শুধু তুই পর্ব-৩২ এবং শেষ পর্ব

0
3722

#শুধু তুই
#অন্তিম পর্ব
#Tanisha Sultana (Writer)

চোখ খুলে তুলি নিজেকে বিছানায় আবিষ্কার করে। চারপাশে সবাইকে দেখতে পাচ্ছে কিন্তু সায়ান নেই। সবাই খুব খুশি

“এদের আবার কি হলো? এরা এতো খুশি কেনো? আমি অসুস্থ বলে কি?

তুলি উঠে বসতে যায় তুলির মা ধরে

” আস্তে বস

“বাবা জীবনেও তো এতো ভালোবাসা দেখাও নাই আজ কি হলো?

” তুই যে আজ আমাদের কি অনন্দ ছিলি তা তোকে বলে বুঝার পারবো না।

তুলি অবাক হয়ে তাকিয়ে আছে। তুলির শশুর তুলির মাথায় হাত বুলায়। শাশুড়ী মোটা স্বর্নের চুরি পরিয়ে দিচ্ছে। তুলির বাবা আর জিসান পাল্লা ধরে মিষ্টি খাচ্ছে

“কেউ আমারে বলবা কি হচ্ছে?
তুলি বলে

” কি হচ্ছে মানে তুই দেখতে পাচ্ছিস না (তন্নি)

“আমার ফুটপয়জন হলো আর তোমারা এতো খুশি কেনো?

” তুই মা হতে চলেছিস
তুলির শাশুড়ী বলে। তুলি তো ঢিংকাচিকা ডান্স দিতে থাকে। সবাই অবাক তুলির নাচ দেখে। সায়ান ঔষুধ নিয়ে রুমে এসে দেখে তুলি ধেই ধেই করে নাচছে। সায়ান তুলিকে বসায়

“এতো লাফাচ্ছ কেনো?

তুলি টুক করে সায়ানের গালে একটা চুম্মা দেয়। সবাই মুচকি হেসে রুম থেকে বেরিয়ে যায়

” উফ জামাই আপনি যে আমাকে কি উপহার দিছেন তা আমি বলে বুঝাতে পারবো না

“বোঝাতে হবে না। জাস্ট চুপচাপ থাকবা

” আমি আর চুপচাপ ইম্পসিবল

“বেবির জন্য থাকতে হবে

” কেনো?

“তুমি এতো লাফালাফি করলে বেবিও তো লাফালাফি করবে

” সত্যি

“হুম

” তাহলে তো এখন থেকে সব সময় লাফালাফি করবো

“পাগল তুমি

” আপনারই তো বউ

“কপাল আমার

” হুম এতো কিউট বউ পাইছেন

“সাথে বাঁদরও

” বেবি বাইরে আসলে ওকে বলে দিবো

“দিও এখন খেতে হবে

” খেলেি তো বমি আসে

“তবুও খেতে হবে

সায়ান জোর করে তুলিকে খাইয়ে দেয়। খাওয়া শেষে

” কি হচ্ছে

“বমি পাচ্ছে

সায়ান তুলিকে ওয়াশরুমে নিয়ে যায়। বমি করিয়ে আবার নিয়ে আসে

এভাবেই দিন যাচ্ছে। সায়ান সারাক্ষণ তুলির সাথে থাকে। প্রচুর কেয়ার করে। সাথে অন্য সবাই তো আছেই।

এখন তুলির নয় মাস চলছে। সায়ান ফোনে কথা বলছে। তুলি আয়নার সামনে খাবার নিয়ে বসে আছে। কথা বলা শেষ করে সায়ান তুলির কাছে এসে বলে

” কও হয়েছে

“দেখুন না কেমন গোলুমলু হয়ে গেছি। আমি আট খাবো না

” এটা কোনো কথা

“এটাই কথা। এখন লোকে আমাকে দেখলে বলবে আমি মটু আর আপনি পাতলু

” ধুর কেউ এমন বলবে না। আমাদের বেবি তোমার পেটে তাই এমন মোটা দেখাচ্ছে বেবি বের হলে আবার আগস্ট মতো দেখাবে। এখন তুমি না খেলে বেবি তো হেলদি হবে না বলো

সায়ান বুঝিয়ে তুলিকে খাইয়ে দেয়।

তুলি সায়ানের কোলে মাথা দিয়ে সুয়ে আছে। সায়ান তুলির মাথায় হাত বুলচ্ছ

“তুলি

” হুম

“ধন্যবাদ এতো কষ্ট করে আমার বেবিটা তোমার মধ্যে গড়ে তোলার জন্য। জানো আমি কখনো ভাবতেই পারি নি তোমাকে এতোটা ভালোবেসে ফেলবো। তোমাকে ছাড়া আমি দুই মিনিট থাকতে পারি না। ভালোবাসি তোমায় খুব। আমি ভীষণ ভাবে আসক্ত হয়ে পরেছি তুমি নামক নেশায়।

” আমিও খুব ভালোবাসি আপনাকে। আচ্ছা বেবি হওয়ার পরে কি আপনি আবার নিরামিষ হয়ে যাবেন

“নাহহহ আরও বেশি রোমান্টিক হয়ে যাবো

” সত্যি

“হুমম। আমার পাগলি

তুলি সায়ানকে জড়িয়ে ধরে

আজ তুলির ডেলিভারি দিন। তুলিকে নিয়ে যাচ্ছে। সায়ান তুলির হাত ধরে বলে

“একদম ভয় পাবে না। আমি আছি তো। একটু কষ্ট হবে সয্য করে নিও। একটু পরেই আমি তোমার কাছে যাবো কেমন

তুলি মাথা নারায়।

তুলিকে নিয়ে যাওয়ার একঘন্টা পরে বাচ্চার কান্নার আওয়াজ আসে। সায়ান এতোখন মাথায় হাত দিয়ে বসে ছিলো। এখন উঠে দাঁড়ায়। সায়ানের বাবা মা কেবিনের দিকে এগিয়ে যায়।
নার্স বাবুটাকে সায়ানের মায়ের কোলে দেয়। সায়ানকে বলে

” আপনার বউ আপনাকে দেখার জন্য মরিয়া হয়ে গেছে। তাড়াতাড়ি যান

সবাই হো হো করে হেসে ওঠে। সায়ান মাথা চুলকে মুচকি হেসে তুলির কেবিনে যায়। তুলি হাতে স্যালাইন দেওয়া হয়েছে। চোখ বন্ধ করে শুয়ে আছে। সায়ান তুলির মাথায় হাত রাখায় তুলি চোখ খুলে

“এতো দেরি করলেন কেনো?

” সরি

“জানেন আপনার বেবি আমাকে অনেক কষ্ট দিছে

” তাই

“হুমম। দেখেন আমার সুন্দর পেটটা কেটে ফেলছে

” আহারে

“পাপ্পি দেন সেরে যাবে

” কোন ডাক্তার বলছে

“ডাক্তার তুলি

সায়ান ফিক করে হেসে ওঠে

” ওই গানটা শোনান না

“কোনটা

” ওইটা

“এখানে

” হুম

এতো রোদ্দুর তুই এনে দিলি তাই, তোর বৃষ্টি আমি একটু পেতে চায়
মেঘলা হয়ে যাক আরও পাঁচটা বারো মাস কোনো বিকেল বেলাতে তুই আমার হয়ে যাস
#শুধু তুই শুধু তুই আর চাইছি না কিছু

সমাপ্ত

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে