তুই_শুধু_আমার পর্ব-০৫

0
2620

#তুই_শুধু_আমার
Faria Siddique
Part 5

সকালে

আমি ঘুম থেকে উঠে দেখি রুদ্র আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। আমি আর কিছু না বলে মুচকি হাসলাম।
আমিঃএই যে জমিদার তারাতারি উঠুন।৮টা বাজে।
রুদ্রঃপ্লিজ জমিদারের বউ আমি আরেকটু ঘুমাই।
আমিঃনা উঠ।এক্ষুণি উঠো।
আমি এই কথা বলার সাথে সাথে রুদ্র চট করে চোখ খুলে আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে।
আমিঃকি হল?
রুদ্রঃআমি কি ভুল শুনলাম যে তুমি আমাকে তুমি করে বলছো?
আমিঃনা কেন?
রুদ্রঃ তার মানে তুমি আমাকে তোমার বর হিসেবে মেনে নিয়েছ?
আমিঃলে..সারারাত একসাথে থেকে এখন আমাকে বলতাছে আমি মশাইকে বর হিসেবে মেনে নিয়েছি কিনা?!!!!!বলি আমি যদি আপনাকে মেনে না নিতাম তাহলে আমাকে মেরে ফেললেও আমি আপনার সাথে এক বিছানায় শুতাম না।
রুদ্রঃও তাই বুঝি..(বাকা হেসে).
আমিঃজ্বি মশাই।
রুদ্রঃতাহলে এখন আমরা বাচ্চা নেয়ার কার্যক্রম শুরু করি??
আমিঃআজকে আমাদের বৌভাত সেটা কি মনে আছে?
রুদ্রঃহুম।
আমিঃতাহলে এখানে শুয়ে না থেকে ফ্রেশ হয়ে নিচে চলো।
রুদ্র কিছু বলতে যাবে তার আগেই রুশা এসে দরজা ধাক্কা দিল।
রুশাঃভাবি ভাইয়া দরজা খুল।
আমিঃদেখ রুশা ডাকছে।এবার ফ্রেশ হয়ে নিচে চল।
রুদ্রঃএই ভুচি যা এখান থেকে।
আমিঃকি হচ্ছে কি ছাড় আমি উঠব।
রুদ্রঃউম না।
আমি আর কিছু বলতেই পারলাম না তার আগেই জমিদার মশাই আমার ঠোটে ঠোঁট মিলিয়ে দিল।
পাক্কা ১০ মিনিট পর আমাকে ছাড়ল।আমি হাপাতে লাগলাম।
আমিঃলুইচ্ছা(হাপাতে হাপাতে)
আমার কথা শুনে রুদ্র জোরে জোরে হেসে দিল।
রুশাঃআমি কি দরজা ভেঙে ফেলব???
রুদ্রঃতুই যা আমরা আসছি।
রুশাঃআমি ভাবিকে নিয়ে যাব। তারাতারি দরজা খুল।
আমি গিয়ে দরজা খুলে দিলাম।
রুদ্র ওয়াশরুমে চলে গেল।
রুশাঃভাবি মা বলেছে এই শাড়ীটা পরে নিচে যেতে।তোমাকে দেখততে আসবে।
আমিঃকে?
রুশাঃআমার কাজিনরা।
আমিঃও আচ্ছা।
রুদ্র ওয়াশরুম থেকে বের হয়ে আসল।
আমিঃকিন্তু আমি তো শাড়ী পরতে পারি না।
রুদ্রঃআমি আছি তো।
রুশাঃজ্বি না।ভাবিকে আমি শাড়ী পরাবো।তোকে বাবা নিচে যেতে বলেছে।
রুদ্রঃভুচি বেশি বেশি হচ্ছে কিন্তু।আমার বউকে আমি শাড়ী পরাবো তাতে তোর কি।যা ভাগ এখান থেকে।
আমিঃরুদ্র যাও এখান থেকে।আমাকে তোমার শাড়ী পরাতে হবে না।
রুদ্রঃপ্লিজ বউ।
রুশাঃতুই যাবি নাকি আমি বাবাকে ডাকব।
রুদ্রঃযাচ্ছি।
রুদ্র যেতেই আমি আর রুশা জোরে জোরে হেসে দিলাম।
তারপর রুশা আমাকে শাড়ী পরাতে পরাতে বলল
রুশাঃজানো ভাবি আমার ভাইয়া না আগে এতো হাসিখুশি ছিল না।কিন্তু এখন তুমি আমার ভাইয়ার লাইফে আসাতে আমার ভাইয়া আবার হাসিখুশি জীবনে ফিরে এসেছে।
আমি শুধু মুচকি হাসলাম।
রুশাঃভাবি কোনদিনও কোন অবস্থাতে আমার ভাইয়াকে ছেড়ে যেও না।
আমিঃ যাব না।
শাড়ী পরানো শেষ করে আমি আর রুশা নিচে গেলাম।গিয়ে দেখি মা খাবার টেবিলে বসে আছে।
মাঃবাহ আমার মেয়েটাকে তো অনেক সুন্দর লাগছে।
আমি মুচকি হাসলাম।
রুশাঃমা ভাইয়া আর বাবা কই?
মাঃআর বলিস না দরজা বন্ধ করে কি কথা জানি বলছে.
আমিঃকেন?দরজা বন্ধ করে কি কথা বলতাছে।
রুশাঃআরে বাদ দাও ওদের কথা।

বাডিঃতুই আমাকে একটা প্রমিস করেছিলি মনে আছে?
রুদ্রঃকি প্রমিস?(অবাক হয়ে)
বাডিঃআরে বাচ্চার কথা।
রুদ্রঃবাবা তুমি কিন্তু আমার বাবা!!!!
বাডিঃতো কি হয়েছে।
রুদ্রঃতোমার বউমা আমাকে কালকে মাত্র মেনে নিয়েছে।
বাডিঃহুররেএএএএএএ
রুদ্রঃবাবা আস্তে আস্তে।
বাডিঃতাহলে এবার আমি আমার নাতি নাতনির মুখ দেখতে পারব।ফারিয়ার বাবাকে খবর দিয়েছিস?
রুদ্রঃনা দিব।
বাডিঃতারাতারি দে আর আমার প্রমিস টাও মাথায় রাখিস।
রুদ্রঃ ওকে বাডি
বাডিঃdon’t call me buddy.call me baba.বাডি শুধু বউমা ডাকতে পারবে।
রুদ্রঃthis is not fair baba.
বাডিঃযেটা বলেছি সেটাই ডাকবি।(রাগি সুরে)
রুদ্রঃএবার চলো।ওরা নিচে চলে এসেছে।
বাডিঃহুম চল।
এই বলে রুদ্র আর বাডি খাবার টেবিলে আসল।
বাডিঃকিরে বউমা ঘুম কেমন হলো?
আমিঃভালো বাডি।
বাডিঃতা আজকে তোদের বউভাত মনে আছে তো.
রুদ্রঃহুম বাবা।
বাডিঃতা রাতে তোমাদের অনুষ্টান।বিকালে রুশা আর ফারিয়ার জন্য পার্লারের লোক আসবে।আর বউমা তোর জন্য লেহেঙ্গা কিনেছি আমি।পছন্দ না হলে…..
আমিঃআমার পছন্দ হবে বাডি।
রুদ্রঃআর আমি যে তোমার জন্য শাড়ী কিনেছি ওইটা কি হবে?
বাডিঃআহ রুদ্র আমাদের মধ্যে তোর কথা বলার দরকার কি?
আমিঃআজকে যাই হোক আমি লেহেঙ্গাই পরবো।
বাডি মুচকি হেসে আমার মাথায় হাত ভুলিয়ে দিলেন
মাঃএকটু পরে মেহমানরা আসবে।
তারপর আমরা সবাই খাওয়াদাওয়া শেষ করে রুমে চলে আসলাম।আর রুদ্র কোথায় যেন গেল।

অন্যদিকে

রাজঃতা দুলাভাই কি অবস্থা আপনার?? (বাকা হেসে)
(দুলাভাই মানে আমার বোনের জামাই।নাম জুনায়েদ খান। তিনি একজন ডাক্তার।)
জুনায়েদঃকারা আপনারা??
রাজঃআমরা কে তা না হয় পরে জানবেন।আগে আমাদের সাথে চলুন।
জুনায়েদ আর কিছু বলতে পারল না।তার আগেই তাকে অজ্ঞান করে গাড়িতে তুলে আমার গোডাউনে নিয়ে আসা হলো।
রাজঃমেমকে একটা কল করি।
রাজ আমাকে কল করল।
আমিঃহুম রাজ বল।কি খবর?
রাজঃমেম জুনায়েদ খানকে ধরে নিয়ে এসেছি।
আমিঃআমার দুলাভাইকে একটু ভালো করে খাতির যত্ন কর।(বাকা হেসে)
রাজঃওকে মেম।
আমি বাকা হেসে কল কেটে দিলাম।
আমি বারান্দায় দাঁড়িয়ে আছি।আমার ফোনটা বেজে উঠল।
দেখলাম পাপা কল দিয়েছে।আমি ধরলাম।
পাপাঃকেমন আছিস মা।
আমিঃভালো পাপা।
পাপাঃআমি খুব খুশি যে তুই রুদ্রকে মেনে নিয়েছিস।
আমিঃএটা হয়ারি ছিলো পাপা।
পাপাঃআজকে সন্ধ্যায় তোর জন্য একটা সারপ্রাইজ আছে।
আমিঃতারাতারি চলে এসো।
পাপাঃহুম।আচ্ছা রাখি।

চলবে………..

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে