না চেয়েও তোমায় পেলাম পর্ব-১১

0
1831

#না_চেয়েও_তোমায়_পেলাম🖤
#Ritu_Jahan
#part_11

🌼🌼🌼🌼🌼

সবাই সামনে তাকিয়ে অবাক হয়েগেছ,,

ঋতু গিটার বাজাচ্ছে,,,
সবাই খুব অবাক হয়ে তাকিয়ে আছে,,,

ঋতু চোখ বন্ধ করে গাওয়া শুরু করলো,,,,
🎸🎸🎸🎸
🎵🎵🎵🎵

Dil ka dariya… 🎼
Beh hi gaya…🎼
Ishq ibbadat… 🎼
Bann hi gaya…🎼

আদি এতোক্ষণ বাইরে দাড়িয়ে ছিল,, হঠাৎ চেনা কন্ঠ কানে গেল আদির,,আদি দৌড়ে এসে দেখলো ঋতু গান গাচ্ছে,,, আদি অবাক হয়ে শুনছে,,
🎵🎵🎵🎵🎵

Khudko muje… 🎼
Tu saunp de…🎼
Meri Zarrurat…. 🎼
Tu bann gaya….🎼

Baat dil ki….🎼
Nazron ne ki…🎼
Sach keh raha….🎼
Teri kasam….🎼

Tere binn ab na…🎼
Lenge ik bhi dum…🎼
Tuje kitna…..🎼
Chahne lage hum…..🎼

Tere sath ho….🎼
Jayege khatam…🎼
Tuje kitna….. 🎼
chahne lage hum…… 🎼

🎸🎸🎸🎸🎸🎸
ঋতু চোখ বন্ধ করে আরিয়ানের সাথে প্রতিটি মুহূর্ত মনে করে গান গাচ্ছে। এই গানের সাথে তার কষ্টটা কমছে মনে হচ্ছে,, আদি বুজতেছে ঋতুর খুব কষ্ট হচ্ছে কিন্তু কি করবে সে ভুল মানুষকে ভালোবেসেছে,,,
ঋতু,,,

iss jagah aa gayi…🎼
Chahatein ab meri….. 🎼
Chhen loonga tumne…🎼
Saari duniy se hi…🎼

Tere ishq pe haan haq….🎼
Mera ho toh hai…🎼
Keh diye hai ye maine…… 🎼
Mere raab se bhi….🎼

jis raaste tu… 🎼
Na mile… 🎼
Uspe na ho…🎼
Mere kaddam….🎼

Tere binn ab na…🎼.
Lenge ik be dum……. 🎼
Tuje kitna….🎼
Chahne lage hum…..🎼

Tere sath ho..🎼..
Jayenge kasam…… 🎼
Tuje kina…..🎼
Chanhne lae hum….🎼

O,,,o,,,

গান শেষ করে চোখের কোণের পানি মুছে নিলো,,,

সবাই হাততালি দিলো,,বর্ষাতো রাগে ফুঁসছে,,,
ঋতু বর্ষার সামনে গিয়ে বলল

আমিঃ সবাইকে আমি কেমন, আমি কি পারি না পারি এগুলো বলা লাগে না আমি কাজ করে দেখাতে ভালোবাসি,,,,।আর কি যেন বললে আমি আদির যোগ্য না,,,আমি কারো যোগ্য হওয়ার জন্য জন্ম হইনি আমি নিজের জন্য নিজের যোগ্যতা অর্জন করি,,কাউকে দেখানোর জন্য না।আর একটা কি যেন বললে আমি গ্রামের মেয়ে তাই ফ্যাশন জানি না,শুধু মেকাপ করলে তাকে ফ্যাশন বলে না ,,,আমাদের বাসায় এসো ফ্যাশন কাকে বলে দেখিয়ে দিবো।সো সামনে থেকে আমাকে কিছু বলার আগে হাজার বার চিন্তা করবে,,,,,( আঙ্গুল তুলে)

সবাই অবাক হয়ে শুনছে,,,আরিশা আর হাসিব তো মনেমনে খুশী হয়েছে।আদি আগামাথা কিছু বুজতেছে না কারণ ও তখন ছিলো না

ঋতু কথা গুলো বলে ভাব নিয়ে আরিশা সহ অন্য পাশে চলে গেল।সবাই আবার যার যার মতো কথা বলছে,,,হাসিব আদিকে কিছুক্ষণ আগের কথা বললো,,আদিতো রেগে ফায়ার,,, আদি বর্ষা কাছে গিয়ে,,,,

আদিঃ তোর সাহস কি করে হলো ঋতুকে অপমান করার।তোর এই রুপ তো আমি আগে থেকে জানি আজ ঋতুকে ও দেখাই দিলি তুই আর ঋতুর মধ্যে কতো তফাত,,, নেহাত মামার জন্য তোকে অফিসে রেখেছি কিন্তু আজ যেটা করলি সেটার জন্য তোর ক্ষমা নেই,তুই আর অফিসে যাবি না,,,

বলে আদি চলে গেল।বর্ষা রাগে আর এক মুহূর্ত দাড়ালো না বাড়ি চলে গেলো,,,

এদিকে আরিশা আর ঋতু অনেক গল্প করছে।ঋতু জানলো আরিশার নাকি ২ বছর আগে থেকে বিয়ে ঠিক হয়ে আছে সামনের মাসপ বিয়ে।এভাবে দুজন কথা বলছে,হাসছে,,,,আর আদি দূর থেকে ঋতুর হাসি ভরা মুখ দেখছে,,,

সবাই এক সাথে ডিনার করে বিদায় নিচ্ছে। আরিশা ঋতুকে সবার থেকে আলাদায় এনে বলল,,,,

আরিশাঃ তোমাকে কিছু কথা বলবো কিছু মনে করবে না তো।।

আমিঃ কি মনে করবো আবার,আপনি বলেন,,,

আরিশাঃ আদি তোমাকে অনেক ভালোবাসে, এখন থেকে না আরো দুইবছর আগে থেকে,,,কতোটা ভালোবাসে বলে বুজাতে পারবো না,,, আদির একটা ডায়েরি আছে ওটা পড়লে বুজবে,,। আরেকটা কথা আরিয়ানকে পারলে ভুলে যেও,,ও ভালো ছেলে না।ও একটা,,,,

আর বলতে পারলো না আদি চলে আসলো,,
আদিঃ তোমাদের কথা এখনো শেষ হয়নি।লেট হয়ে যাচ্ছে চলো,,,।

আরিশাঃ ওকে চল,,,
আমার তো পা চলছে ও না আরিশা এটা কি বলল,,আরিয়ান ভালো ছেলে না! না আরিয়ান খারাপ হতেই পারে না। ও আমাকে খুব ভালোবাসে।

বাইরে গিয়ে আরিশা তার গাড়ি করে চলে গেল,,আমারও যাওয়ার জন্য গাড়ীতে উঠলাম,,,

আমার মাথায় আদির কথাও আসলো ও আমাকে ভালোবাসে তাও দু’বছর ধরে,,,,আদির থেকেও আরিয়ানে কথা আমার বেশি খটকা লাগছে।কি হচ্ছে আমার সাথে,,,, ( অন্যমনষ্ক হয়ে কথা গুলো ভাবছি)

আদিঃ ঋতু এনি প্রবলেম অনেকক্ষণ থেকে দেখছি তুমি অন্যমনষ্ক হয়ে আছো,,বর্ষার কথায় খারাপ লাগেছ? আসলে ও এমনই সবাইকে অপমান করার জন্য অলওয়েজ প্রস্তুত থাকে।

আমিঃ না ওর কথায় কি মনে করবো।যার যে অভ্যাস সে তো তেমনি করবে।এটা আপনার মামীর দোষ,আপনার মামী এ সঠিক শিক্ষা দিতে পারে নাই।

আদিঃ হুম আমার মামীও এই টাইপের কিন্তু আমার মামা অনেক ভালো,ভালো পেয়েই ওনার মাথার উপর ওঠে গেছে,,, আচ্ছা একটা কথা বলবো?

আমিঃ হুম বলেন?

আদিঃ তুমি অনেক ভালো গান গাও,বাট এতো ভালো কেমনে পারো,,

আমিঃ আমার গান ভালো লাগে আমার যখন মন খারাপ থাকে নিজে নিজে গান গাই। আর গিটার বাজানো শিখেছে ইউটিউব থেকে।

আদিঃ ও আচ্ছা।

আমিঃ আপনিও ভালো গান পারেন।

আদিঃ thanks.

আবার আমাদের মাঝে নিরবতা বিরাজ করছে,,,,,

বাড়ি এসে আমার রুমে শুয়ে আছি,ভাবছি আরিশা আপু আরিয়ানের কথা কেন বললো,,,হঠাৎ মনে আসলো আরিয়ানের কথা শুধু আরিশা আপু না আদি আর রিয়াও বলেছে।কিন্তু আমি তেমন পাত্তা দিইনি।আরিয়ানের ব্যাপারে আদি আর রিয়া কি এমন জানে যে ওর নামে খারাপ বলছে।আসলে কি আমার থেকে কিছু লুকিয়ে আছে? তাহলে সেটা কি।না আমাকে আরিয়ানের ব্যপারে সবার এরকম ভাবার কারণ জানতেই হবে।

কি করবো,, কিরবো,ভাবছি।।আমাকে সব জানতে হলে রিয়ার সাথে সামনাসামনি কথা বলতে হবে।রিয়াকে কল দিলাম,,

রিয়াঃ কিরে জানু বর পেয়েতো আমাকে ভুলে গেছিস,,

ঋতুঃ কাল কলেজ যাবো,,,।তোর সাথে কথা আছে

রিয়াঃ কি কথা। কিছু হয়েছে? ( চিন্তা সুরে)

ঋতুঃ না।এমনি তোর সাথে কথা আছে।কলেজের পাশে কফিশপে দেখা করবো।

রিয়াঃ ওকে।

কল কেটে ভাবছি,,কাল সব ক্লিয়ার হবে,,আমার আরিয়ান খারাপ হতে পারে না,,,আমি সবার ভুল ভেঙ্গে দিবো,,বলে ঘুমিয়ে পড়লাম,,,

সকালে নাস্তা বানিয়ে ওয়েট করছি আদির জন্য। তখনি আদি ফ্রেশ বের হলো,,

ঋতুঃ আজকে আমি কলেজে যাবো টিসি আনতে।

আদিঃ আজকে কেন আরো কয়েকদিন পরে যেও?

ঋতুঃ না আমি আজকে যেতে হবে,,আর রিয়াকে বলা হয়ে গেছে ও আমার জন্য ওয়েট করবে।

আদিঃ ওকে।আমি যাব তোমার সাথে?

আমিঃ ( এইরে ওকে যেতে দেওয়া যাবে না)না না আপনাকে যেতে হবে না।আমি যেতে পারবো আর রিয়া তো থাকবেই।

আদিঃ ( আমারও অফিসে অনেক কাজ তাই আর জোর করলাম না) ওকে তবে আমি ড্রাইভারকে বলে দিচ্ছি ও তোমাকে দিয়ে আসবে,,,।

আদি যাওয়ার পরে আমিও বেরিয়ে গেলাম,,,অনেক টেনশন হচ্ছে,,, কি হবে আজকে,,

কফিশপে আমি আর রিয়া সামনাসামনি বসে আছি,,,,

চলবে,,,,

( কাল ধামাকা হবে😋।ভুল হলে ক্ষমার চোখে দেখবেন🙏)

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে