কাউকে অবহেলা করার সুন্দর একটা কৌশল হলো ব্যস্ততা দেখানো !!

2
6802

কাউকে অবহেলা করার সুন্দর একটা কৌশল হলো
ব্যস্ততা দেখানো !!
রিলেশনশিপে ব্যস্ততা শব্দটির কোনো স্থান নেই !!
সত্যিকারের প্রিয় মানুষটা ব্যস্ত থাকলেও,,
তোমার খোঁজ খবর নিবে !!
.
কী করছ কেমন আছ খাবার খেয়েছ কী না !!
তোমার শরীল সুস্থ আছে কী না ইত্যাদি !!
কিন্তু প্রিয় মানুষ সেজে থাকা মানুষটা,,
অবসর পেলেও তোমাকে কাছে সে ব্যস্ততা দেখাবে !!
কেউ যদি তোমাকে বলে কথা বলার সময় পাইনি !!
তাহলে সেটা বিশ্বাস করো না !!
সময় ঠিকই পেয়েছিলো !!
.
কিন্তু মানুষটা তোমার জন্য সময় ব্যয় করতে চায়নি !!
সোজা কথা হলো:-
মানুষ কেবল সেটার জন্য মূল্যবান সময় ব্যয় করে !!
যেটা বেশি ইম্পরট্যান্ট !!
এটা প্রায়োরিটির উপর নির্ভর করে !!
কেউ যখন তোমাকে বলে আমি খুব ব্যস্ত ছিলাম !!
একটুও সময় পাইনি !!
.
তাহলে বুঝে নিবা সেই মানুষটার কাছে,,
তুমি এখন আর ইম্পরট্যান্ট কেউ নও
যার জন্য সে সময় ব্যয় করবে !!
ব্যস্ততা বলতে আসলে কিছুই নেই !!
দুজন মানুষ যদি একে অপরকে মনে প্রাণে ভালোবাসে,,
তাহলে তারা অবশ্যই সময় বের করে নিবে !!
একটু খানি কথা বলার জন্য মনটা অবশ্যই আনচান করবে !!
.

একটু খানি কথা বলার জন্য বেকুল হয়ে পরবে !!
তোমার সাথে কথা না বলতে পারলে অনেক রাগ করবে !!
তোমার কন্ঠ শুনার সাথে তার রাগটা পানি হয়ে যাবে !!
খেয়াল করে দেখো !!
I’m busy but I miss u,
কথাটা টেক্সট করতে এক মিনিটও লাগেনা !!
ক্লাসের সময় ফোন লুকিয়ে বলা যায় !!
.
অফিস টাইমে এক মিনিটের জন্য ওয়াশরুমে গিয়ে বলা যায় !! খাওয়ার সময় অন্য হাতে ফোন নিয়ে বলা যায় !!
রাস্তায় চলাফেরার সময় টেক্সট করা তো খুব সহজ ব্যাপার !!
.
ছোট্ট একটা মেসেজ দেওয়ার এত সময় থাকলেও কেউ যদি তোমাকে ব্যস্ততার অজুহাত দেখায় !!
তাহলে ভেবে নিও তুমি ভুল মানুষকে বেছে নিয়েছো !!
তোমার উচিত রিলেশন ব্রেকআপ করে ফেলা !!
যে মানুষটা তোমাকে একটুও সময় দেয়না !!
.
সে একদিন তোমাকে ছেড়ে চলে যাবেই !!
সেই সময়টা আসার আগেই তুমি নিজ থেকে সরে যাও !!
কেউই তোমার মূল্য বুঝবে না !!
যদি তুমি নিজের মূল্য না বুঝো !!
মনে রাখবে নিজের মূল্য বুঝা সব চেয়ে জরুরী !!
ভুলে থাকুন যে আপনাকে ভুলে যাচ্ছে

লেখা,,,আরিয়ান

2 মন্তব্য

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে