খোলা বাতায়ন

0
1037

খোলা বাতায়ন
___আশা

চার দেয়ালের বন্দি জীবনে
সঙ্গী ছিলো খোলা বাতায়ন।
দৃষ্টি থাকতো বাতায়নের পানে-
দেখতাম নীল আকাশ,
দেখতাম দিগন্ত বিস্তৃত মাঠ,
দেখতাম প্রকৃতি দু’চোখ ভরে।
হৃদয়ের আঙিনায় সুখ অনুভূত হতো খুব।

খোলা বাতায়ন!
তুমি ছিলে-আমার নিত্যদিনের সঙ্গী,
তুমি ছিলে-আমার চোখের জলের সাক্ষী,
তুমি ছিলে-আমার কষ্টের মেঘবৃষ্টি,
তুমি ছিলে-আমার ঠোঁটে হাসি ফোঁটার কারণ,
তুমি ছিলে-আমার সুখের উৎসমূল।
তাইতো এখনো তোমায় খুঁজে খুঁজে,
হই আমি ব্যাকুল!

আজও আমি প্রত্যহ-
দাঁড়িয়ে থাকি বাতায়নের কাছে।
চিরচেনা বাতায়নটি আজ অচেনা হয়ে গিয়েছে,
মনুষ্য কারিগরির আড়ালে।
কৃত্রিমতায় আজ ছেঁয়ে গেছে সব।
নেই সবুজ অরণ্য,
নেই পাখ-পাখালির সুমধুর ডাক,
নেই স্নিগ্ধ বাতাস।
আছে শুধুই দীর্ঘশ্বাস!

খোলা বাতায়ন!
তোমায় মনে পড়ে,
ছুটে যাই তাই।
পরক্ষনে অশান্ত মন জানান দেয় আমায়-
“শুনছো কি তুমি?
সেই খোলা বাতায়ন নেই আর।
চেয়ে দেখো-
এ যে শূন্য বাতায়ন!”

তারিখঃ ২১-০৬-১৯ইং

এখনই জয়েন করুন আমাদের গল্প পোকা ফেসবুক গ্রুপে।
আর নিজের লেখা গল্প- কবিতা -পোস্ট করে অথবা অন্যের লেখা পড়ে গঠনমূলক সমালোচনা করে প্রতি সাপ্তাহে জিতে নিন বই সামগ্রী উপহার।
শুধুমাত্র আপনার লেখা মানসম্মত গল্প/কবিতাগুলোই আমাদের ওয়েবসাইটে প্রকাশিত হবে। এবং সেই সাথে আপনাদের জন্য থাকছে আকর্ষণীয় পুরষ্কার।

▶ লেখকদের জন্য পুরষ্কার-৪০০৳ থেকে ৫০০৳ মূল্যের একটি বই
▶ পাঠকদের জন্য পুরস্কার -২০০৳ থেকে ৩০০৳ মূল্যের একটি বই
আমাদের গল্পপোকা ফেসবুক গ্রুপের লিংক:
https://www.facebook.com/groups/golpopoka/

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে