সবচেয়ে বড় বিজনেসম্যান তাই ভয়ে তোকে কিছুই বলতে পারিনি। যদি কলেজ থেকে বের করে দেয় তবে কি জবাব দিতাম মা- বাবাকে? এইটুকু বলে বিষন্নতা ভরা দৃষ্টিতে অদ্রিতার দিকে তাকায়।
অদ্রিতা কিছুটা অবাক হয়ে বলে,’ মানে?’ কি বলছিস্ তুই আমি তো কিছুই বুঝতে পারছি না। প্লিজ হেয়ালি না করে পরিস্কার করে বল?
অথৈ কিছুক্ষন চুপ থেকে পরে বলে,”তবে শুন…নিলয় চৌধুরী মেয়েদের ঠকায় তাদের সাথে ভালোবাসার অভিনয় করে পরে তাদের ছেড়ে চলে যায়।এমন করে সে অনেক মেয়ের জীবন নষ্ট করেছে। তাদের সাথে রাত কাটিয়েছে পরে তাদের ছোড়ে ফেলে দিয়েছে।আর তোর কি করে মনে হলো ভার্সিটিতে এত সুন্দর সুন্দর মেয়ে থাকতে নিলয় তোকে পছন্দ করবে…ওর পিছনে তো ভার্সিটির কত সুন্দরী মেয়েরা ঘোরে । ও শুধু তোর মন নিয়ে খেলা করেছ৷ যেমনটা সে আমার সাথে করছে। কথাগুলো বলতে তার চোখে পানি চলে এসেছে।
অথৈ এর কথা গুলো শুনে আদ্রিতা থমকে যায়। সে কথা বলার ভাষাই হারিয়ে ফেলে। তবুও নিজেকে শান্ত করে বলে,,, আমি তোর কোনো কথা বিশ্বাস করি না।তুই মিথ্যা বলছোস্। আমি ওনাকে অনেক ভালো করে চিনি ওনী আমাকে ছাড়া আর কোনো মেয়ের সাথে কখনো কথা বলেনি। আর আমি জানি ওনী অনেক ভালো কোনো মেয়ের জীবন কিছুতেই ওনার জন্য নষ্ট হতে পারে না।ওনী আমাকে স্পর্শ করা তো দূরের কথা কখনো বাজে নজরে আমার দিকে তাকাই নি পর্যন্ত। এমন একজন মানুষ সম্পর্কে তুই কি করে মিথ্যা কথা বলতে পারিস্?
অথৈ মনক্ষুন্ন করে বলে, “আমি জানতাম তুই আমার কথা বিশ্বাস করবি না তাই তো আজ সব প্রমান সহ এসেছি। নিলয় আমার সাথেও ভালোবাসার অভিনয় করেছে। আমাকে মিথ্যা স্বপ্ন দেখিয়েছে, আমাকে ঠকিয়েছে তুই তো জানিস্ যে আমি সুইসাইট করতে চেষ্টা করছিলাম কিন্তু ভাগ্য ভালো ছিল যে আমি বেঁচে গিয়েছি।”
হুমম… কিন্তু তার সাথে নিলয়ের কি সম্পর্ক ওই সময় তুই কিছু বলিস্ নি? তবে এখন এইসব কেন বলছোস্?
তখন অনেক ভয় পেয়ে ছিলাম যার কারণে কাউকে কিছু বলতে পারিনি। এমনকি আমার পরিবারের কেউ এখন পর্যন্ত এইসবের কিছুই জানে না।
তোর ভাগ্য ভালো যে নিলয় তোর সাথে কিছু করে নি। শুধু তোর সাথে অভিনয় করছে এখন তো সে বিদেশে চলে গেছে মজা করতে। তোর কথা হয়তো তার মনেও নেয় আর তুই তার কথা ভেবে কষ্ট পাচ্ছিস।তার জন্য চিন্তা করছিস্।
অদ্রিতা গম্ভীর স্বরে বলে,” আমি তোর কোন কথাই বিশ্বাস করি না। আমি প্রমান দেখতে চাই? কি হলো আমাকে না বলছিলে তোর কাছে সবকিছুর প্রমান আছে। তো তা না দিয়ে অযথা এত কথা বলার কোনো মানে তো দেখছি না।”
আমি জানতাম তুই এমনটাই বলবি। তবে দেখ…. এইটা বলে অথৈ তার ফোন থেকে কতগুলো ছবি আর ম্যাসেজ বের করে অদ্রিতাকে দেখালো।
যা দেখে অদ্রিতার পায়ের নিচের থেকে মাটি সরে গেল।তার বিশ্বাস, ভালোবাসা এক নিমিষেই শেষ হয়ে গেল….ম্যাসেজ….
অথৈঃ নিলয় তুমি এইসব আমার সাথে কেন করছো? তুমি তো জানো আমি তোমাকে কতটা ভালোবাসি। তুমি শুধু বলো আমার কি ভুল হয়েছে। আমি চেষ্টা করবো তা ঠিক করার তবুও এভাবে মাঝ রাস্তায় আমাকে ছেড়ে চলে যেওনা।আমি তো তোমার কোন চাওয়াই অপূর্ণ রাখিনি। তবে কেন এখন আমার সাথে এমন করছো?
নিলয়ঃআমি তোমাকে কোনো দিনও ভালোবাসি নি। তোমার মতো মেয়ে আমার যোগ্য না। তোমার থেকে হাজার গুন সুন্দরী আর স্মার্ট মেয়ে আমার পিছনে ঘুরে, তুমি কি করে ভাবলে তোমাকে আমি ভালোবাসি… How fool you are!তোমার থেকে আমার যা দরকার ছিল তা আমি পেয়ে গেছি। এখন তোমাকে আমার দরকার নেই আর ভুলেও এইসব কথা কাউকে বলতে যেও না। তুমি তো জানোই বললে এর ফল কি হতে পারে।
অথৈঃপ্লিজ নিলয় আমার সাথে এমনটা তুমি করো না। তবে মরা ছাড়া আমার কাছে আর কোন উপায় থাকবে না। তুমি যা বলেছো আমি তো তাই করেছি। নিজের সবটা তোমাকে ভালোবেসে উজার করে দিয়েছি। তবে এখন এইসব কেন বলছো? আমি তো তবে শেষ হয়ে যাবো। কাউকে মুখ দেখাতে পারবো না। বলো তুমি সব মজা করছো,,
নিলয় তাচ্ছিল্য করে বলে মজা করছি না বেবি।আই এম সিরিয়াস। তুমি তো জানোই নিলয় চৌধুরী মজা করা মোটেও পছন্দ করে না আর বাকি রইল তোমার মরার কথা।তোমাকে দিয়ে এখন আমার আর কোনো কাজ নেই। তোমার থেকে আমার যা চাই তা আমি পেয়ে গেছি তাই এখন তুমি বেঁচে থাকো বা মরে যাও আই যাস্ট ডোন্ট কেয়ার। এন্ড আমি যা বলছি তা যেন মনে থাকে তার ব্যতিক্রম হলে এর পরিমাণ কি হতে পারে তা তো তোমার ভালো করেই জানা আছে বেবি।
অদ্রিতা আর কিছু পড়তে পারলো না। তার চোখ দিয়ে অঝোড়ে পানি পরছে।
.
.
.
চলবে……
#গল্প_অপূর্ণতা
#Ritu_Bonna
#পর্ব_২২
অদ্রিতা আর কিছু পড়তে পারলো না।তার চোখ দিয়ে অঝোরে পানি পরছে।
তার যেন বিশ্বাসই হচ্ছে না নিলয় তার সাথে এমনটা করতে পারে।কেন সব সময় তার সাথেই এমন হবে?নিলয় কেন তাকে এই ভাবে ঠকালো, কেন তার সাথে ভালোবাসার অভিনয় করলো?কেন সব কষ্ট তাকেই পেতে হবে?সে তো কখনো কারো কোন ক্ষতি করেনি তবে তার সাথেই কেন সব সময় এমন হয়। ওনাকে তো আমি অনেক বিশ্বাস করতাম। কি করে পারলেন আমার বিশ্বাস আর ভালোবাসা নিয়ে এইভাবে খেলতে?কান্না করছে আর মনে মনে এই কথাগুলো ভাবছে।
অথৈ শান্তনা দিয়ে বলে প্লিজ শান্ত হ, এইভাবে কেন কান্না করছিস্। নিজেকে সামলা, ভুলে যা নিলয়কে। আসলে ও তোর ভালোবাসার যোগ্যই না তুই মিছামিছি এততা কষ্ট পাচ্ছিস। যে তোকে ঠকিয়েছে,তোর মন নিয়ে খেলা করেছে, তুই কেন তার কথা ভেবে কষ্ট পাবি। তুই ও তাকে দেখিয়ে দে… তুই ওকে ছাড়া ভালো থাকতে পারিস্।প্লিজ আর কান্না করিস্ না। চল আজ তোকে বাড়িতে পৌঁছে দেই….
অদ্রিতা হাত দিয়ে নিজের চোখের পানি মুছে বলে অথৈ আমি ঠিক আছি তুই যা,আমি একাই যেতে পারবো।
অথৈ শান্ত স্বরে বলে আমি জানি এখন তোর মনের কি অবস্থা, তার উপরে তোকে একা রেখে আমি কি করে চলে যাবো, এততা স্বার্থপর আমি না। আমি কিছুতেই তোকে এখানে একা রেখে যেতে পারবো না।
অদ্রিতা রেগে বলে আমি বলছিতো আমি ঠিক আছি। তুই এখন যা এখান থেকে.. আমাকে একটু একা ছেড়ে দে।একটু জোরেই কথা গুলো বললো।প্লিজ যা বলছি.. আমি আর কোনো কথা শুনতে চাই না।
অথৈ আর কিছু না বলে সেখান থেকে একটু সামনে চলে আসে মুখে শয়তানি হাসি দিল।অদ্রিতাকে কষ্ট পেতে দেখে তার অনেক ভালো লাগছে। নিলয় এখন তুমি কি করবে?আমাকে রিজেক্ট করার ফল তোমাকে ভোগ করতেই হবে।এই অদ্রিতার জন্য তুমি আমাকে অপমান করেছো। আমার ভালোবাসাকে রিজেক্ট করেছো আর আজ থেকে অদ্রিতা তোমাকে ঘৃণা করবে। তোমাকে ভালোবাসা তো দূরের কথা হাজার চেষ্টা করলেও তুমি এখন তাকে তোমাকে বিশ্বাস করাতে পারবে না….
অথৈ ভাবতে থাকলো আগের কথা……
ভার্সিটির প্রথম দিন একটি ছেলের দিকে তাকিয়ে চোখ ফেরাতে পারেনি নি সে একধ্যানে তাকিয়ে ছিল তার দিকে।ছেলেটি হাইট ৬ ফুট বা তার একটু বেশি হবে, ফর্সা দেখতে অসম্ভব সুন্দর। কালো শার্ট এর সাথে মেচিং করে কালো বেজার আর কালো প্যান্ট পরা। হাতে ব্যান্ডেড ঘড়ি যে কোনো মেয়ে দেখলেই হয়তো তার প্রেমে পরে যাবে।আর অথৈও কম না.. দুধে আলতা গায়ের রং, সিল্কি চুল একদম কমোর পর্যন্ত পরে, লম্বাও ভালোই, দেখতেও অনেক সুন্দরী, মর্ডান কিন্তু একটু অহংকারী। বাবা – মায়ের একমাত্র মেয়ে তাই কখনো তার কোনো চাওয়া অপূর্ণ থাকেনি আর তাই হয়তো তার জেদটাও বেশি।প্রথম দেখায় সে নিলয়কে পছন্দ করে ফেলে আর যতদিন যেতে থাকে ততোই নিলয়কে পাওয়ার জেদটা যেন বেড়েই যায়।
নিলয় ছিল অন্যরকম…. কোনো মেয়ের ধারের কাছেও সে যেত না। কিন্তু অবিশ্বাস্য হলেও সত্যি যে কলেজে সে একমাত্র অদ্রিতার সাথেই ভালো করে কথা বলতো। তার সাথে হেসে হেসে গল্প করতো এইসব দেখে নিজের অনিচ্ছা সত্ত্বেও সে অদ্রিতার সাথে বন্ধুত্ব করে।কারণ অদ্রিতা ছিল কালো তার উপরে তার চালচলনে আধুনিকতার কোনো ছোঁয়াই ছিল না। তার পরিবারও ততটা ধনী না, এমন কোনো মেয়ের সাথে সে বন্ধুত্ব করবে তা সে ভাবতেই পারতো না কিন্তু শুধু নিলয়ের কাছে যাওয়ার জন্য সে অদ্রিতার সাথে বন্ধুত্ব করে।
একদিন সে ভাবে আজ সে নিলয়কে তার মনের কথা বলেই দিবে কিন্তু কি করে? নিলয় তো তার সাথে ভালো করে কথাই বলে না। তাই সে ভাবলো একমাত্র অদ্রিতার কথা বললেই নিলয় রাজি হবে। আর কিছু না ভেবেই সে নিলয়কে অদ্রিতার নাম করে বিকালে একটি রেস্টুরেন্টে আসতে বলে আর নিলয়ও অদ্রিতার কথা শুনে রাজি হয়ে যায়…….
.
.
.
চলবে……
#গল্প_অপূর্ণতা
#Ritu_Bonna
#পর্ব_২৩
অথৈ এর দেওয়া ঠিকানা অনুযায়ী নিলয় বিকালে সেখানে পৌঁছে যায়। আজ প্রথম এইভাবে অদ্রিতার সাথে সে দেখা করতে যাচ্ছে তাই একটু নার্ভাস লাগছে তার। গাড়ি থেকে নেমে রেস্টুরেন্টের ভিরতে ঢুকলাম। রেস্টুরেন্টেটা পাঁচতলা,অনেক বড় ও সুন্দর।যদিও রেস্টুরেন্টটা শহরের ভিতরে তবুও জায়গাটা অনেকটা নিরিবিলি।পরিবেশটা অনেক ভালো…
অদ্রিতার কথামতো চারতলার একটা দরজা ঠেলে ভিতরে গেলাম। বাহিরের থেকে ভিতরে কিছু দেখা যাচ্ছে না,আমি কিছু না ভেবে ভিতরে ঢুকলাম। ভিতরেও পুরো অন্ধকারে ঘেরা। কিচুক্ষন পর হঠাৎ সামনে লাইট জ্বলে উঠলো,পুরো রুমটা খুব সুন্দর করে সাজানো বেলুন আর ফুল দিয়ে। রুমের ঠিক মাঝখানে একটি টেবিল আর তার দুইপাশে দুটো চেয়ার রাখা। টেবিলটা খুব সুন্দর করে সাজানো,,,,,,,
টেবিলে ঠিক মাঝখানে একটি ফুলোর টোরা রাখা,,, তবুও গোলাপি আর সাদা রঙের গোলাপ দিয়ে পুরো টোরাটি সুন্দর করে সাজানো অসম্ভব সুন্দর লাগছে। একটু সামনে যেতেই দেখি,,,, একটি মেয়ে চেয়ারে বসে আছে। গোলাপি রঙের গ্রাউন পরা চুল গুলো ছাড়া। সিল্কি চুল গুলো বাতাসে উড়ছে। পেছন থেকে দেখে নিলয় অনেকটা অবাক হলো।অদ্রিতা তো কখনো বোরকা ছাড়া কোথায় বের হয় না তবে আজ এইভাবে চুল ছেড়ে সুন্দর করে সেজে এসেছে তার কি কারণ?
তাই সে দ্রুত মেয়েটির সামনে যায় আর সামনে গিয়ে মেয়েটিকে দেখলো!
নিলয় মেয়েটিকে দেখে অবাক হয়ে বললো,” অথৈ,,,,,,, তুমি এইভাবে এখানে কি করছো আর অদ্রিতাইবা কোথায় ,,,সব কিছু এমন করে সাজানো কেন?”
হুমম,,,, আমি। দুঃখিত মিথ্যা কথা বলে আপনাকে এখানে আনার জন্য। আসলে এখানে আপনাকে আমি ডেকেছি, অদ্রিতা না। আপনাকে কিছু বলার ছিল যার জন্য এমনটা করেছি।
নিলয় অবাক হয়ে গম্ভীর স্বরে বললো মানে,,,,,,কি বলতে চাইছো তুমি পরিস্কার করে বলো?
অথৈ লজ্জায় নিচের দিকে তাকিয়ে বলে, “যেদিন কলেজে প্রথম আপনাকে দেখি সেদিনই আপনাকে আমার ভালো লাগে। এই ভালো লাগা কখন যে ভালোবাসায় রুপ নেয় তা আমি নিজেও জানি না কিন্তু আমি আপনাকে অনেক ভালোবাসি। এখন আপনাকে ছাড়া আমি থাকতে পারবো না।
আমি চাই আমার জীবনের সব #অপূর্ণতা গুলোকে আপনি আপনার ভালোবাসার ছোঁয়া দিয়ে পূর্ণতা দেন।
I really love you.Will you marry me?
Please don’t say no.I really love you a lot,,,,,,❤❤❤❤”
নিলয় রাগে ভ্রু কুঁচকে বলে, “এইসব কি বলছো তুমি? মাথা ঠিক আছে তোমার।পাগল হয়ে গেছো নাকি? আমি তোমাকে ভালোবাসি না,আর সরি কখনো ভালোবাসতে পারবো না।”
নিলয়ের কথা শুনে অথৈ অপমানিত বোধ করে। তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পরে। নিজেকে সামলিয়ে সে বলে, “কেন? কি এমন নেই আমার মাঝে যে আপনি আমাকে ভালোবাসতে পারবেন না।আমি কি সুন্দরী নই,মর্ডান নই? বলেন কোন দিক দিয়ে আমি আপনার যোগ্য নই!প্লিজ টেল মি….”
নিলয় নিজেকে শান্ত করে বলে,”এই সব কিছু না।তুমি যথেষ্ট সুন্দরী।সব দিক দিয়ে একদম পারফেক্ট। যে কোন ছেলে তোমাকে দেখলে তোমার প্রেমে পরে যাবে।কিন্তু আমার পক্ষে তোমাকে ভালোবাসা কিছুতেই সম্ভব না। ”
কেন সম্ভব না?
কারন আমি একজনকে ভালোবাসি আর তাকে ছাড়া অন্য কাউকে ভালোবাসা আমার পক্ষে সম্ভব নয়।সো প্লিজ আমার থেকে দূরে থাকবে আর ভুলে যাও আমাকে। এটাই তোমার জন্য ভালো হবে।
অথৈ গম্ভীর স্বরে বলে,” কে সে,নাম কি?”
নিলয় কন্ঠে গম্ভীর্যতা এনে বলে,”আমি তোমাকে তার নাম বলতে বাধ্য নই তবু্ও বলছি।. সে হলো অদ্রিতা। তাকে আমি নিজের থেকেও বেশি ভালোবাসি আর সে ছাড়া অন্য কোন মেয়ে আমার লাইফে কখনো আসবে না। ”
অথৈ তাচ্ছিল্য হেসে বলে, “আপনি অদ্রিতাকে ভালোবাসেন। হাসি পেলো কথাটি শুনে। তার সাথে আপনার কোন মিল নেই। সে দেখতে আপনার মতো সুন্দর না। কালো, তার মাঝে আধুনিকতার কোনো ছোঁয়া নেই,গেয়োঁ মেয়ে কোথাকার, তার পরিবার গরিব আপনাদের মতো ধনী নয়। এমন একটি মেয়েকে কি করে ভালোবাসতে পারেন?”
অথৈ আরো কিছু বলতে যাবে তার আগেই নিলয় রেগে বলা শুরু করে,,
Shut up,,,,,,, I say just shut up.তোমার সাহস কি করে হয় অদ্রিতার সম্পর্কে এমন কথা বলার? অদ্রিতা তোমার মতো না সে অনেক ভালো তার মন মানসিকতা, আচার-ব্যবহার অনেক ভালো। সবচেয়ে বড় হচ্ছে সে মানুষকে মানুষ বলে মূল্যায়ন করতে পারে।তোমার মতো অহংকারী আর সো কোল্ড আধুনিকতার কোন ছোঁয়া তার মাঝে নেই। ফিউচারে কখনো আমার আশেপাশে যাতে তোমাকে না দেখি।আর যদি কখনো আমার আর অদ্রিতার মাঝে আসার চেষ্টা করো তবে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না।গট ইট,,,
নিলয় আর কিছু না বলে রাগে চলে গেল। পিছুন থেকে অথৈ অনেক বার ডাকলো কিন্তু নিলয় একবারের জন্যও ফিরে তাকালো না,,,
.
.
.
চলবে…….