ভালোবাসার রং পর্ব-২১ এবং শেষ পর্ব

0
4054

#ভালোবাসার_রং (❣️You are my Lifeline ❣️)

#Part_21 (last part)

#Ishita_Rahman_Sanjida_(Simran)

আনহা ঠাস করে নয়নের গালে থাপ্পড় বসিয়ে দিল,,,,,নয়ন গালে হাত দিয়ে অবাক হয়ে আনহার দিকে তাকিয়ে আছে,,,,,নয়ন বুঝতে পারছে না,,,আনহা ওকে কেন মারল,,,, বেচারার ফর্সা গালটা লাল হয়ে গেছে,,,,,,

আনহার: তোর সাহস তো কম না,,,তুই এসেছিস আমাকে দিয়ে পেপারে সাইন করতে
হুম,,,করছি সাইন,,,,,
আনহা ডিভোর্স পেপার টা ছিঁড়ে ফেলল,,,,,
নয়ন: এটা কি করলে,,,,, ছিঁড়ে ফেললে এখন আমি আকিবকে কি বলব,,,,, আবার পেপার রেডি করতে হবে,,,,,
একথা শুনে আনহা নয়নের অন্য গালে আরেকটা থাপ্পড় বসিয়ে দিল,,,,,,নয়ন এবার কাঁদো কাঁদো হয়ে গেল,,,,,,সবার সামনে এভাবে আনহা মারল কেন,,,,নয়ন দুই গালে দুই হাত দিয়ে বলল,,,,,
নয়ন: মারলে কেন,,,,,
আনহা: শয়তান ছেলে,,,, কোথায় বন্ধুকে বোঝাবে তা না করে বন্ধুর ঘর ভাঙতে এসেছিস,,,,, থাপ্পর তো তুই আরো খাবি,,,,,

তামিম: দেখ নয়ন,,,, তোমার উচিত আকিবকে বোঝানো,,,,,যাতে ও এরকম না করে,,,,,
নয়ন: আমি ওকে বলেছিলাম,,,,, কিন্তু ও বলল,,,,, এখন নাকি ওর কাছে কিছু নেই যা দিয়ে ও আনহাকে সুখি রাখতে পারবে,,,,

আনহা: আকিব ভেবছে কি আমি লোভী হুম
ওর একদিন কি আমার কয়দিন,,,,,আপনি আকিবকে এখানে আসতে বলুন,,তারপর ওর হচ্ছে,,,,
নয়ন: আকিব এখানে কিছুতেই আসবে না
আনহা: হুম,,,,, (কিছুক্ষণ ভেবে) আমার মাথায় একটা বুদ্ধি এসেছে,,,,

নয়ন: কি,,,,,,,
আনহা: ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
নয়ন: অসম্ভব আমি এটা কিছুতেই করতে পারব না,,,,,,,,
আনহা: কি,,,,, আরেকটা থাপ্পড় খাওয়ার শখ হইছে,,,,,,
নয়ন: এই না,,,,,একদম গায়ে হাত দেবে না
এমনিতেই দুটো দেওয়া হয়ে গেছে,,,,
আনহা: তিন নাম্বার টা খেতে না চাইলে আকিবকে কল কর তাড়াতাড়ি,,,,,,

নয়ন ইস্তদিস্ত করতে করতে আকিবকে কল করল,,,,,আকিব প্রথম কয়েকবার ফোন ধরল না,,,,অনেক বার দেওয়ার পর ফোন রিসিভ করে,,,,,,
নয়ন: কি রে ফোন ধরতে এত সময় লাগে কেন,,,,,
আকিব: আমি ভেবেছিলাম আনহা হয়তো দিয়েছে,,,,,,
নয়ন: আনহা আর তোকে কল করবে না,,,,
আকিব: না করলেই ভালো,,,,ও নিজের মতো করে বাঁচুক,,,,,,
নয়ন: আনহা আর বেঁচে নেই,,,,,
আকিব: কি,,,,,,,,,,,
নয়ন: হুম,,,, আমি আনহার বাড়ি থেকে ঘন্টাখানেক আগেই চলে এসেছি,,,,পেপার টাও ওখানেই আছে,,,,,আনহা নাকি সুইসাইড করেছে,,,,,ফ্যানের সাথে এখনো ওর লাশ ঝুলছে,,,,, আমি এই মাত্র আনহার বাসায় এসেছি,,,, তুই ও চলে আয়,,,,,আনহা সুইসাইড নোটে লিখে গেছে তুই না এলে যেন ওর লাশ না নামানো হয়,,,,,তাই এখনও ফ্যানের সাথে ওর লাশ ঝুলছে,,,,, তুই তাড়াতাড়ি চলে আয়,,,,,,,,

নয়ন ফোন কেটে দেয়,,,,,
আনহা: ওহহো,,,, দারুন এ্যাকটিন করেছেন
এখন শুধু আকিব আসার পালা সবাই রেডি তো,,,, আমি রুমে যাই,,,,,

আনহা রুমে চলে গেল,,,,,,সবাই বসার রুমে বসে আছে,,,,,,আকিব নয়নের কথা শুনে তাড়াতাড়ি আনহার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে,,,আকিব ভাবতে পারছে না আনহা সুইসাইড করল,,,,আকিবের চোখ দিয়ে পানি গড়িয়ে পরছে,,,,গাড়ি থেকে নেমে দৌড়ে বাড়ির ভিতরে আসে,,,,দরজা খোলাই ছিল
আকিব ভিতরে ঢুকল,,,,, কাঁপা কাঁপা পায়ে এগোচ্ছে,,,, হাঁটতে এখন ওর প্রচুর কষ্ট হচ্ছে
আকিবকে দেখে তামিম ইশারায় আকিবকে আনহার রুমে যেতে বলল,,,,আকিব আস্তে আস্তে আনহার রুমের ভিতরে ঢুকল,,,, রুমে ঢুকেই আকিবের চক্ষু চড়কগাছ,,,,আনহা ড্রেসিং টেবিলের সামনে বসে আয়নার দিকে তাকিয়ে ঠোঁটে লিপস্টিক লাগাচ্ছে,,,,আকিব কে দেখেই উঠে দাঁড়ালো,,,,

“এখনই জয়েন করুন আমাদের গল্প পোকা ডট কম ফেসবুক গ্রুপে।
আর নিজের লেখা গল্প- কবিতা -পোস্ট করে অথবা অন্যের লেখা পড়ে গঠনমূলক সমালোচনা করে প্রতি সাপ্তাহে জিতে নিন বই সামগ্রী উপহার।
আমাদের গল্প পোকা ডট কম ফেসবুক গ্রুপে জয়েন করার জন্য এখানে ক্লিক করুন

আকিব: আনহা,,,, তুমি,,,, কিন্তু তুমি তো,,,
আনহা: সুইসাইড করেছি তাইতো,,,,
আকিব: নয়ন তো,,,,,
আনহা: আমি ওনাকে এসব বলতে বলেছি,,,,,
আকিব: এসব করার মানে কি আনহা,,,,
আমাকে মিথ্যা বলে এখানে আনার কারণ কি,,,,
আনহা: তাহলে সত্যি আমি মরে গেলে তুমি খুশি হতে,,,,,,,, তাহলে আমি এখনই সুইসাইড করি,,,, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখ,,,,,
আনহা একটা শাড়ি নিয়ে ফ্যানের দিকে ছুড়তেছে,,,,,
আনহা: পারছি না তো,,,,ওয়েট একটা টুল নিয়ে আসি,,,,,,
আনহা টুল আনার জন্য বাইরে যেতে নিলে আকিব ওর হাত ধরে টান মেরে সামনে এনে আনহার গালে ঠাস করে চড় মেরে দিল,,,,চড় খেয়ে আনহা গালে হাত দিয়ে বড় বড় চোখে আকিবের দিকে তাকিয়ে আছে,,,,এই প্রথম আকিব ওর গায়ে হাত তুলল,,,,আকিব চড় মারার সাথে সাথেই আনহাকে জড়িয়ে ধরে,,,
পর পর দুইবার আনহা অবাক,,,, মারলো আবার জড়িয়ে ধরল,,,,,এটা কেমন হলো,,,,
আকিব শক্ত করে আনহাকে জড়িয়ে ধরে আছে,,, মনে হচ্ছে ছেড়ে দিলেই পাখির মতো উড়ে যাবে,,,,আনহা একটু মুচকি হেসে আকিবকে দুহাতে আকড়ে ধরে,,,,,
আকিব আনহাকে ছেড়ে দিয়ে দুহাতে আনহার গাল স্পর্শ করে,,,,,
আকিব: You don’t know how can I love you,,,,,হুমম,,,জানো নয়নের কাছে যখন আমি শুনলাম তুমি আর নেই আমার তখন কেমন ফিল হচ্ছিল,,,, তুমি জানো না তোমাকে ছাড়া আমি এক মুহুর্ত থাকতে পারব না,,,,,,
আনহা: এতো যখন বুঝো তাহলে ডিভোর্স পেপার পাঠিয়েছ কেন,,,,,তুমি তো খুব ভালো করেই জানো তোমাকে ছাড়া আমি ভালো থাকতেই পারি না,,,,,তারপরও,,,,,হ্যা আমি ভুল করেছি তোমাকে ভুল বুঝে,,,,তাই বলে তুমি আমাকে এত বড় শাস্তি দেবে,,,, এর থেকে সত্যি আমার মরে যাওয়া ভালো,,,,,

আকিব আনহার মুখ চেপে ধরে,,,, আবার জড়িয়ে ধরল,,,,,আনহা ও আকিবকে জড়িয়ে ধরে,,,,,ওর চোখের পানি বাধ মানছে না আকিবের শার্ট ভিজে গেছে,,,,,আনহা আকিবকে নিজের থেকে ছাড়িয়ে,,,,,
আনহা: মনে আছে তোমার,,,,একদিন বলেছিলাম না,,,,,যে থাকে সে হাজার কষ্ট হলেও থাকে আর যে চলে যায় তাকে হাজার চেষ্টা করেও আটকানো যায় না,,,, সুখের সময় তোমার সাথে ছিলাম তাই বলে দুঃখের সময় থাকব না এটা কি করে হয়,,,,, সারাজীবন তোমার সাথে থেকে তোমার সুখ দুঃখের ভাগিদার হয়ে থাকতে চাই,,,,,,,

আকিব অপলক দৃষ্টিতে আনহার কথাগুলো শুনছিল,,,,,,
আনহা: ভালো কথা,,,, আমি তোমার নামের সব মিথ্যা অপবাদ ঘুচিয়ে দিয়েছি,,, রাকিবের মুখোশ সবার সামনে টেনে খুলেছি,,,, এখন আর তোমার উপর কেউ রেগে নেই সবাই অনুতপ্ত,,, এবার চলো আমরা বাড়ি ফিরে যাই নতুন করে সবকিছু শুরু করি,,,,,,,

আকিব: আমি সবকিছু জানি,,, কিন্তু ওই বাড়িতে আমি ফিরে যেতে পারব না,,,,
আনহা: কিন্তু কেন,,,,,
আকিব: বাড়িতে গেলে আমাকে ভাইয়ার মুখোমুখি হতে হবে,,,, তখন আমার পিছনের কথাগুলো মনে পড়ে যাবে,, আর আমি তা সহ্য করতে পারব না,,,,,, আমি পারব না নিজেকে কন্ট্রোল করতে,,,,
আনহা: তোমাকে যেতেই হবে,,,ওই বাজে লোকটাকে তুমি নিজের হাতে শাস্তি দিবে,,

আকিব: যে ভাইয়াকে এত বছর ধরে ভালোবেসেছি শ্রদ্ধা করেছি তাকে কিভাবে কষ্ট দেই,,,,
আনহা: তোমার ভাইয়া তোমার সাথে এত বড় বেঈমানি করল আর তুমি তাকে কিছু বলবে না,,,,,
আকিব: দেখ আনহা,, কুকুর যদি কামড়ায়
প্রতিশোধ নিতে আমি ও যদি পাল্টা কামড় দেই তাহলে কুকুর আর আমার মধ্যে পার্থক্য রইল কোথায়,,, আর তাছাড়া আমার নিজের ভাইয়া তাকে কষ্ট দিতে গেলে আমার কষ্ট হবে আর তার সামনে গেলেও কষ্ট হবে,,তাই আমি বাড়িতে ফিরব না,,,,, তুমি যদি আমার সাথে থাকতে চাও তাহলে আমি যেখানে নিয়ে যাব সেখানে যেতে হবে আমি যেভাবে থাকব সেভাবে থাকতে হবে,,,,পারবে,,,,

আনহা: আমি সব পরিস্থিতিতে তোমার সাথে থাকতে প্রস্তুত,,,, তুমি যেখানে নিয়ে যাবে আমি সেখানে যাব,,,,
আকিব: তোমার পরিবার মানবে তো,,,,,,
আনহা: তারা অবশ্যই মানবে,,,, যেখানে থাকতে আমার প্রবলেম নেই সেখানে আমার পরিবারের কোন প্রবলেম থাকার কথা না চলো,,,,যাওয়া যাক,,,,,

আনহা ব্যাগ গুছিয়ে আকিবের হাত ধরে বাইরে আসে,,,,, সবাইকে জানিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হয়,,, হঠাৎ আকিবের চোখ যায়
নয়নের দিকে এখনও গালে হাত দিয়ে বসে আছে,,,,আনহার চড় এখনো হজম হয়নি,,,

আকিব: কি রে এখানে এভাবে বসে আছিস কেন চল,,,,
সবাই মিটিমিটি হাসছে কারণ আকিব জানে না যে আনহা নয়নকে চড় মেরেছে,,,,
আনহা: হুম ভাইয়া চলুন,,,, আমি আর আকিব যাই,,, আপনি বরং আমার ব্যাগটা নিয়ে আসুন,,,,,
আনহা মুখ টিপে হাসছে,,,,আকিব তো কিছুই বুঝতে পারছে না,,,,আনহা আকিব আর বাকি সবার সাথে বাইরে আসে বাড়ির সবাইকে বিদায় জানিয়ে বেরিয়ে পড়ল,,,,, নয়ন ও ব্যাগ নিয়ে ওদের পিছু পিছু গেল,,,,,,,






After 3 years

আকিব: আনহা আর কতক্ষন লাগবে ঘন্টাখানেক ধরে ওয়েট করতেছি,,,,,

আনহা: তুমি আয়ান কে রেডি কর আমি আসতেছি,,,,
আকিব: আয়ানকে রেডি করেছি আধঘন্টা হয়ে গেছে,,,, আর তুমি,,,,,
আনহা: আমার হয়ে গেছে চলো,,,, (শাড়ির আঁচল ঠিক করতে করতে)

আকিব: একটু ঘুরতে যাব আর তুমি এতো সেজেছো,,,,
আনহা: তো,,,,,
আকিব: তো মানে,,,শোন তোমাকে যে কেউ দেখলে বুঝবে যে তুমি এক বাচ্চার মা,,,,,,

আনহা: ওহ আচ্ছা (হাত ভাঁজ করে দাঁড়িয়ে) আর তোমাকে দেখলে কি বলবে,,,,
আকিব: আমাকে দেখলে কেউ বুঝবেই না যে আমি বাচ্চার বাবা হয়ে গেছি,,,,দেখছো না দিন দিন কেমন হ্যান্ডসাম হচ্ছি,,,, প্রতিদিন লাভ লেটার পাই,,,,,
আনহা: ওহ তাই,,,, দাঁড়াও আসছি,,,,,

আনহা রুমে গেল একটু পরে বেরিয়ে আসে হাতে একটা কাগজ,,,,
আকিব: তোমার হাতে কি,,,,,
আনহা: এই কাগজে ম্যারিড লেখা,,,, তোমার পিঠে লাগিয়ে দিব তাহলে কেউ লাভ লেটার দেবে না,,,,,,
আকিব: আরে লাভ লেটার ই দিচ্ছে আমি তো আর পাত্তা দিচ্ছি না,,,,,
আনহা: তবুও,,,,, আমার হাজবেন্ডের দিকে তাকাতেও দেব না,,,, আমাকে কি শ্রীময়ি পেয়েছ নাকি শ্যামা পেয়েছ,,,,,হুম,,,,,
আকিব: আল্লাহ আমাকে উঠাইয়া নেও,,,,,
আনহা: কথা না বলে পিছন ঘুরো,,,,
আকিব: লোকে দেখলে কি বলবে,,,,
আনহা: লোকে কি বলবে সেটা দিয়ে আমি কি করব,,,,
আকিব: আচ্ছা ঠিক আছে আমি আয়ান কে কোলে নিব,,,,, আর তুমি আমার পাশে পাশে হাঁটবে,,,,, তাহলে সবাই ভাববে আমি ম্যারিড আর আমার একটা ছেলে আছে ওকে,,,,

আনহা: ওকে,,,,,
আকিব: তাহলে যাওয়া যাক,,,,,
আনহা: হুম (মাথা নাড়িয়ে)

?????????????

সেদিন আনহা আকিবের হাত ধরে একটা ফ্ল্যাটে আসে আর আকিব একটা অফিসে জয়েন করে,,,,,আকিবের মা বাবা বোন এসে ওদের বাড়িতে যেতে অনেক অনুরোধ করে কিন্তু আকিব যায়নি,,,,ও কিছুতেই রাকিবের মুখোমুখি হতে চায় না,,,, আর ওর বাবার কোন সম্পত্তি ও ওর চাই না আকিব ওর বাবাকে সাফ মানা করে দিয়েছে,,,,,সব সম্পত্তি যেন রাকিবকে দেওয়া হয়,,,,আকিবের বাবা এসব মানতে চায় না কিন্তু আকিব ও নিজের জেদ ধরে থাকে,,,,,
ওর এক কথা,,,,ওর কাছে ওর ভালোবাসার মানুষ গুলোই যথেষ্ট আর কিছু নয়,,,,, আনহাকে নিয়ে বাকি জীবন এখানে এভাবে কাটাতে চায়,,,,সেদিন আনহাও কিছু বলেনি
বলার কোন ভাষা ছিল না ওর,,,আকিবের ভালোবাসার কাছে এভাবেই ও হার মেনে আসছে,,,,,, সেদিন আনহার চোখ থেকে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়েছিল এই ভেবে যে আকিব ওকে এতো ভালো বাসে আর ও কিনা আকিবকে ভুল বুঝেছিল,,,,,আয়ান হচ্ছে আকিব আর আনহার ছেলে বয়স দুই বছর,,,
এক সপ্তাহ আগে আয়ানের জন্মদিন ছিল আর সেদিন আকিবের বাবা নিজের নাতিকে একটা ফ্ল্যাট গিফট করে,,,,,আকিব এর কোন কথাই ওর বাবা শোনেনি,,,, কারণ ওনি ছেলেকে নয় নাতিকে দিয়েছে,,,, এজন্য আকিব ও কিছু বললো না,,,, দুদিন হলো ওরা নতুন ফ্ল্যাটে এসেছে,,,,, আর আজকে তিনজনে ঘুরতে বেরিয়েছে,,,,,,





রাতের ডিনার করেই ওরা বাড়ি ফেরে,,,,, আনহা বাড়ির সব কাজ সামলে রুমে এসে দেখে,,,,আকিবের বুকের উপর আয়ান ঘুমিয়ে পড়েছে আকিব ও ঘুমে,,,,, ওদের এভাবে দেখে আনহার ঠোঁটের কোণে এক চিলতি হাসি ফুটে উঠল,,,,,আনহা আয়ানের কপালে চুমু দিয়ে চলে যেতে নিলে আকিব ওর হাত টেনে ধরে,,,,,
আনহা: তুমি ঘুমাও নি,,,,,
আকিব: ছেলেকে পেয়ে আমাকে ভুলে গেছো নাকি,,,, আমার টা দেবে কে,,,,
আনহা: কি দেব,,,,,
আকিব ভ্রু কুঁচকে আনহার দিকে তাকিয়ে বলল,,,,
আকিব: বুঝতে পারছ না,,,,
আনহা: উহু,,,,,,
আকিব: ওকে বোঝাচ্ছি,,,,,
আকিব আস্তে করে আয়ান কে পাশে শুইয়ে দিয়ে চাদর টেনে দিল,,,, তারপর দাঁড়িয়ে আনহার কাছে এসে ওর কোমড়ে হাত দিয়ে টেনে নিজের সাথে মিশিয়ে নিল,,,,,
আকিব: তুমি সত্যি বুঝতে পারছ না,,,
আনহা ঠোট উল্টিয়ে মাথা নাড়িয়ে না বলল,,,

আকিব: ওকে আমাকে বোঝাতে হবে,,,,, তবে এখানে না চলো ছাদে,,,,
আনহা: এখন,,,আয়ান উঠে যাবে তো,,,,
আকিব: উঠবে না আয়ান পুরো পুরি ওর মায়ের মতো হয়েছে একবার ঘুমালে সকাল ছাড়া ওঠে না,,,,
আনহা ছোট ছোট চোখে আকিবের দিকে তাকায়,,,,,
আনহা: আমি যাব না,,,,
আকিব আনহাকে কোলে তুলে নিয়ে ছাদের সিঁড়ির দিকে হাঁটতে লাগলো,,,,,,আনহার কোন কথাই শুনলো না,,,,ছাদে একটা দোলনা আছে,,,,আকিব আনহাকে দোলনায় বসিয়ে দিল,,,,, আকাশে বড় একটা চাঁদ উঠেছে,,,,,
আনহা আকিবের কাঁধে মাথা রেখে চাঁদ দেখতেছে,,,,,,আকিবের হাতে হাত রেখে,,,,,

_____________?সমাপ্ত?_____________

সবাই শুধু টাকার লোভ করে না কিছু কিছু মানুষের ভালোবাসার লোভটাই বেশি থাকে
আর আকিব তার প্রমাণ আর এভাবেই ওদের জীবন ভালোবাসার রং এ রাঙিয়ে যাক আর যারা যারা আমার গল্পটা পড়েছেন I wish তাদের জীবন ও যেন ভালোবাসার রং এ রাঙুক❤️❤️❤️

_____________❤️ধন্যবাদ❤️____________

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে