স্বামির অধিকার-২
লেখা/রুবেল(ছদ্দবেশী)
—– 1st part
♥
♥
প্লিজ ছাড়ুন অামাকে,অামার এসব ভালো লাগে না (রিমু)
এমন ভাবে বলছো মনে হয় এর অাগে অনেক বার….(অামি)
এই অাপনি কি বলতে চান(রিমু)
না মানে তুমি তো বললে তোমার এসব ভালো লাগে না (অামি)
হ্যা অামার এসব ভালো লাগে না প্লিজ অামায় রেহাই দেন(রিমু)
তাহলে অামার ধারনা ঠিক(অামি)
মানে(রিমু)
হয় তো এর অাগে কারো সাথে তুমি…….(অামি)
setup, একদম বাজে কথা বলবেন না(অামি)
ও মা অামি কি করলাম(অামি)
নিজের মত কি সবাই কে মনে করেন?(রিমু)
কথা ভালো করে বলবি কইলাম(অামি)
এ অাপনার মত লমপট, বদমাইশ, নেশা খোর মানুষের সাথে কি ভাবে কথা বলবো (রিমু)
!
রিমু এমন ব্যবহার অামার ভালো লাগছে, প্রচুর রাগ হচ্ছে, রিমুর চুল গুলো ধরে দু গালে দুটা থাপ্পর বসিয়ে দিলাম,ও ভুলে গেছে অামি ওর স্বামি।
!
মারুন যতো ইচ্ছা মারুন কারন সমাজের চোখে অাপনি অামার স্বামী,কিন্তু অামি অাপনাক কোন দিন স্বামি মানবো না, (রিমু)
এই তোরে কে বলছে স্বামি মানতে? এই বলে রিমু কে বিছানায় শোয়ালাম,
রিমু অনেক জোর করেও নিজেকে বাঁচাতে পারলো না,
রিমু কে জোর করে ভোগ করলাম,,
বেচারি অধউলঙ্গ, ক্লান্ত শরীর অার কিছু অসহ্য যন্ত্র না নিয়ে খাটের এক কোনে শুয়ে নিরবে কেঁদে যাচ্ছে।
!
!
এই তুমি কাঁদছো কেন? তোমার স্বামি তো তোমাকে অাদর করছে(অামি)
কে স্বামি? অার কিসের অাদর? অারে অাপনি তো অাকে ধষন করেছেন(রিমু)
এ তুমি যাই বলো অামি কিন্তু স্বামির অধিকার টা অাদায় করলাম(অামি)
হা হা হা অধিকার অাদায় করলেন?(রিমু)
হুম(অামি)
এটা অধিকার না এটা নিযাতন(রিমু)
তুমি যাই বলো প্রতিটা স্বামি তার স্ত্রীকে যে ভাবে অাদর কে অামিও কিন্তু সে ভাবে করছি (অামি)
স্বামি? হা হা হা স্বামি কাকে বলে অাপনি যানেন? অামি অাপনাক স্বামি মানি না অার অাপনি অামাকে অাদর না ধষন করছেন (রিমু)
তো যাও না, থানায় গিয়ে মামলা করো অামার নামে(অামি)
অাপনি কেন এমন করলেন অামার সাথে অামি অাপনার কি ক্ষতি করছি? কেন এ ভাবে অামাকে বিয়ে করলেন?(রিমু)
কপালে তুমি অামার ছিলে তাই তোমাকে পেলাম, বিধির বিধান বুজছো(অামি)
অারে বিধান তো অাপনি নিজে তৈয়ার করছেন, অাল্লাহ বিধানে অামি অাপনার ছিলাম না (রিমু)
এ তুই চুপ করবি(অামি)
কেন শুনতে খারাপ লাগচ্ছে?(রিমু)
!
রিমু কথা গুলো অামার কাছে বিষ মনো হচ্ছে, এত কথা বলে মেয়েটা।
অাবারো দুটা থাপ্পর দিলাম।
দিয়ে বাহিরে গিয়ে বারান্দায় বসলাম।
!
অাজ কে অামাদের বিয়ের ২য় রাত, স্বজন হারানোর বেদনা অার রিমুর মানুসিক কথা ভেবে বাসর রাতে রিমু কে অামি ছুয়েও দেখিনী,
কিন্তু অাজ রাতে অার ছাড়িনী, জোর করে স্বামির অধিকার অাদায় করলাম,
!
রিমু অামাকে স্বামি হিসাবে মানতে পারছে না, কারন ও একটা ছেলে অনেক ভালো বাসে,
কিন্তু অামার কিছু করার ছিলো না রিমু কে প্রথম দেখায় ভালো লেগেছিলো, তাই অার দেরি না করে ওর বাড়িতে বিয়ের প্রস্তাব দিলাম,
মেয়ের সুখের কথা ভেবে ওর বাবা ও বিয়েতে রাজি হলো।
রিমু প্রথম থেকে বিয়েতে রাজি ছিলো না,
বাবা মার চাপে শুধু কবুল টা বলছে,
!
রাত ৩ টা……
হয়তো রিমু ঘুমাইছে।
রুমে গিয়ে দেখি রিমু একটা হাত মাথার নিচে দিয়ে পা দুটো জড়ো করে অসহায় মেয়েদের মত ঘুমাইছে,
মেয়েদের ঘুমান্ত অবস্থায় এতটা সুন্দর লাগে রিমু কে না দেখলে বুজতাম না।
প্রচুর ঠন্ডা তাই রিমুর গায়ে চাদরটা দিয়ে অামি রিমুর পাশে ঘুমালাম
সকাল ৭ টা…..
ঘুম থেকে জেগে দেখি রিমু পাশে নাই,
ও মা এ মেয়ে কই গেলো পালাইলো না তো,
জোরে জোরে ডাকতে শুরু করলাম…..
!
রিমু ও রিমু রিমু…..
না কোন রুম এ তো দেখছি না,
সত্যি কি রিমু পালালো?
!
না রিমু পালায় নি বারান্দায় গিয়ে বসে ছিলো,
অামার ডাকে রিমু রুমে অাসলো
!
কি হইছে এত চিৎকার করছেন কেন(রিমু)
না মানে চা খাবো একটু দাও না বানিয়ে(অামি)
পারবো না (রিমু)
এটা তুমি কি বলছো তোমার স্বামি তোমার কাছে চা খাইতে চাইছে অার তুমি….(রিমু)
কে স্বামি কিসের স্বামি অামি চা বানাতে পারবো না (রিমু)
উফপ এমন করো না প্লিজ যাও না বানিয়ে অানো(অামি)
পারবো না(রিমু)
জিদ করো না তো যাও(অামি)
কিসের জিদ বলছি না পারবো না(রিমু)
পারতে হবে (অামি)
জোর করছেন(রিমু)
জোর না এটা অধিকার বুজছো যাও(অামি)
এত দিন কে চা বানিয়ে দিতো (রিমু)
অামি নিজে বানাতাম(অামি)
তো অাজ ও গিয়ে বানিয়ে খান(রিমু)
কিন্তু অাজ তো অামার বউ অাছে (অামি)
কে বউ? অামি অাপনার বউ না(রিমু)
!
না অার সহ্য হচ্ছে না,, কাছে গিয়ে অাবারো রিমুর চুল গুলো ধরে গালে দুটা দিলাম বসে।
!
তুই চা বানাবি ঠিক অাছে যা (অামি)
!
রিমু কোন কথা না বলে চা বানাতে গেলো,
রিমুর ভেজা চুল থেকে এখনো পানি ঝড়ছে, তার মানে রিমু……..
ইসসস রিমু যদি ভেজা চুলের পানিতে অামার ঘুমটা ভাঙ্গাতো…..
যাই হোক রিমু চা নিয়ে অাসলো
!
এই নিন চা (রিমু)
হুম অামার শোনা বউ দাও (অামি)
!
চাটা মুখে দিয়ে অার ফিতরে নিতে পারলাম না, চিনির বদলে দিছে ১বস্তা লবন,
মুখ থেকে থু করে সব বের করে দিলাম
রিমুর মুখের দিকে তাকিয়ে দেখি মুচকি মুচকি ঠোঁট কামড়িয়ে হাসছে।
চলবে…?????
বিঃদ্রঃ সম্পুন গল্পটা না পড়ে কেউ বাজে বন্তব্য করবেন না।
দ্রুত টাইপিং এর কারনে বানান কিছু ভুল হতে পারে,
কষ্ট করে পড়ে নিবেন।