রঙ বদল পর্বঃ ০১
লেখকঃ আবির খান
~ আজ থেকে তিন বছর আগে আমার নাম কি ছিল জানেন?
– কী?
~ ম্যারি ডিসুজা।
– কি বলছো ফাতেমা তুমি নন মুসলিম ছিলে!
~ হ্যাঁ। কিন্তু এখন আমি একজন নিউ মুসলিম মেয়ে। আমার সম্পর্কে আপনি কিছুই জানেন না।
সায়েম ফাতেমার কথা শুনে স্তব্ধ। ফাতেমা সায়েমের অফিসে কাজ করে। আজ ১ বছর হলো ওরা একসাথে কাজ করছে। সায়েম ফাতেমাকে কখনো দেখেনি। কারণ ফাতেমা সবসময় বোরখা হিজাব আর নাকাব পরে থাকে। ফাতেমার এই ইসলামিক নিয়মকানুন মেনে চলা, নম্র ভদ্র ব্যবহার, আচার আচরণ সব সায়েম মুগ্ধ করেছে। আর এই মুগ্ধতা কোন এক সময় ভালবাসায় পরিণত হয়েছে। ফাতেমাকে সায়েম সবসময় সাহায্য করতো যেকোন সমস্যাতে। ফাতেমারও ভালো লাগতো। তাই আজ প্রথম এতোটা সময় পর সায়েম ওর জন্মদিনে ফাতেমাকে ওর মনের কথাটা বলে। ওকে বিয়ে করতে চায় তা বলে। কিন্তু ফাতেমার মুখে এই কথা শুনে সায়েম বাকরুদ্ধ হয়ে গিয়েছে। সায়েমকে এভাবে দেখে ফাতেমা আবার বলে,
~ সেই ছোট বেলা থেকেই পবিত্র ধর্ম ইসলামের প্রতি আমার এক আলাদা ভালবাসা ছিল। লুকিয়ে লুকিয়ে ইসলামের অনেক কিছু শিখতাম। কারণ বাবা-মা জানলে আমাকে একদম মেরেই ফেলতো। ইসলামকে এত্তো ভালবাসি কেন জানেন?
– কেন?
~ কারণ একমাত্র ইসলাম ধর্মে একজন মেয়েকে অনেক মর্যাদা আর সম্মান দিয়েছে। বলেছে, সন্তানের বেহেশত তার মায়ের পদতলে। ভেবেছেন একবার কথাটা কত্তো বড়। এই ইসলাম আমাকে শালীন হতে শিখিয়েছে। আমাকে শিখিয়েছে কীভাবে চললে আমার কোন ক্ষতি হবে না, কীভাবে চললে আমার দ্বারা কারো ক্ষতি হবে না, সবার সাথে কিরকম ব্যবহার করতে হবে, বাবা-মার সাথে কিরকম ব্যবহার করতে হবে, আর সবচেয়ে বড় কথা আল্লাহ ছাড়া আর কারো সামনে মাথা নত করা যাবে না তা শিখিয়েছে। ইসলাম একটি শান্তির ধর্ম। যেখানে আল্লাহ সর্বশক্তিমান। তিনি ছাড়া আর কোনো মাবুদ নেই। যেখানে নারীদের হেও করা জঘন্য পাপ। তাই ছোট কাল থেকেই ইসলামকে মনে প্রাণে ভালবাসতাম আর সারাজীবন বাসবো। কিন্তু আমার ভাগ্যে একটা মুসলিম পরিবার ছিল না। এতোটা বছর নিজের মধ্যে ইসলামকে ধরে রেখে বড় হয়েছি। কিন্তু অন্যধর্মকে ছোট করিনি কখনো। কারণ ইসলাম আমাকে তা শিখায়নি। ইসলাম বলেছে যে যার ইচ্ছা মতো তার ধর্ম পালন করবে। তাকে বাঁধা দেওয়ার অধিকার কারো নেই। জোর করে কারো উপর কিছু চাপিয়ে দেওয়া যাবে না। তাই আমিও আর পারিনি। আজ থেকে তিন বছর আগে পুরো দুনিয়াকে একদিকে করে সবার বাইরে গিয়ে আমার প্রাণের ধর্ম ইসলাম গ্রহণ করেছি। কারণ আমি একটা শান্তির জীবন চাই। যে জীবনে কষ্ট অনেক, পরীক্ষা অনেক। কিন্তু দিন শেষে অজস্র শান্তি অার মহান আল্লাহর রহমত। সেই ইসলামকে আমি গ্রহণ করবো না তা কি করে হয়। বাবা-মা ভাই বোন পুরো পরিবার আমাকে মেনে নেয় না। সবার কথা শুনতে শুনতে আমার জীবন ঝলসে যাচ্ছিলো। কিন্তু তাও ইসলামের পথ ছাড়িনি। কারণ যখন নামাজে দাঁড়াতাম না বিশ্বাস করুন আমার সব কষ্ট এত্তো মানুষের কথা, বকা, গাল সব নিমিষেই শেষ হয়ে যেত। মনে খুব শান্তি পেতাম। কিন্তু জানেন কি, এক পাতিল দুধের ভিতর যদি একটা মাছি পড়ে থাকে বারবার ইচ্ছা হবে সেটাকে সরিয়ে দিতে ফেলে দিতে। কারণ কেউ চায় না মাছিটার জন্য একপাতিল দুধ নষ্ট হোক। আমিও না সবার কাছে সেই মাছিটা হয়ে গিয়েছিলাম। কেউ আমাকে ঘার ধাক্কা দেয় নি। কিন্তু আমার আর আল্লাহর মাঝে অনেক বাঁধা দিয়েছে। তাই আর পারিনি। সব ছেড়ে আজ এক বছর হলো একা থাকি। একা একটা মেয়ে একা একটা শহরে। এইযে চাকরিটা করি শুধু মাত্র পেট চালানোর জন্য। কখনো খাই বা কখনো খাইনা। টাকা জমিয়ে রাখি কখন কোন প্রয়োজন এসে পরে। কারণ আমার তো কেউ নেই। তারপর বাসা ভাড়াতো আছেই। জানেন, যারা মুসলিম পরিবারে জন্ম নিয়েছে তারা খুব ভাগ্যবান। তাদেরকে কেউ কিছু বলে না। কেউ বাঁধা দেয় না। কারো কথা শুনতে হয় না। আমার মতো তাদেরকে কষ্ট করতে হয় না। তারা চাইলেই আল্লাহর ইবাদত করতে পারে মন খুলে। শালীন ভাবে চলতে পারে৷ সুন্দর করে বোরখা হিজাব পরে মুখ ঢেকে চলতে পারে। এইযে আমিও এখন পারি। তবে সবাইকে হারিয়ে। জানেন, আবার খুব খারাপ লাগে যারা মুসলিম পরিবারে জন্ম হয়েও ইসলামিক নিয়মকানুন মেনে চলে না। যা ইচ্ছা তাই করে। ওয়েস্টার্ন ফলো করে। তারা যদি জানতো আজ যদি নিঃশ্বাস বন্ধ হয়ে যায় তাহলে কাল কবরে আগুন জ্বলবে এভাবে চলার জন্য। আমার যতই কষ্ট হোক আমার আল্লাহর জন্য আমি সব কষ্ট সহ্য করতে প্রস্তুত আছি। এই হলাম আমি।
এখনই জয়েন করুন আমাদের গল্প পোকা ফেসবুক গ্রুপে।
আর নিজের লেখা গল্প- কবিতা -পোস্ট করে অথবা অন্যের লেখা পড়ে গঠনমূলক সমালোচনা করে প্রতি মাসে জিতে নিন নগদ টাকা এবং বই সামগ্রী উপহার।
শুধুমাত্র আপনার লেখা মানসম্মত গল্প/কবিতাগুলোই আমাদের ওয়েবসাইটে প্রকাশিত হবে। এবং সেই সাথে আপনাদের জন্য থাকছে আকর্ষণীয় পুরষ্কার।
গল্পপোকার এবারের আয়োজন
ধারাবাহিক গল্প প্রতিযোগিতা
◆লেখক ৬ জন পাবে ৫০০ টাকা করে মোট ৩০০০ টাকা
◆পাঠক ২ জন পাবে ৫০০ টাকা করে ১০০০ টাকা।
আমাদের গল্প পোকা ফেসবুক গ্রুপে জয়েন করার জন্য এই লিংকে ক্লিক করুন: https://www.facebook.com/groups/golpopoka/?ref=share
সায়েম খুব মনোযোগ দিয়েই ফাতেমার প্রতিটি কথা শুনছিলো। সায়েম শুধু অবাক হচ্ছে ফাতেমাকে দেখে। মেয়েটা এতো কিছু চেপে রেখেছে এতো দিন অথচ ও একটুও আন্দাজ করতে পর্যন্ত পারেনি। আসলে সায়েম কি বলবে খুঁজে পাচ্ছে না। তাই ফাতেমা সায়েমকে চুপ থাকতে দেখে বলে,
~ আমি একা একটা মেয়ে। আমার চারপাশে কেউ নেই। এরকম একটা মেয়েকে আপনি কখনো বিয়ে করবেন? আপনার পরিবার কখনো মেনে নিবে? বলুন এরপরও করবেন বিয়ে আমাকে? কি উত্তর দিবেন আমাকে?
সায়েম ফাতেমার চোখের দিকে তাকিয়ে আছে। কি উত্তর দিবে ও? বাস্তবতাটা ওর ঠিক একদম সামনে। এতোদিনের একটু একটু করে ফাতেমার উপর জমে থাকা ভালবাসাগুলো কি এই চরম বাস্তবতার কাছে হেরে যাবে? কি উত্তর দিবে সায়েম?
চলবে..?
রঙ বদল
লেখকঃ আবির খান
পর্বঃ ০১
সবার ভালো সাড়া চাই। কেমন লেগেছে জানাবেন কিন্তু। সাথে থাকবেন সবসময়। ধন্যবাদ।
এখনই জয়েন করুন আমাদের গল্প পোকা ফেসবুক গ্রুপে।
আর নিজের লেখা গল্প- কবিতা -পোস্ট করে অথবা অন্যের লেখা পড়ে গঠনমূলক সমালোচনা করে প্রতি মাসে জিতে নিন নগদ টাকা এবং বই সামগ্রী উপহার।
শুধুমাত্র আপনার লেখা মানসম্মত গল্প/কবিতাগুলোই আমাদের ওয়েবসাইটে প্রকাশিত হবে। এবং সেই সাথে আপনাদের জন্য থাকছে আকর্ষণীয় পুরষ্কার।
গল্পপোকার এবারের আয়োজন
ধারাবাহিক গল্প প্রতিযোগিতা
◆লেখক ৬ জন পাবে ৫০০ টাকা করে মোট ৩০০০ টাকা
◆পাঠক ২ জন পাবে ৫০০ টাকা করে ১০০০ টাকা।
আমাদের গল্প পোকা ফেসবুক গ্রুপে জয়েন করার জন্য এই লিংকে ক্লিক করুন: https://www.facebook.com/groups/golpopoka/?ref=share