সুপ্ত অনুভূতি পর্ব-১৭

0
2121

#সুপ্ত_অনুভূতি🍂♥️
#পর্ব_১৭
#Writer_Nusrat_Jahan_Sara

পরের দিন 🍁🍁🍁

নিলাঃশুনলাম তোমরা নাকি মালদ্বীপে হানিমুনে যাবে৷
.
আদিলঃহ্যাঁ যাবো তো৷ নতুন নতুন বিয়ে হয়েছে হানিমুনে তো যেতেই হবে নাকি৷
.
নিলাঃআমিও যাবো৷ অলরেডি আমি টিকিটও কেটে ফেলসি৷
.
সামান্তাঃতুমি কেনো যাবে৷ হানিমুন তো তোমার নয়৷ আমাদের যাওয়ার কথা তুমি বরং পরে তোমার হাসবেন্ড কে নিয়ে যেয়ো৷
.
নিলাঃবেশি বকবক করিসনা৷ তোরা মালদ্বীপে গিয়ে এঞ্জয় করবি আর আমি বিডিতে বসে বসে চিপস খাবো নাকি৷
.
আদিলঃহ্যাঁ সেটাই খেয়ো৷ তবুও তুমি আমাদের সাথে আসবা না৷
.
নিলাঃআরুহি দেখোনা৷ আমি মানছি আমি তোমার সাথে তখন রাগের বশে মিস বিহেভ করে ফেলেছি তার জন্য আ’ম রিয়েলি স্যরি৷ প্লিজ আদিলকে বলো আমাকেও তোমাদের সাথে নিতে৷(ইনোসেন্ট ফেস করে)
.
আরুহিঃসত্যি তো উনাকে নিলে কী এমন হবে নিলা আপু তুমি যাবে আমাদের সাথে৷
.
আদিলঃআরুহি!!!
.
আরুহিঃহ্যাঁ নিলা আপু যাবে৷
.
নিলা কথাটা শুনে খুশি মনে চলে গেলো৷
আদিলঃআরুহি এটা তুই কী করলি৷কেনো ওকে আমাদের সাথে আসতে বললি৷ দেখ ও যদি সেখানে গিয়ে উল্টা পাল্টা কিচ্ছু করে তাহলে সেটার দায়ভার কিন্তু তোকেই ভোগ করতে হবে৷
.
আরুহিঃসেটা মালদ্বীপে গেলেই দেখা যাবে৷
🍁🍁🍁🍁🍁
পরের দিন🏝️🏝️

আমাদের সকালের ফ্লাইট৷ প্লেনে বসে আছি আমরা কাপল আর নিলা৷ জীবনের প্রথম প্লেনে উঠলাম বুক ধুকপুক ধুকপুক করছে৷ আদিলের তেমন ভয় করছেনা উনি অনেকবার প্লেনে উঠেছেন৷ আরেকটু পরেই প্লেন আকাশে উড়াল দিবে৷ সবাই সিট বেল্ট লাগাচ্ছে৷ আদিল নিজেরটা লাগিয়ে আমারটাও লাগিয়ে দিলো৷

প্লেন চলছে তার আপন গতিতে কত সুন্দর জানালা দিয়ে মেঘ দেখা যাচ্ছে৷ গ্লাস না থাকলে সাথে করে এক টুকরো মেঘ নিয়ে যেতাম৷
আদনান ভাইয়া সামান্তাকে জুস খাওয়াচ্ছে৷ যেনো মনে হচ্ছে দুই বছরের বাচ্চাকে খাওয়াচ্ছে হিহি৷
🍁🍁🍁
আমরা মালদ্বীপের যে রিসোর্টে উঠেছি সেটা বীচের কাছেই৷ রিসোর্টটা আসলেই খুব সুন্দর৷ কী সুন্দর চারিদিকে নীল স্বচ্ছ পানি আর পানি৷ আমাদের রুমের সামনে আবার ছোট্ট সুইমিংপুলও আছে৷ রিসোর্টে বাঙালীদের দেখাই যাচ্ছেনা সবাই ফরেইনার আর কী ড্রেস রে ভাভা৷

আদিলঃ পানি দেখা শেষ হয়ে থাকলে এবার ভিতরে চলুন ম্যাডাম৷ কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপর আমরা সবাই বেরুবো সী বিচ দেখার জন্যে৷ এর এখানের চারিপাশ রাত্রে দেখবো৷
🍁🍁🍁
ওয়াও রুমটাতো দেখছি আরও বেশি সুন্দর৷

ফ্রেশ হয়ে বসে রইলাম৷ বেশ কিছুক্ষন পর আদিল খাবার নিয়ে আসলো৷ সব নাম না জানা খাবার৷ চোখেও কোনদিন দেখিনি৷আস্ত আস্ত মাছ ভাজা৷ শামুক আর নুডুলসে্র মতোও কী জেনো আছে৷

আদিলঃএমা এগুলো কী৷
.
এগুলো মালদ্বীপের বিখ্যাত ফিস৷ অর্ধেক কাঁচা করে ভেঁজেছে কিন্তু খেতে সেই৷ অনেক রকমের মশলা দেয় এটাতে যার কারনে এর স্বাদ আরও দ্বিগুন বাড়ে৷একটু খেয়ে দেখ৷
.
আমি এক চামচ মুখে দিয়ে দেখলাম না সত্যিই খাবারটা অনেক টেস্টি৷
আদিলের মুখের দিকে তাকিয়ে একটু মুচকি হাসলাম৷
🍁🍁🍁
সামান্তাঃঔ এসব আমি খাবোনা৷ দূরে সরাও আমার খিদে পেয়েছে আমার জন্য ভাত নিয়ে এসো ভাত৷
.
স্যরি জান এখানে ভাত পাওয়া যায়না৷
.
ওয়াট তাহলে কী এই ফরেইনার গুলো এসব মাছ,শামুক, কেঁচো খায় নাকি৷ ওয়াক
.
দেখ সামু এসব শামুক কেঁচো না এটা খেয়ে দেখ খুব মজা৷
.
মজা মাই ফুট৷ এসব তুমিই খাও আমি খাবোনা আমি ভাত চাই
.
নিলাঃসামু পাগলামো করিস কেনো সত্যিরে খাবারটা আমিও প্রথম খাচ্ছি খুব ইয়াম্মি৷
.
আদনান সামান্তার মুখে টিপে ওর মুখে খাবার ঢুকিয়ে দিলো৷ সামান্তা যতক্ষণ না খাবে ততক্ষণ সে এভাবেই মুখ টিপে ধরে রাখবে৷

সামান্তা খাওয়ার পর আদনান ওর মুখ ছাড়লো৷ সামান্তা আদনানের হাত থেকে প্লেট ছো মেরে নিয়ে গপাগপ খেয়ে যাচ্ছে৷
.
আগে বলবে তো খাবারটা কি যে ইয়াম্মি৷ আল্লাহ মন চাইতেছে মালদ্বীপের সব ফিস একসাথে খেয়ে ফেলি৷
.
আদনান ওর দিকে অসহায় দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে৷

কী হয়েছে এভাবে তাকিয়ে আছো কেনো৷ আমার পেটে ব্যাথা করবে তো৷
.
তুই তিন প্লেট খাবার একসাথে খেয়ে ফেললি আমাকে একটু দিলিনা৷
.
স্যরি গো আমার না খুব খিদে পেয়েছিলো তোমার কথা একটুও স্মরণ ছিলোনা৷
🍁🍁🍁
আদিল আর আরুহি একজন আরেকজনকে খাইয়ে দিচ্ছিলো৷ আদনান কোথা থেকে এসে প্লেটটা নিয়ে নিজে গাপুসগুপুস করে খেতে লাগলো৷ সব খেয়ে তাদের দিকে তাকিয়ে একটা বড় ঢেকুর তুললো৷

আরুহিঃএটা কী হলো৷
.
আদনানঃকী আর হবে আমার খুদে পেয়েছে তাই খেয়েছি শুধু কী তোরাই খাবি আমি খাবোনা৷
.
আদিলঃনিজে না তিন প্লেট খাবার নিলে ওসবের কী হলো৷
.
আদনানঃ আমি কী শখ করে তোদের খাবার খাইসি নাকি যে খাবারগুলো নিসিলাম সব তোর রাক্ষস বোন খেয়ে ফেলসে আমাকে একটুও দেয়নাই৷
.
আদিলঃখাবার আবার নিয়ে আসলেই তো হতো৷
.
আদনানঃসব নাকি শেষ
🍁🍁🍁
রুমের সামনের সুইমিংপুলে পা ডুবিয়ে বসে আছি৷ কোথা থেকে একটা ফরেইনার দলা চামড়ার একটা মেয়ে এসে পাশে বসে পড়লো৷

হাই ওয়াটস্ ইওর নেম?
.
আরুহি৷
.
ওয়াও নাইস নেম৷ মাই নেম ইজ জ্যাকি৷ বাট ওয়ার আর ইউ ফ্রম?
.
বাংলাদেশ৷ এন্ড ইউ৷
.
ইংল্যান্ড৷
.
ওরে ব্রিটিশ বান্দরনি৷
.
আর ইউ সেয়িং সামথিং?
.
নট৷
.
বাই নাইস টু মিট ইউ৷
🍁🍁🍁
বিকেলে সবাই বীচে এসেছি৷ বীচটা আসলেই খুব সুন্দর৷ অনেক গুলো নারকেল গাছও আছে৷ নেটের দোলনাও আছে৷ সামান্তা সেখানে একবার বসছে তো আরকে বার নামছে তার নাকি ভয় করে৷
আদিল আর আদনান ভাইয়া গেছে ডাব আনার জন্যে৷

নিলাঃআরুহি চলো পানির মধ্যে খানে যাই৷
.
আরুহিঃনা আমি সাতার জানিনা
.
নিলাঃআরে এটা বেশি ডিপ নয়৷ দেখতে পাচ্ছোনা মাছ দেখা যাচ্ছে মাটিও দেখা যাচ্ছে৷ আমি ওতো সাতার জানিনা চলো একসাথে যাই৷

আমি নিলা আপুর সাথে গেলাম৷ একটা জিনিস লক্ষ করছি সে পানির মধ্যে হাটার সময় এক পা আগে রাখছে আরেক পা পিছে৷ বিষয়টা আমার কাছে খটকা লাগলো৷ আমিতো স্বাভাবিকই হাটছি৷ দেখতে দেখতে অনেক গহীনে এসে গেছি৷ পানির মধ্য খানেও দোলনা আছে৷ এসব যে কে এখানে রাখে আল্লাহ মালুম৷
হঠাৎই নিলা আপু আমার হাত ধরে ঘুরিয়ে পানিতে ফেলে দিলো৷ আমিও কম না উল্টো তার হাত ধরে তাকেই ঘুরিয়ে ফেলে দিলাম৷তারপর চুলে ধরে কয়েকটা নাকানি চুবানি দিয়ে দূরে টেলে দিলাম৷ বজ্জাত মাইয়া আমাকে ফেলতে চাইছিলো৷ পা দিয়ে জায়গাটা চেক করে দেখলাম এখানে আমার পা মাটির নাগাল পাচ্ছেনা মানে জায়গাটা ডিপ৷ শয়তান মাইয়া এই ছিলো ওর আসল উদ্দেশ্য৷তবুও বেটি সাতার কেটে আবার আগের জায়গায় চলে আসলো৷ সেখানে আর না দাঁড়িয়ে একেবারে পাড়ে চলে গেলো৷

আরুহিকে এতো দূরে দেখে আদিল ডাব পাড়ে ফেলেই দৌড়ে আসলো৷

“আরুহি ঠিক আছিস তুই৷
.
হুম৷
.
আমি সব দেখেছি কীভাবে ও তোকে গভীরে ফেলে দিতে চাইছিলো৷ আমি ফার্স্টই তোকে বলেছিলাম যে ওকে নিয়ে আসিস না৷
.
ওতো আমায় ফেলতে পারেনি উল্টো ওকে আমি ফেলে দিয়েছি৷সাথে নাকানি চুবানিও দিয়েছি৷
.
যাইহোক এই দোলনায় উঠবি৷
.
যদি ছিড়ে যায়৷
.
ধুর পাগলী এটা ছিঁড়বে কেনো৷
.
আদিল দোলনায় উঠে আমাকেও উপরে তুলে তার কোলে বসিয়ে দিলো৷ পানির মধ্যখানে বসে আছি আমরা দুজন৷পায়ের নিচ দিয়ে রং বেরংয়ের মাছ সাতার কাটছে৷ অনেকটায় আবার এসে আমাদের পায়ে কিস করছে৷ কী সুন্দর লাগছে৷ মন চাচ্ছে সবকটাকে কোলে তুলে নেই৷
🍁🍁🍁
সামান্তাঃনিলা আপু তুমি দোলনায় উঠো আমি ধাক্কা দিচ্ছি৷
.
নিলাঃআস্তে দিবি কিন্তু৷
.
ওকে৷ নিলা দোলনায় উঠে বসলো৷ সামান্তা দোলনাটা টেনে জোড়ে ধাক্কা মারলো৷ এমন ভাবে মারলো নিলা মুখ থুবরে বালিতে পরে গেলো৷

ঔ সামান্তা তুই আমাকে এভাবে কেনো ধাক্কা মারলি৷ বলেছিলাম না আস্তে দিবি৷
.
এটা রুহিকে পানিতে ফেলার ফল৷

চলবে♥️

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে