হৃদয় জুড়ে শুধু তুমি পর্ব-১৬

0
1720

#হৃদয়_জুড়ে_শুধু_তুমি
#পর্ব_১৬
#জান্নাতুল_বিথী

জানালার ধারে বসে শীতল বাতাস অনুভব করছি।আমার পাশেই অয়ন ড্রাইভ করছে।উদ্দেশ্য আমাদের বাড়ি যাওয়া।যদিও অয়ন আসতে রাজি ছিলো না তবুও আমি একা যাবো বলতেই রাজি হয়ে যায়।মাঝে মাঝে এই অয়নকে আমার একদম অচেনা মনে হয়।কিভাবে এতো রং বদলাতে পারে নিজেই জানি না।মাঝে মাঝে অয়নের কেয়ার দেখে ভাবি হয়তো ভালোবাসে।আবার কিছু কথা শুনে মনে হয় অয়ন আমাকে সহ্যই করতে পারে না।মাঝে মধ্যে নিজেই নিজের কাছে অচেনা হয়ে যাই অন্য কেউ তো ভালো কথাই।আমি অয়নের দিকে আড় চোখে তাকিয়ে আবার চোখ ফিরেয়ে জানালায় নিবদ্ধ করি।..

“মিসেস অয়ন চৌধুরি হঠাৎ এতো চুপচাপ কেনে।.???”

অয়নের মুখে এই কথা শুনে চমকে উঠে তার দিকে তাকাই।তার দৃষ্টি এখনো সামনে নিবদ্ধ।..

“মানেন নাকি আমাকে আপনার মি-সে-স.???”(টোন টেনে বলি আমি)

আমার কথা শুনে অয়ন আমার দিকে আড় চোখে তাকায়..

“মানে.????”(বুঝেও না বুঝার ভান করে বলে)

“অবশ্যই মানবেন কেনো আমার প্রতি তো আপনার কোনো ইন্টারেস্টই নেই।এককাজ করেন আমাকে বরং এখানে ফেলে আপনি বাড়ি চলে যান।আর গিয়ে বলেন দিয়া মরে গেছে আর কখনো ফিরে আসবে না।আসলেই আমি আর কখনোই ফিরে যাবো না আপনার কাছে। যদি আ….”

আমি কথা শেষ করার আগেই অয়ন জোরে ব্রেক কষে।আমি হুমড়ি খেয়ে পড়তে নিলে অয়ন আমার কোমড় ধরে টেনে নিজের সাথে মিশিয়ে নেয়।তার শার্ট খামচে ধরি আমি।সে আমার দিকে রাগী লুক নিয়ে তাকিয়ে বলে..

“ইউ ইডিয়েট।শুধু মাত্র তোমার জন্য আমি কতোদিন অপেক্ষা করেছি তার হিসেব নেই।শুধু মাত্র তুমি নামক জিনিসটাকে আপন করে পাওয়ার জন্য আমাকে কতো কি করতে হয়েছে তা জানো তুমি.???আর যখন এতো কিছুর বিনিময়ে শুধু তোমাকে ফেলাম এখন বলছো ছেড়ে চলে যাবে তুমি।তুমি আমার অর্ধাঙ্গীনি আমার শরীরিরের প্রতিটা রক্তের শিরায় উপশিরায় শুধু তোমার নাম লেখা রয়েছে।তুমি নামক বস্তুটা ছাড়া একটা মুহূর্তও চলতে পারি না আমি আর আজ তুমি এই কথা বলছো।???”

চিৎকার করে বলে অয়ন।তার কথা শুনে আমি পুরোই শকড।হা করে তাকিয়ে আছি আমি তার দিকে।তার বলা কথা গুলো কি বিশ্বাস করার মতন।সে আমাকে ওই ভাবেই ধরে রেখে বলে..

“সেদিন জাস্ট মজা করে আমি তোমাকে বলেছিলাম তোমার প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই।আসলেই কি তা সত্যি।তোমার কি মনে হয় যে মেয়েকে দেখার পর আমি নিজের মধ্যে থাকি না একটা নেশা কাজ করে তার প্রতি কিভাবে….
.দিয়ুপাখি তুমি বিশ্বাস করবে না অয়ন নামক মানুষটার কাছে তুমি ঠিক কতোটা দামি। নিজের থেকেও তোমাকে চাই বেশি আমি।”

বলে অয়ন আমাকে আরও কাছে টেনে নিয়ে জড়িয়ে ধরে।তার কথা শুনে আমি আপাত ছোট খাটো কোমায় চলে গেছি।সে আমার ঘাড়ে ভালোবাসার পরশ একে দিয়ে আমাকে ডাকে..

“দিয়ুপাখি.. ”

“……………………….”

“দিয়ুপাখি। “(হালকা ধাক্কা দিয়ে ডাকে অয়ন আমাকে।)

তার ধাক্কায় আমার হুশ আসে।হঠাৎ আমি তার থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে বলি..

“আপনি আমাকে এভাবে জড়িয়ে ধরলেন কেনো।আর কি বলছিলেন আপনি এতক্ষন.????”(আমি)

সে আমার দুই হাতে তার দুই হাত রেখে কোমল কন্ঠে বলে..

“দিয়ুপাখি আমি এতক্ষন যা বলেছি তার কিছুই তুমি বুঝো নাই।বা শুনো নাই।???”(অয়ন)

আমি তার দুই হাত আমার গাল থেকে নামিয়ে ঝাঝালো গলায় বলি…

“না শুনি নাই কিছু।নিজের মতো এভাবে বকবক করলে কে শুনবে আপনার কথা।”

সে আবারো কোমল কন্ঠে বলে..

“কি হইছে তোমার দিয়া প্লিজজ বলো আমাকে।তোমার কোথাও কষ্ট হচ্ছে.????”

“কষ্ট হবে কেনো আজিব।”

“তাহলে কি হইছে তোমার বলো আমাকে।”(অয়ন)

“বলবো.?????”(আমি)

“হ্যা বলো কি হইছে তোমার।???”(অয়ন)

“আমার আপনার সাথে থাকতে বিরক্ত লাগছে প্লিজ গাড়ি চালান আর তাড়াতাড়ি বাড়ি চলেন।যতক্ষণ থাকবো মাথা নষ্ট হয়ে যাবে আমার।”

আমার কথা শুনে সে চমকে উঠে আমার দিকে তাকায়।চোখ মুখ দেখেই বুঝা যাচ্ছে প্রচুর কষ্ট পাইছে।আমিও মজা নিতে থাকি।ব্যাটা বহুত জ্বালাইছে আমারে।এখন আমার পালা।তার সব কথাই আমি শুনেছি আর খুব ভালো করেই বূঝেছি।কিন্তু এখন আমার পালা।তাই অভিনয় করছি।ব্যাটা ভালো যখন ভাসোচ তাহলে সেটা আগে বললে কি হতো।খামোখা আমি এতো কষ্ট পেতাম না।এবার বুঝো ঠ্যালা।
সে আমার দিকে একবার তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে গাড়ি স্টার্ট দেয়।


বাসায় আসার পর থেকে আমি আর অয়নের সামনে বেশি একটা যাই নাই।কাজ ছাড়া কোনো কথাও বলি নাই।যদিও সে বারবার চেয়েছিলো কথা বলতে কিন্তু আমি পাত্তা দেই নাই।শেষে সে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ছে।আমি তারপাশে এসে বসে তার মুগ্ধ কর চুল গুলোতে বিলি কেটে দেই।আমার মুখে হাসি ফুটে উঠে।..

“আমি কখনোই ভাবি নাই মিস্টার বজ্জার বর।যে আপনি আমাকে ভালোবাসেন।ইয়াহু ভাবতেই আমার লুঙ্গি ডান্স দিতে ইচ্ছা করে।আমি কিনা তার ভালোবাসা সেই কতো আগে থেকেই পাই।আর সে আমার সাথে মজা করে।উপপপ ভাবতেই অবাক লাগছে।”

অয়ন হালকা একটু নড়ে উঠতেই আমি সরে যেতে নিলেই সে আমাকে ধরে নেয়।আমি চোখ বড় বড় করে তার দিকে তাকাই।..

“আমার ঘুমের সুযোগ নিয়ে কি করছো তুমি।.???”(ভ্রু কুচকে)

আমি তার দিকে চোখ বড় বড় করে তাকাই।..

“আ-আমি কেনো আপনার ঘুমের সুযোগ নি-তে যাবো।আমি তো দে-দেখতে আসছি আপনি ঘুমান কি না.???”(আমি)

আমার কথা শুনে সে আমাকে আমার দিকে তাকিয়ে আমাকে এক হাত দিয়ে জড়িয়ে ধরে বলে..

“love you Diyupakhi… ”

তার কথা শুনে আমি চোখ বড় বড় করে তার দিকে তাকাই।ভাবতেও পারি নাই সে এতো তাড়াতাড়ি আমাকে এই কথা বলে দিবে।আমি তো ভাবছি তাকে আরেকটু নাচাবো।কিন্তু এখন যখন মুখের উপর বলে দিছে এখন আমি কি করবো।..

“আরেহ আপনি না অন্য একজনকে ভালোবাসেন তাহলে এখন আমাকে এই কথা বলছে কেনো.????”(আমি)

“দিয়ুপাখি আমি যাকে ভালোবাসতাম সে তো তু…..”

তাকে কথা শেষ করতে না দিয়ে আমি বলে উঠি..

“ব্যস ব্যস আর বলতে হবে না।আমার জানা হয়ে গেছে আপনি কি বলতে পারেন।ছাড়ুন আমাকে।”

বলেই তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেই আমি।আমার এই কাজে সে আরও বেশি কষ্ট পাইছে।

চলবে কি.????

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে