লেখা:মার্জিয়া সুলতানা নাবিহা ,অপ্রিয় কালোসমাজ,

0
441

#গল্পপোকা_চিঠি_প্রতিযোগিতা_২০২০
চিঠি নং:৩
লেখা:মার্জিয়া সুলতানা নাবিহা
অপ্রিয় কালোসমাজ,
আমি জিজ্ঞেস করবনা ভালো আছেন কিনা।কারন আমি জানি আপনারা মানুষদের কষ্ট দিয়ে ভালোই আছেন।জানেন আপনাদের নিয়মগুলো খুবই অদ্ভুত? আপনাদের নিয়ম হলো একটি সংসারে যদি মেয়ে হয় তাহলে তাকে লাঞ্ছনা দিয়ে দিয়ে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়।আর যদি ছেলে হয় তাহলে তাকে অলিখিত ভাবে সমাজের গৌরব হিসেবে ঘোষণা করা হয়।এই সমাজে একজন মেয়ের পিতা গিয়ে যখন চায়ের দোকানে বসে একটুকরো সমাজের সাথে আলোচনা করে বাসায় আসে তখন তার মন বিক্ষিপ্ত হয়ে থাকে।কারন ঐ যে একটুকরো সমাজের সাথে আলোচনা করে বুঝতে পারে তার মেয়ে হয়েছে বলে কত বড় ক্ষতি হয়ে গিয়েছে।এটা উপলব্ধি করার পর সে তার‌ই মেয়ের মাকে অকথ্য ভাষায় গালাগাল করেন কারন একটাই তার মেয়ে হলো না কেনো।আর এই সব কথা শুনে মেয়েটি ব‌ইয়ে মুখ গুজে অশ্রু বিসর্জন দেয় আর প্রার্থনা করে “হে ঈশ্বর আমাকে তুমি কেনো ছেলে বানালে না কেনো?”আর অপরদিকে গালাগাল শুনে অশ্রুর বন্যা বয়ে যাওয়া চোখে চুপচাপ দাঁড়িয়ে থাকেন এক অসহায় গর্ভধারিনী।যার এই ভুবনে কোথাও যাওয়ার জায়গা নেই।এই কালো মুখো সমাজে এই রকম কত মেয়ে সহ্য করছে নির্যাতন-নিপীড়ন‌।কবে শেষ হবে এই অত্যাচার?নাকি এই নিপীড়ন নিয়েই মৃত্যু বরণ করতে হবে?
ইতি,
এমনি নিপীড়িত একটি মেয়ে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে