মেয়েরা যত্ন করতে জানে
____আশা
ফুলটা পঁচে নষ্ট হয়ে যাবে জেনেও,
মেয়েটা ফুলটা অতি যত্নে তুলে রাখে।
কারণ মেয়েরা যত্ন করতে জানে।
ফুলটা তার প্রিয় মানুষের দেয়া।
তার কাছে ফুলটা শুধু ফুলই না!
একটা আস্তো ভালোবাসা।
বছরের পর বছর ফুলটা শুকিয়ে লেপ্টে থাকবে ডায়েরির পৃষ্ঠায়।
তবুও কিন্তুু তার স্থান হবে না ডাস্টবিনে।
কারণ মেয়েরা তাদের প্রিয় জিনিসটাকে যত্ন করতে জানে।
আলমারির অসংখ্য কাপড়ের মাঝেও তার বিয়ের লাল বেনারসিটা পাওয়া যাবে।
কারণ মেয়েরা যত্ন করতে জানে।
ঐ লাল বেনারসি গায়ে জড়িয়েই সে বাবার ঘর ছেড়েছিল,
নতুন কিছু স্বপ্ন পূরণের উদ্দেশ্যে।
এই শাড়ির ভাঁজে জড়িয়ে আছে তার কত শত স্মৃতি।
যুগ পাড় হয়ে গেলেও শাড়িটা তার কাছে পুরনো হয় না।
বরং রঙিন কিছু স্মৃতির মতো রঙিন লাগে।
কারণ মেয়েরা স্মৃতিকেও যত্ন করতে জানে।
মেয়েরা যত্নের কারিগর।
তুমি যদি তাকে ভালোবেসে একটু যত্ন করো,
বিনিময়ে তোমাকে গড়ে দিবে যত্নের পাহাড়।
কারণ মেয়েরা ভালোবাসাকে যত্ন করতে জানে।
মেয়েরা যত্নে স্মৃতি লালন করে,
মেয়েরা যত্নে ভালোবাসা অন্বেষণ করে।
কারণ মেয়েরা প্রিয়জন,প্রিয় জিনিসের যত্ন করতে জানে।
তারিখঃ ০৭-০৩-২০২০ইং
এখনই জয়েন করুন আমাদের গল্প পোকা ফেসবুক গ্রুপে।
আর নিজের লেখা গল্প- কবিতা -পোস্ট করে অথবা অন্যের লেখা পড়ে গঠনমূলক সমালোচনা করে প্রতি সাপ্তাহে জিতে নিন বই সামগ্রী উপহার।
শুধুমাত্র আপনার লেখা মানসম্মত গল্প/কবিতাগুলোই আমাদের ওয়েবসাইটে প্রকাশিত হবে। এবং সেই সাথে আপনাদের জন্য থাকছে আকর্ষণীয় পুরষ্কার।
▶ লেখকদের জন্য পুরষ্কার-৪০০৳ থেকে ৫০০৳ মূল্যের একটি বই
▶ পাঠকদের জন্য পুরস্কার -২০০৳ থেকে ৩০০৳ মূল্যের একটি বই
আমাদের গল্পপোকা ফেসবুক গ্রুপের লিংক:
https://www.facebook.com/groups/golpopoka/