অনুভূতি পর্ব-০৭

0
1490

#গল্পের_নাম_অনুভূতি
#লেখনীতে_Alisha_Rahman_Fiza
পর্বঃ৭
আরফি রিক্সায় বসে গোলাপ ফুল গুলোতে আলতো করে হাত বুলিয়ে দিলো তার ভিতরে অজানা এক ভালোলাগা কাজ করছে।আরফি মুচকি হেসে রাস্তার দিকে চোখ তুলে তাকালো সে ভাবছে আবরার তাকে বুঝতে পেরেছে তার মনের অবস্থা আবরারকে জানিয়ে সে ভুল করেনি।আবরারের সাথে এই বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা যাতে টিকে থাকুক তাই আরফির ইচ্ছা।কলেজ পৌছে আরফি ক্লাস রুমে চলে যায় শ্রেয়া তার জন্য অপেক্ষা করছে আরফি গিয়ে শ্রেয়ার পাশে বসে পরলো।শ্রেয়া আরফিকে দেখে দাঁত দিয়ে নখ কাটতে শুরু করলো তা দেখে আরফি ভ্রুকুচকে বললো,
~কী হয়েছে তোর?এরকম আচরণ করছিস কেন?
শ্রেয়া ঢোক গিলে বললো,
~একটা ঘটনা ঘটেগেছে।
আরফি শ্রেয়ার দিকে একপলক তাকিয়ে ব্যাগ থেকে খাতা বের করতে করতে বললো,
~আন্টির সাথে আবার ঝগড়া করেছিস?
শ্রেয়া বললো,
~তোর কী আমাকে দেখে ঝগড়াআলী মনে হয় যে সবসময় ঝগড়া করবো?
আরফি দীর্ঘশ্বাস ছেড়ে বললো,
~তাহলে কী হয়েছে বলবি তো?
শ্রেয়া চোখ বন্ধ করে এক নিশ্বাসে বলে উঠলো,
~আমার বিয়ে ঠিক হয়ে গেছে।
আরফির হাত থেকে খাতা পরে যায় সে বিস্ময়কর দৃষ্টিতে শ্রেয়ার দিকে তাকায় শ্রেয়া দাঁত কেলিয়ে বলে,
~গত ১সপ্তাহ ধরে ব্যাপার টা তোকে বলবো বলবো করে বলা হয়নি।
আরফি বললো,
~তুই বিয়েতে রাজী?
শ্রেয়া বললো,
~আসলে আগে ছিলাম না পরে যখন তোর দুলাভাইকে দেখলাম তারপর আর না করতে পারলাম না।
আরফি অবাক হয়ে বললো,
~কে দুলাভাই?
শ্রেয়া আরফির মাথায় গাঁট্টা মেরে বললো,
~আমার জামাই তোর দুলাভাই গর্দভ।
আরফি বললো,
~বিয়েতো হয়নি তাহলে দুলাভাই কেমনে হলো?
শ্রেয়া বললো,
~এতো ভাবতে হবে না দুলাভাই বলবি আর আজ সে আসবে তোর সাথে দেখা করতে।
আরফি বললো,
~আমার সাথে কেন?
শ্রেয়া বললো,
~তুই আমার বেস্টফ্রেন্ড তো তোর সাথেই তো দেখা করতে আসবে।
আরফি দীর্ঘশ্বাস ছেড়ে বললো,
~বিয়ের কথা শুনে একজন কাঁদে আরেকজন মহাউল্লাসে ঘুরে বেড়ায়।
আরফির কথা শুনে শ্রেয়া বললো,
~কি বলিস কিছুই তো বুঝিনা
আরফি বললো,
~থাক বুঝতে হবে না এতো ক্লাস শুরু হবে।
অতঃপর ক্লাসরুমে স্যার প্রবেশ করলো আরফি ক্লাসে মনোযোগ দিলো।

রাতুল আর আবরার বসে আছে অফিসের ক্যান্টিনে তারা দুজনই খাবার খাচ্ছে আর কথা বলছে।রাতুল বললো,
~আচ্ছা দোস্ত একধাপ তো হলো এখন আগে কী করবি?
আবরার বললো,
~এখন সব উপরওয়ালার হাতে।
রাতুল বললো,
~আরফি কিন্তু তোর বন্ধুত্ব মেনে নিয়েছে।আমার মনে হয় সে তোর অনুভূতি গুলোও মেনে নিবে
আবরার বললো,
~হয়তো কিন্তু এখন অপেক্ষা করাই ভালো।আরফিকে এখন তার হালে ছেড়ে দেওয়াই ভালো।
তখনই আবরারের ফোন বেজে উঠলো সে ফোন হাতে নিয়ে দেখলো অবনির ফোন আবরার ফোন রিসিভ করতেই অবনি বললো,
~ভাই আমার শপিংয়ে যেতে হবে সামনে আমার ভার্সিটিতে অনুষ্ঠান আমি আজই যাবো।
আবরার বললো,
~মায়ের সাথে চলে যা।
অবনি বিরক্ত নিয়ে বললো,
~মা আজ খালার বাসায় যাবি প্লিজ ভাই চলো না।
আবরার বললো,
~ঠিক আছে বিকেলে যাবো রেডি থাকিস।
অবনি খুশি হয়ে ফোন রেখে দিলো।আবরার রাতুলকে বললো,
~আজ শপিংয়ে যেতে হবে অবনিকে নিয়ে।
রাতুল বললো,
~এই মেয়েদের আর কী বল সারাদিন খালি খালি শপিং আর শপিং।
আবরার বললো,
~তোর বউ তাহলে সারাদিন শপিং আর শপিং করবে তখন কী করবি?
রাতুল বললো,
~কলুষিত পুরুষ তোর বউ তোরে ঝাঁটা দিয়া পিটাইবো আমর বউরে নিয়া খালি কথা কয়।ভাবিরে সম্মান করতে শিখ।
আবরার বললো,
~বহুত হইসে কথা ওহন চল কাজে ফিরি।
তারা দুজনই নিজ নিজ ক্যাবিনে চলে গেলো যার কাজে মনোযোগ দিলো।
আরফি আর শ্রেয়া কলেজ শেষ করে বাহিরে দাড়িয়ে আছে তখনই এক যুবক এসে শ্রেয়ার পাশে দাড়ালো শ্রেয়া আরফিকে বললো,
~আরফি এই যে তোর দুলাভাই তামিম।
আরফি সামনে তাকিয়ে সালাম দিলো বেশকিছুক্ষন কথা হলো তাদের মাঝে তারপর আরফি রিক্সা নিয়ে চলে আসলো বাসায়।
বিকেলে আরফি, আরফান আর রুকাইয়া বাসা থেকে বের হয়ে রওনা দিলো শপিং মলের উদ্দেশ্যে।রুকাইয়া আর আরফি কথা বলছে আর আরফিন তাদের বকবক শুনছে ভীষন ভাবে সে বিরক্ত এই মেয়েলি আলাপ শুনে।রুকাইয়া বললো,
~এই যে শুনুন আমাদের জন্য আইসক্রিম নিয়ে আসুন।
আরফান বললো,
~তাই তো করতে এসেছি। আমি তোমাদের বডিগার্ড হিসেবেই তো এসেছি।
আরফানের কথায় দুজনই মুখ টিপে হাসলো রুকাইয়ার হাত ধরে বসে আছে আরফি সিএনজিতে।রুকাইয়া মাঝে বসে আছে আরফি বললো,
~ভাবি মা আমাকে বলেছে তুমি যাতে একটা সুন্দর দেখে শাড়ি কিনে নেও নিজের জন্য মা আমার কাছে টাকা দিয়েছে।
আরফান বললো,
~ছেলের বউয়ের জন্য টাকা দিতে পারলো ছেলের জন্য টাকা হলো না।
আরফি বললো,
~ভাইয়া তুমি তো হিংসা করছো ভাবির সাথে লজ্জা করে না।
রুকাইয়া বললো,
~সবসময়ই এমন করে তোমার ভাই হিংসাটা একদম মনের ভেতর ভরা।
আরফান বললো,
~আমি হিংসুটে বেশ এই হিংসুটে মানুষ তোমাদের সাথে আর কথা বলবে না।

এতটুকু বলেই আরফান মুখ গুড়িয়ে বাহিরের দিকে তাকিয়ে রইলো।আরফি ভাইয়ের মুখ ফুলানো দেখে বললো,
~ভাইয়া এভাবেই তুমি মোটা হয়ে গেছো এভাবে মুখ ফুলিয়ে রাখলে তোমায় আরো মোটা লাগবে।
আরফান একথা শুনে রাগী চোখে আরফির দিকে তাকিয়ে বললো,
~ফাজিল মেয়ে আমি মোটা তুই মুটি।
আরফি বললো,
~আমি একদম মুটি না তুমিই তো খাবারের সময় গপগপ করে খেতে থাকো।খাদক ব্যক্তি।
আরফান বললো,
~মাইর খাবি আরফি।
দুভাইবোনের ঝগড়া শুনে রুকাইয়া বললো,
~একদম চুপ দুজনই নাহলে এখনই আমি গাড়ি থেকে নেমে যাবো।
রুকাইয়ার ধমক শুনে দুজনই চুপ হয়ে যায় আরফি কিছুক্ষণ পর বললো,
~ভাবি রাগ করো না প্লিজ।
রুকাইয়া বললো,
~দুজনই সরি বলো দুজনকে।
আরফান আর আরফি একসঙ্গে সরি বলে উঠলো।
কিছুক্ষণ পর শপিংমলে পৌছে গেলো তারা ঘুরে ঘুরে প্রতিটি দোকানের জিনিস দেখছে।
অপরদিকে আবরার ও অবনি শপিংমলে পৌছে গেছে অবনি আবরারকে একটা শাড়ি দেখিয়ে বললো,
~ভাইয়া এই শাড়িটা কেমন লাগছে?
আবরার বিরক্তি নিয়ে বললো,
~এসব আমি বুঝিনা তোর ভালো লাগলে নিয়ে নে।
অবনি মুখ বাঁকিয়ে বললো,
~নিরামিষ একটা তোমার বউরে কেমনে শপিং কইরা দেও তাই দেখুম নে।
আবরার বললো,
~এখানে বউ আসলো কেমনে? শাড়িটা তোর গায়ের উপরে রাখ কেমন লাগে দেখি?
অবনি হাসি হাসি মুখে শাড়িটা গায়ের উপর রাখলো।
আবরার বললো,
~রঙ্গটা তোকে মানায়নি অন্যটা দেখতে পারিস।
অবনি হাতের শাড়িটা দেখে অন্য শাড়ি গুলো দেখছে।আবরার আশেপাশে চোখ বুলিয়ে দেখছে তখনই আবরারের নজর পরলো পাশের দোকানে থাকা আরফানের উপর আরেকটু কাছে গিয়ে দেখলো আরফি আর রুকাইয়া শাড়ি দেখছে।আবরার মুচকি হেসল মনে মনে বললো,
~আল্লাহ যা করে ভালোর জন্যই করে।
আবরার আরফানের কাছে গিয়ে বললো,
~আরফান তুমি এখানে?
আবরারের কন্ঠ শুনে আরফান পিছন ফিরে দেখলো আবরার দাড়িয়ে আছে।আরফান হাসার চেষ্টা করে বললো,
~স্যার আপনি এখানে?
তখনও অবনি এসে বললো,
~ভাইয়া একটা শাড়ি পছন্দ
কথা শেষ না করেই সে চুপ হয়ে যায় সামনে আরফানকে দেখে।আরফি আর রুকাইয়া তাদের কাছে চলে আসে অবনি তাদের সাথে কুশলাদি করে কথা বলতে থাকে।আবরার বললো
~অবনির জন্য শপিং করতে এসেছি আমরা।
আরফি অবনিকে বললো,
~শপিং শেষ?
অবনি বললো,
~নাহ।

আরফি বললো,
~চলো একসাথে শপিং করি।
অবনি মাথা দুলালো তারপর সবাই একসাথে শপিংয়ে ব্যস্ত হয়ে পরলো।আরফান আর আবরার তিনজনের বডিগার্ড হয়ে রইলো।অবনি আরফি আর রুকাইয়া শাড়ি পছন্দ করে ফেললো আরফান বিল দিতে যাবে তখনই আবরার বললো,
~আরফান আমি দিয়ে দিবো তুমি যাও।
আরফিন বললো,
~না স্যার কী বলছেন?
আবরার বললো,
~বেশি কথা বলো না আমি যা বলেছি তাই হবে।
আবরার নিজে সব বিল পে করলো এরপর তারা রেস্টুরেন্টে চলে গেলো রুকাইয়া আরফানের কানে ফিসফিস করে বললো,
~আমি ওয়াশরুমে যাবো একটু আসেন আমার সাথে।
আরফান আর রুকাইয়া আরফিকে বলে চলে গেলো।আরফি অবনির সাথে কথা বলছে আবরারের এতে অনেক বড় ক্ষতি হচ্ছে অবনির দিকে কটমট করে তাকিয়ে আছে সে অবনি বুঝতে পেরে বললো,
~আমি একটু আসছি মাকে ফোন করতে হবে।
বলেই সে উঠে গেলো আরফি আর আবরার একসাথে বসে আছে আরফির একটু অস্বস্তি লাগছে।আবরার হালকা কেশে বললো,
~আরফি কলেজ কেমন চলছে?
আরফি আবরারের দিকে তাকিয়ে বললো,
~ভালোই চলছে।
আবরার আরফির মাথায় হাত বুলিয়ে দিয়ে বললো,
~মনোযোগ সহকারে পড়াশোনা করো সামনে পরীক্ষা।
আরফি আবরারের কান্ডে লজ্জা পেয়ে মাথানিচু করে ফেলে তা দেখে আবরার হেসে বললো,
~কখনো যদি আমার help এর প্রয়োজন হয় বলতে পারো।তোমার বন্ধু তোমার পাশে সবসময় থাকবে।
আরফি মাথা তুলে আবরারের দিকে তাকালো আবরারের কথা শুনে তার মনে অজানা এক শিহরণ বয়ে গেলো।আরফির তাকানো দেখে আবরার বললো,
~কী খাবে বলো?
আরফি বললো,
~সবাই আসুক তারপর না হয় অর্ডার করি?
আবরার বললো,
~ঠিক আছে।
একটুপর সবাই ফিরে আসলো তারা খাবার খেয়ে রেস্টুরেন্ট থেকে বের হয়ে আসলো আরফান আবরারকে বিদায় জানালো তারপর বাসার উদ্দেশ্যে রওনা হলো আরফি যাওয়ার সময় একবার আবরারের দিকে তাকালো আবরার হাত নাড়া দিয়ে বিদায় জানালো আরফি শুধু মুচকি হাসলো।আবরারের অনুভূতি গুলো কী আরফি বুঝবে নাকি তাদের এই সম্পর্ক বন্ধুত্ব পর্যন্তই থাকবে সময়ের সাথে সাথে সব কিছুরই হয়তো পরিবর্তন হবে।

চলবে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে