তোমার নেশায় আসক্ত ২ পর্ব-২৬

0
1663

#তোমার_নেশায়_আসক্ত
#সিজন:2
#পর্ব:26
#Suraiya_Aayat

অনেকখন ধরে আরিশের ফোনটা বেজেই চলেছে, তবুও আরিশ ফোনটা তুলছে না কারন সে তো হূইক্সির বোতলটা শেষ করতেই বেশি ব্যাস্ত ৷ পাশে ওর শরীরের সাথে ঘেষ লাগিয়ে থাকা মেয়েটা মাতাল কন্ঠে বলে উঠলো,,,,,
__” বেবি তো ফোনটা কখন থেকেই বেজে চলেছে, তুমি কি তুলবেনা ?”

আরিশ হো হো করে হেসে উঠে বলল,,,,
__” করেছে হয়তো আবার ন্যাকা কান্না করার জন্য,বাকওয়াস বকবে আর ফালতু ভালোবাসার কথা বলবে, ইমোশোনাল ব্ল্যাকমেইল করার চেষ্টা করবে , কিন্ত নাহ, নাহ ! আমি তাতে একদম গলছি না, শুনতে শুনতে বোর হয়ে গেছি ৷”

__” তোমার সো কল্ড বউ ৷” বলে মেয়েটা উচ্চস্বরে হাসতে লাগলো ৷”

কথাগুলো বলতে বলতেই কলটা কেটে গেল ৷

ওপর পাশে আরূ চোখের কোনে জমে থাকা জলটা মুছে আবার কল করলো ৷

__” দূর এতো বড্ড জালাচ্ছে , না পাই বাড়িতে শান্তি আর না পাই বাইরে শান্তি ৷ বেবি আমি এখন আসছি কেমন,,,,,কালকে রাতে অনেক এনজয় করবো, আর আমার ওই সো কল্ড ওয়ালা বউটাকে ওর নিজের বাসায় দিয়ে আসবো বুঝলে,,,,ওর জন্য লাইফটা এনজয় ই করতে পারিবনা খালি বিরক্ত করে ৷”

মেয়েটা আরিশের গালে কিস করে বলল,,,,
__” বাই বেবি ,সি ইউ সুন ৷”

হাতে আর একটা নতুন হুইক্সির বোতল নিয়ে টলতে টলতে আরিশ বার থেকে বেরোচ্ছে আর কিনচিত গোঙানি শব্দতে গাইছে,,,,,

__” কারো এক দিন হবো ,কারো এক রাত হবো,
এর বেশি কারো রূচি হবে না,
আমার এই বাজে স্বভাব কোনদিন যাবে না ৷”

কাপাকাপা হাতে গাড়ির দরজাটা খুলতেই পাশ থেকে একজন বয়স্ক ভদ্রলোক বলে উঠলেন,,,,
__”এসব,ছাইপাশ না খেলেই নই ?

আরীশ ফিকে হেসে বলল,,,,
__” এটাই যে আসক্তি, এটাই যে আমার নেশা, আগে ছিলাম আমার সানসাইনের প্রতি আসক্ত আর এখন হাতে এই বোতলটা দেখছেন তো এটাই তো আমার নেশা ৷ ”

কথাটা,বলে গাড়িতে উঠতে গেলেই লোকটি পুনরায় বলে উঠলো,,,,

__” নিজের বউটার মুখটা কি একবারো ভেসে ওঠেনা যখন এসব বাজে নেশায় নিজেকে আসক্ত করো ৷”

আরিশ এবার হো হো করে হেসে উঠলো তা দেখে লোকটি বলে উঠলেন,,,,

__” হাসছো যে !”

__” প্রিয় মানুষের ভালোবাসা না পাওয়া দুঃখ টা কি কখনো আপনাকে কুরে কুরে খেয়েছে ?”

উনি খানিকটা ভড়কে গেলেন আরিশের কথা শুনে,,,,
__” মানে ঠিক বুঝলাম না !”

__” আমার বউ আমাকে ভালোবাসে না, না জানি কি অন্যায় আর অপরাধ করে ফেলেছিলাম তার ফল এখনো ভোগ করছি ৷ তাই আমাকে ভালোবাসে না, আর না সে আমাকে চাই ৷ কখনো ভালোবেসে কাছেও টেনে নেইনি, আমি চেয়েও পারি না কারন তার মনে হতেও পারে যে আমি তার ওপর জোর খাটাচ্ছি ৷ তাই আমিও তাকে জোর করতে চাইনা আর সেও আমাকে কখনো কাছে টেনে নেই না ৷ বুঝেছেন আঘাতটা ঠিক কোথায় লাগে ! ”

কথাটা শুনেই উনি মাথটা নীচু করে নিলেন ৷
গাড়িতে উঠে দরজাটা টেনে দিল আরিশ, চোখের কোনে জমে থাকা জলটা চিকচিক করছে,,,,,

__” সবার জীবনের গল্পটা এক হয় না আঙকেল, তেমনি আমারটাও খানিকটা অপ্রিয় গল্প ৷”

কথার শেষে গাড়িটা চালিয়ে আরিশ চলে গেল,,,,
গাড়ি চালাচ্ছে আর হুইক্সির বোতলটাতে এক,সিপ নিচ্ছে,,,,,চোখের কোনে জমে থাকা জলটা ক্রমশ গাঢ়ো হয়ে আসছে,,,,,

কান্নামাখা কন্ঠে আরিশ বলে উঠলো,,,,,
__” আজ আমার জীবনের গল্পটাও অন্যরকম হতো যদি আমার আরুপাখি আমাকে ভালোবাসতো, তবে সব চাওয়া তো আর পূরন হয় না, কিছুটা হলেও অপূর্ন থেকে যাই ৷”

কথাটা শেষ করতেই গাড়ি ডিসব্যালেনস হয়ে ধাক্কা মারলো সামনের গাছটাই,,,,,

__” ভালো থেকো আরূপাখি ৷”

আরূ জোরে চেচিয়ে উঠে বললো,,,,,,
__”নাহ ,এটা হতে পারে না, উনি শুধু আমার, শুধু আমার, আমি ওনাকে অনেক ভালোবাসি, অনেক অনেক,নিজের থেকেও বেশি, উনার কিছ্ছু হতে পারে না, কিছু না ৷”

কথাটা বলে সামনের দিকে তকিয়ে দেখল সারাটা রূম পুরো ফাকা, কোথাও আরিশ নেই ৷ আরিশকে আরু দেখতে না পেয়ে আরূ কাদতে কাদতে বেলকনিতে দেখতে গেলো যে আরিশ আছে কি না,,, চোখ দিয়ে অঝোর ধারায় নোনাজল গুলো গড়িয়ে পড়ছে,,,,সত্তিই কি আজ ও নিজের সামান্য অভিমানটাকে বজায় রাখতে গিয়ে মানুষটাকে হারিয়ে ফেলেছে?

আরিশকে বেলকনিতে খুজে না পেয়ে আরু দৌড়ে রূম থেকে বেরিয়ে গেলো, সারা করিডোর অন্ধকার কোথাও কিছু দেখতে পাওয়া যাচ্ছে না, এমনকি কোন মানুষের উপস্থিতিও না , পাগলের মতো ছুটছে আরূ আর শুধু মনের মধ্যে একটাই চিন্তা ,তার প্রিয় মানুষটা কোথাই, ও কি তাকে সত্তিই হারিয়ে ফেলেছে ?

হঠাৎ আরিশের বুকের সাথে গিয়ে ধাক্কা খেলো আরূ,
আরিশের উপস্থিতি বুঝতে পেরে শক্ত করে আরিশকে জড়িয়ে ধরে অনবরত কাদতে লাগলো ৷
__” আমি অভিমান করে আপনাকে একটু দূরে সরিয়ে দিয়েছি বলে আপনি রাগ করো আমাকে আপনার জীবন থেকে এতোটা দূরে সরিয়ে দেবেন! এটা আপনি কি করে পারলেন বলুন ! বলুন কি করে পারলেন ৷”

আরিশ খানিকটা ঘাবড়ে গিয়ে বললো,,,,
__” এগুলো তুমি কি বলছো আরূপাখি , আর আমি তোমাকে কোথাই দূরে সরিয়ে দিয়েছি, তুমি তো আমার কাছেই আছো , আমার সাথে মিশে ৷”

আরুশি আরিশের বুক থেকে মাথা তুলে আধোআধো চোখে আরিশের দিকে পিটপিট করে তাকালো, দু হাত দিয়ে আরিশের গালে স্পর্শ করে বলল,,,,,
__” আপনার কিছূ হয়নি তো, আপনি ঠিক আছেন তো?

আরিশ ভ্রূ কুঁচকে বলল,,,,
__” কেন আমার কিছু হলেই বুঝি তুমি খুশি হতে আরূপাখি ৷”

আরু আরিশের মুখটা চেপে ধরে বলল,,,,
__” একদম ফালতু কথা বলবেন না , আপনি কি জানেন যে আমি কতটা ভয় পেয়ে গিয়েছিলাম ৷ আপনি খালি আমাকে কষ্ট দেন ৷”( আরিশের বুকে মাথা রেখে কাদতে লাগলো )

আরিশ মনে মনে,,,,,

আল্লাহ মালুম কি স্বপ্ন দেখেছে যে এমন করছে তবে কি দেখেছে তা জানার আমার কোন ইচ্ছা নেই, প্রিয় মানুষটা অমিমানের মাঝে লুকিয়ে থাকা ভালোবাসাটা বুজেঝে এটাই যথেষ্ট ৷

__” না জানি কি কি আজগুবি স্বপ্ন দেখো আর রাত বিরেতে এমন পাগলামো করো ৷”

আরু আরিশের থেকে সরে এসে চোখের জলটা মুছে বলল,,,,
__”হ্যাঁ এখন তো আমাকে পাগল ই মনে হবে, নতুন একজনকে পাইছেন যে ৷”

__” কি যা তা বলছো এসব, তুমি নাজানি কি স্বপ্ন দেখেছো আর আমাকে এখন রাগ দেখাচ্ছো ৷ আচ্ছা যা দেখেছ তা তোমার দুঃসবপ্ন , চলো এখন ঘুমাবে চলো ৷”
কথাটা বলে আরিশ রূমের দিকে যেতে গেলেই আরূ একহাত দিয়ে আরিশের শার্টটা খামছে ধরে ফুপিয়ে ফুপিয়ে বলতে লাগলো,,,,
__” আপনি আমার ওপরে রাগ করেছেন তাই না?”

আরিশ পিছন ঘুরে বলল,,,,,
__” আমি কি তোমার ওপর কখনো রাগ করতে পারি বলো?আমার ছোট্ট আরূপাখিটাকে যে আমি অনেক ভালোবাসি ৷”

__” তা আমার থেকে দূরে দূরে থাকছেন কেন? আমি কি আপনার ওপর এটুকু অভিমান ও করতে পারবো না যে আপনি তাই বলে এভাবে আমাকে এড়িয়ে চলবেন ৷”

__” বুঝেছি আমার বউটার ও এখন প্রেম প্রেম পাচ্ছে,,,,তাইতো!”(আরুর কানে ফিসফিস করে)

আরূ লজ্জায় আরিশের বুকে মুখ লুকালো ৷
__” এভাবে এতটা লজ্জা না দিলেই কি নই ?”

আরিশ আরুকে আর কিছু বলার সুযোগ না দিয়ে কোলে তুলে নিয়ে আরূকে বলল,,,,,

__” এত প্রেম প্রেম পেলে কি আর এই অস্থিরতা নিয়ে থাকা যাই বলো !”

আরিশ আরূকে কলে নিয়ে ওর বিছানায় বসালো,,,,
আরিশ ওর শার্টের পকেট থেকে আর একটা নূপূর বার করে আরুর পায়ে পরিয়ে দিতে গেলেই আরূ বলে উঠলো,,,,,

__” আপনি এটা কি করছেন! আর আমার পায়ে আপনি হাত দিচ্ছেন কেন? ”

__” ভালোবেসে স্ত্রী স্বামীর পায়ে সালাম করলে সেটা যদি মান্য করা যায় তাহলে একজন স্বামী কেন পারবে না তার স্ত্রীর পায়ে হাত দিতে ?”

আরু মুগ্ধ নয়নে আরিশের দিকে তাকিয়ে আছে, সত্তিই মানুষটা ইউনিক, সকলের থেকে এক্কেবারে আলাদা এক কথায় কাল্পনিক এক চরিত্র ৷”

আরিশ আরূর পায়ে নূপূরটা পরিয়ে দিয়ে বলল,,,,
__” কখনো যেনো পা থেকে খুলতে না দেখি যদি খুলতে দেখেছি তো,,,,”

__” পানিশমেন্ট ৷”(আরিশের মুখ থেকে যেন কথাটা কেড়ে নিয়ে আরূ বলে দিল ৷)

__” অনেক কিছুই বোঝো দেখছি,,, তা বেশ, মাঝেমাঝে কিছু জিনিস একটু সহজে বূঝে ফেলা ভালো তাতে জীবনের অলিখিত অংকগুলো যেনো খানিকটা সোজা হয়ে যাই ৷ সে সব কথা থাক এখন তুমি ঘুমাও অনেক রাত হলো, কাল আবার সকালে ফ্লাইট আছে ৷”

__” আপনার ভালোবাসা নামক পানিশমেন্ট টা কি আমি পাবোনা নাকি আমার পানিশমেন্ট এর জন্য আপনি আমাকে অপেক্ষারতর তালিকায় নাম লিখিয়েছেন কোনটা ?”(আবেগ মিশ্রিত হয়ে)

আরিশ মুচকি হেসে বলল,,,,,
__” কালকে কক্সবাজার যাবো তাই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো আরুপাখি ৷”

আরিশের কথার কোন গুরুত্ব না দিয়ে আরূ আবার বলতে শুরূ করলো,,,,,
__” কি হলো বলুন , পানিশমেন্টটা কি আমি পাবো না?”

আরিশ আরূর কানে ফিসফিস করে বলল,,,,
__” ভালোবেসে কাছে টেনে নিচ্ছো, পরে হাজার আফসোসের মাঝে অভিযোগ এনোনা যেনো !”

আরু আরিশের শার্টের কলার খামছে ধরে বলল,,,,
__” কিছু ভালোবাসা পেতে গেলে যে কিছুটা অভিযোগ করতেই হই !”

__” তাহলে অভিযোগের খাতাতে নিজেদের নাম লেখানো যাক কি বলো ৷”

আরুশি লজ্জায় মুখ লুকালো ৷

ভালোবাসা দিয়েই শুরূ হলো অভিযোগের প্রারম্ভ ৷

#চলবে,,,,,,,,

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে