? Crush when cousin ?
#Part: 3️⃣
Writer #Mohammed_Ayman_Ullah_Emon
.
.
.
.
.
“দেখ বেশী কথা না বলে নেমে যা”, বলতে বলতেই প্রচণ্ড শব্দ করে বাজ?️⛈️ পড়ার শব্দে সোনম আমাকে দুহাত দিয়ে শক্ত করে জড়িয়ে ধরলো। ?
আমাকে জড়িয়ে ধরার ভরসা কি আমার মাঝে ওকে ভালবাসার রূপ নিলো কিনা আমি বুঝতে পারলাম না। আমিও ওকে শক্ত করে দুহাতে চেঁপে ধরলাম।?
বাজের শব্দ কমতেই কাঁপা কাঁপা ঠোটে সোনম আমার দিকে তাকাতেই কেন জানি আমার ঠোট দুটো সোনমের ঠোটের দিকে চলে গেল। ?
সোনমের কাঁপা কাঁপা ঠোটের নিচের কালো তিলটা ভেসে উঠেছে। নিজের অজান্তেই আমার ঠোট দুটো যেয়ে আলতো করে সোনমের ঠোটকে স্পর্শ করতেই সোনম ভয়ংকর রকম কেঁপে উঠে আমাকে দুহাতে আরও শক্ত করে জড়িয়ে ধরলো।?
আমি জানি না কি হয়েছিল, কতটা সময় একজন আর এক জনকে জড়িয়ে ধরে রেখেছিলাম। এটা কি ভালবাসার জন্য নাকি ক্ষণিকের মোহে।❤️
যখন সজ্ঞানে ফিরে আসলাম সোনম লজ্জায় দৌড়ে সিঁডি ভেয়ে নেমে গেল। আমি আরও অনেকটা সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজলাম।?️?️
❤️মনে মনে ভাবছি আমিতো কখনো সোনমকে ভালবাসিনি তবে আজ এ আমি কি করলাম। কি ভাববে মেয়েটা???
ভাবতে ভাবতে নিচে নেমে রুমে ঢুকে ফ্রেশ হয়ে ফোনটা হাতে নিতেই দেখি অর্পির অনেক গুলো মিসকল। ?আমি বিছানায় শুয়ে অর্পিকে কল দিলাম। রিং বাজতেই অর্পি কল রিসিভ করে………
“কি ঘুমিয়ে পড়েছিলে?”??
“আমি না ঘুমাইনি ছাদ এ ছিলাম বৃষ্টিতে ভিজলাম, বলো ফোন দিয়েছিলে কেন?”??
“এমনি ফোন দিলাম, কিন্তু তুমি আর বৃষ্টি কেমন রোমান্টিক হয়ে গেল না ব্যাপারটা?? যে তুমি বৃষ্টি দেখলে জ্বর আসার ভয়ে দৌড়ে পালাও সেই তুমি আজ বৃষ্টিতে ভিজলে ঘটনা কি?”?
“কি যে বলো না বৃষ্টিতে ভিজতেও কি ঘটনার প্রয়োজন আছে? এমনি মন চাইলো তাই ভিজলাম।”??
“হুম তা ঠিক, সোনম কি করে?”?
“সোনম কি করে আমি কি করে বলবো আমিতো আমার রুমে। আর তোমার এতো কি দরকার সোনমকে?”??
“আরে আমার দরকার থাকবে কেন?? এমনিতে জিজ্ঞাসা করলাম এটা কি অন্যায় করেছি নাকি?”?
“আচ্ছা বাদ দাও কি করছো?”?
“এইতো শুয়ে আছি, তুমি কি করছো?”?
“আমি শুয়ে আছি ঘুমিয়ে পড়বো ভাবছি।”?
“হুম ঘুমাও আমিও ঘুমাবো আচ্ছা কাল কি দেখা করতে পারবে?”?
“পারবো না কেন? কখন কোথায় আসেত হবে?”?
“বিকেলের দিকে নদীর পারে এসো।”?
“ওকে আসবো, শুভ রাত্রি” ☺️বলে ফোন রেখে দিয়ে ঘুমিয়ে পড়লাম।?
সকালে চোখে মুখে পানির ছিটা পড়াতে ঘুম থেকে লাফিয়ে উঠলাম। চোখ মেলে তাকিয়ে দেখি সোনম গ্লাস থেকে পানি ছিটিয়ে দিচ্ছে।?
আমি রেগে যেয়ে “এই কি করছিস এগুলা সকাল সকাল।”?
“কি করছি বুঝতে পারছো না?”?
“না পারছি না বের হয়ে যা ঘর থেকে সকাল সকাল ঘুমটা নষ্ট করে দিলি।”☹️
“এতো ঘুমাতে হবে না উঠো…”?
“না উঠবো না তুই যা”?
“না যাবো না, কি করবা তুমি?”?
কথাটা বলার সাথে সাথেই আমি সোনমের হাত ধরে টান দিয়ে বিছানায় শুয়িয়ে দিলাম। সোনম দু চোখ বন্ধ করে নিলো। সোনমের হার্টবিট বেড়ে গেছে তার শব্দ আমি অনুভব করতে পারছি। নিজেকে নিজে প্রশ্ন করলাম “এ আমি কি করছি আমিতো এমন ছিলাম না।” আস্তে করে আমি খাট থেকে নেমে সোনমের হাত ধরে টান দিয়ে উঠিয়ে বললাম,
“উড়না ঠিক করে নে। সব কিছুর জন্য সরি।”?
সোনম আমার দিকে অপলক তাকিয়ে আছে কি বলবে ও হয়তো বুঝতে পারছে না, আমি সোজা ওয়াশ রুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে নাস্তার টেবিলে যেতেই মা বললো: “নাস্তা করে তোর ফুপুরে যেয়ে গাড়িতে তুলে দিয়ে আয়।”
আমি বললাম: “ঠিক আছে…”?
নাস্তা শেষ করে রেডি হয়ে বের হয়ে দেখি ফুপুর সাথে সোনমও দাঁড়িয়ে,
“কিরে তুইও যাবি নাকি?”?
“হুম যাবো আবার তোমার সাথে চলে আসবো।”?
“কেন তোর যেতে হবে না তুই থাক।”?
মা এসে বললো: :আহা যেতে চাচ্ছে নিয়ে যা ও একা বাড়িতে থেকেই বা কি করবে ঘুরলে মন ভাল থাকবে।”?
আমি আর কিছু না বলে দুজনকে নিয়ে রওনা হলাম বাস স্ট্যান্ডে।???
ফুপুকে বাসে?? তুলে বিদায় দিয়ে সোনমকে নিয়ে রওনা হলাম বাসার উদ্দেশে।
সোনম বলে উঠলো: “এই চলো না কোথাও ঘুরতে যাই।”?
“কোথায় যাবো এই রোদ এর ভিতর?”?
“যেখানে নিয়ে যাবে সেখানেই যাবো।”☺️
“না কোথাও যেতে হবে না, ভাল লাগছে না আমার,”? বলতে বলতে মোবাইলের রিংটোন বেজে উঠলো।??
ফোন বের করে দেখি অর্পি ফোন দিয়েছে।?
ফোন রিসিভ করতেই অর্পি বললো: “আজ দেখা করতে পারবো না, তোমার আসতে হবে না।”?
আমি বললাম: “কেন কি হয়েছে?”?
“শরীরটা ভাল না মনে হয় জ্বর এসেছে, অন্য একদিন দেখা করবো।”???
আমি বললাম: “আচ্ছা ঠিক আছে”
বলে ফোন রেখে দিলাম।
সোনম বললো: “কার ফোন এসেছিল?”?
“অর্পির ফোন।”?
“কি বললো?”?
“তোকে এতো কিছু বলবো কেন?”?
“আজব এতো কিছুর কি হলো?”?
“কিছুনা আজ আমাদের দেখা করার কথা ছিল। ওর শরীর ভালনা তাই বললো দেখা করতে পারবে না।”??
“তো এই কথাটা আগে বললে কি হতো?”?
“কিছুই হতো না… এতো প্রশ্নই বা তোর কেন করতে হবে?”?
“করতেই পারি…সে অধিকার আমার আছে।”?
“ওরে আমার অধিকার কে দিলো এমন অধিকার তোকে?”?
“সে সময় হলেই জানতে পারবে।”?
কথা বলতে বলতে রিক্সা প্রায় বাসার কাছাকাছি চলে আসলো, আমি সোনমকে বললাম::
“দেখ কাল রাতের জন্য আমি সরি, তুই কিছু মনে করিস না। যা হয়েছে সব ভুলে যা…”? কথাটা বলতে বলতে রিক্সা এসে বাসার গেটে থামতেই সোনম কান্না করতে করতে দৌড় দিলো।? আমি কিছুই বুঝতে পাড়লাম না কি হলো।?
আমি রিক্সা ভাড়া দিয়ে ওকে ডাকতে ডাকতে বাড়ির ভিতর ঢুকলাম। ও সোজা যেয়ে ঘরের দরজা লাগিয়ে দিছে। আমি কয়েকবার ডাকলাম কিন্তু দরজা খুললো না আমার মনের ভিতর কেমন যেন ভয় ভয় লাগতে শুরু করলো।
আমি ওকে কল দিলাম বার বার ও কল কেটে দিচ্ছে। আমি টেক্স করলাম::
✉️ প্লিজ পাগলামী করিস না কি হয়েছে আমাকে বল।✉️
ও কোন রিপ্লাই করছে না।❌
এর ভিতর মা চলা আসলো আমাকে জিজ্ঞাসা করতে শুরু করলো: “কি হয়েছে।”?
আমি কি বলবো বুঝতে পারছিলাম না।
এর ভিতর সোনম দরজা খুলে বেড়িয়ে এসে স্বাভাবিক ভাবে বললো “কি হলো এতো চেঁচামেচি করছো কেন আমার ঘুম পেয়েছিল তাই এসে শুয়ে পড়েছি।”???
মা ওর কথা শোনে চলে যেতেই আমি ওর ঘরে ঢুকলাম।
“তুই মাকে মিথ্যা কথা বললি কেন?”?
“আমার মন চেয়েছে তাই বলেছি তোমার কোন সমস্যা আছে?”?
“না সমস্যা নেই তবে মিথ্যা বলা পাপ।”?
“তো কি আমি সত্যি কথা বলতাম? যে মামী তোমার ছেলে প্রথম পুরুষ যে আমার ঠোটে কিংবা আমার দেহে স্পর্শ করেছে?”??
আমি ওর এই কথার কি উত্তর দিবো বুঝতে পাড়ছিলাম না।
সোনম আবার বলতে শুরু করলো, “তোমার হয়তো অব্যাস আছে এই সবে তাইতো খুব সহজে কথাটা বলে দিলে। যাই হোক তুমি যাও আমি ঘুমাবো।”? বলেই বিছানায় শুয়ে পড়লো।
আমি ওর পাশে যেয়ে বসে ওর মাথায় হাত দিতেই ও হাউমাউ করে কান্না করে দিলো।? এই পাগলী কাঁদিস না মা দেখলে আমার খবর আছে।?
“আচ্ছা শোন বিকেলে তুই আর আমি ঘুরতে যাবো প্লীজ তুই কাঁদিস না।”?
“তুমি এখন যাও প্লিজ আমার কোন কিছু ভাল লাগছে না।”?
আমি রুম থেকে নিরবে বেড়িয়ে আসলাম। নিজের রুমে বিছানায় শুয়ে শুয়ে ভাবতে শুরু করলাম,, তবে কি সোনম আমাকে ভালবাসে??
কিন্তু তা কি করে হয় আর আমাকেতো ও কখনো বলেনি ও আমাকে ভালবাসে। কি থেকে কি হয়ে যাচ্ছে মাথায় কোন কিছুই কাজ করছে না।
ভাবতে ভাবতে কেমন জানি চোখের সামনে সব কিছু অন্ধকার হয়ে আসছিল। আমি দুচোখ বন্ধ করে ঘুমিয়ে পড়লাম।??
To be continue……….