??Devil_Teacher??
??রং তুলি ??
part – 6
— আজ তুলির বিয়ে, বাড়িতে জমজমাট বিয়ের আয়োজন চলছে। তুলি আনমনে ভাবছে, সাগর ( তুলির হবু বর ) ছেলেটা কেমন হবে? হয়তো নদীর মতো সহজ সরল, যেমনি হোক devil এর মতো যেন না হয়। মনের কোথাও একটা শূন্যতা অনুভব করছে, কোন ভুল করছেনা তো সে। তুলিকে বৌ সাজানো হয়েছে, আজ যেনো কোন অপ্সরী হার মানবে তার সৌন্দর্যের কাছে। বিয়েটা হয়েগেছে, তুলিকে বরের পাশে বসানো হয়েছে, এক মুহূর্তের জন্যও সে পাশে বসা মানুষটার দিকে তাকায়নি। পাশ থেকে সুমাইয়া কানে ফিসফিস করে বলতে লাগলো,,,
সুমাইয়া : আপ্পি তোর husband তো অনেক handsome…
— কথাটা বলার সাথে সাথেই তুলি তাকে জড়িয়ে ধরে কেঁদে দেয়। নিজের কাছের মানুষ গুলো ছেড়ে যাবার কষ্টটা হয়তো কান্নার মধ্যে প্রকাশ পায়, তুলি আজ সবাইকে জড়িয়ে ধরে কাঁদছে। তুলিকে গাড়িতে বসানো হয় তার বরের সাথে, নিজের মানুষ গুলো ছেড়ে যাবার কষ্টে তুলি এতটা বিভোর হয়ে আছে পাশের মানুষটার দিকে একবারের জন্য তাকায়নি কেঁদেই চলেছে। তুলির বর পাশ থেকে একটা টিস্যু এগিয়ে দিয়ে বলল,,,
শান্ত : কান্না করেতো নাকে মুখের পানি এক করে ফেলেছো, মুছে নাও,,,
তুলি : আপনি! ( তুলি পাশে ফিরে তাকাতেই চমকে উঠলো)
শান্ত : তো,, অন্য কাউকে আশা করছিলে নাকি?
তুলি : সাগর কোথায়? ( কান্না থামিয়ে)
শান্ত : আমিতো সাগর
তুলি : মানে!
শান্ত : মানে আমি নদীর ভাই “সাগর আহাম্মেদ শান্ত “।
— তুলির মাথায় যেন বাঁশ পরলো। এই devil টা নদীর ভাই? নদী তো কখনো বলেনি। না সে আর এগিয়ে যেতে পারবেনা, কখনো এই devil এর সাথে নিজের জীবন সাজাতে পারবে না,,,
তুলি : ড্রাইভার ভাইয়া গাড়ি থামান।
শান্ত : কেন?
তুলি : আমি আপনার সাথে যাবো না।
শান্ত : যাবেনা মানে? ( ভ্রু কুচকে)
তুলি : আমি এই বিয়ে মানিনা, আপনি চিট করছেন আমার সাথে। আমি বাসায় যাবো, আপনার সাথে যাবোনা, ( বলেই কাঁদতে লাগলো)
শান্ত : চুপ, আর একটা কথা বললে মাথায় তুলে আছার মারবো ফাজিল মেয়ে। ( ধমক দিয়ে) আমি কি তোমাকে জোর করে বিয়ে করছি? আমি কি বলছি বিয়ের আগে দেখা করবো না? তুমি নিজে দেখা করতে চাওনি ( রেগে গিয়ে)
— তুলি ধমক শুনে চুপ হয়ে গেলো, তার জানা ছিলোনা বিয়ের দিন স্বামীর তার নববধূককে এভাবে ধমক দিতে পারে। আজকের দিন যদি এমন হয় সারাজীবন কি করবে? মনে মনে নিজেকে বকতে লাগলো, কেন যে দেখা করতে চাইলো না, এখন নিজের মাথায় নিজেই ফাটাতে ইচ্ছে করছে। বাসায় পৌছে তুলি শান্ত দুজনকে বরণ করে নেয়া হলো ঘরে, নদী আরো কয়েকজন মিলে তুলিকে বাসর ঘরে বসিয়ে আসে। রাগের চোটে কিছু খাওয়া হয়নি তার, কত স্বপ্ন ছিলো এই দিনটা নিয়ে, আজ স্বপ্নগুলো সব এলোমেলো হয়ে গেলো শুধুমাত্র তার একটা ভুলের জন্য। শান্ত রুমে ঢুকে ফ্রেশ হয়ে এসে দেখে তুলি বিছানার এক কোনে বসে আছে,,,
“এখনই জয়েন করুন আমাদের গল্প পোকা ডট কম ফেসবুক গ্রুপে।
আর নিজের লেখা গল্প- কবিতা -পোস্ট করে অথবা অন্যের লেখা পড়ে গঠনমূলক সমালোচনা করে প্রতি সাপ্তাহে জিতে নিন বই সামগ্রী উপহার।
আমাদের গল্প পোকা ডট কম ফেসবুক গ্রুপে জয়েন করার জন্য এখানে ক্লিক করুন
শান্ত : তুমি এভাবে বসে আছো কেন? বাসর ঘরে কি করতে হয় তুমি জানোনা?
তুলি : কি! আপনি মানুষ নাকি অন্যকিছু? আপনি এটা ভাবলেন কি করে আমি এমন কিছু করবো ( রেগে গিয়ে )
শান্ত : এমন কিছু করবেনা মানে? এটা নিয়ম তুমি জানোনা
তুলি : এমন নিয়ম আছে বলে আমার মনে হয়না।
শান্ত : তোমার মনে হওয়া, না হওয়া আমার ব্যাপার না। আমি চাই নিয়ম অনুসারী আমাদের নতুন জীবন শুরু করবো।
তুলি : আমি এই নিয়ম মানিনা
শান্ত : মানতে তোমাকে হবে ( তুলির দিকে এগিয়ে গিয়ে)
তুলি : দেখেন আমি কিন্তু এখন চিৎকার করবো ( কাঁদোকাঁদো গলায়)
শান্ত : আমি কিন্তু রেগে যাচ্ছি তুলি।
তুলি : স্যার আমার সময় লাগবে,
শান্ত : 5 minute only….
তুলি : স্যার আমাকে অন্তত ১ মাস সময় দেন please….
শান্ত : সালাম করতে ১ মাস সময় লাগে? ( রেগে গিয়ে)
তুলি : মানে! ( কিছুটা বোকা হয়ে)
শান্ত : মানে বুঝনা? বাসর ঘরে স্ত্রী তার স্বামীকে সালাম করে নতুন জীবন শুরু করে, আর তুমি একমাস সময় চাইছো?
তুলি : আপনি কি এতক্ষণ সালামের কথা বলছেন?
শান্ত : তাহলে তুমি কি ভাবছো। ( ভ্রু কুচকে)
তুলি : কিছুনা ( কিছুটা লজ্জা পেয়ে)
— তুলি শান্তকে সালাম করে বিছানার মাঝখানে বসে পরলো,,,
শান্ত : তুমি এভাবে বিছানার মাঝখানে বসে আছো কেন? সরে বসো
তুলি : কেন?
শান্ত : তুমি এভাবে মাঝখানে বসে থাকলে আমি ঘুমাবো কোথায়? ( রাগি চোখে)
তুলি : আপনি কি বিছানায় ঘুমাবেন।
শান্ত : তো,, আমার বিছানা, আমার রুম অবশ্য আমি আমার জায়গায় ঘুমাবো
তুলি : তাহলে আমি কোথায় ঘুমাবো? ( করুণ দৃষ্টিতে)
শান্ত : দেখো তুলি অনেকক্ষণ ধরে তোমার বকবক শুনছি, আমার খুব ঘুম পাচ্ছে আমি এখন ঘুমাবো, তুমিও চুপ করে বিছানায় শুয়ে পরো। আর একটা কথা শুনলে তোমার খবর আছে। ( আগুনের দৃষ্টিতে)
— শান্ত বিছানায় শুয়ে পরলো, তুলি মনে মনে বলছে,, আস্ত একটা devil, আমাকে নিয়ে এতো সমস্যা হলে বিয়ে করলো কেন? আমার জীবনটা তেজপাতা বানিয়ে দিচ্ছে। ইচ্ছে করছে মাথাটা ফাটিয়ে দেই, কুপিয়ে কুপিয়ে কিমা বানিয়ে খাই। কথায় কথায় ধমক দেয় বজ্জাতে হাড্ডি, আফ্রিকার জিরাফ, নাইজেরিয়ান এনাকন্ডা, গন্ডার কোথাকার। শান্তর চৌদ্দগুষ্টি উদ্ধার করে বিছানার এক পাশে শুয়ে পরে তুলি নিজেই। পেটের ক্ষুদা ঘুম আসছেনা এপাশ ওপাশ ছটফট করতে লাগলো, তুলির নড়াচড়া দেখে শান্ত উঠে রুম থেকে বেরিয়ে গেলো। শান্ত হঠাৎ এভাবে বেরিয়ে যাওয়ায় তুলি অনেকটা ভয় পেয়ে গেলো, মনে মনে বলতে লাগলো,, devil বলেছে কথা বললে আমার খবর আছে, এখন না জানি আমার বারোটা বাজিয়ে দেয়। আল্লাহ আমাকে বাচাও, আমি এতো তাড়াতাড়ি মরতে চাইনা devil এর হাতে,,,
চলবে,,,