প্রিয় বৃষ্টিমালা -Faiza Habib Nebula

0
706

#গল্পপোকা_চিঠি_প্রতিযোগিতা_২০২০
চিঠি নং-০৪
প্রিয় বৃষ্টিমালা,
আজি ঝরো ঝরো মুখরো বাদল দিনে,
জানি নে,জানি নে
কিছুতে মনো নাহি লাগে না, লাগে না…………
আজকে যখন তোমাকে লিখতে বসেছি তখন আমি গাজীপুরে নানার বৃষ্টি দেখার জন্য বিশেষভাবে তৈরি বৃষ্টিবিলাসে বসে আছি।সামনে ডায়রির সাদা পাতা আর টিনের চালে বৃষ্টির মূর্চ্ছনা।এ যেন কোনো এক ওস্তাদের হাতের কারুকাজ, এ যেন করুণ এক সানাতুর, নাকি সেতার, জানি না আমি কিন্তু আমার মস্তিষ্কের প্রতিটি কণা থেকে রক্তের প্রতিটি অনু কণিকায় ছড়িয়ে পড়ছে তীব্র গতিতে।
আমার জানালা দিয়ে দেখা যায় এক বিশাল প্রান্তর যা আজ পানিতে প্লাবিত।এক নৌকার মাঝি বয়ে চলেছে বৈঠা কিন্তু চারিদিকে কেউ নেই।এ মাঝিকে দেখে মনে পড়ে গেল সোনার তরী কবিতাটি….
আমি যখন আমার সেই বৃষ্টিবিলাসে বসে অন্য দিকে তাকাই,তখন গাছের পাতার গায়ে বৃষ্টির পতনের ফলে যে চমৎকার সবুজাভ রং দেখি,বেলিফুলের গন্ধ পাই তা যেন অমূল্য।ফুলভর্তি গাছটাকে যেন সাদা ছোট পায়রার মতো লাগে।কামিনী,হাসনাহেনা,গন্ধরাজের গন্ধে যেমন বিমোহিত হই তেমনি যদি ধূমায়িত এক কাপ চা এর সাথে গজলসংগীত শুনি মনে হয় এ ত্রিভুবনে আমার চেয়ে সুখী আর কেউ নয়।
মাঝে মাঝে টানা বৃষ্টি এক সময় ক্লান্তির আমেজ নিয়ে আসে,তাই তো মন বিরহী হয়ে উঠে।
আজকের এ চিঠি শেষ করছি সেই বিরহী মনের প্রিয় গানের কিছু লাইন দিয়ে,
যদি মন কাঁদে তুমি চলে এসো,চলে এসো এক বরষায়………..
ইতি তোমার
বৃষ্টিপ্রেমি

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে