#রোমান্টিক বুড়ো ? বর
#৭ পর্ব
# Mitu jahan Mitu
,
,
,
আমি:কি বললেন ?
,
পারভেজ:কই কিছু না তো ?।
এই নাও(একটি ব্যাগ এগিয়ে দিয়ে)
,
আমি:কি আছে এতে—–?
,
পারভেজ:খুলে তো দেখো?
,
আমি ব্যাগটা খুলে দেখলাম একটা খুব সুন্দর জামদানি শাড়ি।
দেখে খুব খুশি হলাম .
কিন্তু পরক্ষণেই আবার ভাবলাম ,
নিশ্চিত উনার ওই সুন্দরী কলিগটা পছন্দ করে দিয়েছে।
,
আমি:এটা তো একটা শাড়ি ?
,
পারভেজ: হুম শাড়ি কেমন হলো?
,
আমি: দেখতে তো ভালোই,
কে পছন্দ করেছে,
নিশ্চয়ই আপনার সুন্দরী কলিগ।
,
পারভেজ: হুম,ওই পছন্দ করে দিলো,
আর আমি ওকে একটা শাড়ি পছন্দ করে দিলাম(ডাহা মিছা কথা)
,
আমি:ওহ তাই বলুন, ভালো করেছেন।
,
পারভেজ:কিনে দিলে কি কোনো সমস্যা?
,
আমি:নাহ নাহ কিসের সমস্যা কোনো সমস্যায় না ,
আপনার টাকা দিয়ে যাকে যা খুশি কিনে দিতেই পারেন ,
কিন্তু আমার জন্য নাও আনলে পারতেন (কিছু টা মন খারাপ করে)
,
পারভেজ: (মুচকি হেসে)ওহ তাই বলো।
এই বলে পারভেজ নিচে চলে গেলো আর আমি শুয়ে পড়লাম,
রাতে আর একটাও কথা বলি নি আমার বুড়ো বরটার সাথে।
,
,
,
সকালে ঘুম থেকে উঠে দেখি খাটাসটা আমার আগেই উঠেই নিচে চলে গেলো,
একটাবার ও ডাকলো না দেত না ডাকলে নায় যতো সব ,
আমি কেনো এতো চিন্তা করছি এই বুড়োটার।
,
,
সকালের নাস্তা টা করে আব্বু আম্মুর থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়লাম বাসার উদ্দেশ্যে।
আম্মু অনেক বারি বলেছে কয়েক দিন থাকতে,
কিন্তু আমি থাকি নি।
,
গাড়িতে অনেকক্ষণ বসে আছি,
আর উনি ড্রাইভিং করছে,
কেউ কারো সাথে কোনো রকম কথা বলিনি রাস্তায়।
,
,
বাসায় এসে আমি রুমে চলে গেলাম,
উনি এসে–
,
পারভেজ:কি মন খারাপ?
,
আমি: হুম আব্বু আম্মুর জন্য একটু খারাপ লাগছে।
,
পারভেজ :মন খারাপ করো না কয়েক দিন পর আবার নিয়ে যাবো।
,
আমি: হুম।☺️☺️
,
পারভেজ: আচ্ছা আমি একটু ফ্রেশ হয়ে আসি
,
আমি:হে যান , আমি আপনার জন্য কিছু রান্না করি।
,
পারভেজ:??? তুমিই রান্না করতে পারো
,
আমি:হে? পারি ।কি মনে করেছিলেন আমি আপনার মতো অকর্মা নাকি হে । আমি সব রাঁধতে পারি।
,
পারভেজ:কি আমি অকর্মা ??,
তুমি জানো আমি একাই অফিসের কতো কাজ করি।
,
আমি:কি কাজ করেন তা তো জানি আমি?
,
পারভেজ:কি কাজ করি বলো বলো??
,
আমি: মেয়ে পটানোর কাজ (এই বলে এক ছুটে রান্না ঘরে চলে আসলাম ??? বুড়ো বর কোথাকার।আমার সাথে লাগা না ।বোঝাবো মজা)
,
পারভেজ:কি ফাজি মেয়ে রে বাবা??? যাই হোক আমি ফ্রেশ হয়ে আসি।
,
,
আমি :কি যে রান্না করি ,
আইডিয়া ভাত ,আলু ভর্তা আর ডাল করলে আপাতত কেমন হয়,☺️।
ঠিক যা ভেবেছি তাই রাঁধবো।
,
(এদিকে পারভেজ ওয়াশ রুম থেকে বের হয়ে এক ঘন্টা বসে বসে টিভি দেখছে ,
ক্ষুধায় পেট ফেটে যাওয়ার জোগাড়,
তাই বাধ্য হয়ে রান্না ঘরের দিকে এগিয়ে।
গিয়ে দেখে তুলি খাবার টেবিলে সাজাচ্ছে)
,
পারভেজ:কি রান্না হলো শুনি? নিশ্চয়ই কিছুই করতে পারোনি ।
আমি আগেই জানতাম তুমি পারবে না
,মিছে মিছে সময় নষ্ট করা ,
যায় বাইরের থেকে কিছু নিয়ে আসি
,
আমি:এই যে হনুমান ,কি বললেন ?
আমি রাঁধতে পারি না , তাহলে এগুলো কি ?
,
পারভেজ: সত্যিই তুমি রেঁধেছো ,কই দেখি ,
,
আমি,:☺️
,
পারভেজ:ভাত ,আলু ভর্তা আর ডাল শুধু?
,
আমি:??
,
পারভেজ: কিন্তু বেশ হয়ে যাবে??
,
আমি:☺️☺️☺️
,
পারভেজ:দাও দাও যলদি খেতে দাও,
আমার খিদেতে পেট ফেটে যাচ্ছে।
,
আমি: হুম আচ্ছা । খাবার দিতে দিতে আমি বলে উঠলাম—
আচ্ছা আমি কি কাল থেকে ভার্সিটি তে যেতে পারি ?
,
পারভেজ: হে অবশ্যই যেতে পারো ,
আমি চাই তুমি লেখা পড়া চালিয়ে যাও ।
মেয়েদের নিজের জীবনে কিছু জিনিস নিজের থাকা উচিত ,
তার মধ্যে পড়াশোনা অন্যতম।
,
(উনার কথা শুনে আমার খুব ভালো লাগলো)
,
পারভেজ:বাহ বাহ তুমি তো দেখি অনেক মজা করে রাঁধতে পারো,
আলু ভর্তা টানা সেই হয়েছে।
,
আমি: ধন্যবাদ আপনাকে ☺️
,
এর মধ্যে আমার বুড়ো বরটার ফোন এ কল আসে ।
আমি নিশ্চিত উনার ওই শাকচুন্নী কলিগ টা ।
,
,
পারভেজ: হ্যালো বলো শুভা কি খবর।
,
শুভা-:——-
,
পারভেজ:এই তো খাচ্ছি। তুমি খেয়েছো?
,
শুভা:——-
,
পারভেজ:ওহু এমন করলে তো শরীর খারাপ করবে ,
যাও এখনি খেয়ে নাও । খেয়ে কল দিও।
,
শুভা:——
,
পারভেজ: হুম রাখি বাই
,
আমি :???কে ছিলো নিশ্চয়ই আপনার ওই শাকচুন্নী কলিগ টা।
,
পারভেজ: শাকচুন্নী কলিগ মানে ।
কি সব বলছো ।
এতো সুন্দর মেয়েটাকে তুমি কি না বলো শাকচুন্নী।
,
আমি:???????
,
পারভেজ:জানো ও আমার কতো যত্ন নেয় ,
অফিস টাইমে শুধু পারভেজ পারভেজ (ডাহা মিথ্যা কথা,
শুভা পারভেজ এর্ কলিগ হলেও ,
শোভাকে পারভেজ নিজের বোনের মতো দেখে,
আর কয়েক দিন আগে শোভার ব্রেকআপ হয়,
তাই তার বয়ফ্রেন্ড এর সাথে পারভেজ কথা বলে,
তাদের সম্পর্ক ঠিক করতে শোভাকে হেল্প করবে বলেছিল।
তাই শোভা পারভেজ এর কাছে কল করেছিল।)
,
আমি:তাই শোভা আপনার খুব যত্ন নেয় ??
,
পারভেজ:হে করে তো
,
আমি :ওহ তাহলে আমাকে না এনে ওকে নিয়ে এলেন না কেনো ???
(এই বলে আমি রুমে চলে এলাম ।
চান্দু তোমাই আমি মজা দেখা বো বলে দিলাম।)
,
(এই বলে তুলি ঘুমিয়ে পড়লো আর পারভেজ তুলির দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে।)
,
পারভেজ: সত্যিই পিচ্চি বউ আমার পাশাপাশি রাগিও ☺️
,
চলবে