স্বাধীনতা

0
940

স্বাধীনতা
আশা

বাংলার বুকে আজ উড়ছে লাল সবুজ পতাকা
তোমার জন্য হে স্বাধীনতা।
স্বাধীনতা তুমি মিশে আছো
সবুজ অরণ্য আর কৃষ্ণচূড়ার ডালে।
লাল সবুজ পতাকার চিহ্ন হয়ে।

আমার পেয়েছি মাতৃভাষা অ,আ।
তোমার জন্য হে স্বাধীনতা।
স্বাধীনতা তুমি আছো
মুখের ভাষায়।
স্বাধীনতা তুমি আছো
গল্প আর কবিতার পাতায়।

তোমার জন্য হে স্বাধীনতা
মানচিত্র যুক্ত হলো আরেকটি দেশ বাংলাদেশ।
যেই দেশকে পাকিস্তানিরা করতে চেয়েছিল নিঃশেষ।
স্বাধীনতা তুমি আছো
পৃথিবীর বুকে উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে।

তোমার জন্য হে স্বাধীনতা
পৃথিবীর বুকে পেয়েছি মাথা উঁচু করে দাঁড়াবার অধিকার।
বাঙালি হিসেবে আজ মোরা গর্ব করার।
স্বাধীনতা তুমি আছো
বিধবা স্ত্রীর সাদা শাড়ির আঁচলে অহংকার হয়ে,
যার স্বামী প্রাণ দিয়েছে তোমার তরে।

তোমার জন্য হে স্বাধীনতা
মোরা পেয়েছি ইতিহাসের পাতা।
সেই পাতায় কত স্মৃতি গাঁথা।
স্বাধীনতা তুমি আছো
মুক্তিযোদ্ধার ঘোলাটে চশমায়,
চশমার গ্লাসে সে স্বাধীনতা যুদ্ধের চিত্র দেখতে পায়।c
পৃথিবীর বুকে উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে।

তোমার জন্য হে স্বাধীনতা
পৃথিবীর বুকে পেয়েছি মাথা উঁচু করে দাঁড়াবার অধিকার।
বাঙালি হিসেবে আজ মোরা গর্ব করার।
স্বাধীনতা তুমি আছো
বিধবা স্ত্রীর সাদা শাড়ির আঁচলে অহংকার হয়ে,
যার স্বামী প্রাণ দিয়েছে তোমার তরে।

তোমার জন্য হে স্বাধীনতা
মোরা পেয়েছি ইতিহাসের পাতা।
সেই পাতায় কত স্মৃতি গাঁথা।
স্বাধীনতা তুমি আছো
মুক্তিযোদ্ধার ঘোলাটে চশমায়,
চশমার গ্লাসে সে স্বাধীনতা যুদ্ধের চিত্র দেখতে পায়।

এখনই জয়েন করুন আমাদের গল্প পোকা ফেসবুক গ্রুপে।
আর নিজের লেখা গল্প- কবিতা -পোস্ট করে অথবা অন্যের লেখা পড়ে গঠনমূলক সমালোচনা করে প্রতি সাপ্তাহে জিতে নিন বই সামগ্রী উপহার।
শুধুমাত্র আপনার লেখা মানসম্মত গল্প/কবিতাগুলোই আমাদের ওয়েবসাইটে প্রকাশিত হবে। এবং সেই সাথে আপনাদের জন্য থাকছে আকর্ষণীয় পুরষ্কার।

▶ লেখকদের জন্য পুরষ্কার-৪০০৳ থেকে ৫০০৳ মূল্যের একটি বই
▶ পাঠকদের জন্য পুরস্কার -২০০৳ থেকে ৩০০৳ মূল্যের একটি বই
আমাদের গল্পপোকা ফেসবুক গ্রুপের লিংক:
https://www.facebook.com/groups/golpopoka/

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে