লেখা:মার্জিয়া সুলতানা নাবিহা – প্রিয় আমার হিয়া

0
459

#গল্পপোকা_চিঠি_প্রতিযোগিতা_২০২০
চিঠি নং:২
লেখা:মার্জিয়া সুলতানা নাবিহা
প্রিয় আমার হিয়া,
তুমি যাকে পাওয়ার জন্য এতো আত্মত্যাগ দিচ্ছ,সে কিন্তু দিব্যি আরামে আছে।এই যে রোজ রাতে তাকে চোখে নিয়ে একটি আরামের ঘুম দিতে এত টানে তোমাকে।কৈ তার হিয়া তো আমাকে চোখে নিয়ে ঘুমাতে চায় না? বিশ্বাস কর আমি বিরক্ত এক‌ই সাথে হতাশ তোমার উপর। এই যে সে যখন টিয়া রঙের টি-শার্ট টি পরে যখন আমাকে পাশ কাটিয়ে যায় তখন তোমার এতো আদর করে “টিয়া পাখি” বলে ডাকতে ইচ্ছে করে কেন?এই! তুমি এত বেহায়া আর সাহসী কেন? সেখানে আমি যে পুরো উল্টো।আর এত বেশি তাকে ভাবো কেন?তাই তো সে মাথায় চরে বসছে।একটু কম ভাবো তাঁকে তাহলে সে আর মাথায় চরে বসবে না। আবার পুরোপুরি ভাবা বন্ধ করে দিয়ো না তাহলে তো আমার ক্ষতি হবে।যাই হোক তাঁকে এই ভালোবাসার কথা জানানোর ভুল করনা। এটা আমার অনুরোধ নয় আদেশ
ইতি,
তোমার একমাত্র মালিক।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে