স্বামীর ভালোবাসা part : 36

0
3810

স্বামীর ভালোবাসা part : 36

লেখিকা সুরিয়া মিম

!
তারপর আমি নিজেই ছাদে গিয়ে হা হা হা করে হাসতে থাকি,
….
তখন আমার মেয়ে আমার গালে চুমু খেয়ে বলে,
…..
মাম্মাম তোমার কি লজ্জা করে?
!
কেন?
!
পাপাইের সামনে যে তোমার বিয়ের কথা বলেছি?
!
কোই না তো মা?
!
ওওওও,
!
পাপাই তোমার কি লজ্জা করে?
!
কেন বাবাই?
!
মাম্মামের সামনে তোমার বিয়ের কথা বললাম যে?
!
ধুরররর,
পুরুষ মানুষের আবার এতো লজ্জা করে নাকি হুমমম?
……
তাই তো তুমি আমার মাম্মাম কে কষ্ট দিয়েছ,

তুমি পঁচা পাপা,
….
ভালো হয়েছে মাম্মাম তোমাকে ছেড়ে চলে গেছে,
….
তুমি মাম্মাম কে কষ্ট দিলে,
আবারো চলে যাবে,
…..
ছেলের কথা শুনে ইমানের চোখে জল চলে আসে,
..
এবং পুরনো স্মৃতি গুলো ওর চোখের সামনে জলজল করে ওঠে,
…..
আর ও ছেলের সামনে বসে কাঁদতে না পেরে,
….
হনহন করতে করতে বাগানে মধ্যে চলে যায়,
!
পরে মিশকা ওদের খওয়াতে এসে বাচ্চাদের খাইয়ে আদর করে,
গান শোনাতে শোনাতে ঘুম পারিয়ে দেয়,
…..
তারপর ইমানের কথা মাথায় আসতেই দুশ্চিন্তা পরে যায়,
!
তখন বাসার দারওয়ান এসে বলে,
!
ম্যাম স্যর কে দেখেছি,
চাকু নিয়ে বাগানের মধ্যে যেতে,
…..
চাকুর কথা শুনে মিশ ভয় পেয়ে যায়,
..
আর তাড়াতাড়ি লাইট নিয়ে বাগানে ছুটে যায়,
….
সেখানে গিয়ে দেখে,
ইমান মাথায় হাত দিয়ে পুলের পাশে সোজা হয়ে শুয়ে আছে,
আর ওই চাকু টা কিছু দূরে পরে আছে,

তাই মিশ ভয় পেয়ে ছুটে গিয়ে ইমান কে খুব শক্ত করে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে,
……
ইমান ও নিজেকে সামলাতে না পেরে মিশের হা-পা গুটিয়ে গাছের সাথে বেধে চাকু টা দেখিয়ে কাঁদতে কাঁদতে বলে,
…….
আমি বলছি আমি তোমাকে কোনো কষ্ট দিবো না,
…..
তবু ও আমাকে ছেড়ে চলে যেতে চাও?
…….
এবার চলে গলে আমি এটা দিয়ে সুইসাইড করবো,
….
আমি আপনাকে ছেড়ে কোথা ও যাবো না,
আপনার সাথেই থাকবো,
!
সত্যি?
!
হ্যা সত্যি,
!
তাহলে আমাকে ছুঁয়ে প্রমিছ করো ,
!
আপনি তো আমার হাত টা বেধে দিয়েছেন,
তো আমি প্রমিছ টা করবো কি করে?
..
আমি এখনি বাধন খুলে দিচ্ছি,
…..
তারপর উনি সাথে সাথে আমার হাত-পায়ের বাধন খুলে দেয়,
…..
আর আমি ওনা কে জড়িয়ে প্রমিছ করি যে,
“আপনাকে ছেড়ে আমি কোথাও যাবো না”
!
মানে থাকে যেন?
!
থাকবে,
…..
তারপর উনি আবারো বাচ্চাদের মতো আমাকে আঁকড়ে ধরে কান্না করতে থাকেন,
….
পরে আমি ওনা কে অনেক বুঝিয়ে সুঝিয়ে বাসায় নিয়ে আসি,
..
এবং আদর করে খাইয়ে ঘুম পারিয়ে দেই,
…..
ভোররাতে ঘুমঘুম চোখে চেয়ে দেখি,
…..
যে উনি আমার আমার গালে গলায় আলতো করে চুমু খাচ্ছেন,
…..
ও একা একা বিড়বিড় করে আমার হাত দিয়ে নিজের গালে গলায় ও বুকে ছুয়ে দিয়ে বলছেন,
..
কমকম আদর করো কেন?
বেশি বেশি আদর করো,
নাহলে আমি মরে যাবো,
কি গো চুপ করে আছো কেন?
কথা বলো?
!
ওনার সাইকোলজিক্যাল প্রবলেন এতো টা গুরুতর?
সেটা আমি আগে বুঝতে পারিনি,
!
আগে ভাবতাম উনি একাএকা বিড়বিড় করেন এখন দেখি,
….
আমার হাতের সাথে কথা বলেন,
যে কোনো মূল্যে,
আমার ওনা কে সুস্থ করে তুলতেই হবে,
!
তাই আমি তখনি বিছানা ছেড়ে শাওয়ার নিয়ে নামাজে যাই,
…..
নামাজ শেষে কিচেনে গিয়ে ব্রেকফাস্ট বানাই,
!
তারপর তাদের ঘুম থেকে তুলে ব্রাশ করিয়ে ব্রেকফাস্ট করিয়ে,
বই,খাতা,পেনসিল বক্স ও টিফিন রেডি করে ওদের তৈরি করে ওনার সাথে স্কুলে পাঠাই,
…..
ওদের স্কুলে দিয়ে এসে,
উনি ল্যাপটপে কিছু অফিসিয়াল কাজ করে,
!
আর আমি কিচেনে গিয়ে ইলিশ পোলাও ও ইলিশ ভাপা রান্নাকরি,
!
রান্না শেষে শাওয়ার নিতে বাথরুমে চলে যাই,
!
শাওয়ার নিয়ে বাহিরে এসে দেখি,
……
উনি কালো কালারের কমপ্লিট সুট পরে আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছে,
আমাকে দেখেই মেরুন কালারের সাড়ি দিয়ে বলে,
…….
সাড়ি টা পরে আমার সাথে চলো না,
একটু বাহিরে যেতাম?
!
আচ্ছা আমি এখনি সাড়ি টা পরে আসছি,
……
হয় তো উনি এক্সপেক্ট করেনি যে আমি ওনার সাথে যাবো,
তবে রেডি হয়ে আসার কথা বলতেই,
….
“তার মুখে এক চিলতে হাসি ফুটে ওঠে”
……
তারপর আমি ওনার সাথে গিয়ে গাড়িতে বসি,
তখন উনি আমাকে বলেন.
!
সবকিছু ঠিক আছে কি যেন মিসিং?
!
কি?
!
ওটার দেখা পেলে কিনে নিবো,
!
কি?
!
পরে বলছি,
!
আচ্ছা আমরা কোথায় যাচ্ছি?
!
রুহানের বাসায় যাচ্ছি,
!
ও আচ্ছা,
!
বাসা থেকে বেড়িয়ে কিছুদূর যেতেই ট্রাফিকজ্যামে ফেসে যাই আমরা,
…..
তখন উনি কি যেন দেখে?
……
কেনার জন্যে ব্যতিব্যস্ত হয়ে কোনো মতে গাড়ির দরজা খুলে রাস্তায় চলে যায়,
….
কি জানি কি কিনতে গেল?
!
তার কিছুক্ষণ পরে আমার পেছন থেকে বেলিফুলের গন্ধ আসতে শুরু করে,
…..
তাই খোপায় হাত দিতে যেতেই,
উনি আমার হাত টা আলতো করে চেপে ধরে বলেন,

একটু শান্ত হয়ে বসো না গো মালা টা পরিয়ে দেই,
!
আচ্ছা ঠিক আছে,
!
মালা টা পরিয়ে দিতেই আমার গলায় আলতো করে চুমু একে দেয়,
!
তখনি খেয়াল করে দেখি,
……
ট্রাফিকজ্যামে আটকে পরা এক আঙ্কল আন্টি আমার স্বামীর কান্ড দেখে মুচকি মুচকি হাসছে,
!
ইসসস,
কি লজ্জা?
…….
ওনার কি আক্কেলগুড়ুম হয়েছে,

যে রাস্তা ঘাটে বসে আকাম কুকাম করছে?
…..
এ্য এ্য এ্যা,
চলবে

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে