সুপ্ত অনুভূতি পর্ব-২০ এবং শেষ পর্ব

0
3039

#সুপ্ত_অনুভূতি🍂♥️
#পর্ব_২০_Last_Part
#Writer_Nusrat_Jahan_Sara

~~~~পাঁচ মাস পর~~~~

বাড়ির সবার সাথে হাতে হাত মিলিয়ে কাজ করছে সামান্তা আর আরুহি৷ আজ তাদের বাড়ির বাকি দুই ছেলের গায়ে হলুদ৷
মাথা বার বার চক্কর দিচ্ছে পাশাপাশি বমি বমি ভাবও আরুহি৷ সে দৌড়ে কিচেনে গিয়ে তাকের উপর থেকে তেঁতুলের আচারের বৈয়াম নামালো৷ তারপর কয়েকটা তেঁতুল মুখে দিয়ে আবারো চলে গেলো কাজে৷ আদিল আর আদনান বাড়ি ফুল দিয়ে সাজাচ্ছে৷ আহিল আর আদিব তাদের হবু বউদের সাথে কথা বলায় ব্যাস্ত৷
🍁🍁🍁🍁
সামান্তা হলুদ বেটে আরুহির হাতে দিলো৷আহিল আর আদিব কে নিচে এনে স্টেজে বসানো হলো৷প্রথমে ওদের মা তারপর সবাই হলুদ লাগালো৷ আরুহি হলুদ লাগাতে গিয়ে আবারো তার মাথা চক্কর দিয়ে উঠলো৷ সে এক হাত দিয়ে মাথা চেপে ধরে কোনরকমে দুই ভাইকে হলুদ লাগিয়ে সোফায় ধপ করে বসে পরলো৷ আদিলও আরুহির কাছেই ছিলো সে আরুহির পাশে এসে বসে পরলো৷

আদিলঃকী হয়েছে আরুহি তুমি ঠিক আছো৷
.
হুমমম৷
.
কিন্তু আমার মনে হচ্ছে তুমি ঠিক নেই৷ আগেও দেখলাম কিচেনে দৌড়ে গেলে আর এখন মাথা চেপে ধরে চলে এলে কী হয়েছে বলতো৷
.
জানিনা সকাল থেকেই মাথা কেমন চক্কর দিচ্ছে আর কেমন বমি বমি ভাব হচ্ছে৷
.
কাল ডক্টর দেখাবো৷ রেডি থেকো৷
.
কাল তো ভাইয়াদের বিয়ে৷ আমি পরে যাবো ডক্টরের কাছে৷
.
আরুহি সোফা থেকে উঠে গেলো ডালা আনার জন্যে৷ ডালা এনে সামান্তার হাতে দিতে যাবে ওমনি মাথা ঘুরে পড়ে গেলো৷
সবাই যে যার কাজ ফেলে আরুহির কাছে দৌড়ে এলো৷ আদিল ওকে কোলে করে রুমে নিয়ে গেলো বেচারা বেশ চিন্তায় পড়ে গেছে৷ আদনান ডক্টরকে কল করে আসার জন্য বললো৷
🍁🍁🍁
বেশ কিছুক্ষন ডক্টর আরুহিকে পরিক্ষা নিরিক্ষা করে আদিলের দিকে তাকিয়ে মুচকি হাসলেন৷ আদিল ডক্টরের হাসির মানে বুঝতে না পেরে ওর মায়ের দিকে তাকালো৷ ওর মায়ের মুখেও হাসি৷

আদিলঃডক্টর একচুয়েলি বলবেন কী আরুহির কী হয়েছে৷
.
কংগ্রাচুলেশনস মিস্টার আদিল খান আপনার স্ত্রী মা হতে যাচ্ছে আর আপনি বাবা৷
.
আদিল ডক্টরের কথা শুনে কিছুক্ষণ চুপ থাকলো৷ তারপর ওর মাকে জড়িয়ে ধরলো৷
.
মা, মা দেখো আমাদের ছোট্ট আরুহি আমার আরুহি মা হতে যাচ্ছে আমার সন্তানের মা হতে যাচ্ছে৷
আদিলের মাও ছেলের মাথায় হাত বুলিয়ে দিলেন৷
🍁🍁🍁
পিট পিট করে চোখ খুললো আরুহি৷তার কাছে এতো মানুষ দেখে ঘাবড়ে গেলো সে৷

আরুহিঃআব,তোমরা সবাই কাজ ফেলে এখানে কেনো???
.
মাঃতুমি যে খুশির খবর শুনিয়েছো তারপর তো তোমার কাছেই থাকবো আমরা সারাক্ষণ৷
.
মানে?
.
মানে আমাদের আরুহি আরেকটা ছোট্ট আরুহিকে জন্ম দিতে যাচ্ছে৷
,.
আরুহি কথাটা শুনে কেঁদে দিলো৷ মা হওয়ার অনুভূতিটা শুধু একজন মা’ই ভালো বুঝে৷

আস্তে আস্তে সবাই চলে গেলো৷ এখন শুধু সামান্তা আদনান আর আদিল আরুহির কাছে আছে৷

সামান্তাঃসিরিয়াসলি ইয়ার তুই মা হবি আর আমি ফুপি, বিশ্বাস কর আমি খুব খুব খুশি ফাইনালি আমিও ফুপি হতে যাচ্ছি৷
.
আরুহিঃআমারও কিন্তু ফুপি হওয়ার খুব ইচ্ছে৷ শুধু তুই হলেই চলবে নাকি আমি ওতো ফুপি হতে চাই৷
.
আদনানঃখুব শীগ্রই তুইও ফুপি হবি৷ এই সামু চলতো৷
.
আদনান সামান্তাকে নিয়ে চলে গেলো৷ আদিল আস্তে আস্তে এসে আরুহিকে পিছন থেকে জড়িয়ে ধরে থুতনি কাঁধে রাখলো৷

আদিলঃআমি বিশ্বাসই করতে পারছিনা তুমি মা হতে যাচ্ছো তাও আমার সন্তানের মা৷ আমার অস্তিত্ব বেড়ে উঠবে আস্তে আস্তে তোমার গর্ভে৷ বাবা হওয়ার অনুভূতিটা যে কী সেটা তুমি বুঝবে না জানেমান৷
🍁🍁🍁
দেখতে দেখতে কেটে গেলো আরও ছয়, সাত মাস৷ এই ছয় সাত মাসে ফারিহা আর রিংকি সব সময় আরুহির যত্ন করেছে দেখাশোনা করেছে৷ সামান্তাও প্রেগন্যান্ট৷আরুহির ডেলিভারির টাইমও এসে পড়েছে৷ আদিল একবারের জন্যও আরুহিকে চোখের আাড়াল করেনি সব সময় পাশে পাশে থেকেছে৷ আর আরুহি মুড সুয়িং এর কারনে আদিলকে অনেক জ্বালিয়েছে৷আর আদিলও আরুহি যা বলেছে সেটাই করেছে৷
সকাল থেকেই আরুহি বায়না করেছে সে নাকি ডেইরি মিল্ক খাবে৷ আদিল প্রথম বিরক্তি বোধ করলেও পড়ে এনে দিয়েছে তা না হলে তার একটা চুলও মাথায় থাকবেনা৷

আদিলঃএই যে এতো চকলেট খাওনা তাতে দাঁতে পোকা হবে৷ আর বেবি তোমাকে নিয়ে হাসবে৷ আর সবাইকে বলবে তার মায়ের দাঁতে পোকা৷
.
আরুহি আদিলের দিকে তাকিয়ে সে হাত থেকে চকলেট ফেলে দিলো৷ আদিল মনে করেছে সে ওর উপর রাগ করেছে৷ আরুহির কাছে এসে চকলেটটা নিতেই আরুহি আদিলের ঘাড়ে খামচি মেরে ধরলো৷ আদিল অনেক কষ্টে আরুহির হাত ছাড়িয়ে ওর মুখের দিকে তাকালো৷ আরুহির চোখ মুখ কেমন লাল হয়ে গেছে নিঃশ্বাসও ভারি হয়ে এসেছে৷ সে শক্তে বিছানার চাদর মুঠো করে ধরলো৷

“আরুহি,,আরুহি কী হয়েছে তোমার৷
.
আরুহি অনেক কষ্টে অস্ফুট স্বরে বললো,আদিল আমার অনেক কষ্ট হচ্ছে৷ পেইন উঠে গেছে আমার৷

আদিল আর দেড়ি না করে আরুহিকে দ্রুত কোলে নিয়ে নিলো৷ সবাইকে চিৎকার করে ডেকে একজায়গায় করলো আর বললো আরুহির পেইন উঠে গেছে ওকে এক্ষুনি হসপিটালে নিয়ে যেতে হবে কথাটা বলে সে আর এক মুহুর্ত দেড়ি না করে হসপিটালের উদ্দেশ্য বেড়িয়ে পরলো আদিলের পিছন পিছন সবাইও ছোটলো৷
🍁🍁🍁
আরুহিকে কোলে নিয়ে দ্রুত কেবিনে ঢুকে পরলো আদিল৷ আহিল আগেই বুক করে রেখে দিয়েছিলো৷ওকে কেবিনে রেখে আদিল বেড়িয়ে আসলো৷ সবাই করিডোরে রাখা চেয়ারে বসে আছে আর আদিল সারা করিডোর জোড়ে পায়চারি করছে৷

প্রায় দুই ঘন্টা পর বাচ্চার চিৎকারের আওয়াজ শুনা গেলো৷ আদিল দৌড়ে দরজার কাছে চলে গেলো৷ একজন নার্স তোয়ালে পেছিয়ে কোলে করে বেবি নিয়ে আসলো৷
.
এই নিন আপনার বেবি৷ আপনি ছেলে সন্তানের বাবা হয়েছেন৷
.
আদিল বেবিকে না নিয়ে আগে জিজ্ঞেস করলো আরুহি কেমন আছে৷ নার্স একটু মুচকি হেসে বললো যে বেবির মা ভালো আছে৷ আদিল তার সন্তানকে কোলে নিয়ে চুমুতে ভরিয়ে দিলো৷ আস্তে আস্তে সবাই বেবিকে কোলে নিলো৷ সবাই বলছে বেবি নাকি একেবারে তার মায়ের মতো হয়েছে৷

আদিলঃআমার প্রিন্স তার মায়ের মতো হয়েছে আর আমার প্রিন্সেস হবে তার বাবার মতো৷

আদিল তার ছেলেকে নিয়ে আরুহির কাছে গেলো৷ আরুহি চোখ বুঁজে আছে হাতে ক্যানেলার লাগানো৷ আদিল আরুহির পাশে টুলে বসে পরলো৷ তারপর মাথায় হাত বুলিয়ে দিলো৷ আরুহিও আদিলের দিকে চোখ মেলে তাকালো৷আর চোখের ইশারায় বললো তার ছেলেকে তার কাছে দেওয়ার জন্য৷ আদিল তার ছেলেকে পাশে রেখে আরুহিকে ধরে বসালো৷ তারপর কোলে বাচ্চাকে দিলো৷ বাচ্চাটাও মায়ের দিকে তাকিয়ে আছে৷ আরুহি ছেলের সারা মুখ আদরে ভরিয়ে দিচ্ছে চোখের কার্নিশ বেয়ে পানিও গড়িয়ে পরছে৷ আর আদিল তা মুগ্ধ হয়ে দেখছে আর আরুহির ফিলিংস বুঝার চেষ্টা করছে৷ আরুহি আদিলের দিকে তাকিয়ে মুচকি হেসে বললো,,ধন্যবাদ আমাকে একটা ছোট্ট আদিল দেওয়ার জন্য৷

“আমি তোমায় কোথায় দিলাম দিয়েছোতো তুমি আমাকে৷ ”
আদিল আরুহির কপালে একটা চুমো দিলো৷ ওমনি ওদের ছেলেও কেঁদে দিলো৷

আরুহিঃওরে দুষ্টো এখন থেকেই বাবার সাথে হিংসা করছো৷
.
একেবারে মায়ের মতোই হইসে৷
.
কচু হইসে৷

আদিল হেসে তার বউ বাচ্চাকে জড়িয়ে ধরলো৷

[বেঁচে থাকুক আদিল আরুহির ভালোবাসা]

~~~~~~~~~সমাপ্ত~~~~~~~~~

[ভুলত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন৷ ]

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে