Devil_Teacher Part-10

0
5025

??Devil_Teacher??

?? রং তুলি??

part – 10

রেশমা : আমাদের নতুন বৌ ভার্সিটিতে
তুলি : তো! তুই কি চাস আমি পড়াশুনা ছেড়ে দিয়ে বাড়ির কাজের বুয়া হয়ে যাই
নদী : এই তুই সবসময় এমন ভাবে কথা বলিস কেন?
তুলি : আমি আবার কি করলাম!
নদী : বাড়ির বৌ টুকটাক কাজ করে তাই বলে কাজের বুয়া, এটা কেমন কথা?
রানা : আচ্ছা বাদ দে,, চল সবাই মিলে ফোসকা খাই।
রেশমা : হুম চল, আজকে treat তুলি দিবে
তুলি : কি! আমি খাওয়াবো কেন?
নদী : তোর বিয়ে উপলক্ষে খাওয়াবি
তুলি : তোর ভাইয়ের বিয়ে উপলক্ষে তুই খাওয়া
নদী : ভাইয়া যে তোকে কি দেখে বিয়ে করছে, আল্লাহ্ জানে। হাড় কিপটা কোথাকার ( রেগে গিয়ে )
তুলি : তোর কারনে তো বিয়েটা হইছে, নাহলে আমার একটা সহজ সরল স্বামী থাকতো।
নদী : তুই আসলে একটা পাগল,,,
রানা : থাক তোদের খাওয়াতে হবে না, আমি খাওয়াবো তাও ঝগড়া করিসনা।
রেশমা : হুম চল,,,

নদী : আরে এটা নেহা ম্যাডাম না? ( ফোসকা খেতে খেতে )
রেশমা : হুম, ম্যাডাম back করছে তো
তুলি : কবে!
রেশমা : তোর বিয়ের আগে
তুলি : এই তোরা একটু বস, আমি ম্যাডামের সাথে দেখা করে আসি ( খুশি হয়ে )

— আমি ম্যাডামের সাথে দেখা করার জন্য অফিসকক্ষে গিয়ে দেখি devil টা ম্যাডামের সাথে হেসে হেসে কথা বলছে। এতো হাসির কি আছে? কই আমার সাথেতো কখনো হেসে কথা বলেনা, সবসময় রাগ দেখায় ফাজিল ছেলে। আর কি এমন কথা বলছে? আমি দরজায় লুকিয়ে আছি শুনার জন্য কিন্তু কোন কথা শুনা যাচ্ছেনা, তাহলে এতক্ষণ কি করছে ভিতরে? না আর সয্য হচ্ছেনা, আমি যখনি ভিতরে যাওয়ার জন্য দরজার পা বাড়াবো দেখি devil আমার সামনে দাড়িয়ে আছে,,,
শান্ত : দরজায় লুকিয়ে কি করছো? তোমার তো এখন class থাকার কথা ( ভ্রু কুচকে )
তুলি : আগে বলেন ম্যাডামের সাথে আপনার কিসের এতো কথা?
শান্ত : তুমি আমাকে প্রশ্ন করছো!
তুলি : হুম, ঘরে বৌ রেখে অন্য মেয়েদের সাথে এতো হাসা হাসি কিসের? লুচু একটা
শান্ত : কি বললে!
তুলি : কানে কি কম শুনেন নাকি? ম্যাডামকে এতো ভাললাগলে আমাকে বিয়ে করছেন কেন?
— তুলি রেগে চলে গেলো, শান্ত অবাক হয়ে গেলো তুলির আচরনে। তুলি jealous feel করছে! তার মানে তাকে ভালবাসতে শুরু করেছে। শান্ত আনমনে হাসছে তুলির কান্ড দেখে,,,

নদী : কিরে তোর চেহারার বারোটা বাজিয়ে রেখেছিস কেন?
তুলি : তোর বজ্জাত ভাই devil টার কারনে
নদী : ভাইয়া আবার কি করলো!
তুলি : দেখছিস না ঐ শাঁকচুন্নি টার পিছে কিভাবে লেগে আছে
রেশমা : শাঁকচুন্নি আবার কে!
তুলি : কে আবার? নেহা ম্যাডাম
নদী : নেহা ম্যাডামকে শাঁকচুন্নি বানিয়ে দিলি, তোর সাথে থাকলে যে আরো কত নাম শুনতে হবে আল্লাহ জানে। তুই জানিস নেহা ম্যাডাম কে?
তুলি : আমার জানতে হবেনা, তোরা থাক আমি যাই
নদী : আরে কই যাচ্ছিস?
তুলি : দেখছিস না ঐ নাগিনী কিভাবে আমার সহজ সরল devil টাকে পটিয়ে নিজের সাথে নিয়ে যাচ্ছে। আমার আর সয্য হচ্ছেনা,,
— কথাটা বলে তুলি চলে গেলো, সবাই তুলির কথা শুনে অবাক হয়ে গেলো,,,
রানা : আমার মনে হয় তুলি স্যারকে ভালবাসে
নদী : তোর মনে হয়, আমিতো 100% sure…
রেশমা : শেষ পর্যন্ত তুলি #Devil_Teacher কে ভালবেসে ফেলল।

— তুলি গিয়ে শান্তর গাড়ির সামনে দাড়িয়ে আছে, শান্ত দেখেও না দেখার ভান করলো। তাই তুলি বলল,,,

তুলি : স্যার আমি বাসায় যাবো
শান্ত : তো! যাও তোমাকে কে নিষেধ করছে
তুলি : মানে?
শান্ত : তুমিতো এখন বললা বাসায় যাবে, তো যাও
তুলি : আমি আপনার সাথে যাবো
শান্ত : আমার একটা important কাজ আছে তুমি একা চলে যাও
— devil টা আমার সামনে ছামিয়া ম্যাডামকে নিয়ে চলে গেলো, আমার জীবনটা তেজপাতা করে অন্য মেয়েদের সাথে ঘুরছে কেমন লাগে? আজকে এনাকন্ডাটা বাসায় আসুক দেখাবো মজা। শান্ত বাসায় ফিরতেই তুলি বলল,,,

তুলি : এতক্ষণ কোথায় ছিলেন?
শান্ত : একটা important কাজ ছিলো
তুলি : important কাজ, নাকি নেহা ম্যাডামের সাথে ছিলেন?
শান্ত : তাতে তোমার কি? আমি যার সাথে থাকি।
তুলি : আমার কি মানে? আমার যদি কিছু না হয় তাহলে আমি ডিবোর্স চাই
শান্ত : কেন? ( ভ্রু কুচকে )
তুলি : আমি আপনার সাথে থাকবো না, আপনি আস্ত একটা লুচু
শান্ত : আচ্ছা দিয়ে দেবো ( স্বাভাবিক গলায় )

— শান্তর থেকে তুলি এমন কিছু আশা করেনি, রেগে রুম থেকে বেরিয়ে গেলো। ইচ্ছে করছে ঘরের সব কিছু ভেঙ্গে ফেলতে, টেবিলে রাখা গ্লাসগুলো একটা একটা করে ভাঙ্গছে আর বলছে,,,
তুলি : ইচ্ছে হইছে বিয়ে করছে, ইচ্ছে হইছে ডিবোর্স দিবে আমি কি খেলনা পুতুল? আমাকে ডিবোর্স দিয়ে ঐ সাপিনীকে গলায় ঝুলাবে। হতে দিবো না, আমি ডিবোর্স দিবোনা, দেখবো কিভাবে ঐ নাগিনীকে গলায় ঝুলায়।

— খুব জোরে জোরে কথাগুলো বলছিলো, নদী শান্ত দুজনেই রুম থেকে বেরিয়ে আসে। নদী কিছু বলতে যাবে শান্ত ইশারায় রুমে যেতে বলে। শান্ত কিছু না বলে তুলির হাত ধরে রুমে নিয়ে যায়,,,,
শান্ত : কিছুক্ষণ পর পর সুমায়াকে আর রেশমাকে আমার গলায় ঝুলাও, এখন আবার নেহা ভাবিকে? আর একবার যদি কাউকে আমার গলায় ঝুলানোর চেষ্টা করো, তোমাকে আমি ফাঁসির দড়িতে ঝুলিয়ে দেবো ( রেগে গিয়ে দাঁতে দাঁত চেপে বলল )
তুলি : নেহা ম্যাডাম আপনার ভাবি হয় ( করুণ দৃষ্টিতে )
শান্ত : কেন নদী তোমাকে বলেনি? ওনার কারনে ৩ বছর পর আমি তোমাকে খুজে পেয়েছি।
তুলি : না, তাহলে ডিবোর্সের কথা কেন বলছেন?
শান্ত : ডিবোর্সের কথা কে বলছে ( রেগে গিয়ে )
তুলি : আমি, স্যার আমার ভুল হয়ে গেছে ( কাঁদোকাঁদো গলায় )
শান্ত : প্রত্যেকবার যদি একি কথা বলো তোমার ভুল হয়েগেছে সেটা আমি মানতে পারবোনা। তুমি ছোট বাচ্চা না যে বারে বারে ভুল করবে, আর একটা কথা যদি কোন দিন তোমার মুখে ডিবোর্সের কথা শুনি তাহলে যে তোমার কি হাল করবো তুমি কল্পনা ও করতে পারবেনা।
তুলি : আর বলবো না। ( কাঁদোকাঁদো গলায় )
কাব্য : just shut up….

— শান্ত রেগে রুম থেকে বেরিয়ে গেলো,,,

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে