Crush যখন বর?Season_2Part_34/35/36

0
2999

Crush যখন বর?Season_2Part_34/35/36
Writer-Afnan Lara
সকালে♥♥♥
রুনা পুলিশ নিয়ে হাজির,,
মুনা-ভাইয়া, ভাইয়া
শিশির উঠলো
,গিয়ে দরজা খুললো,,
তনু পিছন পিছন আসলো,তোমাকে কাল টাইট দিসি হয় নাই??
রুনা-কে কখন??
তনু-জানতাম আমাদের মিথ্যুক বানিয়ে দিবে,
তনু রুম থেকে ফোন এনে পুলিশকে ভিডিও দেখালো,,
পুলিশ -আপনি কি পাগল.? মিথ্যাবাদী কোথাকার!!!
রুনা-?
তনু-নিয়ে যান ওরে এখান থেকে,যত্তসব,
পুলিশ রুনাকে ধরে নিয়ে গেলো,
মা-কিরে কেমনে কি?
শিশির হাসতেছে,তনু ও হাসতেছে??
তনু-সব ভিডিওর কামাল??
শিশির রেডি হয়ে নিলো,,আমি আসি
তনু-আচ্ছা,
শিশির-বাসা থেকে কোথাও যাবা না
তনু-ওকে,,
শিশির অফিস চলে গেলো,,
তনু বারান্দার ফুলগাছ গুলো দেখতে লাগলো,,
শিশির রাস্তা দিয়ে যাওয়ার সময় মনে হলো তনু তাকিয়ে আছে,পিছন ফিরে তাকালো তনু বারান্দায় দাঁড়িয়ে তাকিয়ে আছে,শিশিরকে দেখে লুকিয়ে গেলো,
শিশির মুচকি হেসে চলে গেলো,,
বিকালে তনু বারান্দায় বসে আছে শিশিরের অপেক্ষায় ,মাথাটা প্রচণ্ড ব্যাথা করতেছে,
শিশির আসার সময় হসপিটাল গেলো তনুর রিপোর্ট টা আনতে,
Doctor -আপনার ওয়াইফের কয়েকদিন আগে যে Accident হয়সে,,সেটাতে উনার মাথায় ইনজুরি টা hard ছিলো,,ভালো হতে সময় লাগবে,উনাকে full বেড rest থাকতে হবে,নাহলে যেকোনো সময় senseless হয়ে যেতে পারে,আর বারবার sense হারানো মোটেও ভালো না,
শিশির -হুমম,,ঠিক আছে,
Doctor -উনাকে হাসিখুশি রাখবেন যাতে বেশি চিন্তা উনি না করে তা নাহলে উনার মাথায় অনেক সমস্যা দেখা দিবে,
শিশির -I will try my best
শিশির বাসায় আসলো,তনু বারান্দায় চেয়ারে হেলান দিয়ে ঘুমাচ্ছে,,
শিশির পিছন দিয়ে তনুর পেটে চিমটি দিয়ে লুকিয়ে পরলো,
তনু ঘুম থেকে জেগে চারিদিক দেখলো,কই নাইতো,
তনু উঠে পা বারাতেই শিশির পিছন থেকে এসে ভয় দেখালো
শিশির-ভোউউউ
তনু-মাগো,ভয় পাইসি,
শিশির হাসতে হাসতে তনুকে জড়িয়ে ধরলো,,
তনু-কখন এলেন
শিশির-কিছুক্ষন আগেই,,
তনু-আচ্ছা বসেন খাবার আনি,
শিশির -না,আমি নিয়ে খাবো
তনু-আমি দিতে সমস্যা কি?
শিশির-doctor Bed rest -এ থাকতে বলসে,
তনু-এইটুকু করলে কিছু হবে না
শিশির-চুপচাপ খাটে বসে থাকো,
তনু গিয়ে খাটে বসলো,শিশির change করে এসে দেখে তনু নাই,ডাইনিং-এ খাবার দিতেছে
শিশির -একটা চড় মারবো,কি বলসিলাম আমি?
তনু-বলসি তো এই টুকুতে কিছু হবে না,
শিশির-ধুর,
শিশির চলে গেলো,
তনু-খাবেন না?
শিশির-না,আমার কথা শুনো না তুমি,খাবো না আমি
শিশির ছাদে চলে গেলো,তনু ও গেলো,,
কিন্তু সিড়ি কয়েকটা উঠে আর উঠতে পারছে না,মাথা গুলিয়ে আসতেছে,,পড়ে যাওয়া ধরলো শিশির হাত ধরে টান দিয়ে বুকে নিয়ে এলো,
তনু চোখ বন্ধ করে ফেললো,শিশির তনুকে কোলে তুলে এনে খাটে শুইয়ে দিলো,,
আমার বুঝা উচিত ছিলো ওও আমার পিছন পিছন ছাদে আসবে,,আজ আর একটু দেরি হলে কি হয়ে যেতো,,
শিশির doctor কে কল দিলো,
Doctor -আচ্ছা সমস্যা নেই,,১-২ঘন্টায় জ্ঞান ফিরে আসবে Next time খেয়াল রাখবেন,
শিশির মাথায় হাত দিয়ে বসে আছে,,
তনুর ১বছর আগের accident এর জন্য শিশিরই দায়ী,,
তনুদের কলেজ থেকে পিকনিকে গেসিলো,,শিশিরদের অফিস থেকে পিকনিকে সেম জায়গায় গেসিলো,শিশির তো তনুকে জ্বালাবে,,তনুকে যখন খাইতে দিসিলো শিশির এসে খাবার নিয়ে নিজে খেয়ে ফেললো দুষ্টুমি করে,শিশির নিজের টা রেখে ছিলো,পরে তনুকে দিবে বলে,কিন্তু শিশির জানতো না তনু সকাল থেকে কিছু খায়নি,,
তনু কিছুক্ষন পরই পিকনিক স্পটেই অজ্ঞান হয়ে গেসিলো,মাথা গিয়ে একটা পাথরে পড়েছিলো,যার কারনে তনুর মাথা থেকে অনেক ব্লাড গেসিলো,
শিশির তনুকে সেদিন নিজে কোলে করে হসপিটাল নিয়ে গেসিলো,সারাদিন তনুর পাশে বসে ছিলো,নিজে ১দিন ধরে এক গ্লাস পানিও খায় নি,তনুর চিন্তায় পাগল হয়ে গেসিলো সেদিন,,
হয়ত সেদিন ঐ দুষ্টুমিটা না করলে আজ তনুর এই অবস্থা হতো নাহ,
শিশির গিয়ে দেওয়ালে কয়েকটা ঘুষি দিলো,
মা-শিশির খেয়ে নে
শিশির-না,ওর জ্ঞান ফিরুক
তনু চোখ খুললো,,গরম হাওয়া আসতেছে,তনু মুখ তুলে দেখলো শিশিরের বুকে শুয়ে আছে,শিশির মাথায় হাত দিয়ে হেলান দিয়ে বসে আছে,
তনু উঠে শিশিরের দিকে তাকালো,,মুখ শুকিয়ে আছে,কিছু খায়নি মনে হয়,
তনু আস্তে আস্তে উঠে গিয়ে খাবার আনলো,শিশিরকে জাগালো,
শিশির চোখ খুলে দেখলো তনু খাবার নিয়ে বসে আছে,
শিশির মারার জন্য হাত উঠালো,তারপর হাত নামিয়ে ফেললো,
শিশির-মানা করসি না বিছানা থেকে নামবা না,আমার খাওয়া নিয়ে পরসো কেন?নিজে বাঁচবো কিনা সেটার সিউরিটি নাই আমার খাওয়া নিয়া টানাটানি,
তনু চুপ হয়ে শিশিরের দিকে তাকিয়ে রইলো,
তনু-ওওও এই ব্যাপার, তো কি হয়সে,যতদিন বেঁচে আছি এই টুকু করতেই পারি,
শিশির রাগে তনুর চুলের মুঠি ধরে কাছে নিয়ে এলো,
শিশিরের চোখ লাল টুকটুকে হয়ে গেসে,
শিশির তনুকে শক্ত করে জড়িয়ে ধরলো,
শিশির-তোমাকে হারাতে পারবো না,,বাঁচবো না আমি,কোথাও যাবা না আমাকে ছেড়ে,
তনু কাঁদতেছে,শিশির নিজের চোখ মুছে তনুর চোখ মুছে দিলো,,তারপর হা করলো,তনু মুচকি হেসে খাইয়ে দিলো,
খাওয়া শেষে তনু শিশিরকে ধরে খাটে হেলান দিয়ে বসে রইলো,,
তনু-আমার কি কোনো কঠিন রোগ হয়সে?
শিশির-আরে নাহ,,এমনিতেই আগে যে মাথায় ব্যাথা পাইসো তার জন্য সমস্যা হচ্ছে,,
তনু-ওও,
তনু শিশিরের হাতের আঙুল নিয়ে খেলতে লাগলো,
শিশির তনুর মাথায় চুমু দিয়ে ধরে শুইয়ে দিলো,,
তনু-কি??
শিশির-কিছু নাহ,
শিশির লাইট অফ করে দিলো,,ঘুমাও
তনু-আসে না
শিশির তনুর গলায় গভীর করে একটা চুমু খেলো, তনু শিশিরকে আঁকড়ে ধরলো,
তনু-এখন আসতেছে
শিশির একটু হেসে তনুর মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো,
চলবে♥
“এখনই জয়েন করুন আমাদের গল্প পোকা ডট কম ফেসবুক গ্রুপে।
আর নিজের লেখা গল্প- কবিতা -পোস্ট করে অথবা অন্যের লেখা পড়ে গঠনমূলক সমালোচনা করে প্রতি সাপ্তাহে জিতে নিন বই সামগ্রী উপহার।
আমাদের গল্প পোকা ডট কম ফেসবুক গ্রুপে জয়েন করার জন্য এখানে ক্লিক করুন



Crush যখন বর?
Writer-Afnan Lara
#Season_2
#Part_35
তোর মন পাড়ায় থাকতে দে আমায়♥
আমি চুপটি দেখবো আর ডাকবো ইশারায়♥
তুই চাইলে বল আমার সঙে চল♥
ঐ উদাসপুরের বৃষ্টিতে আজ ভিজবো দুজনায়♥

বাইরে বৃষ্টি হচ্ছে♥
তনু-আসেন ভিজবো
শিশির-একদম না,
তনু-pls
শিশির-উহু,,
তনু উঠে দৌড় মারলো,শিশির ও দৌড় দিলো,
তনু এক দৌড়ে ছাদে,,ভিজতেছে চোখ বন্ধ করে,,
শিশির দাঁড়িয়ে তনুকে দেখতেছে,
তনু ঘুরে ঘুরে বৃষ্টি উপভোগ করতেছে,আর হা করে বৃষ্টির পানি খাচ্ছে,এটা তনুর খুব ভালো লাগে,
শিশির-আমিও খাবো,,
শিশির তনুকে টান দিয়ে বুকের সাথে মিশিয়ে ফেললো,,তনুর কোমড়ে হাত দিয়ে উঁচু করে কপালে চুমু দিয়ে তনুকে কিস করতে লাগলো,,
পিছন থেকে ছাতা বের করে নিয়ে তনুর মাথার উপর ধরে রাখলো,
বৃষ্টি থামা পর্যন্ত তনু শিশিরকে জড়িয়ে ধরে রাখলো,
শিশির মুচকি হেসে বললো,
শিশির-সাপ সাপ
তনু লাফ দিয়ে শিশিরের কোলে উঠে গেলো,
তনু-কই কই??
শিশির-হাহাহা,,
শিশির তনুকে কোলে করে বাসায় নিয়ে এলো,
মুনা-বাহ বাহ কি romance ?
শিশির-ঐ শয়তান যা পড়তে যা
মুনা-কি পড়বো??শিশির তনুর ভালোবাসা?
শিশির-যা ভাগ
শিশির তনুকে এনে নামিয়ে দিয়ে শাড়ী হাতে দিলো,নাও change করে নাও, ঠাণ্ডা লাগবে,
তনু গিয়ে change করে আসলো,,
শিশির হাতে ঔষধ নিয়ে বসে আছে
তনু-ঔষধ আমি খেয়ে নিব,আপনি change করে আসেন,
শিশির-সমস্যা নেই,আমার এত সহজে জ্বর আসে না
তনু-?
মা-শিশির দেখে যা কে এসেছে
শিশির গিয়ে দেখতে গেলো,তারপর মুখ কালো করে রুমে চলে এলো,
তনু -কে এসেছে??
শিশির কিছু বললো না,তনু গেলো দেখতে,ওমা শিশিরের ভাই এসেছে,,বউ আর বেবি নিয়ে,
তনু সালাম দিলো,,শিশিরের ভাইয়ের বউ সায়না তনুর দিকে না তাকিয়ে মুনার কাছে গেলো,
সায়না-মুনা আমাদের রুমটা clean করে দাও,উফ এত Dust আমার বেবির prb হবে,,
সায়না গিয়ে সোফায় বসলো,তনু গিয়ে পাশে বসলো,মুচকি হাসলো,,কেমন আছেন ভাবী??
সায়না-কল মি সায়না,ওকে??
তনু-আপনি তো আমার বড়
সায়না-তো কি হয়সে??আমার কি ৩০পার হয়ে গেসে?
শিশির ঠাস করে দরজা খুলে বের হয়ে তনুর হাত ধরে রুমে নিয়ে গেলো,
শিশির-এখানে বসে থাকবা,দরকার নেই বাইরে যাওয়ার,ওরা অনেক খারাপ,,তোমার যদি একটুও সম্মানবোধ থাকে তবে ওদের সাথে কথা বলবা না
তনু-কিন্তু
শিশির-কোনো কিন্তু না,থাকুক ওরা,আমাদের দরকার হলে ওরা নিজেরাই নক করবে,হুদাই বেহায়া হতে যেও না,,
তনু থ হয়ে রইলো,,
শিশির-জামা কাপড় গুছাও
তনু-কেন?
শিশির-যা বলসি করো
তনু জামাকাপড় গুছিয়ে নিল,শিশির shirt change করে তনুর হাত ধরে বেরিয়ে গেলো,
শিশির-মা আমার অফিসের কাজে বাইরে যেতে হচ্ছে,,কুমিল্লাতে,,আসতে দেরি হবে,,বাই
শিহাব-শিশির দাঁড়া
শিশির দাঁড়িয়ে গেলো,
শিহাব এগোতে যাবে সায়না বললো
সায়না-বড়ভাই কেন নিজ থেকে কথা বলে,ছোট ভাইয়ের মুখে কি পঁচা ধরসে??
শিশির চোখ বড়বড় করে তাকালো,
তনু-ছোট বউ কেন নিজ থেকে বড় বউয়ের সাথে কথা বলতে যাবে এতক্ষন কি বড় বউয়ের মুখে পঁচা ধরসিলো??
সায়না রাগে গজগজ করতেছে,
সায়না-বউ আর ভাইয়ের মধ্যে অনেক তফাৎ
তনু-নো ইটস রং,ভাইয়ে ভাইয়ে কোনো তফাৎ নেই,বাট আপনি সেই তফাৎ তৈরি করেছেন,যে কে আগে কথা বললো আর কে বলেনি,তাহলে আমি তো ভাবী ভাবীর মধ্যে তফাৎ করতেই পারি,
সায়না-disgusting
তনু-সেম টু ইউ
শিশির তনুর দিকে তাকিয়ে হালকা হাসলো,তারপর বাসা থেকে বেরিয়ে গেলো,
বাসে বসে আছে দুজনো তনু শিশিরের বুকে মাথা দিয়ে শুয়ে আছে,মাথাটা মনে হয় ছিঁড়ে যাবে,
শিশির -খুব কষ্ট হচ্ছে?
তনু-না,একটু,আপনি জানলেন কিভাবে?
শিশির-বারবার আমার shirt চেপে ধরতেছো,না বুঝার কি আছে??
তনু-হাহা,আচ্ছা আপনার কি সত্যি অফিসের কাজ আছে?
শিশির-নাহ,ওদের সাথে এক ঘরে আমি থাকবো না,তোমাকে নিয়ে ঘুরবো এ কদিন,ওরা গেলে তারপর যাবো,
আমার বাবা মায়ের অসুখে একটি বার দেখতেও আসেনি,এখন আসছে আদর দেখাইতে,
শিশির-I’m sorry তনু
তনু-কেন?
শিশির-ঐদিন দুষ্টুমিটা না করলে আজ তোমায় এত কষ্ট পেতে হতো নাহ
তনু-যাই বলুন না কেন আমার কিন্তু আপনার জ্বালানি গুলা ভালো লাগে?
শিশির-তাই নাকি তাইলে আজ তোমার খবর আছে,
তনু-?
তনু বাইরে তাকিয়ে দেখতেছে,,
শিশির-আজ কিন্তু তোমার dialogue গুলা সেই ছিলো,
তনু-হিহি,
শিশির-আমি মেয়েদের সাথে লাগতে পারি না,,লাগার ইচ্ছাও নাই,তাই তখন রাগটা গিলে ফেলসিলাম,
তনু-এহহ,আমার সাথে লাগেন না বুঝি?
শিশির-তুমি একদিকে আর পৃথিবীর সব নারী আরেকদিকে,
তনু-হাহা,কিনু?
শিশির-তুমি একাই দজ্জাল
তনু-কিহ??
শিশির-হাহাহা
রাত ১১টায় কুমিল্লাতে এসে পৌঁছালো দুজনে,
শিশির তনুকে নিয়ে হোটেলে গিয়ে খেয়ে নিলো,,তারপর একটা হোটেলে থাকার জন্য আসলো,,
শিশির বাথরুমে গেসে,তনু আস্তে করে শিশিরের ফোনটা নিলো,,আমার তনু♥ পাস দিয়ে inter করলো, ওমা একি খুলে গেলো,
তনু গ্যালারিতে গেলো,২৫৬০টা পিক,সব তনুর??????
Contact দেখতে গেলো,তনুর number আমার কলিজা সেভ করা,ভিতরে ভিতরে আমাকে ভালোবাসে আর আমি জিগায়লে কয় রুনারে লাভ করি,শয়তান ছেলে,
তনু গিয়ে খাটের নিচে লুকিয়ে গেলো,শিশির কোনো কিছুই ভয় পায় না,তবে তনুকে চোখের সামনে না দেখলে তনুকে হারানের ভয় টা সব চাইতে বেশি পায়,,তাই তনু গিয়ে খাটের নিচে লুকালো,দরজা খুলে রাখলো,যাতে শিশির মনে করে আমি চলে গেসি,
শিশির বাথরুম থেকে বের হলো
শিশির-তনু??
শিশির তনুকে খুঁজতে লাগলো,একি কই গেলো,দরজাও দেখি খোলা,শিশির দরজার সামনে গিয়ে দাঁড়ালো,বের হতে যাবে শিশিরের নাকে তনুর গায়ের ঘ্রানটা আসলো,
তনু-উফ যাচ্ছে না কেন,টের পেলো নাকি,আমি তো জুতা লুকাইসি
শিশির মুচকি হেসে,দরজা লাগিয়ে ফেললো,,খাটের সামনে এসে দাঁড়ালো,
তনু ভয়ে ঢোক গিললো,
শিশির নিচু হয়ে তাকালো,ধরে ফেলসি,
শিশির তনুর হাত ধরে টেনে বার করলো তনুকে,
তনু-ইয়ে মানে
শিশির-চুপ
চলবে ♥

“এখনই জয়েন করুন আমাদের গল্প পোকা ডট কম ফেসবুক গ্রুপে।
আর নিজের লেখা গল্প- কবিতা -পোস্ট করে অথবা অন্যের লেখা পড়ে গঠনমূলক সমালোচনা করে প্রতি সাপ্তাহে জিতে নিন বই সামগ্রী উপহার।
আমাদের গল্প পোকা ডট কম ফেসবুক গ্রুপে জয়েন করার জন্য এখানে ক্লিক করুন


Crush যখন বর?
Writer-Afnan Lara
#Season_2
#Part_36
শিশির-শয়তান মাইয়া,আমি ভয় পেয়ে গেসিলাম,
তনু শিশিরের গলা জড়িয়ে ধরে কাছে গেলো,
তনু-আমাকে ভালোবাসেন??
শিশির-???
তনু-আজ বলতে হবে
শিশির-না বাসি না,
তনু আরও চেপে ধরলো,
তনু-বলেন না,সত্যিটা বলেন
শিশির-সত্যি বলসি,আমি তোমাকে ভালোবাসি না
তনু শিশিরকে ছেড়ে দিয়ে খাটে গিয়ে শুয়ে পরলো,,
শিশির পানি খেয়ে তনুর কাছে গেলো,ঘুমিয়ে গেসে তনু,ওভারডোজের ঔষধ খেয়েছে তাই তাড়াতাড়ি ঘুমিয়ে গেসে,
সকালে তনু উঠলো,
শিশির পাশে বসে ল্যাপটপে কাজ করতেছে,
তনু উঠে fresh হয়ে নিলো,শিশিরের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলো,তারপর ওড়না নিয়ে দরজা খুলে বেরিয়ে গেলো,হুহ আর আমু না,
শিশির মাথায় হাত দিয়ে বসে রইলো,তারপর ল্যাপটপ রেখে বের হলো,
তনু-আসমু না আর,আমাকে একবার নিতেও আসলো না হুহ,
তনু হোটেলের সামনে দাঁড়িয়ে আছে,
শিশির তনুর গায়ের থেকে ওড়না নিয়ে তনুর মুখ বেঁধে কোলে তুলে রুমে নিয়ে গেলো,
তনু হাতাহাতি করতেছে,ভালো করে দেখে সিউর হলো এটা শিশির,তারপর শান্ত হলো,চুপ করে তাকিয়ে রইলো,
শিশির-বেশি শয়তানি করতেছো তুমি,
শিশির তনুকে খাটে এনে ঠাস করে ফেললো,তনুর কাছে এগিয়ে গেলো,
তনু -আমাকে ভালো না বাসলে আমাকে টাচ করার অধিকার নেই
শিশির-তুমি কি জোর করে ভালোবাসি শুনতে চাও?
তনু-বললে সত্যিটা বলবেন,
শিশির-সেটাই বলসি
তনু-হুহ,
শিশির-তুমি বসো আমি খাবার আনতেছি
শিশির গিয়ে খাবার আনলো,,তনু আরেকদিকে মুখ করে বসে আছে,
শিশির-নেন খান,আপনারে তো আবার টাচ করা যাবে না,
তনু হাত থেকে খাবার নিয়ে খেয়ে নিলো,
শিশির টান দিয়ে কাছে নিয়ে এলো,
শিশির-দেখো তুমি আমার ওয়াইফ,,আমাদের বিয়ের দেড় মাস হয়ে গেসে,আর তুমি আমাকে এখন টাচ করতে মানা করতেছো?
তনু-??
শিশির তনুর পেটে হাত রাখলো,
তনু-এ্যাই dnt touch me??
শিশির-কে টাচ করসে আমি করি নাই,ও হ্যাঁ মেবি আমার হাত করসে,
তনু-শয়তান,
মা ফোন দিলো,হ্যালো মা
মা-বাবা চলে আয়, সব ঠিক হয়ে যাবে
শিশির -তোমার বড় ছেলে চলে গেলে আসবো
মা-এমন করিস কেন?
শিশির ফোন কেটে দিলো
তনু-চলেন যাই বাসার দিকে,কত বছর পর উনি এসেছেন
শিশির-যাবো না
তনু-ঘাউড়া?
শিশির-কি বললা?
তনু-ককককই?
শিশির তনুকে চেপে ধরে শুইয়ে দিলো,
তনু -কিছু বলি নাই তো সত্যি
শিশির তনুর ঠোঁট টেনে ধরে কাঁমড়ে দিলো,
তনু-আম্মুউউউ আমার ঠোঁট ছিঁড়ে ফেললো গো
শিশির-চুপ,
তনু-ভাইয়ের উপরের রাগ আমার উপর দিয়ে ঝাড়েন কেন?
শিশির-তো কার উপর ঝাড়বো,,শিশির তনুর হাত নিয়ে চুমু দিলো হাতে,
শিশিরের কল আসল,শিশির ফোন নিয়ে অফ করে দিয়ে রেখে দিলো,তনুর কাছে এগিয়ে গেলো,??
দুপুরে তনু শিশিরকে ঝাঁপটে ধরে হা করে ঘুমাচ্ছে,শিশির কোনো রকম পাশে ল্যাপটপ রেখে কাজ করতেছে,,
তনু শিশিরের নড়াচড়াতে জেগে গেলো,
তনু-উফ মাথা ধরসে,
শিশির-fresh হয়ে নাও,আমি চা আনতেছি
তনু-ওকে,
শিশির চা এনে দিলো,,তনু তাকিয়ে আছে শিশিরের দিকে,
শিশির-লাভ নেই ওমন করে তাকিয়ে থেকে
তনু-আপনি এত নিষ্ঠুর কেন
শিশির-তুমি এত শয়তান যে তাই
তনু-আমার দোষে বলতেছেন না যে আমাকে ভালোবাসেন?
শিশির-তোমাকে ভালোবাসি না,,
তনু রাগ করে উঠে বারান্দায় চলে গেলো,এ্যা এ্যা আম্মুউউউউ??
শিশির-Doctor তোমাকে বেড reste থাকতে বলসে
তনু-যান তো,এ্যা এ্যা????
শিশির নেমে এসে তনুকে কোলে তুলে রুমে নিয়ে এলো,খাটে নামিয়ে দিয়ে কপালে চুমু দিলো,
শিশির-মন তো দিয়েই দিসি,,মন ও নিয়ে নিসি,তাহলে কিসে করে দিসি সেটা জানতে এত ইচ্ছুক কেন??
তনু হা করে তাকিয়ে আছে,শিশির মুচকি হেসে ল্যাপটপ নিয়ে বারান্দায় চলে গেলো,
তনু-কি বললো এটা?মাথার উপর দিয়া গেলো,
তনু গিয়ে শিশিরের গলায় হাত দিয়ে বসলো, শিশিরের পিছনে,শিশিরের পিঠে মাথা রাখলো,
শিশিরের পেট জড়িয়ে ধরে ঘুমাচ্ছে,
শিশির নিজের কাজ সেরে পিছন থেকে তনুকে নিয়ে নিজের কোলে বসালো
তনু-দিলেন তো ঘুমটা ভাঙিয়ে
শিশির-এত ঘুম কিসরে,
মা ফোন দিলো তনুর ফোনে
তনু-হ্যাঁ মা,
আপনার ছেলে মানে না কি করবো
মা-তুই মানাস না,এত দিন পর পরিবার টা সম্পুর্ন হয়সে,মানা ওরে
তনু শিশিরের হাত ধরে বসলো,আসেন বাসায় ফিরে যাই
শিশির-না
তনু-pls
শিশির-না,
শিশির উঠে খাটে চলে গেলো,টিভি অন করলো,তনু গিয়ে শিশিরের উপর উঠে বসলো
শিশিরের হাঁটুতে গোল হয়ে বসে শিশিরের দিকে তাকিয়ে আছে
শিশির টিভি দেখতেছে,
তনু-আপনার কি ব্যাথা লাগে না?৫০কেজি ওজনের মেয়ে আপনার উপর উঠে বসে আছে
শিশির-তোমার চাইতেও ভারী লোহা নিয়ে আমি ডেইলি practice করি
তনু-আচ্ছা চলেন বাসায় যাই,
শিশির-না,
তনু জোর করে চাপ দিতেছে শিশিরের পায়ে
শিশির-আহা ভালো লাগতেছে,দিতে থাকো
তনু-কচু????
তনু উঠে শিশিরের পাশে বসলো,শিশিরের shirt এর ভিতরে হাত ঢুকিয়ে দিলো???,কি মজা লাগে সোনা??চলো বাসায় যাই,
শিশির তনুর দিকে তাকালো,শয়তানি হাসি দিয়ে তনুর জামার ভিতরে হাত দিতে যাবে তনু চিল্লাই উঠে দাঁড়িয়ে গেসে
শয়তান,নাইজেরিয়া উগান্ডা
চলবে♥
(আমার আম্মু অনেক অসুস্থ,বাসায় কেউ নেই,আব্বু বাইরে থাকে,সব দিক সামলিয়ে গল্প দিতে লেট হয়,সরি)

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে