সত্যি ভালোবাসো পর্ব-১৬+১৭

0
1435

#সত্যি_ভালোবাসো
#part_16
#writer_Fatema_Khan

“অন্ধকার রুমে বসে আছে তাহসিন।তার একহাতে পাসপোর্ট ও টিকিট আর অন্য হাতে তাহিয়ার ছবি।”

তাহসিনঃজানিনা কোনদিন ভুলতে পারবো কিনা তোমাকে,আর আমিও চাই না তোমাকে ভুলতে।তুমি বাস্তবে আমার হবে না আমি জানি কিন্তু একান্ত আমার ব্যাক্তিগত স্বত্তায় তুমি শুধু আমার।আর কখনো দেশে ফিরবো না,দেখা হবে না আমার এই ছোট প্রেয়সীর সাথে।কিন্তু প্রেয়সী একটা কথা জানো তোমাকে ভুলে থাকার ক্ষমতা আমার নেই।অনেক কষ্ট হচ্ছে আজ ছেড়ে চলে যাবো তোমাকে।আরিশ বুঝতে পেরে গেছে আমি তোমাকে ভালোবাসি,তাই আমার এখানে থাকা সম্ভব না।আমি চাই না আমার জন্য তোমার জীবনে কোনো সমস্যা হোক।

আবিরঃভিতরে আসবো(দরজায় নক করে)

তাহসিনঃআরে বাবা এসো,তোমাকে নক করে আসতে হবে কেনো?(রুমের লাইট জ্বালাতে জ্বালাতে)

আবিরঃছেলে মেয়ে বড় হলে তাদের রুমে নক করে আসতে হয়।আর আমার ছেলেটা যে হঠাৎ এমন করে বড় হয়ে যাবে আমি ভাবতেই পারি নাই।অন্যের সুখের জন্য নিজে সবার থেকে দূরে চলে যাচ্ছে।

তাহসিনঃ কিছু করার নেই বাবা।আমার তো যেতেই হতো।

আবিরঃ,তোমার ফ্লাইট কয়টায়?

তাহসিনঃএইতো আধা ঘণ্টার মধ্যে বের হয়ে যাবো,১১ঃ০০টা বাজে আমার ফ্লাইট।

আবিরঃ ওকে তুমি তৈরি হয়ে নিচে এসো।আর খেয়ে নিয়েছো তো?

তাহসিনঃ হুম বাবা।

_________________________________

“প্লেনে বসে আছে তাহসিন।চোখ দুটি বন্ধ করে নিজের প্রেয়সীকে ভাবছে সে।১০মিনিট পর প্লেন টেক অফ করবে এনাউন্সমেন্ট হচ্ছে।”

তাহসিনঃবিদায় প্রেয়সী💔।(তাহসিন চলে গেলো তাহিয়া থেকে অনেক দূরে,হয়তো আর দেখা হবে না)

___________________________________

“তাহিয়া খাটে বসে তাহসিনের বলা কথাগুলো ভাবছে,আরিশ তার দিকে তাকিয়ে আছে আর চিন্তা করছে তাহিয়া কি এমন ভাবছে?”

আরিশঃকি ভাবছো তুমি তখন থেকে?

তাহিয়াঃতাহসিন ভাইয়া চলে গেছে আজ।

আরিশঃকোথায়?(অবাক হয়ে প্রশ্ন করলো)

তাহিয়াঃকানাডা।ওইখানে নাকি স্টাডি কমপ্লিট করবে।

আরিশঃ হঠাৎ চলে গেলো,তুমি ওকে কিছু বলেছো?মানে কারো সাথে কিছু হয়েছে?

তাহিয়াঃ না তবে আমি একটা খবর জানতে পেরেছি সেটা হলো ভাইয়া যাকে ভালোবাসে সে আমি।

আরিশঃঅহ,আচ্ছা তুমি ঘুমিয়ে পরো।এতো চাপ নিও না এই ছোট মাথায়।বুঝলা বউ।(এতো বোকা কেনো তুমি মেয়ে।কবে যে তোমার বুদ্ধি হবে।তাহসিন তোমাকে ভালোবাসে সেটাও আমাকে বলে দিলে কত অবুঝ তুমি)

তাহিয়াঃ হুম।কিন্তু তুমি কখন ঘুমাবে?

আরিশঃআমার একটু কাজ আছে।কাজ শেষ করে শুয়ে পরবো।

তাহিয়াঃ ঠিক আছে।(তারপর তাহিয়া ঘুমিয়ে পরলো)

(আরিশ নিজের কাজ শেষ করে বেলকনিতে দাঁড়িয়ে তাহসিনের কথা ভাবছে।তুমি তাহিয়াকে এতো ভালোবাসো যে ওর সুখের চিন্তা করে নিজের সুখের কথা ভুলেই গেলে।#সত্যি_ভালোবাসো তুমি তাহিয়াকে।অনেক ভালোবাসো।)

_________________________________

তূর্যঃ কিহ আমাকে কাল দেশের বাইরে যেতে হবে তাও ২ বছরের জন্য।কিন্তু কেনো বাবা এখানে থেকে আমি কাজ করছি?

আরমানঃদেশে আমি দেখে নিবো।কিন্তু আমার অবর্তমানে তোমাকেই সব দেখতে হবে,তাই আমি চাই তুমি দেশের বাইরে আমাদের যে বিজনেস আছে সেটা এই ২বছর দেখো।

তূর্যঃকিন্তু বাবা…

আরমানঃকোনো কিন্তু নয়।তুমি কাল যাচ্ছো লন্ডন,তোমার টিকিট কাটা হয়ে গেছে।তাই সব গুছিয়ে নাও।

তূর্যঃঠিক আছে বাবা।(রাগে হাতের মুষ্ঠী বন্ধ করে)

_______________________________

“সকালে সবাই তাহিয়াদের বাড়িতে উপস্থিত।তূর্য চলে যাবে কিছুক্ষণের মধ্যেই।সবার থেকে বিদায় নিয়ে তনিমা আর তাহিয়াকে জড়িয়ে ধরে তূর্য।তনিমা ও তাহিয়া দুইজনের চোখে পানি। ২বছরের জন্য ভাইয়াকে দেখতে পারবে না তারা।”

তূর্যঃ একদম কান্না করবি না।শ্বশুর বাড়িতে ভালো মত থাকবি।আর দুইজনে ভালো করে লেখাপড়া কিরবি।আমি এসে যেন দেখি খুব ভালো রেজাল্ট আসছে।ওকে

ওকে ভাইয়া(তনিমা আর তাহিয়া একসাথে বলে উঠে)

(তূর্য বেরিয়ে যায়।২ বছর পর ফিরবে ভাবতেই তূর্যের মা(আফসানা) কান্না করে দেয়।ছেলেটাকে বড্ড ভালোবাসে সে।)

__________________________________

২বছর পর,,,,,

আজ তাহিয়ার উচ্চ মাধ্যমিক পরীক্ষার শেষদিন।খুব ভালো হয়েছে তার পরীক্ষা।বাইরে গাড়ি নিয়ে আরিশ দাঁড়িয়ে আছে তাহিয়া আসলে তারা বাসায় যাবে।কিছুক্ষণ পর তাহিয়া বের হয়ে আসে।আর বলে—

তাহিয়াঃচলোনা আজ একটু ঘুরতে যাই।আজ তো আমার পরীক্ষা শেষ।

আরিশঃআজ না।কাল ঘুরতে নিয়ে যাবো।আজ অফিসে কাজ আছে,তোমাকে বাসায় দিয়ে আমার আবার অফিসে যেতে হবে।

তাহিয়াঃঠিক আছে।কিন্তু কাল নিয়ে যেতে হবে বলে দিলাম(রাগে গাল ফুলিয়ে)

আরিশঃপ্রমিস কাল নিয়ে যাবো।

(তারপর দুইজন গাড়িতে উঠে চলে যায়।)

_________________________________

আরমানঃতূর্যের মা তূর্য কল করেছে?

আফসানাঃ না।তূর্য গত ৫দিন ধরে না কল করছে না আমাদের কল ধরছে।আমার ছেলেটা ঠিক আছে নাকি কে জানে।

আরমানঃ ঠিক আছে চিন্তা করো না

আফসানাঃ অহ এখন চিন্তা করবো না।জোর করে আমার ছেলেটাকে বিদেশ পাঠিয়েছ।ছেলেটা যেতে চায় নি।এখন কেমন আছে কে জানে।

(বলেই কান্না করতে লাগলো)

__________________________________

কানাডা,,,,,

তাহসিনঃ কেমন আছিস?

তনিমাঃএইতো ভালো।তোর কি খবর?

তাহসিনঃআমি আছি কোনরকম।আচ্ছা তাহিয়ার পরীক্ষা কেমন হলো,আজ তো ওর শেষ পরীক্ষা ছিলো?

তনিমাঃএকটু আগে কথা হলো।খুব ভালো হয়েছে পরীক্ষা।

তাহসিনঃভালো। আচ্ছা তাহলে রেখে দেই,পরে কথা হবে।

তনিমাঃ ওকে নিজের খেয়াল রাখিস।(তারপর কল কেটে দিলো তাহসিন)

(তুমি কি আমায় ভুলে গেছো প্রেয়সী?কিন্তু দেখো আমি ঠিক আগের জায়গায় রয়ে গেছি, ২বছর আগে যেখানে ছিলাম এখনো সেখানেই আছি—-তাহিয়ার ছবির দিকে তাকিয়ে কথাগুলো বলছে তাহসিন)

চলবে,,,,,,

#সত্যি_ভালোবাসো
#part_17
#writer_Fatema_Khan

“বেলকনিতে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছি।সকালের নামায পরে দাঁড়িয়ে আছি সূর্য উঠা দেখবো বলে।সাদা মেঘের ভেলায় যেনো একটুকরো রক্তিম লাভা উকি দিতে দেখা যাচ্ছে।কি সুন্দর দৃশ্য,আমি মুগ্ধ নয়নে তাকিয়ে আছি।মনটা একদম ভালো নেই এই কয়দিন।তূর্য ভাইয়ার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না গত ১০দিন ধরে।কিছুই বুঝে উঠতে পারছে না কেউ। আরিশের ডাকে নিজের মধ্যে ফিরে আসি আমি।”

আরিশঃএতো সকালে বেলকনিতে কি করছো তুমি?(পিছন থেকে জড়িয়ে ধরে আমার চুলে মুখ গুজে)

তাহিয়াঃআসলে ভাইয়া কই গেলো সেটা নিয়েই ভাবছিলাম।

আরিশঃঅহহ আচ্ছা আমি বের হচ্ছি আসতে আসতে রাত হবে তুমি খেয়ে ঘুমিয়ে পরো।

তাহিয়াঃ আজও এতো সকালে যাবে আর দেরি করে আসবে?(গাল ফুলিয়ে)

আরিশঃ হুম।তবে আমার ছোট্ট বউটার জন্য সারপ্রাইজ আছে ৩দিন পর।তুমি পুরো অবাক হয়ে যাবে।

তাহিয়াঃলাগবে না আমার সারপ্রাইজ,তুমি কাছে থাকলেই আমার সব পাওয়া হয়ে যায়।

আরিশঃআমাকে #সত্যি_ভালোবাসো

তাহিয়াঃনিজের চেয়েও বেশি।তুমি বুঝি আমাকে #সত্যি_ভালোবাসো না?

তাহিয়াঃতোমাকে ছাড়া আমি নিঃস্ব।আমার কোনো অস্তিত্ব নেই।

আরিশঃতাই

তাহিয়াঃহুম।কিছু খাবে না

আরিশঃখেতে তো অনেক কিছুই ইচ্ছে করছে।(আমার কোমর ধরে নিজের সাথে মিশিয়ে)

তাহিয়াঃছাড়ো না প্লিজ।আর কিছু খেয়ে নাও।

আরিশঃবাইরে খেয়ে নিবো।(বলেই আমার কপালে ভালোবাসার পরশ দিয়ে বের হয়ে চলে গেলো)

তাহিয়াঃকেনো যানিনা মনে হয় তুমি আমাকে যতটুকু ভালোবাসো আমি তোমাকে তার সমপরিমাণ ভালোবাসি কিনা।কিন্তু আমি তোমাকে ছাড়া অচল থাকতে পারবো না তোমাকে ছাড়া।মরে যাবো আমি তোমাকে ছাড়া।কখনো দূরে যাবে না তো আমাকে ছেড়ে ।কেনো জানিনা ইদানীং খুব ভয় হয় আমার।তোমার ভালোবাসা আমি হারাতে চাই না।আমাকে সবসময় নিজের বুকে আগলে রেখো ভালোবাসা।

(বলেই একটা দীর্ঘশ্বাস ছাড়ল তাহিয়া)

_________________________________❤️❤️

আবিরঃতাহসিন তোমাকে কালকের মধ্যে দেশে আসতে হবে।

তাহসিনঃকিন্তু আমি তো দেশে ফিরবো না এটা তুমি জানো,তাহলে কেনো বলছো আমাকে দেশে যেতে

আবিরঃআমার শরীর টা ভালো নেই।তোমাকে একটু দেখতে ইচ্ছে করছে।তুমি ১সপ্তাহ থেকে চলে যেও।

তাহসিনঃএতো তাড়াতাড়ি টিকিট পাবো কিনা বলতে পারছি না।

আবিরঃসে ব্যবস্থা আমি করে দিবো।তুমি চলে আসো বাস।

তাহসিনঃঠিক আছে আমি কাল তাহলে দেশে আসছি।(বাবার অসুস্থতার কথা শুনে আর মানা করতে পারলো না সে)

আবিরঃআচ্ছা রাখছি।(বলে কল কেটে দিলো)

_________________________________

আবিরঃছেলেটাকে এভাবে মিথ্যা বলা কি ঠিক হলো।

আরমানঃএকদম ঠিক হয়েছে।না হলে তোমার ছেলে দেশে আসতো বলে তোমার মন হয়।

আবিরঃ কিন্তু ওকে না জানিয়ে ওর বিয়ে ঠিক করে ফেলা।আমার উপর অনেক রেগে যাবে।

আরমানঃএকবার বিয়ে হতে দাও সব ঠিক হবে দেখে নিও।তারপর বউ নিয়ে না হয় কানাডা চলে যাবে অসুবিধে কোথায়

আবিরঃতাই যেনো হয়।

আরমানঃআর তূর্যের যে কি হলো কোনো খবর পাচ্ছি না।ওর মা তো কেদে কেটে শেষ।

আবিরঃহ্যা ছেলেটা হঠাৎ কোথায় গেলো।সেটা ভাবার বিষয়।ওইখানে তূর্যের সব বন্ধুদের সাথে কথা বলা হয়েছে ওরা কিছু জানে?

আরমানঃযাদের আমি চিনি সবার থেকে খবর নেয়া হয়ে গেছে তারা কেউ জানে না।

আবিরঃ অহ।এখন ও ভালো থাকলেই হয়।

আরমানঃছেলেটার কোনো বিপদ হলে নিজেকে মাফ করতে পারবো না আমি।

আবিরঃতূর্যকে জোর করে না পাঠালেও পারতে।কিন্তু দুইবছর তো হয়ে গেলো কিছুদিন পর ওর আসার কথা আর এই সময় ছেলেটা এভাবে উধাও হয়ে যাওয়া।

আরমানঃসেটাই অনেক চিন্তা হচ্ছে,কিন্তু কাওকে আমার যে চিন্তা হচ্ছে বুঝতে দিতেও পারছি না।তাহলে তূর্যের মা আরও ভেঙে পরবে।তনিমার শরীরটাও ভালো নেই এইদিকে তূর্য কি যে করি মাথা কাজ করছে না।আচ্ছা আজ তাহলে উঠি।পরে তোমার সাথে কথা হবে।

আবিরঃঠিক আছে।আর ভাবির খেয়াল রেখো।

_________________________________

(রাতে রুমে বসে গিটারে টুংটাং আওয়াজ বের করছে তাহসিন।)

কাল আবার আমায় দেশে যেতে হবে।আমি চাই না আমি তোমার সামনে যাই।আমি যতদিন দেশে থাকবো তোমার থেকে নিজেকে লুকিয়ে রাখবো।বলেই গিটারে সুর তুললো–

শোননা রূপসী তুমি যে শ্রেয়সী,

কি ভীষণ উদাসি প্রেয়সী।

না না না …

জীবনের গলিতে এ গানের কলিতে,

চাইছি বলিতে ভালবাসি।

চোখের জলেরই আড়ালে,

খেলা শুধুই দেখেছিলে,

যন্ত্রণারই আগুন নীলে,

পুড়েছি যে-বোঝনি তা।

অভিমানে চুপটি করে,

এসেছি তাই দূরে সরে,

বোঝাতে চেয়েও পারিনি

তাই বোঝাতে- লুকোনো কথা।

_________________________________💔💔

রেজোয়ানঃআর কতদিন অপেক্ষা করাবে?তোমার কথায় ২বছর অপেক্ষা করলাম,এবার তো নিজের কথা রাখবে।

মাস্কপরা ব্যাক্তিঃসময় শেষ হয়ে গেছে,এবার আমি আমার কথা রাখবো।শীঘ্রই আপনার সাথে আমার দেখা হচ্ছে।

রেজোয়ানঃএবার তাহলে আমার প্রতিশোধ পূর্ণ হবে।(উচ্চস্বরে হেসে বলল)

মাস্কপরা ব্যাক্তিঃজ্বি অবশ্যই,এতোদিন যখন অপেক্ষা করেছেন আর মাত্র কয়েকটা দিন তারপর আপনার আর আমার দুইজনের প্রতিশোধ পূর্ণ হবে।

রেজোয়ানঃআমার না হয় একটা কারণ আছে প্রতিশোধ নেয়ার,কিন্তু তুমি কিসের প্রতিশোধ নিচ্ছো তুমি তো তাদের…….

রেজোয়ানকে থামিয়ে—

মাস্কপরা ব্যাক্তিঃসব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন সময় হোক।আর আপনি আজ বা কালের ভেতরে দুবাই থেকে দেশে আসুন।(বলেই কল কেটে দিলো)

________________________________

(তাহসিন দেশে ফিরে এলো।এসেই সে নিজের বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে রেস্ট নিচ্ছে।কিন্তু তার মন ব্যাকুলতায় ভরে আছে একটি বার যদি সে তার প্রেয়সীর মায়াবী মুখটা দেখতে পারতো।যেই ভাবা সেই কাজ সে বেড়িয়ে পরল,উদ্দেশ্য আরিশদের বাড়ি।)

(তাহসিন গাড়ি করে না গিয়ে বাসে করে যাবে,তাই সে রাস্তায় নেমে পরলো।একটা রিকশা নিয়ে বাসস্ট্যান্ডে পৌঁছলো।রিকশা থেকে নেমে ভাড়া মিটিয়ে যেই না পিছনে ফিরবে কারো সাথে ধাক্কা লেগে যায়।)

তাহসিনঃসরি,আসলে আমি দেখতে পাইনি আপনাকে।

জারাঃঅহ হ্যালো মিস্টার কিসের সরি।সুন্দরী মেয়ে দেখলেই বুঝি গায়ে পরতে ইচ্ছে করে।

তাহসিনঃআমি সরি বলছি তো।

জারাঃআমি জারা বুঝলেন আপনার মত ছেলেদের খুব ভালো করে চিনি।মেয়ে দেখেই লাইন মারা শুরু।

জারাঃআমি জানি সুন্দর দেখতে আমি।তাই বলে এমন করবেন নাকি।আর শুনুন আমার বিয়ে ঠিক হয়ে গেছে সো আপনার কোনো চান্স নেই বুঝলেন।

তাহসিনঃপাগল হয়ে গেলেন নাকি।আমার কি মাথা নষ্ট নাকি যে আপনার মত জগরুটে মেয়ের সাথে লাইন মারতে যাবো।আমার জন্য মেয়েদের লাইন পরে থাকে আপনার মত মেয়েদের আমি পাত্তা দেই না।

(বলেই আবার রিকশাতে উঠে পরল)

তাহসিনঃচাচা যেখান থেকে আসছি ওইখানে নিয়ে চলেন।মুডটাই নষ্ট করে দিলো।

চলবে,,,,

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে