জুয়াড়ি স্বামী পর্ব/ ৩

0
2069

জুয়াড়ি স্বামী পর্ব/ ৩
লেখক/ ধ্রুব

????????

আমি/ এ কি তুমি আবার এগুলো পড়লে কেন

নীলা/ কেন আবার সকালে নাক কান গলা হাত খালি দেখে আম্মু অনেক বকেছে

এগুলো খুলে রাখলে নাকি স্বামীর অমঙ্গল হয় তাই আবার পড়ে নিলাম

আমি/ ওহহহ তুমিও না মায়ের মত সেই আগের দিনগুলোতে পড়ে আছো

দাও হয়না গুলো খুলে আমাকে দাও

নীলা/ এ কি বলছেন আপনি
রাতে নিয়ে গিয়ে আবার দিলেন এখন আবার দিয়ে দিতে বলছেন

আচ্ছা হয়েছে টা কি আপনার বলুনতো

আমি/ উফফফ কোন প্রশ্ন নয় যা বলছি তাই কর উচিত শিক্ষা দিবো আমি তাদের ফকির বানিয়ে ছাড়বো সব শালাকে

নীলা/ ওরা কারা কার কথা বলছেন আপনি

আমি/ ঐসব শোনে তোমার কাজ নেই যা বলছি তা দাও জলদি করে সবসময় এত প্রশ্ন ভালো লাগেনা

নীলা কোন পথ না পেয়ে সব খুলে দিয়ে দিলো

হয়না গুলো সাগরের কাছে বন্ধক রেখে টাকা নিলাম

যা নিলাম সবটা উড়িয়ে দিলাম

আর কিছু নেই একদম খালি

সাগরকে বললাম

আমি/ দোস্ত আরকিছু টাকা দে আমাকে একসাথে তোকে সব দিয়ে দিবো তোকে

সাগর/ না ভাই আমি জুয়াড়িদের বিশ্বাস করিনা

কিছু দাও আর টাকা নাও

আমি/ এই নে ঘড়িটা রেখে কিছু টাকা দে আমায়

সাগর/ আমাকে বোকা পাইছো এই ঘড়ির দাম কত হা হাহা

না ভাই এই ঘড়িতে হবেনা
তুই অন্যকারও থেকে চেয়ে নে

আমি/ এখানে দেবার মত আর কেউ নেই শুধুমাত্র তুই ছাড়া

সাগর/ হুমমম তা জানি কিন্তু আমিতো এমনি এমনি দিতে পারিনা

তবে দিতে পারি একটা শর্তে

আমি/ কি শর্ত বল তুই যা চাইবি তাই পাবি

সাগর/ সত্যিতো যা চাইবো তাই দিবি

আমি/ ধ্রুব কখনও মিথ্যা বলেনা
যা চাইবি তাই পাবি তারপরও আমার টাকা চাই

সাগর/ ঠিক আছে আর বলতে হবেনা বুঝেছি আমি

আমি/ বল তোর শর্তটা কি

সাগর/ শোন তবে তুইতো নতুন বিয়ে করেছি বউটা নাকি অনেক সুন্দর পাঠিয়ে দে একরাতের জন্য আমার কাছে

বলতে আমি সাগরের গলা টিপে ধরলাম

আমি/ কি বললি তুই তোর এত সাহস আমার বউকে তোর বিছানা পাঠাবো এটা তুই ভাবলি কি করে

সাগর/ তুই কিন্তু ওয়াদা করেছিস যা চাইবো তাই দিবো
আর আমি তাইতো আমার গলা টিপে ধরলি

যা তোকে কোন টাকা দেবনা আমি

কি করবো বুঝতেছিনা সাগরের প্রস্তাবে রাজি হবো

না না তা কিরে হয় জুয়াড়ি হতে পারি কিন্তু তাই বলে নিজের বউকে অন্যের বিছানা শুতে দিবো না না এটা একেবারে অসম্ভব

সাগর/ আরে শালা এত ভাবছিস কি তোর দরকার টাকা আমার দরকার তোর বউকে

ভালো করে চিন্তা করে দেখ তুই রাজি হলে দুজনের ইচ্ছাটা পূরণ হবে

অনেক টাকা দেব তোকে অনেক টাকা

কোন টাকা আমাকে ফেরত দিতে হবেনা

জুয়াড়ি বলে লোভ লেগে গেলো টাকার কথা শুনতে

ওখান থেকে উঠে চলে আসলাম

ভাবতেছি কি করবো এখন আর নীলাকে কি করে বলবো আর কি দিয়ে রাজি করাবো

বাসায় গিয়ে শুয়ে রইলাম একটু পরে নীলা এসে বললো

নীলা/ না খেয়ে কি ভাবছেন এত

আমি/ ভাবছি আমি মনে হয় আর বেশিদিন বাঁচবনা বলতে নীলা আমার মুখটা চেপে ধরে বলে

নীলা/ ছিঃ ছিঃ এসব কি বলছেন আপনি
কি হয়েছে আপনার আমাকে সব খুলে বলুন

আমি/ কি আর বলবো টাকা পঁয়সা গয়নাগাটি সব উড়িয়ে দিয়েছি আমি

তারপর এক বন্ধুর কাছ থেকে অনেক টাকা ধার করলাম

বুঝতেছিনা ওর টাকা গুলো কিভাবে শোধ করবো

নীলা/ এসব আপনি কি বলছেন কি করে হলো এসব
আর এত টাকা কি করে উড়ালেন

আমি/ জুয়া খেলে

নীলা/ কি আপনি মানে আমার স্বামী একটা জুয়াড়ি

আমি কি আর বলবো বুঝতেছিনা

মাথাটা নিচু করে রাখলাম নীলাও মাথায় হাত দিয়ে বসে রইলো

স্বামীর কষ্ট মানে বউটার কষ্ট
ঠিক তেমনি নীলাও সহ্য করে থাকতে পারেনি

একটু পরে নীলা আমাকে বলে

চলবে???

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে