না চেয়েও তোমায় পেলাম পর্ব-০৩

0
2164

#না_চেয়েও_তোমায়_পেলাম🖤
#Ritu_Jahan
#part_3

আদির মোবাইল ধরতে,,,

আদিঃ কেমন আছো?
ওনার কথা শুনতেই গা জ্বলে উঠলো,,,,

আমিঃ যেমন থাকার কথা।।
আদিঃ হুম।তুৃমি কি রাগ আমার উপর বিয়ে ভেঙে দিই নাই যে ?

আমিঃ রাগ হওয়ায় কিছু যায় আসে না।যা বলার আমি ওইদিনই বলে দিয়েছি।

আদিঃ হুম তা ঠিক।বাট ওইদিন আমি অনেক ভাবছি যদি বিয়েটা ভেঙে দিই আমার ফ্যামেলি অনেক কষ্ট পাবে।ওনারা অনেক আশা নিয়ে তোমাদের সাথে আত্মীয়তা টা আরো গভীর করতে চাচ্ছে। আমি তাদের আশাটা শেষ করতে চাই না।তাছাড়া আমি বিয়ে ভাঙ্গলেও তুমি তো আর তোমার চাওয়া মানুষকে পাবে না।তাই ভেবেচিন্তে আর বিয়েটা ভাঙি নাই।

আমিঃ হুম ওটা আরকি।

আদিঃ তুমি কি কান্না করছো,গলাটা এমন লাগছে কেন?

আমিঃ কেন কান্না করবো।আমারতো কান্না করার কথা না।আর কিছু বলবেন আমার কাজ আছে?

আদিঃ না কিছু বলার নেই।বায় টেক কেয়ার।

আমিঃ হুম

মোবাইলটা কেটে দিয়ে শুয়ে পরলাম। সারাদিন কান্না করতে করতে মাথা ব্যাথা করছে।শুয়া মাত্র ঘুমে তলিয়ে গেলাম।

এদিকে আদি মনে মনে বলছে,,,,,
(যা কান্না করার করে নাও বিয়ের পর আর কান্না করার সুযোগ দিবো না,,প্রমিজ,,,, আমার স্বপ্নের প্রেয়সী)

(আরিয়ান আমার কাছে এসে বলতেছে ঋতু তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না,,, তাই তুমি অন্য কেউর হওয়ার আগে আমি চলে যাচ্ছি অনেক দূরে,, এটা বলে আরিয়ান পিছিয়ে যাচ্ছে হঠাৎ একটা গাড়ি এসে ওকে ধাক্কা মারে,,রাস্তা পড়ে রয়েছে ওর নিথর দেহ,,আমি আরিয়ান বলে একটা চিৎকার দিলাম।)

আমার ঘুম ভেঙে গেল,,,,আমি এতোক্ষণ স্বপ্ন দেখছি।আমার পুরা শরীর ঘেমে গেছে।কি স্বপ্ন দেখলাম এটা।না এমন কিছুই হবে,,,বলে নিজেকে সান্ত্বনা দিচ্ছি। কিন্তু মনটা চটপট কেরেই যাচ্ছে,,,চোখে ঘুম নেই।সেদিনে কথা মনে ওঠলো

যেদিন আরিয়ান আমাকে প্রপোজ করেছে। ওর আর আমার মধ্যে খুব ভালো বন্ধুত্ব ছিল।ও যতোটা সহজসরল ভাবছি তার একটু ও না।অনেক সুন্দর করে কথা বলে আর সারদিন ফ্রেন্ডদের সাথে ঘুরাঘুরি নিয়ে থাকে।কিন্তু আমি ওর জন্য একটা আলাদা ফিলিংস কাজ করে,ওর ও কও করে।তখন ওর মেসেজ আসে, প্রাইভেট ছুটির সময় দাড়াতে বলছে। কাল আমাদের প্রাইভেটে লাস্ট দিন।কানণএক সাপ্তাহ পর এইচএসসি পরীক্ষা। তাই কাল বিদায়।কিন্ত আরিয়ান কেন দাঁড়াতে বলল,,,,,

পরেরদিন প্রাইভেটে গিয়ে সবার থেকে বিদায় নিয়ে ছুটির পর দাড়ালাম,,, কিছুক্ষণ পর আরিয়ান আমার সামনে এসে বললো,,

আরিয়ানঃ আজ তোকে কিছু কথা বলবো আগে প্রমিজ কর আমার কথার জন্য ফ্রেন্ডশিপ নষ্ট করবি না।

আমিঃ আরে পাগল ফ্রেন্ডশিপ কেন শেষ করবো তুই বল তো।

আরিয়ানঃ তোর সাথে ফ্রেন্ডশিপ করার পর থেকে আমার তোর জন্য এক আলাদা অনুভূতি হয়।তোর সাথে একদিন কথা না হলে আমার খুব কষ্ট হয়,তুই ক্লসে কোন ছেলের সাথে কথা বললে খুব রাগ হোক সেটা পড়ার ব্যাপারে বলিস।তোকে একদিন না দেখলে পুরা দিনটাই খারাপ হয়ে যায়।তোকে ছাড়া আমার চলেই না এন্ড আমি রিয়েলাইজ করছি তোকে আমি ভালোবেসে পেলেছি। প্লিজ আমাকে ছেড়ে যাস না।

আরিয়ান হাঁটু গেড়ে বসে পিছন থেকে গোলাপ ফুল বের করে বলে,,,,

I Love You Ritu….

আমার চোখে পানি চলে আসলো।যাকে এতোদিন চেয়েছি তাকে আজ পেলাম।আরিয়ানের জন্য আমার যে ফিলিংস ওর ও আমার জন্য একই ফিলিংস।।।আরিয়ান আমার থেকে কি শুনবে ওই ভয়ে নিচের দিকে তাকিয়ে আছে। আমি ওর হাত থেকে ফুল নিয়ে,,
I love you too ariyan🥰🥰

আরিয়ান আমার কথা শুনে আমার দিকে তাকিয়ে একটা হাসি দিলো।

তারপর থেকে খুনসুটি নিয়ে আমাদের ভালোবাসা আগালো,

এগুলো ভাবতে ভাবতে রাত পার করে দিলাম,,,কিন্তু মনের ভিতর একটা ভয় রয়ে গেল,সকাল হতে রিয়াকে ( আমার বেষ্ট ফ্রেন্ড) কল দিলাম।

রিয়াঃ কি রে জানু কেমন আছিস । আমাকে তো ভুলেই গেলি।

আমিঃ কেমন আছিস তো জানারই কথা।আর সময় পাই নাই কল দেওয়ার।কাল আরিয়ানের সাথে দেখা হয়েছে। ( ওকে সব বললাম আরিয়ানের সাথে ঘটে যাওয়া সব)

রিয়াঃ ওও।কি করবি ভাগ্যে যেটা ছিল ওটাতো খন্ডাতে পারবি না।

আমিঃ আমার না আরিয়ানের জন্য খুব ভয় করছে ও যদি কিছু করে বসে আর রাতে ওকে নিয়ে খারাপ স্বপ্ন ও দেখেছি আমার না খুব ভয় লাগছে।

রিয়াঃআরিয়ানকে নিয়ে তুই বেশি ভাবতেছিস তাই বাজে স্বপ্ন দেখছিস।তেমন কিছুই করার মতো ছেলে বলে মনে হয়না। এতো টেনশন করিস না।আচ্ছা আব্বু কল দিয়েছে তোকে পরে কল দিচ্ছি,,

আমিঃ ওকে,,বায়।

কল কেটে ভাবলাম,

রিয়া আমার ছোটবেলার সঙ্গী। রিয়া সব সময় সব সিচুয়েশনে আমার সাথে থাকে,কোন সমস্যা পড়লে আমাকে নিজের সব দিয়ে হেল্প করে।কিন্তু আরিয়ানের ব্যাপারে কিছু বললে ও এড়িয়ে যায়,,আমার মনে হয় ও আমাকে কিছু বলতে চায় কেন যেন বলতে পারছে না। কিন্তু আমি তেমন বিষয়টা পাত্তা দিইনি।এখন আমার সব থেকে খারাপ অবস্থা যাচ্ছে অন্যসময় হলে আমাকে সমাধান দিতো কিন্তু এখন আরিয়ানের কথা বলতেই আমাকে এড়িয়ে যাচ্ছে। কি হচ্ছে আমার সাথে।নাকি আমি যেমন ভাবছি তেমন কিছুই না।ভাবতে পারছি না কিছু ওফ,,,,,

সময় কারো জন্য থেমে থাকে না।সময় চলছে আপন গতিতে,,,,যতো সময় ঘনিয়ে আসছে ততো আমার ভিতরটা শেষ হয়ে যাচ্ছে,,,,,,,

#চলবে,,,,,,

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে