Devil_Teacher Part-03 | Bangla love story

0
6261

??Devil_Teacher??

??রং তুলি ??

part – 3

— devil নাম শুনে আমার ঘুম উধাও হয়ে গেলো, ফোনটা রেখে দিলাম কিন্তু devil আমার নাম্বার পেলো কোথায়? আজকে আমি শেষ devil আজকে আমার বারোটা বাজিয়ে ছাড়বে। অনেকক্ষণ চিন্তার পর মাথায় আইডিয়া আসলো তৈরি হয়ে ভার্সিটিতে রওনা দিলাম, মা সুমায়া এমন ভাবে তাকিয়ে আছে যেন ভূত দেখার মতো। কিছু না বলে চলে গেলাম ভার্সিটিতে, সবাই বসে আড্ডা দিচ্ছিল আমিও গিয়ে বসে পরলাম, সবাই আমার দিকে একবার তাকিয়ে আবার নিজেদের মধ্যে কথা বলা শুরু করলো। হঠাৎ রবিন আমার দিকে তাকিয়ে বলল,,,
রবিন : আন্টি কিছু বলবেন?
তুলি : কি ( অবাক হয়ে)
রবিন : না মানে আপনি এখানে বসে আছেন কিছু দরকার হলে আমাকে বলেন, আমি আপনার ছেলের মতো
তুলি : শালা নাইজেরিয়ান এনাকন্ডা বজ্জাতের হাড্ডি আমি তোর আন্টি হই? ( রেগে গিয়ে)
রানা : ভাষাটা কেমন জানি তুলি মনে হচ্ছে
তুলি : তুলির মনে হচ্ছে মানে? আমি তুলি ( চোখ রাঙ্গিয়ে)
— কথাটা বলার সাথে সাথে সবাই 440 ভোল্টেজের ঝাটকা খেলো, মূলত তুলি কখনো বোরখা হিজাব এগুলো পরে না। সবসময় fashionable, stylish dress পরে,,,,
নদী : তুই কি পাগল টাগল হয়ে গেলি নাকি? এই অবস্থা কেন তোর? আর এটা কি বোরখা পরলি এতো ঢিলা আন্টির নাকি?
রানা : তুই এতো হুজুর হইলি কবে ( অবাক হয়ে)
রেশমা : তোর থেকে মনে হয় রাস্তার ফহিন্নিগুলো ভালো দেখাচ্ছে ( তুলির অবস্থা দেখে সবাই হাসছে)
তুলি : তোরা মজা নিচ্ছিস আমার সাথে। তোদের জন্য আমার এই অবস্থা
নদী : আমরা আবার কি করলাম?
তুলি : তোদের মধ্যে কেউ একজন আমার ফোন নাম্বারটা devil কে দিয়েছিস, আর আমি এখন শেষ
রেশমা : তোর কাছে স্যারের নাম্বার আছে, দোস্ত please দে না,,, ( আল্লাদি গলায়)
তুলি : আমি মরি আমার টেনশনে আর তুই,,, তোকে তোর স্যারের গলায় ঝুলিয়ে দিবো। সারাজীবন ঝুলে থাকিস ( রেগে গিয়ে)

— তুলি রেগে চলে গেলো, ক্লাসের সবাই তুলির দিকে অদ্ভুত ভাবে তাকিয়ে আছে। শান্ত ক্লাসে ঢুকে তুলিকে বলল,,,

শান্ত : মিস তুলি তোমার মধ্যে ভদ্রতা বলতে কিছু নেই?
— তুলি উঠে দাড়াতেই সবাই তার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। তুলি মনে মনে বলছে, যার হাত থেকে বাচার জন্য আজ সবার কাছে আন্টি হয়ে গেলাম, আমার বন্ধরাও আমাকে চিনলো না কিন্তু devil কিভাবে চিনলো, মাথায় কিছুই আসছেনা আবুলের মতো দাড়িয়ে আছে। তুলির চুপ থাকা দেখে শান্ত আবারো বলল,,,

শান্ত : কানে কি কম শুনো নাকি?
তুলি : স্যার আমি কি করছি ( আমতা আমতা করে)
শান্ত : কালকে তোমাকে কিছু কাজ দিয়েছিলাম, কাজটা সম্পূর্ণ করে আগে আমার সাথে দেখা করা উচিত ছিলো
তুলি : স্যার হয়েছে কি,,,
শান্ত : just shut up…. ( ধমক দিয়ে) সবগুলো class দাড়িয়ে করবে। এটা তোমার punishment আর হ্যা যাওয়ার সময় আমার সাথে দেখা করে যাবে।

— সবগুলো class দাড়িয়ে করতে হচ্ছে, পাগুলো ব্যথা করছে বজ্জাত devil teacher এর জন্য আমার এই অবস্থা। devil তুমি পুরো class এর সামনে আমার বারোটা বাজিয়েছো, এখন রাস্তায় আমি তোমার বারোটা বাজাবো দেখে নিও হুম( তুলি মনে মনে)
class শেষ করে শান্তর সাথে দেখা করতে যায়,,,
তুলি : স্যার আমাকে কেন ডেকেছেন
শান্ত : মানে? আমাকে প্রশ্ন করছো ( ধমক দিয়ে)
তুলি : না স্যার
শান্ত : দাড়িয়ে থাকো, আমি না বলা পর্যন্ত যাবেনা ( নিজের কাজ করা শুরু করলো)
তুলি : স্যার আপনি কি আমাকে আগে কখনো দেখছেন? ( ভয়ে ভয়ে প্রশ্নটা করলো)
শান্ত : এতো তাড়াতাড়ি ভুলে গেছো, সমস্যা নাই আরও দুটো থাপ্পড় খেলে সব মনে পরে যাবে।
তুলি : না না স্যার আমার সব মনে আছে ( নিজের গালে হাত দিয়ে)

শান্ত : তাহলে জিঙ্গাসা করলে কেন ( ভ্রু কুচকে)

তুলি : ভুল হয়েগেছে ( করুণ দৃষ্টিতে)
শান্ত : গালে হাত দিয়ে আছো কেন? এখনো ব্যথা করছে নাকি ( চেয়ার থেকে উঠে তুলির কাছে এগিয়ে এসে)
তুলি : মাঝেমধ্যে এখনো ব্যথা হয় ( বিড়বিড় করে)
তুলি : বেশি জোড়ে দিয়ে ফেলেছিলাম তাইনা

— শান্ত তুলির সামনে এসে গাল থেকে হাতটা নামিয়ে গালে একটা চুমো খেলো। তুলি পুরো রোবট হয়ে গেলো, শান্ত এমন কিছু করবে ভাবেনি। কিছু না বলে রুম থেকে বেরিয়ে গেলো। শান্তর গাড়ির সামনে দাড়িয়ে বলতে লাগলো,,,
তুলি : বজ্জাত devil teacher এর কারনে আমার জীবন তেজপাতা হয়ে যাচ্ছে, আর এখন যা করলো তার জন্য আমার মান ইজ্জত নিয়ে টানাটানি লুচু একটা। না এতো অত্যাচার আর সয্য করা যায় না বজ্জাত devil তোর গাড়ির বারোটা বাজাবো এখন।( জোড়ে জোড়ে বলছে)
— তুলি পিন নিয়ে যখনি গাড়ির চাকার হাওয়া বের করতে যাবে, তখনি শান্ত তুলির হাত ধরে ফেলে। শান্তকে দেখে তুলির চোখ দুটো বড় হয়ে গেলো,,,
শান্ত : কি বলছিলে এতক্ষণ? আমি বজ্জাত devil অত্যাচারী, লুচু আর আমাকে তুই তঙ্কর করে কথা বলছিলে, এর ফল কি হবে বুঝতে পারছো? ( আগুনের দৃষ্টিতে তাকিয়ে কথাগুলো বলছে)
তুলি : স্যার আমাকে মাফ করে দেন ( কাঁদোকাঁদো গলায়)
শান্ত : এখন আমাকে লুচু বলছো না, লুচু কাকে বলে আগে তোমাকে দেখাই তারপর ( তুলির হাত টেনে গাড়ির দরজা খোলতে যাচ্ছে)

চলবে,,,

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে