মেঘবদল পর্ব-০৭

0
795

#মেঘবদল
লেখক-এ রহমান
পর্ব ৭

গোধূলি পেরিয়ে গেছে অনেক আগেই। পুরো বাড়িতে হইচই। জারিফ বাইরে থেকে এসেই দেখে ফারিয়ার পুরো পরিবার এসেছে। মেয়েরা সবাই কাজে ব্যস্ত। আর ছেলেরা সোফায় বসে খুব গুরুত্বপূর্ণ কোন আলোচনায় মশগুল। আজ রাতেই তারা ঢাকার উদ্দেশ্যে রওনা দেবে। তাই এতো আয়োজন। ফারিয়ার বাবা ইতিমধ্যেই তাদের সব ব্যবস্থা করে দিয়েছে। সেখানে গিয়ে থাকার কোন অসুবিধা হবে না। তার বন্ধু বলেছেন ছেলে মেয়ে একদম বাড়ির মতো নিশ্চিন্তে থাকতে পারবে। সেই কারনেই তিনি খুব খুশী। জারিফ প্রয়োজনীয় কিছু জিনিস পত্র আনতে বাইরে গিয়েছিল। যাওয়ার আগে বাড়িতে কেউ ছিল না। কিন্তু ঘণ্টা খানেকের মধ্যে ফিরে এসে দেখে বাড়ির সুরৎহাল পরিবর্তন হয়ে গেছে। বিরক্ত হল সে। সোজা নিজের ঘরে চলে গেলো। ঘরে ঢুকেই দেখল ফারিয়া নিজের জিনিস পত্র গুছিয়ে নিচ্ছে। আশে পাশে ছোট বড় বেশ কয়েকটা ব্যাগ। জারিফ সব গুলর দিকে একবার করে দেখে নিয়ে ফারিয়ার দিকে তাকাল। সে একটু পর পর নাক টানছে। জারিফ একটু এগিয়ে যেতেই বুঝতে পারল ফারিয়া কাঁদছে। নরম সরে জিজ্ঞেস করলো
–ফারিয়া কাঁদছ কেন? তোমার কি হয়েছে?

ফারিয়া তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাল। অনেকক্ষণ ধরেই সে কাঁদছিল। চোখ মুখ সব লাল হয়ে গেছে। জারিফ তাকিয়ে আছে তার দিকে। ফারিয়া ঝাঁঝালো গলায় বলল
–আমার কি হয়েছে সেটা জেনে তোমার কি লাভ?

জারিফ বুঝতে পারল ফারিয়া কোন কারনে রেগে আছে। তাই নিজে আর রাগারাগি করলো না। নরম সুরে বলল
–লাভ ক্ষতি আমরা পরে হিসেব করবো। আগে বল কি সমস্যা সেটা সমধান করি। তারপর বাকিটা দেখা যাবে।

ফারিয়া জারিফের কাছাকাছি এসে দাঁড়াল। চেচিয়ে বলল
–তুমি নিজেই আমার জিবনের সব থেকে বড় সমস্যা। কিভাবে সমাধান করবে জানতে চাও? আমাকে আমার মতো ছেড়ে দাও। তাহলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে।

জারিফ কিছুক্ষণ তাকিয়ে থাকলো। সে যথেষ্ট ভালোভাবেই কথা বলছিল। কিন্তু ফারিয়ার মতো মেয়ে ভালো কথা বোঝার মতো না। তাই সেও নিজের রাগ সামলাতে পারল না। ঝাঁঝালো গলায় বলল
–এসব কথা এখন বলে কোন লাভ নেই। আমাকে নিয়ে এতই যখন সমস্যা তোমার আগেই সেটা ভাবা উচিৎ ছিল। এখন ভাবার সময় আর নেই।

ফারিয়া ভীষণ রেগে গেলো। উত্তেজিত কণ্ঠে বলল
–শুধু কি আমার ভাবা উচিৎ ছিল? তোমার ছিল না? নাকি বলতে চাও আমাকে বিয়ে করে তোমার মধ্যে কোন আক্ষেপ নেই। বিয়ের প্রথম দিন কি বলেছিলে সেটা মনে আছে? নাকি মনে করিয়ে দিতে হবে?

জারিফ কোন উত্তর দিলো না। ফারিয়া তাচ্ছিল্য হেসে আবার বলল
–আমাকে বউ হিসেবে মেনে নিতে তোমার সমস্যা সেটা খুব স্পষ্ট ভাবেই বলেছিলে। আর এখন বলছ তোমাকে বিয়ে করতে শুধু আমার সমস্যা। তোমার কোন সমস্যা ছিল না। ক্ষনে ক্ষনে তোমার নতুন রুপ দেখছি জারিফ। কয়েকদিনেই তুমি এতটা বদলে যাবে ভাবতেও পারিনি। যাই হোক আমি তখন বলতে পারিনি কিন্তু এখন বলবো। বাইরে গিয়ে এখনই বলবো আমি তোমার সাথে যেতে চাই না। আমি আমার বাড়িতে যেতে চাই।

জারিফ শান্ত হয়ে শুনছিল ফারিয়ার কথা। ফারিয়া নিজের কথা শেষ করেই সত্যি সত্যি বাইরে যাচ্ছিল সবাইকে বলতে। কিন্তু জারিফ তাকে আটকে দিয়ে দাতে দাত চেপে বলল
–তুমি কোথাও যাবে না।

ফারিয়া ঘুরে তাকাল। জারিফের হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নেয়ার চেষ্টা করে পারল না। জারিফ খুব শক্ত করে ধরে আছে। ফারিয়ার ব্যথা লাগছে। কিন্তু কিছুই বলছে না সে। রুষ্ট কণ্ঠে বলল
–তোমার সাথে থাকা সম্ভব না জারিফ। এখনও সময় আছে নিজের ভুল শুধরে নেয়ার।

জারিফ একই অবস্থায় দাতে দাত চেপে বলল
–আমার সাথেই তোমাকে থাকতে হবে। বিয়েটা যখন হয়েই গেছে এখন আর কিছুই করার নাই। তোমাকে আমার সাথেই থাকতে হবে সারাজীবন।

ফারিয়া তাচ্ছিল্য করে বলল
–হাহ! তুমি বলে দিলে আর আমি মেনে নিলাম তাই না? আমার মতামতের কোন দাম নেই?

–না নেই। যখন মতামত প্রকাশ করার দরকার ছিল তখন করতে পারো নি। পরিবারের সামনে মুখ ফুটে বলতে পারো নি তুমি আমাকে ভালবাস না আর আমাকে বিয়ে করতে চাও না। এখন তাহলে কেন মতামত প্রকাশ করতে চাইছ।

বেশ ধমকের সুরে কথাটা বলতেই ফারিয়া কেঁদে ফেললো। জারিফ হাত ছেড়ে দিলো। অসহায়ের মতো কিছুক্ষণ তাকিয়ে থাকলো। ফারিয়া বরাবর অবুঝ। তার এরকম আচরন স্বাভাবিক। কিন্তু জারিফের এভাবে উত্তেজিত হয়ে যাওয়া এটার কোন সমাধান আনতে পারবে না। বিষয়টা অযথাই বাড়াবাড়ি পর্যায়ে চলে যাচ্ছে। জারিফ চোখ বন্ধ করে ফেললো। নিজেকে যথেষ্ট শান্ত করে নিয়ে খুব ঠাণ্ডা কণ্ঠে বলল
–-আমাদের ভুলেই বিয়েটা হয়েছে। সময় মতো আমরা কেউই নিজের মতামত প্রকাশ করতে পারি নি। এখন আমরা দুজনই পরিস্থিতির স্বীকার। আমরা যা করবো তার জন্য আমাদের পরিবার সাফার করবে। আমাদের জন্য পরিবারকে কষ্ট দেয়ার কোন মানে হয় না। কারন আমরা পরিবারের কথা ভেবেই এতো বড় সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি। যা কিছুই হোক তোমার কাছে আর কোন অপশন নেই। আমার সাথেই থাকতে হবে। তুমি কোথাও যাবে না ফারিয়া। আমি তোমাকে তোমার পছন্দ মতো কোন সিদ্ধান্ত নিতে সুযোগ দেবো না। এর জন্য তুমি আমাকে খারাপ ভাবলেও ভাবতে পারো আমার আপত্তি নেই।

জারিফ কথা শেষ করে ওয়াশ রুমে চলে গেলো। ফারিয়া কান্নায় ভেঙ্গে পড়ল। সব কিছু এলোমেলো লাগছে তার। কোনটা ঠিক কোনটা ভুল সেটা ধোঁয়াশার মতো তার কাছে।

————
নভেম্বরের মাঝের দিকে হালকা শীত পড়তে শুরু করেছে। জারিফ ফারিয়ার দিকে তাকাল। সিটে মাথা এলিয়ে জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে। জানালাটা যদিও বা বন্ধ তবুও কাঁচ ভেদ করে বাইরের রাস্তাটা দেখা যাচ্ছে। ফারিয়ার হতাশ চোখজোড়া নিশ্চুপ শান্ত। জারিফ মৃদু সরে জিজ্ঞেস করলো
–ঠাণ্ডা লাগছে?

ফারিয়া কোন উত্তর দিলো না। এমন কি তার অবস্থারও পরিবর্তন হল না। শুনতে পেয়েও যেন পেলো না। জারিফ হতাশ শ্বাস ছেড়ে জানালা দিয়ে বাইরে তাকাল। ফারিয়া যে কথা বলবে না সেটা হয়তো জারিফের একটু হলেও ধারনা ছিল। কারন জারিফের তখনের কথা গুলো হয়তো একটু কড়া ছিল। কিন্তু কোন ভুল ছিল না। ফারিয়ার হয়তো অনেকটা কষ্ট হয়েছে। তাই তারপর থেকে আর কোন কথা বলে নি। নিজের মতো সব কিছু গুছিয়ে নিয়েছে। বিদায় নেয়ার সময় মোটামুটি সবাই কাঁদছিল। জারিফের একটু খারাপ লাগলেও ফারিয়া ছিল পাথরের মতো। মলিন হেসেছিল শুধু। বাসে উঠে একবার বলেছিল সে জানালার পাশে বসতে চায়। জারিফ নির্বাক মেনে নিয়েছিল। দিরুক্তি করেনি। জারিফ আরাম করেই বসে পড়ল। জার্নিতে তার ঘুম হয় না। তারপরেও চোখটা বন্ধ করে নিলো। ফারিয়ার ঘুম আসে কিনা সেটা জানে না সে। জানার চেষ্টাও করলো না। কারন এখন কথা বলা মানেই আগুনে ঘি ঢালা হয়ে যাবে। তাই সে নিশ্চুপ থেকে গেলো। বেশ কিছুক্ষণ পর মনে হল ফারিয়া কি করছে। চোখ খুলে ফারিয়ার দিকে তাকাল সে। ফারিয়া তখন গভির ঘুমে। মাথাটা গিয়ে ঠেকেছে জানালার কাঁচে। বাসের দুলুনির কারনে বারবার জানালায় বাড়ি খাচ্ছে। জারিফ কিছুক্ষণ তাকিয়ে থেকে ফারিয়ার মাথাটা নিজের বুকে নিয়ে নিলো। এক হাতে আলত করে চেপে ধরল যাতে মাথাটা এদিক সেদিক চলে না যায় আর ফারিয়ার ঘুম ভেঙ্গে না যায়। কিন্তু আবার এটাও ভয় হচ্ছে যে ফারিয়া জেগে গিয়ে নিজেকে এই অবস্থায় দেখলে কুরুক্ষেত্র বাধিয়ে দেবে। কিন্তু তার থেকেও ফারিয়ার ঘুমটা বেশী জরুরী। তাই পরের যা হবে দেখা যাবে সেই ভেবেই সেও চোখ বন্ধ করে নিলো।

————–
বেশ তাড়াহুড়ো করে সিঁড়ি বেয়ে নামছে ঈশা। তার আজ মাস্টার্স পরীক্ষা। এমনিতেই দেরি করে ফেলেছে। এখন রিক্সা পেতে দেরি হয়ে গেলে বিপদ হয়ে যাবে। শেষ সিঁড়িটা অতিক্রম করতেই চোখ পড়ল সামনে রাস্তার ধারে দাড়িয়ে থাকা দুজন মানুষের উপরে। ইভান বাইকে হেলানি দিয়ে দাড়িয়ে আছে। আর তনু তার পাশেই দাড়িয়ে কিছু একটা বলছে। ঈশা ধির পায়ে নিচে নামলো। একটু কাছাকাছি আসতেই তনুর কথা স্পষ্ট কানে এলো
–আমি চাচ্ছি যত তাড়াতাড়ি সম্ভব বিয়েটা করে ফেলতে। তুই একটু বুঝিয়ে বল। নাহলে আমার বাসা থেকে বিয়ের জন্য উঠেপড়ে লেগেছে।

ইভান নিচের দিকে তাকিয়ে বলল
–এতো অস্থির হচ্ছিস কেন? আমি তো তোকে বলেছিই পজিটিভ রেজাল্ট এসেছে। সবার ইচ্ছা বিয়ের অনুষ্ঠানটা বড় করে করবে। তাই প্রস্তুতির ব্যাপার তো আছেই। একটু সময় দে। আমি আরেকবার সবার সাথে কথা বলি।

কথা শেষ করে ইভান চোখ তুলে তাকাতেই ঈশার দিকে চোখ পড়ল। শান্ত সরে জিজ্ঞেস করলো
–কোথায় জাচ্ছিস এখন?

ঈশা কোন উত্তর দিলো না। ইভান অপেক্ষা করছে। তনু হেসে বলল
–ঈশা আজ তো তোমার পরীক্ষা আছে তাই না? দেরি হয়ে গেছে তো। এতো দেরি করলে কেন?

ঈশা নরম সরে বলল
–এমনিতেই।

বলেই সামনে পা বাড়াল। ইভান ধির কণ্ঠে ডাকল। বলল
–ঈশা। আমি তোকে দিয়ে আসি?

ঈশা ঘুরে তাকাল। মৃদু হেসে বলল
–লাগবে না। আমি যেতে পারবো।

ইভান আবারো বলল
–দেরি হয়ে গেছে। এখন তুই রিক্সার জন্য অপেক্ষা করলে আরও দেরি হয়ে যাবে। আমার সাথে গেলে সময় মতো পৌছাতে পারবি।

ঈশা কঠিন চোখে তাকাল। বেশ ঝাঁঝালো সরে বলল
–তোমাকে কে এতো ভাবতে বলেছে? আমার ভাবনা আমাকে ভাবতে দাও। দেরি করে পরীক্ষা দিতে গেলে আমার খুব বেশী ক্ষতি হয়ে যাবে না। আর তুমি তোমার কাজ কর না। আমি তো তোমাকে বিরক্ত করছি না।

ইভান বেশ অবাক হল এমন কথা শুনে। এমন আচরনের কারন বুঝতে না পেরে ভ্রু কুচকে তাকাল। ঈশার দিকে তাকিয়ে নরম সরে বলল
–আমি তো শুধু…।

কথা শেষ করতে দিলো না ঈশা। বলল
–প্লিজ ইভান ভাইয়া। আমি তোমার সাথে যাবো না। আমাকে জোর করো না।

ইভান আর কথা বলল না। ঈশা এলোমেলো পা ফেলে হাঁটছে সামনে। বুকের মাঝে তীব্র ব্যথা অনুভুত হচ্ছে তার।

চলবে……

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে