রোমান্টিক বুড়ো বর ১৫ পর্ব

0
2091

#রোমান্টিক বুড়ো ? বর
#১৫ পর্ব
#Mitu jahan Mitu
,
,
আমি: হ্যাঁ , হ্যাঁ যান তো যতোসব,??
,
পারভেজ: আমি যতোসব তাই না , দাঁড়াও দেখাচ্ছি মজা।?
,
আমি:কি-ই-ই মজা হে । আমি কিছু দেখতে চাই না।
,
পারভেজ: কিন্তু আমি তো আমার বউকে??? কিছু দেখাতে চাই,
,
আমি: আমি কিছু দেখতে চাই না ,একদমি কাছে আসার ??? চেষ্টা করবেন না কিন্তু বলে দিলাম ,
,
পারভেজ: আমি আমার বউয়ের কাছে আসছি তাতে কার কি??
,
আমি: আপনি কি করতে চাচ্ছেন কি?
,
পারভেজ: বেশি কিছু না একটু রোমান্টিকতা করবো?? এর চেয়ে বেশি কিছু না বউউউউ
,
আমি:একদমি ভালো হচ্ছে না কিন্তু
,
পারভেজ: হ্যাঁ তা আমি জানি,ভালো হবে কী করে আমার বউ তো রেগে আছে,
,
(এই বলে পারভেজ তুলির আরো কাছে চলে আসে ,আর তুলি অবাক হয়ে দেখছে পারভেজ কে ?)
,
আমি:এই কি করছেন কি আপনি?
,
পারভেজ: তুমি যা বলেছো তাই করছি ?
,
আমি: আমি যা বলেছি তা করছেন মানে!! আমি কখন বললাম আমার কাছে আসতে আপনাকে,
,
পারভেজ: আগে তো আসতে দাও তার পর না হয় বলছি ?
,
আমি;একদমি কাছে আসবেন না
(কিন্তু কে শোনে কার কথা পারভেজ তুলির আরো কাছে চলে আসে(গল্পের আসল লেখিকার নাম মিতু জাহান মিতু) আর পারভেজ এসব দেখে তুলির হার্ট বিট ক্রমশই বেড়েই যাচ্ছে, পারভেজ তুলির দিকে আরো ঝুঁকে যাচ্ছে ,তুলি আর চোখ মেলে রাখতে পারলো না ,
,
,
,
হঠাৎ তুলির হার্ট বিট কমে গেলো আর চোখ খোলে দেখতে পারলো পারভেজ বালিশ হাতে নিয়ে দাঁত কেলাচ্ছে ??)
আমি:কি হচ্ছে কি এসব ??
,
পারভেজ:কি হবে আবার আমি তো বালিশ নিলাম।
,
আমি:একটু আগে তো বললেন রোমান্টিকতা করছেন ?
,
পারভেজ:সেটা তো করতেই চাই কিন্তু বউযে করতে দেয় না,
তাই ভাবলাম বালিশের সাথেই একটু রোমান্স করে ফেলি?
,
আমি: যতো সব ??যান বালিশের সাথেই করেন।
,
পারভেজ: আচ্ছা আমি যাই ওকে বাই বউউউউউ
,
আমি: এতো রাতে কোথায় যাচ্ছেন আপনি ?
,
পারভেজ: আব্বু আম্মুর ঘরে —-
,
আমি: মানে কি ? এতো রাতে আব্বু আম্মুর ঘরে যাবেন পাগল নাকি আপনি।
,
পারভেজ: না গিয়ে কি করবো , আমার বউ তো আমাকে ঘর থেকে বের করে দিতে চায়।
,
আমি: তাই বলে আব্বু আম্মুর ঘরে যাবেন।
এই যে শুনুন আমি একদমি আপনাকে ঘর থেকে বের করে দি নি ।
শুধু বলেছি আমার সাথে বিছানায় শুতে পারবেন না।
,
পারভেজ:এরি জন্যই তো আমি আব্বু আম্মুর কাছে যাবো ,
আর যদি থাকতেই হয় তাহলে আমার সাথে বেড শেয়ার করতে হবে ???
,
আমি:একদমি না, আমি পারবো না শেয়ার করতে ?
,
পারভেজ: তাহলে আমি গেলাম ??
,
আমি: এই একদমি না ? এতো রাতে আব্বু আম্মুর কাছে গেলে কি ভাববে ছিঃ ছিঃ।
,
পারভেজ: এতো কিসের যে ছিঃ ছিঃকরছো বউউউউ??
যাই হোক তাহলে আমি কি করবো বলো বউউউউ
,
আমি:ঘুমান??? বিছানায় ????( বুড়ো খাটাস বর একটা আমিও ছাড়বো না আপনায়(মনে মনে)
,
পারভেজ:তা মনে মনে গালি দেওয়া শেষ হলে ঘুমিয়ে পড়ুন মহা রানী?
,
আমি:এই খাটাসটা বুঝলো কি করে আমি গালি দিচ্ছি,(মনে মনে)
আর গালি দিয়েছি বেশ করেছি ইচ্ছা মতো দেব ?
,
পারভেজ: ওকে ওকে যতো ইচ্ছা দিও এখন ঘুমিয়ে যাও বউউউউউ
,
আমি:??? আবার বুঝে গেলো।
,
পারভেজ:ওহে মিসেস খুব তো বলো বুড়া এবার দেখবা এই বুড়ো কি রোমান্টিক ,
তারপর শুধু বলবা আমার #রোমান্টিক বুড়ো ? বর
হা হা হা হা হা হা(মনে মনে)
,
(এই বলে পারভেজ ঘুমিয়ে পড়লো )
,
আমি:খাটাস টা মনে হয় ঘুমিয়ে গেছে ,
যাক বাবা আমিও একটু ঘুমিয়ে নি,
সারাদিন এই খাটাস টার কারনে একটু বিশ্রাম নিতে ও পারিনি।
,
?????
,
সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি উনি বিছানায় নেই।
কে জানে কোথায় আবার কি করছে,
যাক গে আমার কি ,উনি আমার কেউ হয় না ,
আসলেই কি হয় না,নাকি অনেক কিছু।
আচ্ছা আমি কি বেশিই রাগ করছি ,
কেউ অন্যায় করলে আর ক্ষমা চাইলে অবশ্যই তাকে প্রথম ক্ষমা করে দিতে হয় ,
কিন্তু আমি কি করবো বুঝতে পারছি না,??
,
কিন্তু যাই করি এতো সহজে ক্ষমা করবো না করলেও প্রকাশ করবো না ??

এমন নাচানি নাচাবো না খাটাস আর কোনো দিন রাগ করেও আমার শরীরে হাত তুলতে একশো বার ভাববে???? হি হি ,
কি প্লান আমার,
সত্যিই আমি যে এতো বুদ্ধিমান তা আমি নিজেও জানিনা ??
,
( হঠাৎ পারভেজ এর আগমন)
,
পারভেজ: সকাল সকাল কি বুদ্ধি করছো বউউউউ??
,
আমি:এই একদমি দাঁত কেলাবেন না, আমার দেখতে ভালো লাগে না।
,
পারভেজ: আমার দাঁত আমি যতো খুশি কেলাবো তাতে তোমার কি ,
যাই হোক ,যাওতো বউ এক কাপ চা এনে খাওয়াও তো।
,
আমি:??? পারবো না আমি আপনাকে খাওয়াতে
(এই বলে আমি রাগে ? নিচে চলে আসলাম আর পিছনে খাটাস টাও)
,
,
আব্বু:আয় তুলি মা আয় বস এখানে
,
আমি:??
,
আম্মু:একি আমার মেয়েটা মুখটাকে এরকম করে রেখেছে কেনো?কি হয়েছে কি মা
,
আমি: কিছু হয়নি আম্মু ?
,
পারভেজ: হয়েছে হয়েছে ??
,
আম্মু:কি হয়েছে বাবা ?
,
আমি: ওই আমার আবার কি হলো ???
,
পারভেজ: তোমার তো মন খারাপ হয়েছে ?
জানেন আম্মু তুলি না আমার জন্য আজ রাঁধতে চেয়েছিল
,
আমি: মানে?????—-
,
পারভেজ:আহা চুপ করো তো আমাকে বলতে।
জানেন আম্মু তুলি আজ আমার আর আপনাদের জন্য নিজের হাতে রাঁধতে চেয়েছে ,
কিন্তু আপনি নাকি ওকে রাঁধতে দিবেন না তাই ওর মন খারাপ ?
,
আমি:?????? ওই—-
,
আব্বু:এ আর তেমন কি ,যা তুলি মা আজ তুই রান্না করিস??? জমিয়ে খাবো কিন্তু
,
আমি: আমি রাঁধবো !!!???????
,
আম্মু: আচ্ছা বাবা আচ্ছা মনে খারাপ করতে হবে না তুই রান্না করিস
,
আমি: আম্মু তুমি ও —
(সব এই বুড়ো খাটাস টার জন্য হয়েছে,
কোথায় ভাবলাম আমি উনাকে টাইট দেব উল্টা উনিই আমাকে টাইট দিচ্ছে ?????।
আর আমার আব্বু আম্মু ও উনার কথায় উঠছে ,বসছে আর নাচছে।)
,
পারভেজ: কি হয়েছে কি বউউউউউ ? , রাঁধবে না ?
,
আমি:——
,
চলবে

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে