অজ্ঞাতপরিচয় – কবি : আহসান হাবিব আরাফ

0
558

#গল্পপোকা_কবিতা_লিখন_প্রতিযোগিতা
কবিতা : অজ্ঞাতপরিচয়
কবি : আহসান হাবিব আরাফ

মাগো আমার বাপে কই
কেন দেখিনা আমি তারে?
লোকে কয় আমার বাপ নাইক্কা!
কেন নষ্টা তোমায় বলে?

নষ্টা কি মা,তুমি কও না মোরে?
চুপ করে ক্যান থাকো?
বাদলের মায় মোরে জারজ বলে
জারজ কি মা মোরে বলো?

মাগো আমার বাপ আসে না
ক্যান লয় না মোরে কোলে?
চোখ ফুটিয়া দেখছি তোমায়
বুঝিনা বাপের আদর কারে বলে।

টুকুর বাপে ওরে বুকে জড়ায় ‘সোনামানিক’ ডাকে।
আমার বাপ আসে না কেন মাগো?
তুমি কও না মোরে সত্যি করে।
মা আঁচল দিয়ে চোখ মুছে আর কিছু নাহি কইতে পারে
বলতে চায় অনেক কথা ছোট্ট খোকা সেসব বুঝবে না যে।

মনে পড়ে নুরবানুর ঐ কালো রাতের কথা,
একলা পেয়ে পশুরা সব করল তাকে হানা।
চিল শকুনের মতো করে তাকে ছিঁড়ে ফেলে সেদিন
ঝোঁপের মাঝে পড়ে ছিল তার নিথর দেহ দুদিন।

কিছুদিনের মাথায় আসে খোকা তাহার পেটে
সমাজ তাকে তাড়িয়ে দিল বিনা বাচ-বিচারে।
পশুগুলো চেনা তাহার,সে বলতে নাহি পারে
সমাজ তাকে বলে কলঙ্কিনী,
পশুরা সব বুক ফুলিয়ে বাঁচে।

শত শত নুরবানুরা পায় না সঠিক বিচার
খোকার মতো বালক সবাই পায় না বাপের পরিচয়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে