Love_at_1st_sight ??? Part :7

0
6807

Love_at_1st_sight ???
Part :7

writer-Jubaida Sobti
স্নেহা রাহুলকে খুজতে লাগলো… হঠাৎ দেখে একটা ক্লাসে রাহুল আর তার কিছু ফ্রেন্ডস বসে আড্ডা দিচ্ছে, এবং সবার হাতে বিয়ার এর বোতোল,
রাহুল : স্নেহা তুমি, ?আর এইখানে কি করছো?…
স্নেহা : জি! মেম বলেছে আপনাকে খুজে নিতে,.. আপনার পারফর্ম এর টাইম ওভার হয়ে যাচ্ছে,…
রাহুল বন্ধুদের কাছ থেকে সরে,
স্নেহার কাছে আসে স্নেহার হাত ধরে অন্য একটি ক্লাসে নিয়ে যায় ।
স্নেহা : কই নিচ্ছেন, আর আপনি ড্রিংক্স করেন?…
রাহুল : no it’s just a bear…not alcohol ?
স্নেহা : কোথায় ছিলেন এতোক্ষন সবাই আপনাকে পাগলের মতো খুজছিলো..
রাহুল : স্নেহা I m not interest… ?
স্নেহা : মানে! আপনি ডান্স করবেননা ??কিন্তু নেহা…
রাহুল : Shut-up, I don’t care….
স্নেহা : কিন্তু রাহুল…
রাহুল : What ??
স্নেহা : স্যার (with blushing?)
রাহুল : shut-up don’t call me that ?
স্নেহা : ???
রাহুল : (with naughty mind) nd… today u looking s…
স্নেহা : ???Hawwwww
রাহুল : just s বললাম ?… s দিয়েতো super,,sweet,, stunning ও হতে পারে,?
স্নেহা : no, never… u cheater? আপনি এগুলোর একটা ও বলতে ছিলেননা।
আচ্ছা তাহলে s বলে থেমে গেলেন কেন?.. বলেন বলেন…?
রাহুল : ওকে যাও আমি হেরেছি তুমি জিতেছ..?
স্নেহা : আচ্ছা এবার চলেন, মিস এতোক্ষনে আমাদের খুজে বেড়াচ্ছে, নিশ্চয়..
রাহুল : Whatever ?
স্নেহা রাহুলের হাত ধরে টেনে বেরিয়ে পরলো…
নেহা : rahul…what’s wrong with..u??.. কই ছিলি তুই,,
রাহুল : মাথা পেইন করছিল নেহা, I m so sry yrr?..
নেহা : it’s ok.. but তাও তুই এটা ঠিক করিসনি,,তুই জানিস সবাই কতো এক্সাইটেড ছিলো আমাদের পারফরমেন্স নিয়ে?
রাহুল : (নেহাকে একটু ঝড়িয়ে)ওকে বেবি.. cool কতো ফাংশন তো আসবে আরো,…
নেহা : ওকে now come with me..
(নেহা রাহুলকে হাতে হাত ধরে টেনে নিয়ে চলে গেলো sneha feeling jealous?)
স্নেহা : (মনে মনে) সামনে অনেক ভিড় এর মাঝে শায়লাদের কেমনি খুজি, মোবাইলটা ও তো শায়লার কাছে রেখে আসলাম?..
হঠাৎ পিছনে ফিরতেই,
স্নেহা : আপনি,?
আসিফ : জি আসলে আপনাকে ডান্স প্রেক্টিস করতে অনেকবার দেখেছি নিশ্চয় খুব ভালো ডান্স পারেন, একটা ডান্সের লটারি গেইম হচ্ছে, আপনি যদি চান পার্টিসিপেট করতে পারেন,
মার্জান : হেই স্নেহা কই ছিলি তুই হুম…?কখন থেকে খুজছিলাম.. আর উনি কে?..
আসিফ : আসলে একটা লটারি গেইম হচ্ছে.. কাপল ডান্সের যদি ইন্ট্রেস্ট থাকে তাই বলতে আসলাম ওনাকে..
মার্জান : না না..এসব করবে না.. এসব গেইমস খেলিনা আমরা, চল স্নেহা,
মার্জান হঠাৎ,
দাড়ান দাড়ান..আপনাকে খুব চেনা চেনা লাগছে, কোথায় দেখেছি বলেনতো,
আসিফ : জি আসলে আপনারা প্রথম যেদিন কলেজে এসেছেন ঐদিন আমি আপনার রেগিং নিয়েছিলাম ?
মার্জান : তার মানে আপনি রাহুল ভাইয়ার ফ্রেন্ড রাইট,
আসিফ : Yes ?
মার্জান : তাই তো বলছি হঠাৎ বাঘ থেকে বিড়াল হয়ে গেলেন কেন ?? Anyway কি যেন গেইমস এর কথা বললেন, ঐটায় কি রাহুল ভাইয়া ও পার্টিসিপেট করছে?
আসিফ : হ্যাঁ
মার্জান : ওহ ওকে আপনি স্নেহার নাম লিখেন, 
স্নেহা : আরে না, মার্জান, আমি করবো না,
মার্জান : ভাইয়া আপনি নাম লিখেন তো ওর কথা শুনিয়েন না,?
আসিফ স্নেহার নাম লিখে চলে গেলো।
স্নেহা : মার্জান এটা কি করলি,পাগল নাকি তুই?..
মার্জান : আরে রাহুল ও থাকবে so তুই আর রাহুল একসাথে কাপল ডান্স করবি ওয়াও কি জোস লাগবে ?? I can’t wait for this moment.
স্নেহা : তুই কি পাগল, এটা লটারি সিস্টেম হবে, আর যদি আমার নাম রাহুলের সাথে না পরে অন্য ছেলের সাথে পরে তখন কি হবে ?
মার্জান : আরেহ হ্যাঁ তা তো ঠিক এটা তো আমি ভাবিই নেই..??
স্নেহা : ???
মার্জান : আচ্ছা বাদদে কিছু হবে না অন্য
ছেলে হয়েছে তাতে কি হয়েছে ডান্স তো ডান্স… সবাই ফ্রেন্ডস So don’t worry...
প্রোগ্রামের প্রায় শেষ পর্যায়,
সবার নাম আর ডান্স পার্টনার এর নাম Announced করছে, কিন্তু স্নেহার নাম রাহুলের সাথে পরেনি অন্য ছেলের সাথে,…এবং রাহুলের নাম অন্য মেয়ের সাথে,
হঠাৎ পেছন থেকে এসে,
রাহুল : স্নেহা তোমার নাম announced করলো, তুমি এটাই পার্টিসিপেট করতে গেলে কেনো,
(স্নেহা মার্জান জোড় করে দিয়েছে বলতে গিয়ে ও বলেনি,?)
স্নেহা : হ্যাঁ দিয়েছি তাতে কি হয়েছে, আপনিও তো দিয়েছেন অন্য মেয়ের সাথে?
রাহুল : ওহ রিয়েলি, r u jealous? ?
স্নেহা : jealous কেন হবো? আর আমি আপনাকে জিতে দেখাবো ?
রাহুল : ওকে ডান।
স্নেহা : ডান।
then start a couple dance game..with music… ?
dance rules : একটা রেড বর্ডার থাকবে, সবাই সবার পার্টনার এর সাথে ডান্স করবে, এবং পার্টনার এক্সচেঞ্জ করবে ডান্স করতে করতে, যদি কেউ পার্টনার এক্সচেঞ্জ করার সময় বর্ডার ক্রস করে ফেলে তাহলে সে গেইম থেকে আউট, এভাবে ডান্স করতে করতে যে কাপলটা বর্ডার এর ভেতরে থাকবে ঐ কাপলটা উইনার হবে,
Dance Start,?
স্নেহা আর রাহুল দুজন বার বার দুজনকে দেখছে আর একটা আরেকটাকে jealous করছে,
রাহুল অপেক্ষায় আছে কখন স্নেহা এক্সচেঞ্জ হয়ে রাহুলের কাছে আসবে,…
ফাইনালি ?স্নেহা এক্সচেঞ্জ হয়ে রাহুলের কাছে তিনবার আসলো,
কিন্তু স্নেহা যখনি রাহুলে কাছে আসে এক্সচেঞ্জ হয়ে রাহুল সেটার ফায়দা উঠায়,
(An naughty idea clicked again in his mind ?)
rahul again slowly slided in sneha’s back…
sneha’s heartbeat increased when rahul touching her..back part…
Rahul and sneha enjoying that moment and their togetherness ?
in 4th tym…
স্নেহা যখন রাহুলের কাছে আবার এক্সচেঞ্জ হয়ে আসলো, রাহুল ইচ্ছা করে স্নেহার পা তার পা দিয়ে পিছিয়ে বর্ডারে দিয়ে দিলো….
এবং রাহুল তার নিজের পা ও দিয়ে দিলো, ?
রাহুল, স্নেহা দুজনেই গেইম আউট হয়ে গেলো,
then রাহুল স্নেহাকে নিয়ে তার হাত ধরে সবার সামনে থেকে বেরিয়ে গাড়ী পার্কিং এর মধ্যে নিয়ে আসলো…
স্নেহা : এটা কি করলেন আপনি?.. ইচ্ছা করে কেউ হেরে যায় নাকি ?..?
রাহুল : আচ্ছা তোমার তো অনেক ভালোই লাগছিলো
ছেলেগুলোর হাত ধরে ডান্স করতে, তাই না?..?
(চলবে)

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে