#রোমান্টিক বুড়ো ? বর
#১৬ পর্ব
#Mitu jahan Mitu
,
,
পারভেজ: কি হয়েছে কি বউউউউউ ? , রাঁধবে না ?
,
আমি: হ্যাঁ রাঁধবো তো ??? , অনেক কিছুই রাঁধবো
,
আব্বু: তাহলে আর কি আজ আমার মেয়ের হাতে রান্না খাবো।
তোর মার হাতের রান্না খেতে খেতে মুখে স্বাদ চলে গেলো।
,
আম্মু:কি বললে ?? আমার হাতের রান্না আর ভালো লাগে না ?? ,
আজ থেকে তোমার রান্না তুমি করে খাবা এই বলে গেলাম,
চলরে মা আজ আমি ও তোকে রান্নায় হেল্প করবো
এরপর তো আর আমি রাঁধতে হবে না তোর আব্বুই রাঁধবে।
,
আব্বু:??? আমি রাঁধবো মানে কি!!
,
আম্মু: কেনো তুমি রাঁধবে না , খুব তো বললে আমার হাতে রান্না ভালো না ????। এখন নিজে করে খাও।
(এই বলে আম্মু আমার হাত ধরে রান্না ঘরে নিয়ে আসলো,সব দোষ খাটাসটার ,
উনার কারনে এখন আব্বু আম্মুর মধ্যে ঝগড়া লেগে গেছে।
দাঁড়াও খুব শখ না আমার হাতের রান্না খাওয়ার ,
ওকে খায়াচ্ছি ??? , কথায় আছে আপনি চলেন গাছে(গল্পের আসল লেখিকার নাম মিতু জাহান মিতু) গাছে আর আমি চলি পাতায় পাতায় ????।
আমাকে টাইট দেওয়া এতো সহজ না ???
,)
,
আম্মু:কিরে মা কি এতো ভাবছি , রাঁধবি কখন?
,
আমি:কই কিছু না তো,আর হ্যাঁ রাঁধবো তো ??
(এমন রান্না রাঁধবো তোমাদের জামাই কেঁদেও কুল পাবে না আম্মু???(মনে মনে)
,
আম্মু:তা কি রাঁধবি জামাইর জন্য।
,
আমি:মাছ, মাংস,আর ভাজি ,ঢাল,ভাত আমার আর তোমার ও আব্বুর জন্য ?
,
আম্মু:আর জামাই কি খাবে?
,
আমি: তোমাদের জামাই মাছ, মাংস,ডিম তেমন খেতে পছন্দ করে না ,
তাই উনার জন্য করলা ভাজি আর ঢাল করবো।
,
আম্মু:এমা একেমন কথা ,জামাই মানুষ , শুধু করলা আর ঢাল দিয়ে খাবে নাকি।
,
আমি: আমি কি নিজে বলছি , তোমাদের জামাই তো আমাকে বলে দিল উনি মাছ, মাংস,ডিম এসব আজ কিছুই খাবে না শুধু পেট ভরে করলা ভাজি খাবে।
,
আম্মু:জামাই বলেছে??
,
আমি: হুম আম্মু ????
,
আম্মু: তাহলে আর কি রান্না শুরু কর।
,
(এই বলে আমি আর আম্মু রান্নার কাজ শুরু করে দিলাম ,
আমার এখনি ভাবতে এতোই হাসি পাচ্ছে যে ,
যখন খাটাস টা দেখবে উনার জন্য শুধু করলা ভাজি আর ঢাল রান্না করা হয়েছে তাহলে ?????? উনার মুখের কি অবস্থা হবে ,
তা এখন দেখার বাকি।
বাছাধন আমাকে তো এখনোও চিনেন না ,
আপনার জালে যদি আপনাকেই না ফাঁসাতে পারি তাহলে আমার নাম তুলি নয়,???)
,
,
,
রান্নার কাজ শেষ করে আমি আর আম্মু ফ্রেশ হয়ে আব্বু আর খাটাসটাকে নিচে ডেকে আনলাম খাওয়ার জন্য ,
,
আব্বু:বাহ বাহ অনেক কিছু রান্না হয়েছে তো ?? , আজ পেট ভরে খাবো ,কি বলো জামাই
,
পারভেজ: হুম আব্বু ?? (হা হা হা কেমন টাইট দিলাম আমার বউকে ?? ,(মনে মনে)
,
আম্মু:তা কথা বললেই হবে , খেতে তো বসো??
,
পারভেজ: হুম আম্মু খেতে তো অবশ্যই বসবো ,
আমার বউ এতো কষ্ট করে রান্না করছে আমার জন্য মাছ, মাংস,ডিম ,????,
,
আম্মু:না বাবা তুমি একটা কথা ভুল বলছো?
,
পারভেজ:কি ভুল বললাম আম্মু???
,
আম্মু:না মানে মাছ, মাংস, ডিম এসব আমাদের জন্য করা হয়েছে ,
আর তোমার জন্য করলা ভাজি আর ঢাল??
,
পারভেজ:করলা?? ভাজি
,
আব্বু:এসব কি হচ্ছে কি ? তুলির মা ,
জামাইর জন্য শুধু করলা ভাজি আর ঢাল,এ কেমন কথা
,
আম্মু:আরে বাবা তোমার জামাই তো নিজেই তুলিকে বলে দিয়েছে আজ মাছ মাংস এসব খাবে না,
আজ নাকি তুলির হাতের করলা ভাজি আর ঢাল খাবে
,
(আম্মুর কথা শুনার সাথে সাথে পারভেজ আমার দিকে ভুত দেখার মত তাকিয়ে আছে,
আর ওর মুখের অবস্থা দেখে আমি না পারছি হাসতি আর না পারছি হাসি দমিয়ে রাখতে ।
দেখ কেমন টাইট , আমি তুলিমনি আমার সাথে পাঙ্গা নিলে ??? এমনি করলা দিয়ে প্রতিদিন ভাত খেতে হবে)
,
আব্বু:তাই নাকি ☺️ বাবা পারভেজ,
,
পারভেজ:না মানে—
,
আমি: আব্বু কি যে বলো না আপনাদের জামাইর করলা ভাজি অনেক প্রিয় ,তাই না গো???
,
পারভেজ: হুম ????
,
আব্বু:তাই বলে শশুর বাড়িতে আমরা ভালো ভালো খাবার খাবো ,
আর তুমি এসব খাবে বাবা এটা কি একদম ঠিক বলো।
,
পারভেজ: না না ?? একদমি—
,
আমি:একদমি ঠিক ???, আব্বু তোমার জামাই এসব খেয়ে অবস্থ্য ।
,
আম্মু: অনেক কথা হয়েছে, এখন খেতে বসো সবাই।
,
এই বলে আম্মু আমাদের খেতে দিল,
আর উনার অবস্থা দেখার মতো ছিল বুঝা যাচ্ছে অনেক কষ্টে করলা ? ভাজি দিয়ে ভাত খাচ্ছে ?????।
আর উনার খাওয়ার ধরন দেখে আমি হাসির কারনে খেতে পারছি না,
তাই অনেক কষ্ট করে কিছু খেয়ে রুমে গিয়ে ইচ্ছা মতো হাসছি ?)
,
পারভেজ: খুব হাসি পাচ্ছে না ,?
,
আমি: হ্যাঁ খুব পাচ্ছে ,খুব হা হা হা
,
পারভেজ:হেসে নাও হেসে নাও সব সময় তো তুমি জিতবে না।(এই বলে পারভেজ নিচে চলে গেলো)
,
আমি:দেখা যাবে ???। আমাকে টাইট দিতে গিয়ে নিজেই টাইট খেয়ে এখন রাগে ফুঁসছে হা হা হা হা
,
এভাবেই খুনসুটিতে আমাদের দিন যাচ্ছিল,
আর আমি ও বুঝতে পারছি উনাকে ছাড়া আমি এখন অস্তিত্বহীন,
উনাকে আমি অনেক আগেই ক্ষমা করে দিয়েছি,
কিন্তু কি একটা বিদায় এখনোও উনাকে বলতে পারছি না,
পারছি না বলতে নিয়ে চলুন আপনার সাথে আমার নিজের বাসায়।
হঠাৎ সকালে নিসু(আমার ছোট ননদ)আর ওর জামাই সুজন আমাদের বাসায় উপস্থিত, আমি ——
,
চলবে