রোমান্টিক বুড়ো বর ১৪ পর্ব

0
2027

#রোমান্টিক বুড়ো ? বর
#১৪ পর্ব
#Mitu jahan Mitu
,
,
পারভেজ:না মানে প্লিজ তুলি আমাকে ক্ষমা করে দাও,??
,
আমি:হা হা হা আমি আপনাকে ক্ষমা করবো ,
আমি কেই বা আপনার।আর রোইলো আমি যাবো কি না।
তাহলে শুনে রাখুন আমি যাচ্ছি না আপনার সাথে,
আর কোনদিন ও যাবো না?।
আপনি এখন যেতে পারেন এখান থেকে ???
,
পারভেজ: একটাবার কি আমাকে সুযোগ দিতে পারো না তুলি।
,
আমি:না পারি না, কিন্তু আপনি যা করেছেন তার ক্ষমা করা আমার পক্ষে সম্ভব না।
আপনি এখন আসতে পারেন।না হলে আমি চিৎকার চেঁচামেচি করবো।
,
পারভেজ:না তোমার চিৎকার করতে হবে না আমি চলে যাবো,
,,
,
(এই বলে পারভেজ নিচে চলে যায়)
,
আম্মু:আসো বাবা আসো ,বসো
,
পারভেজ:না মানে ??
,
মিসু:কি এতো মানে মানে করছো ভাইয়া ,বসো তো , আর আন্টি আমাকে আর ভাইয়াকে চা খাওয়া তে পারবে ?
,
আম্মু:তা তো অবশ্যই পারবো মা ,
তোমরা বসো আমি করে আনছি??
,
মিসু: হুম ???
,
(আম্মু চলে গেলে)
,
মিসু:এই ভাইয়া কি হয়েছে কি, এখন নিচে আসলে কেন ?? , তোমার না এখন ভাবির কাছে থাকার কথা।
,
পারভেজ:আমরা চলে যাবো?
,
মিসু:আমরা নয় আমি চলে যাব আর তুমি থাকবে
,
পারভেজ:নারে তুলি চায় না আমি থাকি,
ও এখনোও আমাকে ক্ষমা করতে পারেনি।
,
মিসু:আরে তাই বলে এখনি হার শিকার করলে হবে নাকি ভাইয়া।
ভাবি বললেই কি তোকে চলে যেতে হবে নাকি।
,
পারভেজ: মানে তুই কি বলতে চাস মিসু!!
,
মিসু:আরে ভাবি তো তোমার সাথে অভিমান করে আছে ,
আর তুমি অভিমান না ভাঙ্গিয়ে উল্টা হেরে ভুত হয়ে চলে যাবে।
,
পারভেজ: কিন্তু তোর ভাবি তো আমাকে চলে যেতে—-
,
মিসু:আরে বাবা বলুক, তুমি ও বলবে আমার শশুর বাড়ী আমি যাবো না ,
একটু সিরিয়াস তো হো ভাইয়া।
,
পারভেজ: কিন্তু—-,?
,
মিসু: কোনো কিন্তু নয় ভাইয়া , ভুল যেহেতু করেছো তাই তা ঠিক করার দায়িত্ব তোমার,
আর তুমি আমাদের ভাইয়া,
আমাদের(গল্পের আসল লেখিকা মিতু জাহান মিতু) ভাইয়া এভাবে হেরে যেতে পারে ,বলো ভাইয়া।???
,
পারভেজ:একদমি না?, আমি ফিরিয়ে আনবোই তোর ভাবিকে ,কথা দিলাম।
,
মিসু: সত্যিই তো!
,
পারভেজ: হুম সত্যিই ??
,
মিসু: তাহলে মিশনে নেমে পড়ো ভাইয়া আর আমি যাচ্ছি।
,
আম্মু: যাচ্ছি মানে কি তুমি না চা খাবে বললে!?
,
মিসু:আন্টি এখন আর খেতে পারবো না ,
আপনাদের জামাই আমাকে নিতে এসেছেন,
বাইরে গাড়ি নিয়ে অপেক্ষা করছে।
,
আম্মু: বাইরে মানে , ভিতরে আসতে বলবে না,
,
মিসু:আজ নয় আন্টি অন্য একদিন নিয়ে আসবো কথা দিচ্ছি।
,
আম্মু: আচ্ছা , কিন্তু অবশ্যই আসবে কিন্তু।
,
মিসু: হুম আন্টি আর আমি যাই ভাইয়া ?
,
পারভেজ: হুম
,
(তারপর মিসু চলে গেলো আর পারভেজ শাশুড়ি আর শশুর এর সাথে গল্প করছে )
,
আব্বু:তা বাবা এবার কিন্তু কয়েকদিন অবশ্যই থাকতে হবে তোমাদের ?
,
পারভেজ: অবশ্যই আব্বু,এবার অনেক দিন থাকবো।
,
আব্বু:যাক কয়েকটা দিন মেয়েটাকেও কাছে পাবো।
,
(হঠাৎ তুলি নিচে এসে পারভেজ কে দেখে রাগে)
আমি: কয়েক টা দি নয় অনেক গুলো দিন পাবে আমাকে হতে পারে সারাটা জীবন এর জন্য,
আব্বু: কি বললি ,তা যাই হোক ,
তা না হয় থাকবি সাথে জামাই ও।
,
আমি: জামাই মানে,
আপনি এখনোও যান নি ??
এখানে কি করছেন এখনোও।
,
পারভেজ: কোথায় যাব?,আর আমি আমার আব্বুর সাথে গল্প করছি বুঝলে।
,
আব্বু:কি হচ্ছে কি ? তুলি, পারভেজ এখানে থাকবে না তো কোথায় থাকবে।
,
আমি: আমি কি জানি উনি কোথায় থাকবে ,
কিন্তু যেখানেই থাকুক না কেনো আমার বাড়িতে থাকতে পারবে না
,
পারভেজ: আমি কিন্তু আমার শশুর বাড়িতে থাকবো,
এখন যেই যাই বলুক আমি শুনছি না।
,
আমি:এই যে এটা আমার আব্বুর বাড়ি মানে আমার বাড়ি?
বুঝছেন কি বলতে চাইছি,তাই ভালোই ভালোই কেটে পরুন।
,
পারভেজ:এটা আমার শশুর বাড়ী মানে আমার বউয়ের বাড়ি ,
আর বউয়ের বাড়ি মানে আমার বাড়ি??
,
আমি:ওই?? আপনি কিন্তু বেশি করছেন,
,
পারভেজ:কি বেশি করলাম ? আমি কি কিছু ভুল বলছি আব্বু।
,
আব্বু: একদম ঠিক বলছো বাবা
,
আমি:আব্বু তুমি ও?? , আপনাকে না আমি (এই বলে আমি রুমে চলে আসলাম)
,
পারভেজ:???
,
,
আমি:শালার কতো বড়ো সাহস বলে কিনা এটা উনার বাড়ি ,
খাটাস একটা ।এটা আমার বাড়ি ??? যতোসব
,
পারভেজ:বউ ও বউ ? কোথায় তুমি
,
আমি:এতো নেকামি করে কে ডাকছে ?
,
পারভেজ: আমি ডাকছি বউ।
,
আমি:ওই আমি আপনার বউ না ??
,
পারভেজ: তাহলে কি ভাবি নাকি?
,
আমি:কি বললেন ?।
,
পারভেজ: আমি আবার কি বললাম।
,
আমি: আমি আপনার ভাবি হয় ?? ,
,
পারভেজ:বউ ও না ভাবিও না তাহলে কি হতে পারো ?
,
আমি: কিছুই হয় না? আর কখনোও আমাকে বউ বলে ডাকবেন না ??
,
পারভেজ:তা যাই হোও আমার বউকে আমি যা খুশি ডাকবো তাতে তোমার কি।
,
আমি: আমার কি মানে সব তো আমাকেই বলবেন তাই নয় কি!
,
পারভেজ: তাহলে শিকার করছো তুমি আমার বউ?
,
আমি; আমি কখন শিকার করলাম আমি আপনার বউ।???
যাই হোক আপনি এখানে কি করছেন ,
আপনাকে বলি নাই আমাদের বাড়ি থেকে চলে যেতে,
তার পর ও বেহায়ার মতো পরে আছেন কেন।
,
পারভেজ: আমি আমার শশুর বাড়িতে পড়ে আছি এখানে বেহায়ার কি দেখলাম বউউউউউ
,
আমি: আবার ???
,
পারভেজ:যায় হোক , আমি এখন ঘুমাবো ,সরোতো বউউউউ
,
আমি: সর্বো মানে!?! কোথায় ঘুমাবেন আপনি??
,
পারভেজ: কোথায় আবার বিছানায় ?
,
আমি: অসম্ভব ??? বিছানায় আমি ঘুমাবো।
,
পারভেজ:ঘুমাও না???।আর আমি তো আমার বউ এর সাথে ঘুমাবো??,
,
আমি:একদমি না, অনেক হয়েছে, এখনি আপনি যান আমার ঘর থেকে।
,
পারভেজ: আমি কোথাও যাবো না ?।
,
আমি:??? আপনি যাবেন????।
,
পারভেজ: ওকে ওকে আমি যাচ্ছি ??পরে কিন্তু আমাকে আটকাতে আসবে না।
,
আমি: আমার বয়েই গেলো আপনাকে আটকাতে??? বরং আমি বাঁচি
,
পারভেজ: ওকে তাহলে যাচ্ছি কিন্তু।
,
আমি: হ্যাঁ হ্যাঁ যান তো যতোসব,
,
পারভেজ: আমি যতোসব তাই না , দাঁড়াও দেখাচ্ছি মজা।?
,
আমি:কি-ই-ই মজা হে । আমি কিছু দেখতে চাই না।
,
পারভেজ: কিন্তু আমি তো আমার বউকে???——-
,
চলবে

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে