অচেনা শহর পর্ব-১৫+১৬

0
3930

#অচেনা_শহর💖
#লেখিকা:– তানজিনা আক্তার মিষ্টি
#পর্ব:— ১৫

খুব মনোযোগ দিয়ে বই এর দিকে তাকিয়ে আছে স্নেহা।
লাইব্রেরীতে বসে কিছু মনোযোগ দিয়ে পড়ছে আর নোট করে নিচ্ছে। সামনে বসে আছি অন্তরা ফোনে কারো সাথে তর্ক করে যাচ্ছে। বিরক্ত হয়ে অন্তরার দিকে তাকিয়ে জিজ্ঞেস করল কার সাথে এইভাবে কথা বলছে।
অন্তরা বলল হৃদয় নামের সেই ছেলেটা। সে নাকি কোথায় থেকে ওর নাম্বার নিয়ে ছে তারপর কাল থেকে ডিস্টার্ব করে যাচ্ছে। আর তার সাথে ফোনে ঝগরা করে যাচ্ছে।

“ওফ অন্তরা দেখতে, তুই কিন্তু খুব জ্বালাচ্ছিস। এত বিরক্ত লাগলে ফোনটা কানে ধরে রেখেছিস কেন ফোন কেটে দিয়ে।”

“না বকে ফোন কেটে দেবো। কোথায় থেকে নাম্বার পেয়েছি সেটা আমার জানতে হবে না।”

“হ্যাঁ এতো জানার ইচ্ছে। তাহলে আমার সামনে থেকে সরে গিয়ে ঝগড়া কর। জানার চেষ্টা কর। চিল্লিয়ে মাথা খেয়ে ফেললি আমার।”

প্রচন্ড বিরক্তির সাথে কথাটা বললাম।আমার বিরক্ত হওয়া চাহনি দেখে অন্তরা আস্তে আস্তে কথা বলতে লাগলো। আমি আর কিছু বললাম না।

আমার তো ব‌ই নেই।এজন্য লাইব্রেরী থেকে বা অন্তরার বই নিয়ে পড়া কালেক্ট করতে হয় খাতা লিখে নিয়ে গিয়ে বাসায় গিয়ে পড়তে হয়।
আজ ও তাই করছি। প্রথম ক্লাস করে লাইব্রেরীতে এসেছি দ্বিতীয় ক্লাস আমাদের নাই। 40 মিনিট ক্লাস ততক্ষণ এখানেই থাকবো। বইয়ের ভেতর গভীর মনোযোগ দিয়ে আছি।

হঠাৎ কারও কণ্ঠস্বর শুনে চমকে মাথা উঁচু পারলাম।

“ক্লাস ফাঁকি দিয়ে শপিং করতে যাওয়া। আবার শপিংয়ে গিয়ে হারিয়ে যাওয়া ইন্টারেস্টিং কাহিনী তাই না‌। আচ্ছা সত্যি কি হারিয়ে গিয়েছিলে নাকি এক্টিং করেছে আমাদের সামনে।”

ব্রু কুঁচকে তীক্ষ্ণ দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আদ্র কথাটা বলে উঠলো। আমি চোখ ছোট ছোট করে উনার দিকে তাকিয়ে ছিলাম। উনার কথা শুনে প্রচন্ড রাগ উঠলে,

সাথে সাথে কালকের খারাপ ব্যবহারের কথাটা মনে পড়ে গেল। কতবার রিকোয়েস্ট করার পরও কেউ তো হেল্প করলো না। উল্টা সবাই মিলে আমাকে হাসির পাত্র বানিয়ে দিয়েছিল। কি ভাবে হাসছিল মনে হয় আমি সাহায্য চাইছি না সর্কাস দেখাচ্ছি।
পড়ে নিজেরই নিজের ওপর রাগ উঠেছিল। উনি কতো টা খারাপ সেটা খুব ভাল করেই জানি তবুও কেন ওনার কাছেই গেলাম। আমার তাকে চেনা উচিত ছিল। উনি আমাকে হেল্প করবে না। কারণ হেল্প করার মত মানুষ উনি না। উনি বিপদে ফেলতে পারে সাহায্য করে না।

চোখমুখ শক্ত করে তাকিয়ে আছে আদ্রর দিকে আর গভীর চিন্তা করছি।

“ও হ্যালো, বললেনাতো! আর এভাবে তাকিয়ে আছে কেন?”
বলেই কি যেন বলে আদ্র বাঁকা হাসলো।
“আমি জানি আমি দেখতে সুন্দর আর ভার্সিটি সব মেয়েরা এজন্য আমার জন্য পাগল। তুমিও আমার উপর ফিদা সেটা আমি খুব ভাল করেই জানি। কিন্তু এখন সেটা দেখাতে হবে না যেটা জিজ্ঞেস করছি তার উত্তর দাও।”

আদ্রর এমন টিটকারি মারা কথা শুনে রাগে আমার শরীর কাপতে লাগলো। আর উনি হেসে আমার দিকে তাকিয়ে আছে। আর এইরকম বাজে কথা বলছে।

“একদম বাজে কথা বলবেন না।আমি মোটে আপনার দিকে এভাবে তাকিয়ে ছিলাম না আমি তো,

হঠাৎ অন্তরা কথা মাথায় এলো। ও ত আমার সাথে বসেছিল অন্তরা কোথায় গেল?

“আপনি এখানে কি করছেন ? এখানে তো অন্তরা ছিল।”

“কে ছিল সেসব তো আমি জানি না। এখন আমি আছি।”

“সেটা তো দেখতেই পাচ্ছি। আপনি আছেন।”

বলে স্নেহা অন্তরা কে খোঁজার জন্য আশেপাশে তাকালো। আর পেয়েও গেল। ফোনে কথা বলছে আর জানালার পাশে দাঁড়িয়ে আছে।
এই ম্যাইয়া ঐ খানে গেল কখন আবার ও , না এখানে আমার সামনে বসেছিল।

“আপনি এখানে কি করছেন?”

“এমনভাবে জিজ্ঞেস করছ যেন আমি এখানে আসতে পারব না। আর তোমার মাথায় রাখা উচিত এটা লাইব্রেরী এখানে যে কেউ আসতে পারে।”

“হ্যাঁ তা আসতে পারেন। কিন্তু আমার সামনে বসেছেন কেন? এখানে তো আরো অনেক সিট আছে অন্য কোথাও গিয়ে বসেন।”

“আমার ইচ্ছে হয়েছে আমি এখানে বসে আছি তোমার কোন প্রবলেম।”

“আপনার মতো অসভ্য লোক আমি জীবনে আর দুইটা দেখি নাই।”

“কি বললে তুমি আমি অসভ্য। তা আমি কি অসভ্যতামি তোমার সাথে করেছি।”

“একদম ফালতু কথা বলবে না। কালকেও আপনি আমার কে নিয়ে যথেষ্ট মজা করেছেন। আবার আজকে এসে আগ বাড়িয়ে ঝগরা করছেন?”

“কি বললে আমি ফালতু কথা বলি?আমি আগ বাড়িয়ে ঝগড়া করছি । এখানে ঝগড়ার কি হল আমি তো সামান্য একটা কথা জিজ্ঞেস করেছি।”দাঁতে দাঁত চেপে কথাটা বলল।

“জিজ্ঞেস করবেন কেন? কাল কি ব্যবহার করেছেন আমার সাথে মনে নেয়। কতবার বললাম একটু হেল্প করেন। আপনারা সবাই মিলে আমাকে নিয়ে হাসি-তামাশা করলেন সাহায্য তো করলেন না ওটা হাসির পাত্র বানিয়ে দিলেন।”

“হাসির মতো কথা বললে যে কেউ হাসবে।
এতে এত আফসেট হওয়ার কি আছে।তুমি কি চেনো না নাকি না চিনেই কি তুমি শপিং মল চলে গেছো। যে হারিয়ে যাবে আবার সেটা আমাদের বলতে এসেছ।”

“আপনি কি বলতে চাইছেন আমি আপনাকে মিথ্যা বলছি।”

“সে তুমি বলতেই পারো আমি কিভাবে জানবো।”
শয়তানি হাসি দিয়ে।

“আপনি কিন্তু অতিরিক্ত করছেন।”
আদ্রর এই হাসি আর ওর কথা বলার ধরন দেইখে স্নেহার মনে চাইছে ওর মাথা বাড়ি দিয়ে ফাটিয়ে দিতে।

“কি অতিরিক্ত করলাম?”
এমন ভাবে কথা বলল, যেন এতক্ষণ কিছু বলেই নি নিষ্পাপ শিশু একটা।
রাগীভাবে আদ্রর দিকে তাকিয়ে রইলাম। কিছু বলতে চেয়েও বললাম না এর সাথে কথা বলা মানে কথা বাড়ানো। এর থেকে কথা না বড়ানোই ভালো।

“এই যে চুপ হয়ে গেলে যে, কি অতিরিক্ত করলাম বল?”

কিছুই বললাম না চুপ করে রইলাম

“কি হল মুখ বন্ধ হয়ে গেল কেন? নাকি কথা আর খুঁজে পাচ্ছো না।”

এর মাঝে অন্তরা চলে এলো। আমাকে আর আদ্রকে এক সাথে বসে থাকতে দেখে ও অবাক হলো। অবাক হয়ে আমাদের দিকে তাকিয়ে আছে।

ওকে দেখে আমি বললাম,
“এই তুই কোথায় গিয়েছিলি?”

“এইতো এইখান ছিলাম। কিন্তু তোরা একসাথে বসে কি করছিস? আচ্ছা ভাইয়া আপনি এখানে কি করছেন?”

আদ্রকে একদমই দেখতে পারেনা অন্তরা সেদিনই আদ্রর জন্য কাঁদছিল। এই লোকটাকে ভয় ও পায় এজন্য ভাইয়া বলে সম্বন্ধে করল। না হলে একে ভাইয়া বলতো না।হঠাৎ তার মনে হতে লাগল লোকটা এত সুন্দর হ্যান্ডসাম যেমন দেখতে তেমন সুন্দর। কিন্তু এতো পাজি না হলেও পারতো।

মুখটা কালো করে আদ্রর দিকে তাকিয়ে আছে উত্তরের অপেক্ষায়।

আদ্রর এবার মুখ খুলল,
“কিছুই বুঝতে পারলাম না তোমরা দুজনে আমার সাথে এমন করছো কেন? এমন করে বলছো যেন আমি লাইব্রেরীতে এসে বড় কোন অপরাধ করে ফেলেছি। দুজনের এক‌ই প্রশ্ন করছো?আমার যখন ইচ্ছা আমি লাইব্রেরীতে আসতে পারি । আর শুধু লাইব্রেরী কেন আমি ভার্সিটি যেকোন স্থানের যেকোন সময় যেতে পারি এর জন্য কার কাছে আমি কৈফত দিতে বাধ্য নই।”

আদ্র কথাটার রেগে চিৎকার করে বলল ওর কথা শুনে অন্তরা স্নেহা দুজনে কেঁপে উঠলো। দুজনে দুজনের মুখোমুখি চেয়ে ভয় পেয়ে কোনরকম ছুটে লাইব্রেরী থেকে বেরিয়ে এলো।

বাইরে এসে দুইজনে জোরে জোরে শ্বাস নিতে লাগলো।

“বড় জোর বেঁচে গেছি। অসভ্য, বান্দর ছেলে কেমন কারলো। না জানি কি করে বসতো? বড় জোর বেঁচে গেছি আর এর সামনে ভুলেও যাবনা।”

স্নেহা এমনিতেই আর্দ্র কে ভয় পায়। তবুও বাজে বিহেভ দেখলে নিজেকে কন্ট্রোল না রেখে কয়েকটা কথা বলে ফেলে । কিন্তু ভয় ও ভালো পায়। এখনো ভয় পেয়েছে।তাইতো এভাবে ছুটে পালিয়ে এসেছে। নাহলে লাইব্রেরী সবার সামনে হেনস্থা হতে হবে তার থেকে এর সামনে না থাকাই ভালো সব সময় এরিয়ে চলতে হবে।

আদ্র প্রচন্ড রাগ উঠে গেছিল। এমনিতে স্নেহা তারপর আবার অন্তরার কথা শুনে আর নিজেকে ধরে রাখতে পারিনি চিৎকার করে কথাগুলো বলে। সামনে তাকিয়ে দেখে দুজনে হাওয়া তারা দুজনেই দৌড়ে বেরিয়ে যাচ্ছে। হতভম্ব হয়ে দুজনের যাওয়ার দিকে তাকিয়ে আছে আদ্র। লাইব্রেরীর সবাই আদ্র দিকে হা করে তাকিয়ে আছে। কারন আদ্রর চিৎকারের শব্দে সবাই ওর দিকে মনোযোগ দিয়েছে। আদ্র সেটা খেয়াল করে কিছুটা লজ্জা পায়। সবাই ওর দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। তবুও সবাইকে অগ্রাহ্য করে বেরিয়েছি লাইব্রেরী থেকে।

.

“সত্যি করে একটা কথা বলবি।”

“কি কথা?”
আয়রার কথা শুনে রাহাত দাঁড়িয়ে পিছন ফিরে তাকাল। আয়রা ওর দিকে গভীর ভাবে তাকিয়ে আছে।

“তুই কি আমাকে একটু ভালোবাসিস না।”

ওই ভাবে তাকিয়ে থেকে কথাটা বলল আয়রা। ওর এই চোখে মুখে আতঙ্ক।
রাহাত কিছু বলছ না চুপ করে ওর দিকে তাকিয়ে আছে।
তাই আয়রা আবার নিজে থেকে আবার বলল,

“কি হল বল?”

“বাসি তো।একজন ফ্রেন্ডকে যতটুক ভালোবাসা দরকার ততটুকু বাসি।”

কথাটা বলে মুচকি হাসি দিল রাহাত। কিন্তু ওর উত্তর শুনে আয়রা চমকে উঠল ওতো এতোটুকু ভালোবাসা চায় না এর থেকে বেশি ভালোবাসা চায়।

“কিন্তু আমি তো তোর থেকে আরো বেশি কিছু চায়।তুই কি সেটা বুঝতে পারিস না। নাকি বুঝতে চাস না।কেন এমন করছ আমার সাথে। আমার কষ্টটা কি তোর চোখে পড়ে না।”

“কি হলো কথা বলছিস না কেন?”

“কিছু বলার নাই তো কিছু বলছি না।”

এবার আয়রা রেগে উঠলো,
রাহাতের কলার চেপে ধরে ঝাকাতে ঝাকাতে বলতে লাগলো,

“কেন তোর কিছু বলার নাই।বল কেন তোর কিছু বলার নাই। তুই তো জানিস আমি তোকে ভালোবাসি কিন্তু কেন তুই আমাকে ভালবাসতে পারছিস না। আমি কি দেখতে অসুন্দর। আমাকে কি ভালো বাসা যায় না।”

“আয়রা কলার ছার।”

“না ছারব না। আগে আমার প্রশ্নের উত্তর দে।”

“কিসের উত্তর দেবো। বলছি না আমি তাকে ভালোবাসি না বারবার কেন এক কথা বলিস।”

“কেন ভালোবাসিস না কেন?”

চিৎকার করে বলেই রাহাতের কলার ছেড়ে দূরে গিয়ে দাঁড়ালো।

রাহাত এক নজর তাকিয়ে বেরিয়ে এলো রুমে থেকে।

আয়রা কাদতে কাদতে ওখানে বসে পরল। চিৎকার করে কাঁদছে আয়রা। আর ভাবছে কেন রাহাত ওকে ভালোবাসে না কেন?২ বছর আগে থেকে ওকে ভালোবাসে কতবার ওকে বলেছে তত বারি ও সবসময় কষ্ট দিয়েছে না করেছে।

আচ্ছা ওর কি অন্য কাউকে পছন্দ। এটা তো কখনো ভেবে দেখিনি। আর যাকে পছন্দ হয়ে থাকুক না কেন ও শুধু আমার। কথা বল ভেবে চোখের জল মুছে উঠে দাঁড়ালাম।

.

তিনদিন পর

স্নেহা টিউশনি শেষ করে বাসায় সামনে গাড়ি থেকে নামল। এখন ছয়টা বাজে।
গাড়ি থেকে নেমে ভাড়া মিটিয়ে গেট দিয়ে ঢুকবে। হঠাত ওর চোখ যায় রাস্তার বাম পাশে একটা মেয়ের দিকে। ভেতরে ঢোকা বাদ দিয়ে পেছন ফিরে মেয়েটার দিকে তাকায়।
তিনদিন ধরে খেয়াল করছি এই মেয়েটা এখানে এভাবে বসে আছে। মুখটা কেমন বিষন্ন দেখা যাচ্ছে শুকনো মনে হয় খাওয়া পারেনি পেটে। শুকনো মুখ করে রাস্তার দিকে তাকিয়ে আছে মেয়েটার। খুব কৌতুহল হল স্নেহার মেয়েটার বিষয়ে জানার।

এই ড্রেস পরে এইভাবে বসে আছে এর কি বাড়ি ঘর নাই নাকি। মেয়েটার বয়স ১১কিংবা ১২ হবে। স্নেহা মেয়েটা সামনে গিয়ে দাঁড়ালো।

আমাকে দেখে মেয়েটা মাথা উঁচু করে আমার দিকে তাকালো। মুখটা দেখে খুব মায়া হল,

“তুমি এখানে বসে আছো কেন তোমার বাসা নাই। কয়দিন ধরে দেখছি এখানে বসে আছো।”

মেয়েটা কিছু বলে না চুপ করে রইলো।

আমি ছারার পাত্রী ন‌ই। আজ এর বিষয়ে সব কিছু জেনে ছাড়ব।

আমি মেয়েটার পাশে বসে ওর কাঁধে হাত রাখলাম।একবার আমার দিকে তাকিয়ে চোখের ফিরিয়ে নেওয়ার আগে আমি জিজ্ঞেস করলাম,,

“বলো, তোমাকে কয়দিন ধরে দেখছি এখানে বসে আছ। সবসময়ই বসে থাকতে দেখছি। তোমার বাবা-মা কাউকে দেখি না। কোথায় উনারা। তোমার কি বাড়ি বাড়িঘর নাই। এখানে বসে আছো কেন? মুখটা তো শুকনা লাগছে মনে হচ্ছে দুদিন ধরে খাবার ও পেটে পড়ে নাই।”

প্রচুর শয়তান মেয়ে তো তাও কথা বলে না চুপ করেই আছে।মেজাজটা গরম হয়ে যাচ্ছে আমার। তবুও নিজেকে শান্ত রেখে কথা বলেই যাচ্ছি। এর মুখ থেকে কথা বের করেই ছাড়বো আজকে।

“কি হল বল আমাকে বলতে পারো বড় বোন মনে করে। আমি তোমাকে সাহায্য করবো।”

তবু কিছু বলল না আরো কিছু কথা বললাম তাও কাজটা ও হলো না। নিরাশ হয়ে উঠে দাঁড়াতে গিয়ে হঠাৎ আবার বসে পারলাম। পাইছি তোমার মুখ দিয়ে কথা এবার বের করবই।

“তোমাকে দেখে মনে হচ্ছে খুব ক্ষুধার্ত তুমি। তুমি কি খেতে চাও তাহলে আমি তোমাকে খাবার দিতে পারি।”

কথাটা শুনেই মেয়েটা চট করে আমার দিকে তাকালো। মুখটা ঝলমল করছে খুশিতে। কাজে লেগেছে তাহলে।

“কি হলো খাবে?”

সাথে সাথে মাথা নেড়ে হ্যা জানালো।

কি আর করা যাবে খাবার কথা যখন বলেছি তাহলে তো খেতে দেওয়া লাগবে। বাড়তি টাকা খরচ করে বাইরের খাওয়াতে পারব না । তাই এই বাসা থেকে খাবার এনে দেই।

খাবার গুলো দেখি মেয়েটা গাপুস গুপুস করে খাবার শেষ করে ফেলে।প্রচন্ড ক্ষুধা লেগে ছিল যে খাবার খাওয়া দেখে বোঝা গেল । এর যদি আমি এখন এক ডিশ ও খাবার দেয় তাহলেও মনে হয় শেষ করতে পারবে।

খাওয়া শেষ করে মেয়েটা নিজে থেকে বলতে লাগলো,
যা শুনে বুঝলাম মেয়েটার বাবা নেই মা ছিল মাকে নিয়ে মেয়েটা রাস্তায় ভিক্ষা করতো। ওইভাবেই যেখানে রাত সেখানেই ঘুমিয়ে যেতে। নিজস্ব কোন বাড়িঘর নেই। দুদিন আগে একটা ট্রাকের সাথে এক্সিডেন্ট লেগে ওর মা ও মারা যায়। তখন থেকেই এখান এইভাবে বসে আছে যাওয়ার কোন জায়গা নাই। কোথায় যাবে তাই এখানে বসেই ভিক্ষা করে। কেউ কিছু দিয়েছে না হয় নাই। আর মার দুঃখে কাতর হয়ে এই ভাবে দিন কাটাচ্ছে।

মার কথা বলে মেয়েটা রান্না করতে লাগলো। ওর কান্না শুনে আমার ও চোখের কোনে জল চলে এলো ঠোঁট কামড়ে কান্না আটকালাম।
বড় একটা দীর্ঘশ্বাস ফেলে উঠে দাড়ালাম। মেয়েটার জন্য খুব মায়া হচ্ছে কিন্তু একে নিয়েই বা কি করবো আমার ও যে অভাবের সংসার। নিজেরাই কোন ভাবে দিন কাটাচ্ছে বাবাকে নিয়ে। কিন্তু মেয়েটাকে এখানে রেখে যেতেও মন চাইছে না একটুকু সময় মধ্যেই যেন মনে একটা জায়গা দখল করে নিয়েছে।রাত হয়েছে বলে আরো মায়া লাগলো এই রাতের বেলায় মেয়েটা এখানে থাকবে আরো দুদিন হতে এখানে থেকেছে নিশ্চয়ই ভয় করেছে কিভাবে থেকেছে?

আমি ভেবেছিলাম আমিই হয়তো সবচেয়ে দুঃখী। কিন্তু এ তো আমার থেকেও দুঃখি আমার তো বাবা আছে কোন ভাবে আমি চলছি ভালোই তো আছি খাচ্ছি দাচ্ছি চলে যাচ্ছে। কিন্তু ওর নিজের সব শেষ বাবা-মা কেউই নাই। গভীরভাবে কিছুক্ষণ তাকিয়ে থেকে উঠে দাঁড়ালাম আজান পড়ে গেছে। বাসায় গিয়ে নামাজ পড়তে হবে বাবার কি অবস্থা দুপুরের পরে দেখতে পারি নাই। কষ্ট লাগলেও কিছু করার নাই উঠে চলে যেতে লাগলাম।
মেয়েটার নাম রানি।

হঠাৎ পেছন থেকে মেয়েটা আপা বলে ডেকে উঠলো,
থমকে দাঁড়ালাম।

পেছনের ঘরে বললাম” কিছু বলবা?”

“আপা আমনে খুব ভালা।”

শুকনো একটা হাসি দিয়ে চলে এলাম উপরে। কিন্তু ভালো লাগছেনা পরে এসে বাবার সাথে দেখা করলাম নামাজ শেষ করে। বারান্দায় দাঁড়াতেই চোখ পরল রানির দিকে ওইখানে ভাবে বসে আছে রানি।

দেখি আমার বুকটা ধ্বক করে উঠলো প্রচন্ড খারাপ লাগতে লাগলো। কিছু করতে না পারি রাতটুকু তো ওকে আশ্রয় দিতেই পারি শীতে কাঁপছে মেয়েটা দূরে থেকেই দেখতে পাচ্ছি। যে কোন বিপদ হতে পারে যেকোনো সময়। খুব খারাপ লাগতে শুরু করলো।

কি যেন ভেবে ‌নিচে নেমে এলো স্নেহা
দারোয়ান আমাকে বের হতে দেবে না অনেক বলে বেরিয়ে এলাম রানি আমাকে দেখে বল আমনে এইহানে।
কিছু না বলে ওকে নিয়ে বাসার ভেতরে চলে এলাম।

রাতটাও আমার কাছে থাকল। সকালে ভাবছি কি করা যায়। হঠাৎ রুনা আপুর কথা মনে পড়লো আপু বলেছিলো রায়ার জন্য একটা আয়া রাখবে।

আচ্ছা রানি কে যদি রাখে তাহলে খুব ভালো হবে।ওর একটা আশ্রয় স্থল হবে।ভেবে মুখে হাসি ফুটিয়ে রুনার কাছে গেল আর সব তাকে খুলে বলল।
রুনা আপু তো সেই খুশি রাজি ও হয়ে গেল।
আমি জানতাম আপু রাজি হবে।

🍁
ভার্সিটিতে এসে আদ্রকে খুঁজতে লাগলাম। আদ্রকে খুজার‌ বিন্দুমাত্র ইচ্ছে আমার ছিলো না কিন্তু এখন তাকে আমরা দরকার। তাই যার সামনে যেতে চাই না তাকেই খুঁজতে হচ্ছে।

সব সময় তো চোখের সামনেই থাকে কিন্তু আজকে পাচ্ছি না।
চলবে♥️

#অচেনা_শহর💖
#লেখিকা:– তানজিনা আক্তার মিষ্টি
#পর্ব:— ১৬

হাতের দিকে বিরক্ত নিয়ে তাকিয়ে আছে মনে চাইছে এটা ছুঁড়ে ফেলে দিতে।
এর জন্য আমাকে চোখে পরলো লোকটার অসহ্য।
স্নেহার হাতে আদ্রর বাইকের চাবি।
কিছুক্ষণ আগে ভার্সিটিতে ঢোকার সময় হঠাৎ একটা লোককে ডেকে ওঠে পেছনে দেখে একটা ছেলে। সেই ওকে জিজ্ঞেস করে,

“আপু আপনি কি এই ভার্সিটিতে পড়াশোনা করেন?”

স্নেহা মাথা নেড়ে হ্যা জানায়। লোকটা সাথে সাথে মুখে হাসি ফুটিয়ে তুলে।
তারপর পকেট থেকে একটা চাবি বের করে বলে ফাইনাল ইয়ারের আদ্র কে চিনি কিনা।
আদ্রর নাম বলতে আমি চিনে যাই। ভ্রু কুচকে ছেলেটার দিকে তাকিয়ে ছিলাম।

“আপনি কে? এসব আমাকে জিজ্ঞেস করছেন কেন?”

“আসলে আপু আমি আদ্রর ফ্রেন্ড জামিলের বড় ভাই। জামেলা বাইকটা কালকে নিয়ে গিয়েছিল আজকে জামিল একটা কাজে ঢাকার বাইরে গেছে এজন্য আমাকে বলেছিল যে বাইক টা ফিরিয়ে দেওয়ার জন্য। অনেকক্ষণ ধরে এখানে তোকে খুজছি কিন্তু পাচ্ছি না। বাইকটা এখানে পার্ক করে রেখেছি কিন্তু চাবিটা। কার কাছে দেবো বুঝতে পারতেছি না‌।”

“তো এখন আমাকে ডাকলেন কেন?”

“আসলে আপু আমি আপনার কাছে দিবো ভাবছিলাম। আপনি যদি একটু কষ্ট আদ্রকের চাবিটা দিয়ে দেন খুব উপকার হত। আসলে আমার কাজ আছে এখানে বেশী সময় নষ্ট করা আমার জন্য প্রবলেম। আপনি প্লিজ একটু আদ্রকে দিয়ে দিবেন আপু।”

কি আর বলবো এমন ভাবে লোকটা বলছিল আমি না করতে পারলাম না। তিনি আমার হাতে চাবি ধরিয়ে দিয়ে চলে গেল। আমি হা করে তার যাওয়ার পানে তাকিয়ে র‌ইলাম।

তারপর থেকে আদ্র কে খুঁজতে লাগলাম। আদ্র ও ভার্সিটিতে নাই আর ওর সাথের সাঙ্গোপাঙ্গ গুলো ও নাই। ভার্সিটিতে দেখছি না কেউই আসেনাই। আর আসবেই বা কেন এতো সকালে। আমি তো আজকে অনেক সকালে এসেছি। লাইব্রেরীতে যেতে হবে এভাবে খুঁজে লাভ নাই। তার থেকে বরং লাইব্রেরীতে গিয়ে আমি আমার কাজ শেষ করি। ক্লাস শুরু হওয়ার আগে দিয়ে দেবো নি।

স্নেহা লাইব্রেরীতে চলে গেল।

ক্লাসের 10 মিনিট আগে বের হয়ে গেল।
অন্তরা মনে হয় চলে এসেছে। যায় ওকে নিয়ে আদ্র কে খুঁজবো। ক্লাস রুমে গিয়ে অন্তরা কে খুজতে লাগলাম। কিন্তু অন্তরা ক্লাসে নাই। অন্তরা কি আসে নাই নাকি। ক্লাসের সময় তো হয়ে গেছে এখনো আসে নাই। ওকে আজকে আসবে না?
গ্রিলের উপর হাত রেখে নিচে তাকাতেই আদ্রর দিকে চোখে পড়লো।

আদ্রর বাইক টা নিচে পার্ক করা ছিল। আর চাবিটা আমার কাছে ছিল। আদ্র ও তার সকল ফ্রেন্ডরা একসাথে বাইকের কাছে দাঁড়িয়ে কি যেন আলোচনা করছে।

ওদেরকে দেখে স্নেহার মুখে হাসি ফুটল।এই আদ্র কে পেয়েছি ওনার চাবি ওনাকে ফিরিয়ে দেয়া যাবে এখন। ভেবে তাড়াতাড়ি নিচে নামতে লাগলো। আদ্রর সামনে বিন্দুমাত্র যাওয়ার ইচ্ছা না থাকলেও এখন যেতে হবে। ভেবে রাগ উঠলে ও রাগ সংযত করে এগিয়ে যেতে লাগলো।

কাছাকাছি আসতে মাইশার প্রশ্ন করতে লাগলো,

“হে ইউ তুমি এখানে কি করছ?”

তার দিকে তাকিয়ে দেখি সে প্রচন্ড বিরক্ত আমাকে এখানে দেখে আমি তাকে পাত্তা না দিয়ে এগিয়ে যেতে লাগলাম আদ্রর দিকে। এবার মেয়েটা চিৎকার করে উঠলো, হয়ত আমার এই ইগনোর মেনে নিতে পারে নাই। কিন্তু এর সাথে কথা বলার কোন ইচ্ছা আমার নেই। প্রথম থেকে এই আমাকে সহ্য করতে পারে না।

মাইশার চিৎকারের উপস্থিত সবাই সব মনোযোগ ভঙ্গ করে আমাদের দিকে তাকালো।এভাবে সবার তাকানোতে কিছুটা অপ্রস্তুত বোধ করলাম সাথে মাইশার চিৎকারে খানিকটা কেপে উঠলাম,

“ইউ তুই আমার কথা ইগ্নোর করছিস?”

কি বলবো ভেবে পাচ্ছিনা এত জোর কেউ চিৎকার করে ভয় পেয়ে গেছে গা। ভয়ে কথা বলতে পারছিনা। হঠাৎ কোথা থেকে রাহাত ভাই এসে জিজ্ঞেস করল,

“আরে স্নেহাকে তুমি এখানে কিছু বলবা নাকি।”

এবার আস্তে আস্তে বললাম,”আসলে ভাইয়া আমার একটা দরকারি জিনিস দেওয়ার ছিলো।” আঙ্গুলের ইশারা করে আদ্রকে দেখিয়ে বললাম,” ওনাকে”

আমার কথাটা শুনে কেউ হজম করতে পারে নাই হয়তো। সবাই বড় বড় চোখ করে তাকিয়ে আছে আমার দিকে। আমি আবার কি দেবো তোকে। ওটাই হয়তো ভাবছি সবাই।
আদ্র নিজেও অবাক হয়ে তাকিয়ে আছে আমার দিকে।

ভাইয়া বলল “আচ্ছা যাও দিয়ে আসো।”

আমি একটু সাহস নিয়ে সবার থেকে চোখ সরিয়ে আদ্রর দিকে যেতে লাগবো এমন সময় সামনে এসে দাড়ালো মাইশা।
এমনভাবে তাকিয়ে আছে মনে হয় চোখ দিয়েই আমাকে গিলে খাবে।
বুঝতে পারতেছি না উনি এত রেগে গেলে কেন? কিছুক্ষণ আগে বিরক্ত হয়ে কথা বলছে এখন তো রেগে আগুন হয়ে আছে।
আমি একটা ঢোক গিললাম ওনার রাগ দেখে।

“আদ্রকে কিসে দিবি মানে। আদ্রকে তুই আবার কি দিবি।”
রেগে কথাটা বলল,

“আসলে এই যে এইটা দেওয়ার জন্য এসেছিলাম।”
বলেই হাতের চাবিটা উঁচু করে দেখালাম।

মাইশা তো আমার হাতে আদ্রর বাইকের চাবি দেখে বড় গোল গোল চোখ করে তাকিয়ে আছে আমার দিকে। এই চাবিটা আমার হাতে একদমই আশা করে নাই ।

আদ্র অবাক হয়ে তাকিয়ে আছে। বোঝার চেষ্টা করছে চাবিটা আমার হাতে কি করে এলো?আমাকে হাতে চাবিটা দেখে মাইশাটা টান দিয়ে আমার হাত থেকে চাবিটা নিয়ে নিল।

“আদ্রর বাইকের চাবি তোর কাছে কি করে এলো?”

আমি কিছু বলতে যাবো আবার মাইশায় বলে উঠলো,
“আদ্র আমরা তো ভেবেছিলাম চাবি চুরি হয়ে গেছে। এই দেখ চুর নিজে এসে ধরা দিয়েছে।এই মেয়ে তুমি বাইকে যাবি চুরি করে ছিলে তাইনা।”

হতবাক হয়ে তাকিয়ে আছি মাইশার দিকে। শয়তান মেয়ে আমাকে চোর বলছে।
“কি সব বলছেন আপনি আমি চুরি করতে যাব কেন?”

“চুরি না করলে তোমার কাছে চাবি কিভাবে গেল!”

“যেভাবে বাইকটা এখানে আসছে ওই ভাবেই চাবিটা আমার কাছে গেছে।”

“সত্যি করে বল।”

সবকিছু খুলে বললাম।তারপর আর কেউ কিছু বলল না আর চাবিটা যেহেতু মাইশা নিয়েছে আর আদ্র সেটা দেখেছে। তাই আমি আর কিছু বললাম না সব বলে চলে আসলাম।

আর মনে মনে সবকটার চৌদ্দগুষ্টি উদ্ধার করতে লাগলাম। বিশেষ মাইশা শাকচুন্নিটার।

বকতে বকতে এলোমেলো পায়ে হেঁটে আসছিলাম। হঠাৎ পেছন থেকে রাহাত ভাই ডেকে উঠলো, সে আমার পাশে এসে দাঁড়াল।

“ভাইয়া কিছু বলবেন?”

“হ্যাঁ আসলে স্নেহা কেমন আছো?”

“এইতো আলহামদুলিল্লাহ ভাইয়া। আপনি কেমন আছেন?”

“আলহামদুলিল্লাহ ভালো। এমনি তোমার সাথে কিছু কথা বলতে আসলাম।আসলছ তোমার সম্পর্কে তো তেমন কিছুই জানি না। এতদিন ধরে পরিচিত হলাম তাই আরকি।”

“আচ্ছা বলেন কী জানতে চান?”

“তোমার পরিবারে কে কে আছে?”

“আমি আর বাবা।”

“তুমি আর বাবা তোমার মা কোথায়?”

কথাটা শুনে স্নেহার মুখটা মলিন হয়ে গেল। মায়ের কথা মনে পড়ে গেল মা তো আর এই পৃথিবীতে নাই।
স্নেহার মলিন মুখ দেখে কিছুটা অবাক হল রাহাত। মায়ের কথা জিজ্ঞেস করাতে মুখ গোমরা করল কেন? বোঝার চেষ্টা করছে।

“এনি প্রবলেম স্নেহা।”

স্নেহা একটা বড় শ্বাস ফেলে বলল,,,” না, আমার মা বেঁচে নাই।”

ছোট করে কথাটা বলল, রাহাতের খুব মায়া হলো কথাটা শুনে। অজান্তেই মেয়েটাকে কষ্ট দিয়ে ফেললাম,

সাথে সাথে রাহাত বলল,” সরি সরি এক্সট্রিমলি সরি আমি জানতাম না। আর তোমাকে আমি কষ্ট দিতে চাই নি। তবু অজান্তেই কষ্ট দিয়ে ফেললাম কিছু মনে না।”

“ইটস ওকে, ভাইয়া এত সরি বলতে হবে না।”

একে একে আমার সবকিছু জিজ্ঞেস করল কিছু কিছু বললাম কিছু বললাম না গ্রাম থেকে এসেছি সেটা বললাম বাবার আমি ছাড়া আর কেউ নাই সেটা বললাম। কথা বলতে বলতে সিড়ির কাছে চলে এলাম ভাইয়া আমার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল আমি উপরে চলে গেলাম।

ক্লাসে গিয়ে অন্তরা কে পেলাম। একটা আগে ও তো ছিল না এখন কোথা থেকে এলো।

“এই তুই কোথা থেকে এলি?”

“এটা আবার কেমন প্রশ্ন বাসায় থেকে এলাম।”

“কিন্তু একটু আগে তো তোকে ক্লাসে দেখলাম না। আমি পাঁচ মিনিট আগে নিচে গিয়েছি পাঁচ মিনিট তুই চলে এলি।”

“আমি অনেকক্ষণ আগে এসেছি। তোকে পাইনি দেখে লাইভ্রেরীতে গিয়েছিলাম। কিন্তু তুই তো সেখানে ছিলি না উল্টা আমার বিপদ হয়েছিল।”

“বিপদ হয়েছিল মানে?”

“আর বলিস না ওখানে গিয়ে ওই হৃদয় সাথে দেখা হয়েছিল। এত ছেসরা কেন ছেলেটা বলতো। সারাদিন ফোন দিয়ে আমাকে পাগল করে খায়। ফোন না ধরলে আমাকে থ্রেট দেয়। বাসায় আসবে আর আব্বু আম্মুকে নাকি বলবে তার আর আমার রিলেশন চলছে। কি এক জামেলা বলতো। ছেলেটা আমার বাসাও চিনে নিয়েছে।”

অন্তরা কথা শুনে সত্যি চিন্তা হতে লাগলো। খারা বেয়াদব তো ছেলেটা।

“আমি কি করবো দোস্ত। একটা সাজেশন দে একে উচিত শিক্ষা দেওয়ার।”

“আমি কি সাজেশন দিব।”
ভাবুক হয়ে কথাটা বলল আমার মাথায় কিছুই আসেনা। অন্তরা আমার কথা শুনে রেগে তাকিয়ে আছে।

স্যার চলে আসায় কথার সমাপ্তি হলো আর ক্লাসে মন দিলাম।




স্নেহা ওয়াশরুমে গেছে অন্তরা বাইরে দাঁড়িয়ে আছে।
হঠাৎ পেছন থেকে কেউ ডাকলো কন্ঠটা শুনে অন্তরা রেগে উঠলো,
হৃদয় দাঁত কেলিয়ে পেছনে দাঁড়িয়ে হাসছে। অন্তরা রেগে পেছনে তাকাতেই রাগ উবে হয়ে গেল। হৃদয়ের দিকে চোখ আটকে গেল। নীল কালারের টিশার্টের অপূর্ব লাগছে দেখতে। অন্তরা রেগে থাকলেও দেখাতে পারছে না ও হাঁ করে হৃদয়ের দিকে তাকিয়ে আছে।
তাকিয়ে থাকতে ভালো লাগছে কেন জানি।

ওর তাকানোর মাঝে ধ্যান ভঙ্গ করলো হৃদয়ের কথায়। হৃদয় যে কথাটা বলছি সেটা শুনে রাগ ওর মাথায় উঠে গেল।

“সুইট হার্ট আমাকে কি খুব সুন্দর লাগছে আজকে যে এভাবে হাঁ করে তাকিয়ে আছ।”

ওর কথা শুনে আমার মন চাইছে এক ঘুষিতে নাক ফাটিয়ে দিতে।

“কি হল আমার দেখে রেগে বেলুন হয়ে গেলে কেন?”

“আপনি আসলেই একটা শয়তানের হাড্ডি। আপনাকে বলছিনা আপনি আমার আশেপাশে আসবেন না এত বেহায়া কেন আপনি?”

“ভালবাসলে তো একটু বেহায়া হতেই হবে তাইনা।”

“ভালোবাসা মাই ফুট আপনি আমার চোখের সামনে কখন আসবেন না। ভুলেও আমাকে ফোন দিবেন না। বুজছেন আপনাকে আমার সহ্য হয় না বুঝতে পারেন না।”

“এটা তোমার রাগের কথা‌। তুমি ওআমাকে ভালোবাসো সেটা আমি খুব ভাল করেই জানি কিন্তু স্বীকার করছ না।”

একথা শুনে অন্তরা বোকা বনে গেলো। ছেলে বলে কি আমি নাকি ভালোবাসি ওনাকে‌ কখন কবে ভালোবাসলাম আমি নিজেই জানিনা উনি জেনে গেছে। যত্তসব আজাইরা উটকো ঝামেলা।

“ফালতু কথা আপনি সব সময় বলেন।এখন আবার আরেক কথা বলছেন। আমি আপনাকে ভালোবাসি আসলেই আপনি একটা পাগল। আপনাকে আমি সহ্য করতে পারি না আর আপনি বলছেন আমি আপনাকে ভালোবাসি।”

বলেই তাচ্ছিল্য মার্কা একটা হাসি দিল অন্তরা।

“স্বীকার করছ না তো করবে করবে খুব শীঘ্রই নিজে এসে আমাকে বলবে তুমি আমাকে ভালোবাসো।”

“পাগল আমি এই কথা আমি জীবনে বলবো না।আপনার এই পাগলামো কথা আপনার নিজের কাছে রাখুন আর ফটুন তো এখান থেকে।”

“আজকে বেশী সময় নাই। তাই চলে যাচ্ছি ভালো থেকো সুইট হার্ট। বাই।”

বলে হৃদয় দুলতে দুলতে চলে গেল। আমি ওর যাওয়ার দিকে তাকিয়ে একটা ভেংচি কাটলাম।

🍁

ঘুমের ঘুরে হালকা আর্তনাদ শুনে ধরফরিয়ে উঠে বসলো স্নেহা। এমন আর্তনাদ কোথায় থেকে আসছে ভাবতে বাবার কথা মনে পরে। দৌড়ে বাবা রুমে আসি।

বাবা বিছানায় হাঁসফাঁস করছে।বাবাকে ধরতে আমার হাত গরম হয়ে ওঠে। এত গরম শরীর। বাবা কি জ্বর হয়েছে কিন্তু রাতে খাওয়ার সময় তো ঠিকই ছিল।
“বাব তুমি ঠিক আছো কি হয়েছে তোমার ?কথায় কষ্ট হচ্ছে বলো।”

ভয় তোতলাতে তোতলাতে কথাটা বল স্নেহা।বাবার কি নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে নাকি বুঝতে পারছ না। স্নেহার বাবা অস্পষ্ট সুরে পানি বলে উঠলো,
স্নেহা তাড়াতাড়ি বোতলের দিকে নজর দিলো না একটু পানি নাই বোতলের কিভাবে করলাম বোতল একটু পানি রাখে নাই।

তাড়াতাড়ি উঠে গিয়ে পানি এনে বাবাকে পানি খাইয়ে দিলাম। কিন্তু বেশি পানি খেতে পারল না। তবুও কেমন জানি করছে? কথা বলতে পারছে না। ভয়ে আমার হাত পা ঠান্ডা হয়ে আসছে। কি করবো এখন বুঝতে পারছি না?মাথা কাজ করছে না। বাবাকে নানা কিছু জিজ্ঞেস করছি কথা বলছে না।চোখ বন্ধ করে আছে। এতে আমি আরও ভয় পেয়ে যাই।
এখন রাত দুটোর কাছাকাছি।

এই সময় তো ডাক্তারের কাছে যাওয়া যাবে না। একটা প্যারাসিটামল খাওয়াতে পারলে ভালো হতো। কোথায় পাবো এই সময় দোকান পাট ও খোলা থাকবে না।

চিন্তিত হয়ে বাবার পাশে বসে আছি। আশার আলো ফুটলো ছোটবেলায় আমারও যখন জ্বর হত । মাথা তখন মা জলপট্টি দিতো। আমিতো এই কাজটা করতে পারি উঠে বাথরুমে থেকে ছোট বাটিতে পানি ও একটা কাপড়ের টুকরো নিয়ে আসলাম। তারপর বাবার মাথায় জলপট্টি দিতে লাগলাম।
শরীর অতিরিক্ত গরম মনে হয় অনেক জ্বর এসেছে। বাবার মাথায় জলপট্টি দিয়েছে আর আমার চোখ দিয়ে অনবরত পানি পরছে। বাবাকে হারানোর একটা ভয় পাচ্ছি।

সাথে সাথে আমার হাত চলা বন্ধ হয়ে গেল আমি আর জলপট্টি দিতে পারছিনা।বাবার কিছু হলে আমি কি নিয়ে বাঁচব। পৃথিবীতে তো এই একমাত্র একজনই আছে যে আমার বেঁচে থাকার একমাত্র অবলম্বন। ওই ভাই বাবাকে জড়িয়ে ধরে ফোটাতে লাগলাম।
আল্লাহ তুমি এত নির্দয় হয় না বাবা কে আমার কাছ থেকে কেড়ে নিও না।

ছোট থেকে একটু তেল আমি একটু বেশি ভয় পাই।
হঠাৎ মাথায় বাবার হাতের ছোঁয়া পেয়ে মাথা চোখের বাবার দিকে তাকালাম বাবা তাকিয়ে আছে।
বাবা কষ্ট করে তাকিয়ে আছে। তার চোখ দেখে বোঝা যাচ্ছে তাকিয়ে থাকতে পারছিনা। কথা বলতে পারছেনা। আমি বাবার হাতে মাথায় চেপে ধরে বাবা বাবা বলে ডাকতে লাগলাম। তারপর আবার জলপট্টি দিতে লাগলাম ও ভাবেই বাবা ঘুমিয়ে পড়ল।

জলপট্টি দিতে দিতে সকাল হয়ে গেল। সকালের দিকে বাবার মাথায় হাত রাখলাম একটু হালকা জ্বর কমে এসেছে। কিন্তু বেশি কমেনি ওষুধ আনতে হবে দিনের আলো ফুটতে আমি টাকা নিয়ে বেরিয়ে পড়লাম ওষুধ কেনার জন্য।
বাসা থেকে পাঁচ মিনিটের হাঁটলে একটা ওষুধের দোকান আছে। সেখানে যাওয়ার জন্য হাঁটতে লাগলাম কিন্তু সেখানে এসে নিরাশ হলাম। দোকান বন্ধ বেশি সকাল দেখে মনে হয় দোকান খুলিনি।

বাবা কে বাসায় একা রেখে বেশিক্ষণ বাইরে থাকা যাবে না ।তাড়াতাড়ি ওষুধ নিয়ে ফিরতে হবে।কিন্তু এখন ওষুধ কিভাবে নেব। দোকান‌ই তো বন্ধ আরেকটা দরকার আছে সেটা অনেক দূর অনেকদূর হেঁটে যেতে হবে। অনেক সময় চলে যাবে।

যত সময়ই লাগুক যেতে হবে। টাকা যা আছে তা দিয়ে ওষুধ হবে। গাড়ি ভাড়া তো নেই। বাধ্য হয়ে হাঁটতে লাগলাম।

স্নেহা হাঁটতে লাগলো দ্রুত গতীতে । এখন যদিওর পাখা থাকতো উড়ে উড়ে চলে যেত। মন চাইছে পাখা থাকা দরকার ছিল কিন্তু সেটা তো সম্ভব না এখন পায়ে হেঁটে যেতে হবে। তারাতারির জন্য স্নেহা নিচের দিকে খেয়াল না করে এক মনে হেঁটে যাচ্ছে হঠাৎ পায়ের সাথে কিছু বেজে মুখ থুবড়ে পড়তে নিলো,

পরেও গেল পরে একটা চিৎকার করে উঠলো, পায়ের গোড়ালিতে ও হাত ছুলে রক্ত বের হয়ে গেছে। প্রচন্ড ব্যথা পেয়েছি মনে হয় আমার হাত আর পা ভেঙে গেছে। পরে উঠার শক্তিটুকু পাচ্ছিনা ওই ভাবেই বসে রইলাম।
চোখ বন্ধ করে ব্যথা কমানোর চেষ্টা করতে লাগলাম। কিন্তু কমছে না উল্টা আরো বেড়ে যাচ্ছে মনে হয়। যন্ত্রণায় গাল বেয়ে পানি পড়তে লাগল।
মাথা উঁচু করে দেখলাম আশেপাশে তেমন কেউ নেই। একজন দুইজন যাচ্ছে তারা আমার দিকে হা করে তাকিয়ে আছে। তাদের তাকানোতে হালকা লজ্জা পেলাম এত বড় মেয়ে হয়ে ভাবে পড়ে গেছি। ভাবতেই ব্যথা আর লজ্জ্বা দুইটা আমাকে আঁকড়ে ধরল।

ওইভাবে উঠার চেষ্টা করলাম কিন্তু উঠতে পারছি না। পা মনে হয় ভেঙে গেছে। হঠাৎ আমার সামনে একটা বাইক এসে থামল, মাথা উঁচু করে বাইকের দিকে তাকিয়ে থমকে গেলাম। উনি এখানে কি করছে?

চলবে♥️

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে