স্বামীর অধিকার পর্ব/ ১১
লেখক/ ছোট ছেলে
~~~~~~
নিজেকে আজ খুব হাল্কা হাল্কা লাগছে
বাসায় ফিরতে
রিমি/ সারাদিন কোথায় ছিলেন ফোনটাও বন্ধ করে রাখলেন
আমি/ একটা জরুরী কাজ ছিলো
রিমি/ কি ব্যপার অজ এত খুশি খুশি কেন
আমি/ একটা খুশির খবর আছে যা শুনলে আমার চেয়ে বেশি খুশি আপনি হবেন
রিমি/ তাহলে আর বলে দিন খুশির খবরটা কি
আমি/ না তা বলা যাবেনা
কিন্তু হ্যাঁ আপনাকে বললাম আপনার জন্মদিনে একা বড় উপহার দিবো
সেটাই কিনে রেখে আসছি
রিমি/ কি সেই উপহারটা বলেন না প্লিজ বলেন না
আমি/ না বলা যাবেনা কাল নিজের চোখে দেখবেন
রিমি/ আচ্ছা চলুন
আমি/ কোথায়
রিমি/ খেতে
আর মাত্র কয়েক ঘণ্টার বাকি তারপরতো রিমিকে হারিয়ে ফেলবো তাই আর না করিনি
রিমি/ চুপ করে খেতে লাগলাম
রিমি চেয়ে আছে
দুজনার কেউ কথা কয়না
রিমি/ একটা কথা বলবো
আমি/ হুমমমম বলুন
রিমি/ না থাক কালকে বলবো
আমি/ ঠিক আছে
খাওয়া শেষ করে ঘরে এসে শুয়ে রইলাম মনে হাজারো প্রশ্ন তখন-ই
রিমি/ আসতে পারি
আমি/ ওহহহ হ্যাঁ আসুন
রিমি ভিতরে আসলো
আমি/ দাঁড়িয়ে কেন বসুন
রিমি বসলো
রিমি/ আপনাকে একটা কথা বলবো
আমি/ আবার সেই এক-ই প্রশ্ন
রিমি/ না মানে দুদিন ধরে দেখছি আপনি কেমন জানি অন্যরকম হয়ে গেছেন কেন বলুনতো
আমি/ কই নাতো আমি একদম ঠিক আছি
আর শোন কাল সকাল ৯টা রেডি থাকবে
রিমি/ কেন আমাকে কোথায় নিয়ে যাবেন
না বাবা আমি আপনার সাথে যাবোনা
আপনার হাত ধরে হাঁটতেও পারবনা
আমি/ আপনাকে কিছু করতে হবেনা
আপনি শুধু সকাল ৯টা রেডি থাকবেন ব্যস
রিমি/ ঠিক আছে যাব তবে
আমি/ তবে কি
রিমি/ না কিছুনা আপনি ঘুমান আমি যাচ্ছি
রিমি চলে যাচ্ছে
আমি পিছন থেকে তাকে ডাক দিলাম
আমি/ রিমি
আমার ডাক শুনে রিমি পিছন ফিরে তাকালো
রিমি/ কিছু বলবেন
আমি/ ঠিক ৯টা মনে থাকে যেন
রিমি/ হুমমম থাকবে আর না থাকলে তো আপনি আছেন
বিকালটা ঘুমে ঘুমে কাটলো
ঘুম ভাঙ্গার পর দেখি রিমি টিভি দেখে
আমি/ কি করেন
রিমি/ কি আর করবো একা একা টিভি দেখি
আসুন দুজনে একসাথে দেখি
আমি/ না আমার ভালো লাগেনা আপনি দেখুন
রিমি/ এই আপনি কি বলুনতো আমাকে আপনি আপনি করে কেন বলেন বলুনতো
আমি/ যার উপর কোন অধিকার-ই নেই তাকে কি করে নাম ধরে ডাকি
রিমি/ থাক আর ডাকতে হবেনা চা খাবেন
আমি/ হলে ভালো হয়
রিমি/ আচ্ছা আপনি বসুন
চা খেতে রিমির সাথে কিছুক্ষন গল্প করলাম
তারপর বাহিরে গিয়ে আড্ডা মারলাম
কিন্তু কোনখানে মন বসেনা
একলা একা রাতে ছাদে গিয়ে বসে আছে
রিমি/ কি ব্যপার এই অন্ধকারে একা একা এভাবে বসে আছেন ঘুমাবেন না
আমি/ যার জীবনটা অন্ধকার সে আর আলোর দেখা কি করে পাবে
আপনি গিয়ে ঘুমান আমি একটু পরে আসতেছি
রিমি/ না আমার এরা একা খুব ভয় করে আপনিও চলুন আমার সাথে
আর হ্যাঁ আমি কিন্তু আপনার সাথে ঘুমাবো
আমি/ এই নোংরা মানুষটার সাথে ঘুমালে আপনার কি আর ঘুম আসবে
রিমি/ না আসলে নাই
আমি/ ঠিক আছে চলুন
দুজনে গিয়ে শুয়ে পড়লাম
আর ভাবছি কিভাবে রিমিকে নাহিদের হাতে তুলে দিয়ে ক্ষমা চেয়ে নিবো
আচ্ছা রিমি কি আমাকে ক্ষমা করবে
অপেক্ষা করুন শেষ পর্বের জন্য……..