#গল্পপোকা_চিঠি_প্রতিযোগিতা_২০২০
চিঠি নং-৬
শুনেন আক্কাস ভাই,
ভালোবাসা বলে কয়ে হয় না সেটা আপনার মাথায় ঢুকানো দরকার,প্রত্যেক ক্রিয়ার-ই একটি বিপরীত প্রতিক্রিয়া আছে।অর্থাৎ আপনি আমাকে ভালোবাসেন বলেই আমি আপনাকে ভালোবাসি না,কিছু করার নেই এটাই সত্য।অযথা আমার পেছনে ঘুরে মাথার বাকি চুল গুলি পাকাবেন না,সঠিক বয়সে বিয়ে করলে আজ হয়তো আমার বয়সী আপনার তিনটা বাচ্চা থাকতো।আর শুনেন,
আমার বিয়ের কথাবার্তা চলছে,পোলা বিরাট বাহাদুর।ইয়ো ইয়ো কুদ্দুস কিং,যদিও সবাই তাঁকে ইয়ো ইয়ো কিং বলে ডাকে।ভাবতে পারেন কোন লেভেলের কিউট নাম তাঁর!শুধু তা নয়,এক চড়ে সাতটি মশা আটটি মাছি এবং তেরোটি তেলাপোকা মারার রেকর্ড আছে তাঁর।
আমাকে কোনোদিন মশার কামড়ের কষ্ট সহ্য করতে দেবে না,মাছির ঘ্যানঘ্যান তো অবশ্যই না।
আর তেলাপোকার ভয় তো পেতেই হবে না।আমি এমন বীর বাহাদুর পাত্র ছেড়ে আপনার মত আংকেল মার্কা ভাইকে কিছুতেই বিয়ে করতে পারবো না।
ছোট বোন ভেবে আমাকে ভুলে যান আক্কাস ভাই।তাছাড়া মর্জিনার মা আপনাকে ভীষণ ভালোবাসে,রোজ আপনাকে ভেবে বিরহের গান গায়,আপনি মর্জিনার মায়েরে নিয়ে সুখি হোন,ওই মহিলারে কষ্ট দিয়েন না।ভালো থাকেন আক্কাস ভাই।
ইতি
পাশের বাসার কইতরি।