কে কোথায় যায়? পর্ব ৩

0
1059

কে কোথায় যায়? পর্ব ৩
রিয়ার ভিউ মিররে দিকে তামিম খানিক পর পর দেখছে নীহারিকাকে!মিররে খানিক পর পর চারটা চোখের মিলন ঘটছে।নীহা বিরক্তি নিয়ে বললো,
———–‘বার বার আমাকে দেখছিস ক্যান?’
তামিম বিব্রতবোধ করলো।কাঁপা কাঁপা বললো,
——–‘ভাবিস না তুই এত্ত সুন্দরী!একজন ফ্রেন্ড অন্য ফ্রেন্ডের দিকে তাকাতেই পারে এটাই স্বাভাবিক!এতে কোন মহাভারত অশুদ্ধ হয়ে যায়?’
নীহা কিছু বললো না।তামিম তো ঠিকই বলেছে!নীহা পাশ ফিরে তার জনম জনমের প্রিয় মানুষটার দিকে তাকালো।রাফিও প্রিয় মানুষটার চোখের দিকে চোখ ডুবিয়ে রেখেছে!
শুভার মাঝে গিলটি ফিলিংস কাজ করছে।রাফি আর নীহার লুতুপুতু প্রেম তার সহ্য হচ্ছে না!শুভা পিছনে ফিরে নীহা আর রাফির দিকে দৃষ্টি দিল…
শুভার এমন দৃষ্টিতে তাকানো দেখে বুঝা গেল, শুভা যেন দুজনকে’ই গ্রোগ্রাসে গিলে ফেলবে।এমন চাহনি দেখে নীহা ও রাফি হতচকিত!ওরা একে অপরের থেকে দূরে অবস্থান করছে।
এখনই জয়েন করুন আমাদের গল্প পোকা ফেসবুক গ্রুপে।
আর নিজের লেখা গল্প- কবিতা -পোস্ট করে অথবা অন্যের লেখা পড়ে গঠনমূলক সমালোচনা করে প্রতি সাপ্তাহে জিতে নিন বই সামগ্রী উপহার।
আমাদের গল্পপোকা ফেসবুক গ্রুপের লিংক: https://www.facebook.com/groups/golpopoka/


ফিরতে ফিরতে তাদের রাত হলো!এই একই ফ্লাটে ওরা সবাই থাকবে।তামিম নিজের বাপের বাড়ি থাকতো,কিন্তু বন্ধুরা সবাই একসাথে আর সে এখানে নেই, এটা কেমন কথা হয়ে যায়!তাই সেও সবার সাথে থাকবে।
নীহা ইনোসেন্ট মুখ করে বললো,
———‘এত্তদিন পর তোদের দেখলাম!’
বন্ধুমহলের সবাই সমস্বরে বললো,
——-‘তো?’
নীহা আরেকটু মুখ নুইয়ে বললো,
———‘তো আবার কি?আমাকে কিছু খাইতে দিবি না তোরা?’
সবাই অট্টহাসিতে ফেটে পড়লো!
শুভা নির্বিকার গলায় বললো,
——-‘নিজের বাসায় খাবার পেতি না বুঝি?খাবার না পাইয়া পুরাই পুড়া রুটি হইয়া গেছোস!
রাফি নীহার কাঁধে হাত রেখে বললো,
——-‘চিন্তা করি না শুভা!আমার বাসায় যাবার পর পুরাই পেটপুরে খাইতে পারবো তোর নীহা।’
শুভার ফর্সা গালের হাসিটা নিভে গেল!বুকে চিন চিন ব্যাথা অনুভব করছল সে।সবার কাছ থেকে আড়াল করতে রান্নাঘরে গেল শুভা!
রান্নাঘরে গিয়ে সে চুলোয় চায়ের কেতলি বসলো!কেতলি থেকে উঠা ধুয়োর দিকে তাকিয়ে সে ভাবলো,সে কি করছে এসব? নীহা ওর বান্ধবী!রাফি নীহাকে ভালোবাসে,কিন্তু এতে তার এত জ্বলছে কেন?সে নিজেকে ফ্রেশ করে হাতে একগাদা খাবার নিয়ে বন্ধুদের কাছে গেল!
রুদ্র পিজ্জা পেয়ে যারপরনাই খুশি।পিজ্জা চিবোতে চিবোতে বললো,
——-‘দোস্তুরা,চল কিছু একটা করি!’
নীহা লঘু গলায় বললো,
—–‘দস্তুরা কি?’
রুদ্র পিজ্জায় কামড় বসাতে বসাতে বললো,
——–‘ ওইসব তোর মতো গাঁধা মাইয়া বুঝবে না!’
নীহা দাঁত কিড়মিড় করতে করতে বললো,
——–‘মুই গাঁধা?তুই গাঁধা,তোর ষোলগুষ্টি গাঁধা!’
সবাই সমস্বরে বললো,
——-‘ষোলগুষ্টি?’
রুদ্র আয়েশ করতে করতে বললো,
——–‘হুম,চৌদ্দগুষ্টি কইলে তো কম হইয়া যাইবো ম্যান!’
শুভা রসাত্মক গলায় বললো,
——–‘নীহার বেলায় রুদ্রের বলা কথাটা প্রযোজ্য!’
রাফি মাঝ থেকে গিটার হাতে নিয়ে বললো,
——‘ ওইই,চল সবাই কিছু একটা খেলি!’
রুদ্র বলে উঠলো,
——‘আজ পাশা খেলবো রে শাম!’
তামিম লাফ মেরে বললো,
——-‘হ মামা!’
সবাই ভাবতে লাগলো কি খেলবে এটা নিয়ে!শুভা বলছে লুডু খেলবে,রাফি বলছে লুকোচুরি খেলবে,তামিম বলছে খাবার প্রতিযোগিতা করবে,নীহা বলছে গানের কলি খেলবে!যেহেতু নীহা অনেক দিন পর এসেছে তো তার কথার প্রাধান্য দেয়া হলো।
তামিমের হাতে গিটার!তার পাশে নীহা!নীহার পাশে রাফি!রাফির পাশে শুভা।রুদ্র সবার থেকে একটু দূরত্বে অবস্থান করেছে!
গানের কলির প্রথমে টস মেরে প্রথম কে গান গাইবে নির্ধারণ করা হলো।প্রথম গান গাইবে নীহারিকা!
তামিম গিটারে সুর তুললো! ‘আ’ দিয়ে গান গাইবে নীহারিকা।’আ’ দিয়ে গান কোনটা গাইবে তা সে খুজছে!রাফি বলে দিতে চাইলেও বন্ধুদের কড়া নজর তার উপরেই!
হঠাৎ শুভার ফোনে কল আসলো!বন্ধুদের বললো,
——–‘তোরা খেল!’
সবাই ভ্রু কুঁচকে শুভাকে দেখছিল!
শুভা বারান্দায় গেল!এদিকটা বেশ নিরব।ফোন রিসিভ করলো সে…
অপর পাশ থেকে ধারালো কন্ঠ ভেসে উঠলো,
——-‘কি বেটি শাঁকচুন্নি? কথা কানে যায় না নাকি?বয়রা হয়ে গেছোস?’
শুভার মাঝে খানিক নিরবতা!কার কন্ঠ সে শুনতেছে?চোখ দিয়ে এক ফোটা জল গড়িয়ে পড়লো!
কাঁপা কাঁপা গলায় বললো,
——-‘হু বল!’
চলবে…..
©ইভা আহমেদ চৌধুরী
এখনই জয়েন করুন আমাদের গল্প পোকা ফেসবুক গ্রুপে।
আর নিজের লেখা গল্প- কবিতা -পোস্ট করে অথবা অন্যের লেখা পড়ে গঠনমূলক সমালোচনা করে প্রতি সাপ্তাহে জিতে নিন বই সামগ্রী উপহার।
শুধুমাত্র আপনার লেখা মানসম্মত গল্প/কবিতাগুলোই আমাদের ওয়েবসাইটে প্রকাশিত হবে। এবং সেই সাথে আপনাদের জন্য থাকছে আকর্ষণীয় পুরষ্কার।
▶ লেখকদের জন্য পুরষ্কার-৪০০৳ থেকে ৫০০৳ মূল্যের একটি বই
▶ পাঠকদের জন্য পুরস্কার -২০০৳ থেকে ৩০০৳ মূল্যের একটি বই
আমাদের গল্পপোকা ফেসবুক গ্রুপের লিংক:
https://www.facebook.com/groups/golpopoka/

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে