লজ্জাবতী

0
4175

কবিতা: লজ্জাবতী
লেখনীতে: মুন_স্নিগ্ধা(ফাতেমা আক্তার জ্যোৎস্না)

সকালের সবুজ ঘাসে
তোমার সাবধানে ফেলা,
প্রতিটি পদক্ষেপে
আমি শিহরিত হই।

নগ্ন পায়ের তলায় পড়া
চকচকে শিশির বিন্দু;
তাদের মাড়িয়ে’ই দাও
এত সাবধানতার পরেও।

আমি দূর থেকেই আহত হই!
কষ্ট পাই,আমার হৃদয়ে জাগে,
বেদনাদের এক অশ্রুতপূর্ব আন্দোলন।
বহুবার বলতে চেয়েছি তোমায়।

তুমি কি শুনতে পাওনা ?
ওই শিশির বিন্দুদের আহাজারি!
তুমি কি দেখতে পাওনা ?
তোমার কোমল পায়ের তলায় পড়ে
কেমন করে নুইয়ে পড়ে লজ্জাবতী!!

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে