#রোমান্টিক বুড়ো ?বর
#৬ পর্ব
#Mitu jahan Mitu
.
.
পারভেজ:হ্যালো কে বলছেন
,
,
আমি: আমি বলছি??
,
পারভেজ: আমি টা কে ??(পারভেজ তুলিকে চিনেও না চেনার ভাব করছে)
,
আমি:চিনেন না নাকি চিনেও না চেনার ভাব করছেন ??
,
পারভেজ: দেখুন পরিচয় না দিলে আমি রেখো দেবো আমি এখন বিজি ,?।
,
আমি:(?? কতো বড়ো সাহস বলে ফোন কেটে দেবে ,
আমি তোর গলা কেটে দেবো , আমাকে বিজি দেখাস না তোকে মজা দেখিয়ে ছাড়বো(মনে মনে)
,
পারভেজ: হ্যালো কি হলো কি পরিচয় দিচ্ছেন না কেনো হে?
,
আমি: আমি তুলি? বলছি , এখন চিনছেন মিস্টার বুড়ো?
,
পারভেজ: আমার পিচ্চি বউ তুলি নাকি-(মুখ চেপে হেসে ☺️)
,
,
আমি: (হেরে হে বুড়ো তোর বউই (মনে মনে) আমি পিচ্চি?
কি মনে হয় পাশের বাসার ভাবি বলছে বুঝি ?
,
পারভেজ:আরে না ,বলো কি বলবে??
,
আমি:বাসায় কখন আসবেন?
,
পারভেজ: আমায় মিস করছো বুঝি ☺️
,
আমি:জি না , আম্মু বললো তাই জিজ্ঞাসা করলাম ফোন করে?
,
পারভেজ:ওহ আমি মনে করেছি? —
,
আমি:কি মনে করেছেন শুনিতো!!
,
পারভেজ: কিছু না ,
,
আমি: তা আসবেন কখন ?
,
পারভেজ: জানি না কখন আসবো
,
আমি:জানেন না মানে কি?
,
পারভেজ:জানি না মানে জানি না ,
এখন আমি একটু বিজি আছি পরে কথা বলবো
,
আমি:এই শুনুন —টুট টুট টুট (পারভেজ কল কেটে দিলো )
খুব বিজি দেখানো হচ্ছে তাই না আসুক দেখাবো মজা কতো ধানে কতো চাল ?
,
,
,
নিচে আসতেই আম্মুর প্রশ্ন—
,
মা:কিরে জামাই কি বললো আসবে কখন?
,
আমি: জানি না
,
মা:জানিস না মানে–
,
আমি: তোমার জামাই বলেছে সে জানে না কখন আসতে পারবে সে নাকি বিজি?
,
মা:ওহ তাই বল , মনে হয় কোনো কাজে আটকে গেছে
,
আমি:কাজে না ছাই নিশ্চয়ই কলিগ মেয়েটার সাথে ঘুরছে লুচু একটা(মনে মনে)
,
মা :কিরে কি হলো কি
,
আমি: না কিছু না , আচ্ছা আমি উপরে যাচ্ছি কিছু ভালো লাগছে না
,
মা; কেন কি হয়েছে?
,
আমি: কিছু না মা (এই বলে চলে আসলাম রুমে)
,
,
রাত ১০টা বাজে এখনোও নবাব সিরাজউদ্দৌলার নাতিন ,
বুড়ো খাটাস এখনোও আসার নাম নেই আব্বু আম্মু না খেয়ে বসে আছে ,
জামাই আসলে খাবে যতো সব ঢং।
আমি মাকে ছাপ জানিয়ে দিয়েছি ,
এখন আমাকে খেতে না দিলে সারারাত না খেয়ে থাকবো ।
তাই আম্মু বাধ্য হয়েয় আমাকে খেতে দিলো।
আব্বু কখন থেকে আমার সামনে পাইচারি করছে ,
আর আম্মু আমার সামনেই বসে আছে ।
হঠাৎ কলিং বেল বেজে উঠলে আব্বু দূত গিয়ে দরজা খুলে দিল ,
তার মানে এসেছে এতোক্ষণে খাটাসটা,
হাতে অনেক গুলো শপিং ব্যাগ নিয়ে ও এসেছে ,
আমি আড়চোখে চেয়ে দেখছি আর খাচ্ছি।
,
বাবা: এতোক্ষণ কোথায় ছিলে বাবা?
,
পারভেজ:একটু কাজ ছিল আর আপনাদের জন্য এই টুকিটাকি কিছু কিনতে দেরি হয়ে গেলো আব্বু
,
আমি:কাজ ছিলো না কচু ছিলো ,
মেয়েদের সাথে ঘুরাঘুরিই উনার কাজ (মনে মনে)
এসব আমার আর সহ্য হচ্ছে না তাই উঠে রুমে চলে গেলাম।
,
আম্মু: কি দরকার ছিলো এসব কেনার বাবা।
,
আব্বু: সত্যিই তো কি দরকার ছিলো এসব এর।
,
পারভেজ: অবশ্যই দরকার ছিলো আব্বু আম্মু,
আমি কি পারি না আমার আব্বু- আম্মুর জন্য কিছু কিনতে।
,
আম্মু:আমরা তেমন করে কিছু বলতে চাই নি বাবা।
তুমি অবশ্যই আনতে পারো।
,
আব্বু:তুলির আম্মু জামাই হাত থেকে ব্যাগ গুলো নাও,
আর জামাই যাও রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিচে আসো একসাথে খাবো।
,
,
পারভেজ: আব্বু আচ্ছা।
,
(এই বলে পারভেজ রুমে চলে গেলো। ),
,
,
কখন থেকে ঘরে এসে বসে আছে।
কিন্তু বুড়োটার এখন এলো,
খাটাস একটা(মনে মনে)
,
পারভেজ: মনে মনে গালি দিচ্ছো বুঝি?
,
আমি উনার কথায় একটু ঘাবড়ে গেলাম,
আমি গালি দিচ্ছি উনি বুঝলেন কিভাবে,
তাই কথা ঘুরানোর জন্য বলে উঠলাম।
,
আমি: কেমন ঘুরলেন আপনার সুন্দরী কলিগ এর সাথে?
,
পারভেজ: হুম অনেক ভালো ঘুরেছি,
আমাকে তো ছাড়তেই চাচ্ছে না ,
কোনো রকম ভাবে বুঝিয়ে এসেছি?এই আর কি।
,
আমি:ওহ তাই নাকি তা আসার কি দরকার ছিলো থেকে আসতেন ওর বাসা থেকে??
,
পারভেজ:ঠিকি বলেছো থেকে আসলেই মনে হয় ভালো হতো??।
,
আমি:কি বললেন ?
,
পারভেজ:কই কিছু না তো ?।
এই নাও(একটি ব্যাগ এগিয়ে দিয়ে)
,
আমি:কি আছে এতে—–
,
চলবে