#Dark_Mystery ( কালো রহস্য )
#part-1
#Sabrina_summa
কবরস্থানে একটা করবকে সম্মান জানাচ্ছে মাহফুজ চৌধুরী ও তার পরিবার।
আজ ৫ ই আগস্ট। প্রতিবছর এই দিনে সম্মানিত অনেক ব্যক্তি এসে সম্মান জানায় তবে গত দুই বছর ধরে তেমন কেউ আসে না। শুধু আসে মন্ত্রী ও তার পরিবার।
সকলেই খুব ভক্তির সাথে সম্মান জানাচ্ছে। হঠাৎই বৃষ্টি নামলো। তারপরও সবাই নিজের অবস্থানে দাঁড়িয়ে রইলো।
এমন অবস্থা দেখে একটি মেয়ে পিছে ঘুরলো। সাথে সাথে কিছু বডিগার্ড ছাতা নিয়ে এলো।
কালো হুডিসহ মাস্ক পড়া সেই মেয়েটি দুটি ছাতা হাতে নিলো।একটি মন্ত্রীর মাথার ওপর ধরলো এবং অপরটি ছাতাটি ইশারা করে মাহির চৌধুরী অর্থাৎ মন্ত্রীর একমাত্র ছেলেকে ধরতে বললো।মাহির ছাতাটা নিয়ে তার ও তার মায়ের মাথায় উপর ধরলো।এরই মাঝে সম্মান জানানো শেষ হলো। কিছু লোক গাড়ি থেকে ফুল আনতে গেল। তাড়াতাড়ির জন্য ফুল গাড়িতে রেখে চলে এসেছিল।
মাহফুজ চৌধুরী ছাতাটি নিয়ে নিজের ও তার স্ত্রীর মাথায় ধরলো। মাহির একাই ছাতা নিয়ে দাঁড়ালো।
মেয়েটির অ্যাসিস্ট্যান্ট দৌঁড়ে এসে তার ওপর ছাতা ধরলো।কিন্তু মেয়েটি বাকিদের উপর ছাতা ধরতে বললো।
মূলত আজ বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনাই ছিল না তাই ছাতার সংকট।
মাহফুজ চৌধুরী আস্তে ছেলেকে ডাক দিলেন, “তাশরিফ” ( মাহিরের ডাকনাম)
মাহির: জ্বী বাবা ।
মাহফুজ চৌধুরী আস্তে করে বললেন,” তুমি একাই দাঁড়িয়ে আছো। ছাতাটা মিস সিক্রেট এর মাথার উপর ধরো।”
মাহিরও আস্তে বললো যাতে সাংবাদিকরা না শুনে, ” বাবা আমি যদি ছাতাটা ওর মাথায় ধরি তবে সাংবাদিকরা এটাকে তালকে তিল বানাবে। ”
মাহফুজ চৌধুরী : তুমি ছাতা না ধরলেও বানাবে।
মিস সিক্রেট মন খারাপ করে বললো,”বাদ দেন তো আঙ্কেল। ”
কথা না বাড়িয়ে মাহফুজ চৌধুরী কবরে ফুল দিয়ে এলেন। কবরটি একটি মেয়ের কবর।
মেয়েটির নাম তৃষিতা খান সুমি।
মাহফুজ চৌধুরী সকলকে তাড়া দিয়ে বললেন,” সবাই তাড়াতাড়ি গাড়িতে ওঠো। বৃষ্টির বেগ বাড়ছে।”
সবাই চলে যাচ্ছে শুধু দাঁড়িয়ে আছে কালো হুডি পড়া মেয়েটি অর্থাৎ মিস সিক্রেট ও তার এসিস্ট্যান্ট।
মাহফুজ চৌধুরী : কি হলো! তুমি দাঁড়িয়ে রইলে কেন? তাড়াতাড়ি আসো। এমনিতেই কাক ভেজা হয়ে গেছো।
মিস সিক্রেট :আঙ্কেল আপনি যান। আমি একটু পর যাবো।
মাহফুজ চৌধুরী : আচ্ছা তবে তাড়াতাড়ি এসো।
মিস সিক্রেট মাথা নাড়িয়ে হ্যাঁ বলতেই সবাই রওনা দিলো।
মিস সিক্রেট নিচে বসে পড়লো। ইরফান মিস সিক্রেটের গাড়ি থেকে ছাতা আনতে গেলো।
মিস সিক্রেট কান্না করতে করতে বললো,” কি দোষ ছিল আমার! শুধু বন্ধুত্ব করতে চেয়েছিলাম তার প্রতিদানে এত অপমান !
আপু, আপু। দেখো। আজও ১০ বছর আগের সেই দিনের মতো বৃষ্টি হচ্ছে। খুব মিস করি আপু।কেন চলে গেলে এভাবে! “( আকাশের দিকে তাকিয়ে)
ইরফান এসে ছাতা ধরলো।
চলবে…