গরীবের প্রেম part 1

0
3691

গরীবের প্রেম

লেখা/ রুবেল(হিংসুটে ছেলে)

——part 1—–

!

সায়মন এ ভাবে অার কত দিন চলবি বলতো?(সাদিয়া)
কেন অামি অাবার কি করলাম(সায়মন)
অাল্লাহ যে কেন তোর নামের সাথে অামার নামটা মিলে দিছে উনি ভালো যানে(সাদিয়া)
হাহাহা অাচ্ছা জানু তুমি এ ভাবে বলছো কেন?(সায়মন)
শোন ফাজালামো করবি না এই নে ধর(সাদিয়া)
কি এটা(সায়মন)
প্যাকেট খুলে দেখ(সাদিয়া)
ওয়াও thank you জানু(সায়মন)
এ নিয়ে তিনটা ফোন দিলাম তোক অার কিন্তু দিতে পারবো না (সাদিয়া)
উফপ জানু তুমি কত ভালো (সায়মন)
জানু মনু বাদ দে অামি তোর প্রেমিকা না (সাদিয়া)
তোক কে বলছে তুই অামার প্রেমিকা? তুই তো অামার বউ(সায়মন)
দেখ ফালতু কথা কস না, সকালে কি খাইছিস(সাদিয়া)
কি যে খাইলাম গো ঠিক মনে নাই(সায়মন)
থাক অার মিথ্যা বলতে হবে না(সাদিয়া)
কই মিথ্যা বললাম( সায়মন)
এবার বল হোস্টেল বিল কত টাকা বকেয়া অাছে(সাদিয়া)
২ মাসের (সায়মন)
এই নে ধর(সাদিয়া)
হুম(সায়মন)
হুম না, বাজে খরচ করবি না, বকেয়া টাকা পরিশোধ করে দিবি(সাদিয়া)
অাচ্ছা(সায়মন)
চল কিছু খাবি (সাদিয়া)
না থাক( সায়মন)
যা বলি তাই কর উঠ( সাদিয়া)
উফপ কানটা ছাড় লাগছে তো (সায়মন)
হুম ছাড়লাম এবার উঠ( সাদিয়া)
অাচ্ছা চল(সায়মন)

!
সাময়ন কে নিয়ে সাদিয়া একটা রেস্টুরেন্ট এ গেলো,
সাদিয়া ভালো করে বুজতে পারছে সায়মন সকাল থেকে কিছু খায়নি,
খাবে কি ভাবে হোস্টেল বিল বাকি,
কে ওরে খাবার দিবে,

!

এ ভাবে অার কত দিন বলতো? (সাদিয়া)
কি কত দিন(সায়মন)
অামার টাকায় চলবি(সাদিয়া)
যতো দিন শশুরের টাকা অাছে(সায়মন)
মানে(সাদিয়া)
মানে তুই অামার বউ তোর বাবা অামার শশুর তোর বাবার টাকায় তো খাচ্ছি তাই না? (সায়মন)
তুই কি সিরিয়াস হবি না, সব সমায় ফাজলামো ভালো লাগে না ( সাদিয়া)
,
খাইতে দিবি না উঠে যাবো(সায়মন)

রাগ দেখে বাচি না, খা তোরে কে বারন করছে?(সাদিয়া)
ও তোর টাকায় খাচ্ছি বলে তুই কথা শুনাবি, যা খাবোই না(সায়মন)
খাবি কেমনে পেট তো ভরে গেছে( সাদিয়া)
হ পেট ভরছে তোরে কইছে
অামি অারো খেতাম তোর জন্য খাইলাম না(সায়মন)
চল অাবার খাবি (সাদিয়া)
না থাক শশুরের টাকা মানে অামার টাকা বেশি খরচ করা যাবে না (সায়মন)
তোরে যে কি করবো রে হারামি (সাদিয়া)
কি অার করবি তোর অার অামার বেবির দেখা শুনা করবি(সায়মন)
প্লিজ দোস্ত একটা কিছু কর, অামি না থাকলে তোর কি হবে বলতো(সাদিয়া)
অামি না থাকলে মানে? কই যাবি তুই অামাক ছেড়ে?(সায়মন)
তোর মত অামি অাইবুড়ি হয়ে থাকবো নাকি, বিয়ে তো করতে হবে তাই না(সাদিয়া)
ও তোর অার অামার বিয়ের কথা ভাবচ্ছিস(সায়মন)
দেখ ফাজলামো অার ফালো লাগছে না তুই থাক অামি গেলাম(সাদিয়া)
যা যা তোরে কে অাসতে বলছে(সায়মন)

!
সাদিয়া রাগ করে চলে গেলো, সায়মন এর ফাজলামো গুলো অার ভালো লাগছিলো না।
সায়মন গ্রাম থেকে অাসছে শহরে লেখা পড়া করতে শহরে অাসার ১ বছর পরে ওর বাবা মারা যায়।
তারপর সায়মন গ্রামে যেতে চাইছিলো কিন্তু ওর মা অাসতে দেয়নি
মার স্বপ্ন ছেলে লেখাপড়া করে বড়ো চাকরি করবে,
কিন্তু সায়মনের মা অার খরচ চালাতে পারছিলো না, সায়মন ও অাশায় অাছে ভালো জব পেলে মা কে শহরে নিয়ে অাসবে,
কিন্তু মামা খালু অার টাকা ছাড়া অাজ কে কাকে চাকরি দেয়
সায়মন চেষ্টা চালিয়ে যাচ্ছে হয়তো একদিন জব পাবে।
সাদিয়া সায়মনের বেষ্ট ফ্রেন্ড, সাদিয়া ওর বেপারে সবি যানে,
সাদিয়া সায়মন কে অনেক ভাবে সাহায্য করে যাচ্ছে, ।
সাদিয়া কুটি পতি বাবার একমাত্র মেয়ে,
তাই সায়মনে সাহায্য করতে একটু কষ্ট হয় না,
সাদিয়া ইচ্ছা করলে বাবা কে বলে সায়মনের চাকরির ব্যবস্থা করতে পারে।
সাদিয়া চায় ও ওর যোগ্যতায় কিছু একটা করুক

চলবে…..

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে