ভালোবাসি তোমাকে পার্ট-০১

0
4802

 ভালোবাসি তোমাকে পার্ট-০১
 jannatul_ferdous

 

নিশাত এসে টান দিয়ে সরিয়ে নিয়ে গেলো শিমুকে।আরেকটু হলেই ছাদ থেকে ঝাপ দিতো সে।কিন্তু নিশাত সরিয়ে নিয়ে গেলো।বৃষ্টি হচ্ছে তার মাঝেই শিমু ছাদে চলে আসছিলো।

নিশাত-(জড়িয়ে ধরে)কি করছিস এসব আপ্পি.এত কাছে গেলি কেনো ছাদের।তোর যদি কিছু হয়ে যেতো.

শিমু-আমার আবার কী হতো?দেখ ও দাঁড়িয়ে আছে আমার অপেক্ষায়,যেতে হবে তো আমাকে।

নিশাত-আপ্পি কেউ নেই দাঁড়িয়ে.চল এখান থেকে.

(নিশাত টেনে নিছে নিয়ে গেলো শিমুকে)

নিশাত-আম্মু.

শিমুর আম্মু-কি হয়েছে?

নিশাত-দেখো কী করছে.

শিমুর আম্মু-শিমু তো পুরো ভিজে গেলো।এভাবে ভিজলো কীভাবে?

নিশাত-ছাদে গিয়ে.

শিমুর আম্মু-আবার ছাদে গেলো.নিশু যা তো ওকে চেঞ্জ করিয়ে নিয়ে আয়।আমি খাবার দিচ্ছি।

শিমু-আম্মু।

শিমুর আম্মু-বল মা।

শিমু-শুভ্র তো ওইখানে দাঁড়িয়ে আছে।ও তো ভিজে যাবে,ওকে বাসায় আসতে বলো।

শিমুর আম্মু-(চোখে পানি টলমল করছে)–আচ্ছা তুই চেঞ্জ কর আমি ওকে নিয়ে আসছি।

শিমুকে নিয়ে নিশু চলে গেলো।

শিমুর আম্মু-আমার মেয়েটার ভাগ্যেই এরকম হয় কেন?হে পরম করুনাময় আল্লাহ ওর এই অবস্থা আমি মা হয়ে কীভাবে দেখবো।ওর সুস্থ হওয়ার পথ দেখিয়ে দেন আমিন।

শিমুর আব্বু-শুনছো গতকালকেই বিদেশ থেকে ডাক্তার এসেছে।আমরা শিমুকে নিয়ে ওর কাছে যাবো।

শিমুর আম্মু-আমার শিমু সুস্থ হবে তো?

শিমুর আব্বু-চেষ্টা করে তো দেখতে পারি.বাকিটা আল্লাহ ভরসা।

শিমুর আম্মু-হুমমম।নিশু শিমুকে নিয়ে খেতে আয়।

শিমু-(খাবার টেবিলে বসেই)–শুভ্র কই আম্মু।তুমি ওকে আনোনি?আমি খাবো না।
(বলেই প্লেটটা ফ্লোরে ছুড়ে পেলে দিলো)

শিমুর আম্মু-শিমু(চিৎকার দিয়ে উঠলো)

শিমুর আব্বু-থামো ওর উপর রাগ করছো কেন?
মা রে এইদিকে আয়.এত রাগ করলে হয়.আমি গেছিলাম ওকে আনতে,ও বাসায় চলে গেছে।তোর আন্টি তো ওর জন্য অপেক্ষা করছে তাই না?

শিমু-হুম না গেলে তো আন্টি বকা দিবে।

শিমুর আব্বু-তাই তো চলে গেছে।এখন তুই খেয়ে নে।

শিমু-আচ্ছা ঠিক আছে তুমি খাইয়ে দাও.

শিমুর আব্বু-আমার রাজকুমারীটাকে খাইয়ে দিবো তো।

শিমু-লাভ ইউ বাবাই.

শিমুর আব্বু-লাভ ইউ টু মা.

শিমুকে বুজিয়ে সুজিয়ে খাইয়ে দিলো ওর বাবা।কিন্তু এভাবে আর কয় দিন চলবে.

শিমুর আম্মু-আমার মেয়েটা কী আর কোনো দিন সুস্থ হবে না?

শিমুর আব্বু-দেখি এই ডাক্তারটাকে দেখিয়ে.কালকে যাবো আমি ওর সাথে দেখা করতে.

শিমুর আম্মু-ঠিক আছে.

পরের দিনেই শিমুর আব্বু-আম্মু শিমুকে নিয়ে চলে গেলো ডাক্তারের চেম্বারে.

শিমু-আমি এখানে কেনো?

শিমুর আম্মু-তোর সাথে একজনের দেখা করাতে নিয়ে এসেছি.

শিমু-কে?

জিহাদ-আমি.(পিছন থেকেই বললো)

শিমু-এই তুমি কে?

জিহাদ-আমাকে চিনতে হলে ফ্রেন্ড হতে হবে আমার।

শিমু-আচ্ছা ফ্রেন্ড।

জিহাদ-তাহলে আমার নাম জিহাদ আর আমি তোমার ফ্রেন্ড।

শিমু-তুমি খুব ভালো।

জিহাদ-তুমিও.আন্টি আজকে ওকে নিয়ে চলে যান আমি পরে যাবো আপনাদের বাড়িতে ওকে দেখতে।

শিমু-আমার জন্য কিন্তু চকলেট আনতে ভুলবে না।

জিহাদ-ঠিক আছে মহারাণী।

শিমুর আম্মু-চল তাহলে।

শিমু-আমার সাথে দেখা করতে যাবে কিন্তু।

জিহাদ-যাবো তো,মহারাণীর হুকুম তো মানতেই হবে

শিমু-আচ্ছা।

(শিমু চলে গেলো)

শিমুর আব্বু-আপনি তাহলে ডাক্তার।

জিহাদ–হুমম,ওর সব গুলো রিপোর্ট হাতে পেয়েছি।

শিমুর আব্বু-ধন্যবাদ ডাক্তার.

জিহাদ-ধন্যবাদ দিয়ে ছোট করবেন না প্লিজ।ওর এরকম অবস্থা হলো কীভাবে তা যদি বলতেন।

শিমুর আব্বু-আচ্ছা বলো কী জানতে চাও.

জিহাদ-এখানে থেকে বের হয়ে চলুন.অন্য কোনো জায়গায় কথা বলতো পারি আমরা.

শিমুর আব্বু-ঠিক আছে চলো.

জিহাদ আর শিমুর আব্বু গিয়ে একটা কপিশপে বসলো।তারপর বলা শুরু করলো ১বছর আগের কথা।

চলবে………….

বি.দ্র.ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে