রোমান্টিক বুড়ো বর ১২ পর্ব

0
1916

#রোমান্টিক বুড়ো ? বর
#১২ পর্ব
#Mitu jahan Mitu
,
,
নিসু:কি আমাকে বিয়ে করা তোমার ভুল হয়েছে,
আর আমি তোমার ইচ্ছার দাম দি না
,
সুজন: হ্যাঁ ভুল ছিলো , আচ্ছা তোমার চেয়ে তো ভাবি অনেক ছোট ,
তবুও কতো সুন্দর সংসার করছে ,
আর তুমি দিন রাত সংসার এর নাম করে আমার উপর অত্যাচার চালাচ্ছো।
কেনো বলতে পারো?
,
নিপু:তাই নাকি খুব ভাবি ভাবি করছো
ভাইয়ার বিয়ের পর থেকে দেখছি,
শুধু ভাবি এমন ভাবি তেমন ,
কিছু আছিলো নাকি তোমাদের মধ্যে
,
সুজন: থাসসসসস-থাসসসসস।
নিসু মুখ সামলিয়ে কথা বলো সবাইকে নিজের মতো ভাবো কেনো ,ভাবি আমার বোনের মতো।
আর তুমি কিনা আমাকে সন্দেহ করছো।
,
নিসু :তুমি আমাকে মারলে,
ওকে আর আমি থাকবো না তোমার সাথে,
আর কখনোই আমার কাছে আসবে না তুমি ।
,
সুজন: কোথায় যাচ্ছ তুমি–
(কিন্তু নিসু কোনো কথা না শুনে চলে এসেছিল)
,
,
,
সুজন: আমি মনে করেছি নিসু আপুর বাড়িতে গিয়েছিল তাই ,
আপুকে ফোন করে সব জানাই,
পরে জানতে পারি আপুর বাড়িতে নিসু আসে নি ,
তাই আপুকে নিয়ে এখানে আসলাম।
,
মিসু: হয়েছে সুজন আর তোমাকে বলতে হবে না এখন আমাকে বলতে দাও ,
জানো ভাইয়া নিসু কাল রাগ করে এখানে এসেছে আর সুজন এর উপরের জিদ ভাবির উপরে নিয়েছে।
,
সুজন: আমার জিদ ভাবির উপরে নিয়েছে মানে কি আপু!!
,
(সবার কথা শুনে নিসু চুপ করে নিচের দিকে তাকিয়ে আছে)
মিসু:বলছি বলছি , আমার গুনোধর বোনের কথা।
কিরে নিসু আমি সব বলবো নাকি তুই বলবি
থাক থাক আর কষ্ট করে তোকে কিছু বলতে হবে না, আমি সব বলছি।
কাল নিসু এখানে এসে ভাইয়া কে বলেছে ভাবি নিসুকে বাড়িতে আসতে নিষেধ করেছে যা সম্পূর্ণ মিথ্যা।
,
পারভেজ: মিথ্যা মানে , আমি এসে দেখেছি নিসু আর তুলি ঝগড়া করছে আর নিসু কাঁদছিল।
,
মিসু: ভাইয়া তুমি নিসুর চোখের পানি দেখলে ,
কিন্তু ভাবির মুখটা দেখলে না একটা বার ও ।
কাল সুজন ভাবি তারিফ করাতে নিসু জিদ করে ভাবিকে তোমার কাছে ছোট করেছে।
আর তুমি বোন ভালোবাসায় এতোই ভক্ত ছিলে যে ,
তোমার বোনের অপরাধ তোমার চোখেই পড়ে নি।
তাই তুমি ভাবির গায়ে হাত তো তুলেছো,
সাথে বাড়ি থেকে বের করেও দিয়েছো
,
পারভেজ:মিসু যা বলছে তা কি সত্যিই নাকি নিসু??
,
নিসু: চুপ (নিচের দিকে তাকিয়ে কাঁদছে)
,
মিসু:ও কি বলবে ভাইয়া ,ওর নিরবতায় বুঝিয়ে দিচ্ছে ওর অপরাধ।
,
পারভেজ: ছিঃ নিসু, ছিঃ।
আমি ভাবতেও পারিনি তুই আমার বোন হয়ে এমন করতে পারলি।
আরে তোদের আমি কখনোও কি কোনো কষ্ট দিয়েছি যে,
তুই আজ আমার বুকটা কে ছিঁড়ে দিয়েছিস এমন ভাবে।
তোর একটা ভুলের কারণে আমি নিজেই কতো বড় ভুল করেছি।–
কাল সারা রাত ঠিক মতো ঘুমাতে ও পারিনি ,
সব সময় মনে হয়েছিল আমার কিছু একটা চলে যাচ্ছে আমার কাছ থেকে।
,
মিসু:জানো ভাইয়া ভালোবাসা ভালো কিন্তু এতো অন্ধ ভালোবাসা ভালো নয় ,
যেখানে সত্য মিথ্যা যাচাই করা হয় না।
,
পারভেজ: আমি ভাবতেও পারিনি,
আমি নিজের বোনের কথা শুনে এতো বড় ভুল করতে পারবো ,
,
মিসু: তুমি ভাবিকে যেতে দিলে কেনো?
,
পারভেজ:না দিয়ে কি করবো বল,
আমি চলে যেতে বলেছি বলে ও সকালে তৈরি হয়ে গিয়েছিল চলে যেতে যা দেখে আমার মাথায় রাগ চেপে যায়।তাই আটকায় নি ওকে।
,
নিসু: প্লিজ ভাইয়া আমাকে ক্ষমা করে দে,
আমি কালকে রাগের মাথায় এসব কথা বলে ফেলেছি ,
আর আমার মাথা ঠিক ছিলো না তাই এসব—–
,
পারভেজ:থাম তুই অনেক বলেছিস ,
ইচ্ছা করছে তোকে থাপ্পড় দিতে ।
কিন্তু তোদের আমি এতোই ভালোবেসেছি যে না পারছি তোকে কিছু বলতে আর না পারছি নিজেকে শেষ করে দিতে।
,
মিসু:এসব কি বলছিস কি ভাইয়া,
যা হবার হয়ে গেছে চল আমরা সবাই গিয়ে ভাবির কাছে ক্ষমা চেয়ে নিয়ে আসি।
,
পারভেজ: আমি পারবো নারে ,
,
মিসু: কেনো ভাইয়া
,
পারভেজ: কোন মুখ নিয়ে ওর সামনে দাড়াবো আমি ,
,
সুজন:সব দোষ আমার ভাইয়া ,
আমার কারনে আজ ভাবিকে ঘর ছাড়তে হয়েছে।
,
পারভেজ:না সুজন সব আমার দোষ ।
কোনো কিছু না শুনে , চোখে দেখার ঘটনার ভিক্তিতে শাস্তি দিয়ে ঠিক করি নি আমি
,
মিসু: ভাইয়া ভুল তো মানুষের ধারায় হয় ।
আর তা অবশ্যই মানুষকেই শুধরাতে হয়।
আর আমার মনে হয় আমরা সবাই ভাবিকে বুঝালে ভাবি সব বুঝবে।
,
সুজন:আপু ঠিক বলেছে ভাইয়া ,
আমার ও মনে হয় ভাবি অবশ্যই আপনাকে ক্ষমা করবে।
,
পারভেজ: আমি কি করবো কিছুই বুঝতে পারছি না সুজন,
আমাকে কিছুক্ষণ একা থাকতে দাও(এই বলে পারভেজ চলে গেলো নিজের রুমে ,মিসুও গেলো পিছন পিছন)
,
সুজন: ছিঃ নিসু ছিঃ, তুমি এটা কিভাবে করতে পারলে।
,
নিপু: আমি—-
,
সুজন:চুপ করো তুমি ?,কোন মুখে তুমি এখনোও কথা বলতে চাও।
জানো আমি তোমাকে বুঝিয়ে নিতে এসেছিলাম,
আর তুমি ছিঃ ভাবতেও আমার ঘৃনা করে আমার বউ নিজের ভাইয়ের সংসার ভাঙ্গতে উঠে পড়ে লেগেছে।
,
নিপু: প্লিজ সুজন, আমি জানি আমি ভুল করেছি তাই আমি তো ক্ষমাও চেয়েছি বলো তুমি।
,
সুজন:কার কাছে চেয়েছো ভাবির কাছে কি এখনোও তুমি ক্ষমা চেয়েছো বলো।
,
নিসু:না চাই নি, কিন্তু চাইবো, বিশ্বাস করো সুজন আমি আর আগের মতো তোমার সাথে ব্যবহার করবো না।
আমি বুঝতে পেরেছি তুমি কতো কষ্ট পাও আমার ব্যবহারে
,
সুজন: বুঝলেই ভালো কিন্তু ভাবি যতো দিন এই বাড়িতে আসবে না ততোদিন তুমি আমার সাথে যেতে পারবে না
,
নিসু: কিন্তু—
,
সুজন:কোনো কিন্তু নেই , আমি যা বলেছি তাই আর তা না হলে এখানেই তোমাকে সারাজীবন থাকতে হবে ।
,
(এই বলে সুজন ও চলে গেলো আর নিসু এখনোও কাঁদছে)
,
নিসু; সত্যিই সব ভুল আমার আমি সব সময় নিজের কথাই বড় করে দেখেছি ,
অন্যের সংসার না বুঝে ভাঙ্গতে গিয়ে আজ নিজের সংসার ভাঙ্গতে বসেছি।
,
,
,
অন্যদিকে তুলি ফ্রেশ হয়ে বাবা মার কথায় বাধ্য হয়ে কিছু খেয়ে শুয়ে পড়লো , সাথে সাথে ঘুমিও গেলো,
কারণ তুলির আম্মু মেয়ের খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছিল যাতে তুলি একটু ঘুমাতে পারে ,
তুলির আম্মু মেয়ের চেহারা দেখেই বুঝেছিল তুলির কিছু তো হয়েছে,
কিন্তু জিজ্ঞাসা করতে পারে নি স্বামী নিষেধ করায়।
,
,
তুলির ঘুম ভাঙ্গলে—-
,
চলবে

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে