চোখের বিষ – পর্ব ১

0
3547

চোখের বিষ পর্ব ১

আমার বাবা আমার মুখটা দেখতেও পছন্দ করেন না।শুনতে অবাক লাগলেও এটাই সত্যি।কঠিন সত্যি।
মেয়েরা নাকি বাবার রাজকন্যা হয়।
বাবারা নাকি সব থেকে বেশি ভালবাসেন তাদের মেয়েকে।কিন্তু আমার বাবা আমার নামটাও শুনতে পারেন না।
:
নিজেকে খুব বেশি অসহায় মনে হয়।কিন্তু কি করার,
হয়তো আমার ভাগ্যে বাবার ভালবাসা কখনোই লিখা ছিলোনা।

-মা,মা নাস্তা কই আমার?আমার দেরি হয়ে যাচ্ছেতো।
-বাবা,এই যে নাস্তা।দিদি ভাই ওয়াশরুমে গেছেন।
-তোমাকে কে দিতে বলেছে নাস্তা?আমি তোমাকে ডেকেছি?
আর কখনো তুমি আমার নাস্তা নিয়ে আসবেনা।
:

বাবা নাস্তা না করেই উঠে চলে গেলেন অফিসে।
আর আমার চোখ থেকে জল গড়িয়ে পড়তে লাগলো,যা বাবার চোখেও পড়েনি।

কলেজে সবাই তাদের বাবার গল্প করে কিন্তু আমি কখনো বাবার গল্প বলতে পারিনা।
পারিনা আর সবার মত বাবার আদর ভালবাসা সম্পর্কে আলোচনা করে নিজেকে ভাগ্যবতী বলতে।

-কিরে তোর বাবা কই?
-অফিসে চলে গেছে দিদি ভাই।
-নাস্তা না করেই?
-আমি দিয়েছি যে নাস্তা।তাই চলে গেলো।
-কাঁদিস না দিদি ভাই সব ঠিক হয়ে যাবে।

-আরাফ সাহেব,সেদিন আপনার মেয়েকে দেখলাম,ভারী মিষ্টি হয়েছে।
-প্লিজ আফজাল সাহেব এই টপিক টা বাদ দিন।
-বুঝলাম না, আপনি কখনো আপনার মেয়ের রেজাল্টেও খুশি হোন না।আর নিউজ তো দেনই না,আমরা দিলেও কোন রিয়েক্টই দেখিনা।
সমস্যা কি বলবেন?
-ওহ প্লিজ.আফজাল সাহেব।আপনি এখন আসতে পারেন।
-আপনার কাছ থেকে এমন ব্যবহার কোন দিনও আশা করিনি।

-রফিক সাহেব,
বলতে পারেন, আরাফ সাহেবের কি কোন সমস্যা আছে?
-কেন কি হয়েছে?
-উনি উনার মেয়ের নাম শুনলেই বিগড়ে যান।কি মিষ্টি একটা মেয়ে তার।
অথচ কখনো ওর নামটাও শুনিনা তার মুখে।
-কি জানি ভাই,হবে হয়তো কাউকে লাভ টাভ করে।
আর সে মানতে নারাজ।
-না ভাই তা হবেনা,লাভ করলে এতটা অপছন্দ করতেন না মেয়েকে।অন্য কোন কাহিনী আছে নিশ্চয়ই।
-আচ্ছা ধীরে ধীরে বলি শুনুন,
এও হতে পারে,কারো সাথে পালিয়ে গিয়েছিলো।আর সেই ছেলে ছেড়ে দিয়েছে।তারপর মেয়ে ঘরে এসে বসে আছে।
-ধুর কি যে বলেন,এত সুন্দর ইনোসেন্ট লুকের একটা মেয়ে এমন কাজ করবে?
-আজ কালকার ছেলে মেয়েরা সব পারে ভাই।
আপনি জানেনই না।
আর যেই সব ছেলে মেয়েরা ভাজা মাছ উলটে খেতে জানেনা টাইপ,তারাই আস্ত একটা রুই মাছ গিলে খেতে পারে।
-কি জানি ভাই।হতেও পারে।

-আপনাদের অন্যের পরিবার নিয়ে লাফালাফি করতে খুব ভালো লাগে তাইনা?তাদের পারসোনাল বিষয় ঘাটাঘাটি করতে খুব মজা পান তাইনা?ঠিকাছে আজ আমিই সব খোলাসা করছি।
আপনাদের আর কষ্ট করে রহস্য উৎঘাটন করতে হবেনা।

চলবে,

চোখের_বিষ।পর্ব_ ১
#তিতিশ্মা_মুসাররাত_কুহু।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে